ইকুয়েডর ও পেরুর উত্তর উপকূলীয় অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া একাধিক বাড়ি, স্কুল এবং চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাতে রয়টার্স জানিয়েছে, শনিবার গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬.৪ কিমি. গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা দেয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এক টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, ‘আজ (শনিবার) সকালে ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি যাচাই করার জন্য আমরা এলাকায় রয়েছি। আমি নিশ্চিত করতে চাই যে, আমি আপনার সঙ্গে আছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সংহতি ও অঙ্গীকার প্রকাশ করছি।’
ইকুয়েডরের প্রেসিডেন্সির যোগাযোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ১৪ জন নিহত ও ৩৮০ জনের বেশি লোক আহত হয়েছে। যার বেশির ভাগই এল ওরো প্রদেশের বাসিন্দা। এ ছাড়া অন্তত ৪৪টি বাড়ি ধ্বংস এবং আরও ৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০টি শিক্ষা ভবন ও ৩০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের কারণে ভূমিধস হয়ে একাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সান্তা রোসা বিমানবন্দর সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এটি চালু রয়েছে।
ইকুয়েডরের জিওফিজিক্স ইনস্টিটিউট জানায়, প্রথম ভূমিকম্পের ঘণ্টা খানেকের মধ্যে দুটি দুর্বল আফটারশক হয়।
এদিকে পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মানুষ বা কাঠামোর কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়ার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। স্টর্মি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকাকে ঘুষ দেয়ার দায়ে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হলো।
যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনেও প্রেসিডেন্ট পদে লড়বেন ট্রাম্প। আরও আগেই এ ঘোষণা দিয়েছিলেন তিনি। ২০২৪ সালেরও ওই নির্বাচনকে ঘিরে তোড়জোড়ও চলছে তার। এর মধ্যে এমন ঘটনা ঘটল।
তবে অভিযোগের বিষয়ে নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ বলে দাবি করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, দ্বিতীয়বারের মতো তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাকে নষ্টের চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে ডেমোক্র্যাট ব্র্যাগকে অভিযুক্ত করেছেন ট্রাম্প ।
ট্রাম্প জানিয়েছেন, তার সাবেক এটর্নি মাইকেল কোহেনের অর্থ দেয়ার বিষয়টি তিনি জানতেন না। তবে এটর্নি কোহেন আদালতকে বলেছেন ট্রাম্পকে জানিয়েই তিনি পর্ন তারকাকে অর্থ দিয়েছেন।
এ দিকে ডোনাল্ড ট্রাম্প কখন আদালতে আত্মসমর্পণ করবেন তা নিয়ে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট এটর্নি আলভিন ব্রাগ সাবেক প্রেসিডেন্টর লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করেছেন। মঙ্গলবার কিম্বা তারপর দিনক্ষণ ঠিক হতে পারে বলে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি। কারণ বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয়েছে।
আফ্রিকার দেশ নামিবিয়া থেকে ভারতে আসার ছয় মাস পরই একটি স্ত্রী চিতাবাঘ ছয়টি শাবকের জন্ম দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ অন্তত ৭০ বছর আগে চিতাকে বিলুপ্ত প্রাণী ঘোষণা করেছিল। তাই প্রাণীটির নতুন প্রজন্মের আগমনে খুশির কমতি নেই।
ভারতের পরিবেশমন্ত্রী ওই সুখবর ঘোষণা করেন এবং চারটি চিতাবাঘের জন্মকে ‘স্মরণীয় ঘটনা’ আখ্যা দেন। বিবিসি জানায়, বড় বিড়াল নামে পরিচিত চিতার বংশবৃদ্ধি পুনরায় শুরুর লক্ষ্যে ভারত কয়েক দশক ধরে চেষ্টা করছে। এ পরিকল্পনার অংশ হিসেবে তারা গত বছর আফ্রিকার দেশ নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে এসেছে। এ ছাড়া গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে গত মাসে আরও ১২টি চিতা ভারতে এসে পৌঁছায়।
চারটি চিতা শাবকের জন্ম হয়েছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের বন্য প্রাণী অভয়ারণ্যে। নামিবিয়া থেকে গত সেপ্টেম্বরে যে স্ত্রী চিতাগুলো এসেছিল, তাদেরই একটি ওই শাবকগুলো প্রসব করে। খবরটি টুইটারে প্রকাশ করে ভারতের পরিবেশমন্ত্রী ভুপেন্দর যাদব লিখেছেন, তিনি আনন্দিত। ভারতে চিতাবাঘ ফিরিয়ে আনার প্রকল্পে যুক্ত হয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে অতীতের পরিবেশগত ভুল সংশোধনের চেষ্টায় ব্রতী ছিলেন, তাদের সবাইকে অভিনন্দন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই আনন্দের খবরটিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, চিতা শাবকগুলো সম্ভবত পাঁচ দিন আগে জন্মেছে। তবে গত বুধবার কুনো ন্যাশনাল পার্কের কর্মকর্তারা প্রথম সেগুলোকে দেখতে পান। প্রতিটি সুস্থ রয়েছে। তাদের মা সিয়ায়াও ভালো আছে।
তবে নতুন চিতাগুলো ভূমিষ্ঠ হওয়ার মাত্র দুই দিন আগে একটি পূর্ণবয়স্ক চিতা কিডনি বিকল হয়ে মরে গেছে। এটিও নামিবিয়া থেকে এসেছিল। ওই দেশ থেকে মোট আটটি চিতাকে ভারতে আনা হয়েছিল।
বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী চিতা। এরা তৃণভূমিতে ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। প্রাণীটি চোরাশিকার, আবাসের সংকট এবং পর্যাপ্ত খাবারের অভাবে ১৯৫২ সালে ভারত থেকে হারিয়ে যায়। বিশ্বে বর্তমানে মোট সাত হাজারের মতো চিতা রয়েছে। এরা মূলত আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং বতসোয়ানায় বসবাস করে। এশীয় চিতা এখন বিলুপ্তপ্রায় এবং এগুলো কেবল ইরানে পাওয়া যায়।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে ভ্যাটিকানের পক্ষ থেকে গত বুধবার এ কথা জানানো হয়। ৮৬ বছর বয়সী পোপ রোমের গেমেলি হাসপাতালে রয়েছেন।
তিনি কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি। ভ্যাটিকান জানায়, পোপের রোগমুক্তির প্রার্থনা জানিয়ে অনেকে বার্তা পাঠিয়েছেন। পোপ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বছরের ব্যস্ততম সময়ে অসুস্থ হয়েছেন পোপ ফ্রান্সিস। ইস্টারের ছুটির আগে তাকে বেশ কিছু অনুষ্ঠান ও সার্ভিসে অংশ নিতে হবে। এএফপি
সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বৃহস্পতিবার জানায়, গোলান মালভূমি থেকে বুধবার দিবাগত রাতে ইসরায়েলি বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সিরীয় বিমান প্রতিরক্ষা বাহিনী শত্রুদের হামলা প্রতিহত করেছে বলে সানা দাবি করে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে দুই সেনা আহত হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ায় সরকারনিয়ন্ত্রিত জায়গাগুলোয় শতাধিক বার হামলা করেছে ইসরায়েল। আল-জাজিরা
পাকিস্তানে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার চার পুলিশ নিহত হয়েছে।
দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার একটি থানায় তালেবানের আক্রমণের খবর পেয়ে পুলিশের একটি গাড়ি সেখানে ছুটে যাচ্ছিল। এ সময় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাড়িতে থাকা চার পুলিশ নিহত এবং ৫ জন আহত হন।
পাকিস্তান তেহরিক-ই-তালিবান পুলিশের ওপর আক্রমণের দায় স্বীকার করেছে।
জঙ্গি গোষ্ঠীটি জানায়, তাদের যোদ্ধাদের ওপর অভিযানের প্রতিশোধ নিতেই তারা এই হামলা করেছে। ২০২১ সালে প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে টিটিপির হামলার মাত্রা বেড়ে গেছে। এএফপি
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করেছে রাশিয়া। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে মস্কো।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বৃহস্পতিবার জানায়, উরাল মাউন্টেনস শহর ইয়েকাটেরিনবার্গ থেকে সাংবাদিক ইভানকে আটক করা হয়। তবে তাকে কবে আটক করা হয়েছে, তা জানায়নি এফএসবি। রুশ কর্তৃপক্ষ বলছে, সাংবাদিক ইভান রাশিয়ার সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি উদ্যোগের ব্যাপারে শ্রেণিবদ্ধ তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে ইভানের ২০ বছরের জেল হতে পারে।
আল-জাজিরা জানায়, ওয়াল স্ট্রিটের সাংবাদিক ইভান ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার অগ্রগতি এবং ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার বাহিনীর বিষয়ে সংবাদ করেছেন। রাশিয়ায় ইভানের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের পূর্ণ অনুমতি ছিল।
ওয়াল স্ট্রিট জার্নালে যোগ দেয়ার আগে ৩১ বছর বয়সী ইভান মস্কোতে এএফপিতে কাজ করতেন। তিনি এর আগে মস্কো টাইমসের সাংবাদিক ছিলেন। ইভান রাশিয়ান ভাষায় কথা বলেন। তার বাবা-মা যুক্তরাষ্ট্রে থাকেন, তবে তারা মূলত সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ তাদের সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার তোলা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। তারা ইভানের অবিলম্বে মুক্তি দাবি করেছে।
এদিকে শীতল যুদ্ধ-পরবর্তী গুপ্তচরবৃত্তির অভিযোগে এই প্রথম কোনো মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদককে আটক করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে মার্কিন সাংবাদিকের আটকের ঘটনা ঘটল।
ফিলিপাইনে দক্ষিণাঞ্চলে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৩১ জন মারা গেছেন। দেশটির সরকার বৃহস্পতিবার একথা জানায়। আগুনে পোড়া ফেরি থেকে ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, দ্য লেডি মেরি জয় ৩ নামের যাত্রীবাহী ফেরিটি বুধবার রাতে মিন্দানাও দ্বীপের জামবয়ানগা শহর থেকে সুলু প্রদেশের জুলু দ্বীপের দিকে যাচ্ছিল। যাত্রাপথে স্থানীয় সময় রাত ১১টার দিকে বাসিলান প্রদেশের একটি দ্বীপের কাছে ফেরিটিতে আগুন ধরে যায়। আতঙ্কিত লোকজন ফেরি থেকে পানিতে ঝাঁপ দেন। উপকূলরক্ষী বাহীনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাদের সদস্যরা নৌযানটিতে পানি ছিটিয়ে আগুন নেভাচ্ছেন। এ ছাড়া রাতের অন্ধকারে ছোট ছোট নৌকায় যাত্রীদের উদ্ধার করার ছবি প্রকাশ করা হয়।
কর্তৃপক্ষ ফেরিতে আগুন লাগার কারণ এখনো বের করতে পারেনি। মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডর রেজার্ড মারফে বলেন, রাত হয়ে যাওয়ায় ফেরির ডকের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে অনেক লোক ঘুমিয়ে ছিলেন। আচমকা ফেরিতে আগুন লাগার খবর জেনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। দ্বীপের কাছাকাছি এলাকায় ফেরিতে অগ্নিকাণ্ড হওয়ায় বহু মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ফিলিপাইন কর্তৃপক্ষ জানায়, ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১ জন প্রাণ হারায়। এদের কেউ আগুনে পুড়ে এবং কেউ বা পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারান। অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে ছয় মাসের বাচ্চাসহ তিন শিশু রয়েছে। এ ছাড়া ১৪ জন দগ্ধ হয়েছেন। সাত জন নিখোঁজ রয়েছেন।
রয়টার্স জানায়, ৭ হাজার ৬০০ দ্বীপের দেশ ফিলিপাইনে নৌযান চলাচলের নিরাপত্তাব্যবস্থা খুবই দুর্বল। অধিকাংশ নৌযানই মেয়াদোত্তীর্ণ। এগুলো প্রায়ই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে থাকে।
দেশটিতে গত বছরের মে মাসে ১৩৪ জন যাত্রীবাহী একটি দ্রুতগতির ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত সাতজন প্রাণ হারান। ১৯৮৭ সালে বিশ্বের ভয়াবহ ফেরি দুর্ঘটনা ফিলিপাইনে ঘটেছিল। ওই বছর রাজধানী ম্যানিলার দক্ষিণে মিনদোরো দ্বীপে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরির সঙ্গে তেলবাহী ট্যাংকারের ধাক্কা লাগে। এতে ৫ হাজার মানুষ প্রাণ হারান।
ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কুয়ায় পড়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রদেশের ইনদোরের শ্রীবালেশ্বর মন্দিরে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হিন্দুধর্মাবলম্বীদের অনুষ্ঠান রাম নবমী উপলক্ষে বালেশ্বর মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। এ সময় বেশ কয়েকজন পুণ্যার্থী মন্দিরের ভেতরে একটি কুয়ার কংক্রিটের ছাউনিতে উঠে পড়েন। এ সময় কংক্রিটের ছাউনি ভেঙে অনেকে নিচে পড়ে যান।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, মন্দিরের কুয়ায় পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আরও ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। কুয়ায় উদ্ধার কার্যক্রম চলছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মন্দিরে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।
দ্রুত অ্যান্টার্কটিকা অঞ্চলের বরফ গলার কারণে গভীর সমুদ্রের স্রোতের প্রবাহ আস্তে আস্তে কমে যাচ্ছে। পরিবেশের ওপর যা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সম্প্রতি একটি প্রতিবেদনে এই সতর্কবার্তা দেয়া হয়। খবর বিবিসির।
অস্ট্রেলীয় বিজ্ঞানীদের একটি দল বলছে, গভীর জলের প্রবাহ, যা সমুদ্রের স্রোত নিয়ন্ত্রণ করে সেটি ২০৫০ সালের মধ্যে ৪০ শতাংশ ধীর হয়ে যেতে পারে। এই স্রোতই বিশ্বজুড়ে প্রয়োজনীয় তাপ, অক্সিজেন, কার্বন এবং পুষ্টির যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এর আগে এক গবেষণায় বলা হয়, উত্তর আটলান্টিকের স্রোত কমে গেলে আরও শীতল হবে ইউরোপ।
‘ন্যাচার জার্নাল’-এ প্রকাশিত সমীক্ষাটি আরও সতর্ক করেছে, স্রোতের প্রবাহ কমে যাওয়ার কারণে সমুদ্রের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা কমে যেতে পারে। আইসক্যাপ থেকে মিঠা পানি গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির লবণাক্ততা কমে যাচ্ছে, এতে নিচের দিকের প্রবাহ কমে যায়।
হাজার হাজার বছর ধরে উত্তর ও দক্ষিণ গোলার্ধে এই গভীর সমুদ্রের স্রোত অপেক্ষাকৃত স্থিতিশীল ছিল। কিন্তু জলবায়ুর উষ্ণায়নের কারণে এটি ব্যাহত হচ্ছে।
গবেষক দলের প্রধান অধ্যাপক ম্যাথিউ ইংল্যান্ড বলেছেন, ‘আমাদের মডেলিং দেখায়, যদি বিশ্বব্যাপী কার্বন নির্গমন বর্তমান হারে চলতে থাকে, তাহলে আগামী ৩০ বছরে গভীর জলের প্রবাহ ৪০ শতাংশের বেশি ধীর হয়ে যাবে।’
প্রতিবেদনে অবদান রাখা ডক্টর অ্যাডেল মরিসন ব্যাখ্যা করেছেন, ‘সমুদ্রের সঞ্চালন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃষ্ঠের পানি দ্রুত তার কার্বন-শোষণ ক্ষমতায় পৌঁছায় এবং তারপর গভীর থেকে কার্বন নয়, এমন পানি দ্বারা আর প্রতিস্থাপিত হয় না।’ ফলে আরও শীতল হতে পারে উত্তর-পশ্চিম ইউরোপ এবং প্রভাব পড়তে পারে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রতে।
চীনের হুমকি অগ্রাহ্য করে বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সাই। সফর শুরুর আগে চীনকে ইঙ্গিত করে সাই বলেছেন, ‘বাইরের চাপে বিশ্বের সঙ্গে সংযোগ রাখা বন্ধ করবে না তারা।’ যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎকার নিয়ে চীনের হুঁশিয়ারিকে উড়িয়ে দেন সাই।
রয়টার্স জানায়, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই মূলত গুয়েতেমালা ও বেলিজে যাবেন। তবে যাত্রাপথে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং ফিরতি পথে লস অ্যাঞ্জেলেসে বিরতি নেবেন। যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির সময়টুকুই সাইয়ের নির্ধারিত ১০ দিনের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে তিনি বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ম্যাককার্থির সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই সাক্ষাৎ করলে প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। তবে চীনের চোখ রাঙানিকে খুব একটা পাত্তা না দেয়ার বিষয়টি সাইয়ের কথায় পরিষ্কার হয়ে গেছে।
চীনের নাম উচ্চারণ না করেই তাইওয়ানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাই বলেন, ‘বাইরের কোনো চাপ আমাদের বিশ্বের কাছে যাওয়ার সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা স্থির ও আত্মবিশ্বাসী। আমরা কারও কথা মেনেও নেব না আবার কাউকে উসকানিও দেব না। তাইওয়ান দৃঢ়ভাবে স্বাধীনতা ও গণতন্ত্রের পথে হাঁটবে এবং বিশ্বের কাছে যাবে। যদিও এই পথ কঠিন, তবে তাইওয়ান একলা নয়।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে সাইয়ের যাত্রার কিছু সময় পরই বেইজিংয়ে চীনের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঝু ফেংলিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির পথে সাই বিমানবন্দরে বা হোটেলে পরের বিমানের জন্য অপেক্ষায় থাকবেন ব্যাপারটা এমন নয়। আদতে তিনি এই সময়ে মার্কিন কর্মকর্তা ও আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করবেন।’
ঝু ফেংলিয়ান আরও বলেন, যদি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাককার্থির সঙ্গে সাই যোগাযোগ করেন, তাহলে সেটা হবে একক চীন নীতির গুরুতর লংঘন করার আরেকটা উসকানি, যা চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ক্ষতি করবে এবং তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে। চীনের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা এগুলোর দৃঢ় বিরোধিতা করছি এবং অবশ্যই পাল্টা পদক্ষেপ নেব।’
এদিকে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি নিয়ে চীনের প্রতিক্রিয়াকে বাড়াবাড়ি বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের মতে, বিভিন্ন দেশে যাওয়ার পথে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে বিরতি নেয়ার ঘটনা আগেও দেখা গেছে। এখন সাইয়ের এই ‘ট্রানজিটকে’ কাজে লাগিয়ে তাইওয়ানের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়া চীনের উচিত হবে না বলে তারা মনে করেন।
ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা বলেন, চলতি সপ্তাহে ও এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রে সাইয়ের ‘ট্রানজিটকে’ কেন্দ্র করে চীনের অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর কোনো মানে নেই। আগের ট্রানজিটগুলোতেও সাই মার্কিন কংগ্রেসের সদস্য, প্রবাসী তাইওয়ানি ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বৈঠকসহ নানান কিছু করেছেন, বলেছেন ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা।
তবে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই এমন একসময়ে যুক্তরাষ্ট্রে ‘ট্রানজিট’ নিচ্ছেন, যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক ১৯৭৯ সালে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সবচেয়ে খারাপ অবস্থায় আছে। চীনের কাছে তাইওয়ান অত্যন্ত সংবেদনশীল ইস্যু। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে চীন। স্বশাসিত দ্বীপটিকে বাগে আনতে প্রয়োজনে বল প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
এদিকে কূটনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘একক চীন’ নীতি সমর্থন দেয়। কূটনৈতিক স্বীকৃতি না দিলেও স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের।
সুইডেনের রাজধানী স্টকহোমে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ন্যাটোজোটে সুইডেনের আবেদনে ‘হস্তক্ষেপের চেষ্টার’ প্রতিবাদ জানাতে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন।
রয়টার্স জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নিজেদের সুরক্ষার লক্ষ্যে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে। ফিনল্যান্ড ইতিমধ্যে ন্যাটোর ৩০ সদস্য দেশের মধ্যে ২৯ দেশের অনুমোদন পেয়েছে। তবে সুইডেন এখনো ন্যাটো জোটের সদস্য তুরস্ক এবং হাঙ্গেরির অনুমোদন পায়নি। তবে সুইডেন এখনো হাল ছাড়েনি।
স্টকহোমে রাশিয়ার দূতাবাসের ওয়েবসাইটে রুশ রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেছে, ন্যাটোর অন্তর্ভুক্ত হলে নর্ডিক দেশগুলো রাাশিয়ার সামরিক ধরনসহ প্রতিশোধমূলক পদক্ষেপের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেন, ন্যাটোয় অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়ায় হস্তক্ষেপের এই সুস্পষ্ট চেষ্টার প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূতকে তলব করছে।
মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সাং সু চির দলকে এবার বিলুপ্ত ঘোষণা করল দেশটির সামরিক জান্তা সরকার। নির্বাচনে অংশ নিতে নিবন্ধন না করায় নোবেলজয়ী লিগ ফর ডেমোক্রেসিসহ (এনএলডি) মোট ৪০টি দলকে বিলুপ্ত ঘোষণা করেছে জান্তা সরকার।
২০২১ সালের এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচনে বিজয়ী এনএলডি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা বসেছিল জান্তারা। ক্ষমতায় বসার পরপরই অন্যান্য রাজনৈতিক নেতাসহ দলের নেত্রী ও নোবেল জয়ী অং সাং সু চিকে আটক করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থান এবং অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দেড় বছরের বেশি সময় ধরে চলা দমন-পীড়ন ও একের পর এক মামলা দেয়ার কারণে এনএলডিসহ পার্লামেন্টে আসন থাকা অন্য দলগুলোকে ভীষণভাবে দুর্বল করে দিয়েছে।
নির্বাচনের তারিখ ঘোষিত না হলেও গত মঙ্গলবার ছিল নির্বাচনে অংশ নিতে নিবন্ধন করার শেষ দিন। তার মধ্যে ৬৩টি দল স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিবন্ধন করেছে বলে মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত মায়াবতী টিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এনএলডিসহ মূল দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করায় নির্বাচন হলে তাতে সামরিক বাহিনীপন্থি ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিই (ইউএসডিপি) জিতবে বলে অনুমান করা হচ্ছে। এই দলটি ২০১৫ ও ২০২০ সালের ভোটে এনএলডির কাছে বিপুলভাবে পরাজিত হয়েছে।
এনএলডির ঊর্ধ্বতন কর্মকর্তা টুন মিন্ট বলেছেন, অসংখ্য নেতাকর্মী জেলে কিংবা ‘বিপ্লবে জড়িত থাকার’ সময় এনএলডি কখনোই নির্বাচনের জন্য নিবন্ধিত হবে না। তিনি গণমাধ্যমকে বলেন, ‘তারা আমাদের দলকে বিলুপ্ত করুক বা না করুক, কিছু আসে যায় না। আমরা জনগণের সমর্থন নিয়ে দাঁড়িয়েই থাকব।’
জান্তা যাদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছ, সেই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বলছে, নির্বাচন আয়োজনের এখতিয়ারই নেই সামরিক বাহিনীর। দলটির মুখপাত্র বলেন, ‘জনগণের ইচ্ছাকে যারা সম্মান করে, সেসব রাজনৈতিক দল কখনোই নিবন্ধন করবে না।’
২০২০ সালের নির্বাচনে জালিয়াতি হয়েছে অভিযোগ এনে তার ফলকে অবৈধ বিবেচনা করে দুই বছর আগের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানে নেমেছিল সামরিক বাহিনী। ওই অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় ৭৭ বছর বয়সী সু চিসহ এনএলডির অসংখ্য সদস্যকে জেল খাটতে হচ্ছে। দুর্নীতি, গোপনীয়তা আইনের লঙ্ঘন ও বেআইনি কর্মকাণ্ডে উসকানির দায়ে এরই মধ্যে সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন জান্তা-সমর্থিত আদালত।
যুক্তরাষ্ট্রে টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি বেসরকারি স্কুলে গত সোমবারের বন্দুক হামলার ঘটনায় আবারও অস্ত্র আইন সংশোধনের বিষয়টি সামনে উঠে এসেছে। বছরের পর বছর ধরে গণমাধ্যম ও অধিকারকর্মীদের দাবিকে উপেক্ষা করে কোনো সরকারই এই অস্ত্র আইন সংশোধন করতে সক্ষম হয়নি। এ ক্ষেত্রে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিবন্ধকতার কথাই বলেছেন সরকারপ্রধানরা।
এর আগেও প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র আইন সংশোধনের উদ্যোগ নেয়ার কথা বলেছেন। ন্যাশভিল ঘটনার পর, ফের তিনি বিষয়টি সামনে নিয়ে আসেন। গত সোমবার নর্থ ক্যারোলিনার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন তার বক্তৃতায় বলেন, ‘ওই স্কুলে যা ঘটেছে, তা মর্মান্তিক। একমাত্র কংগ্রেসই এই পরিস্থিতিতে এগিয়ে আসতে পারে এবং দেশকে বাঁচাতে পারে। দুঃখজনক সত্য হলো, আমেরিকায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয় বন্দুকধারীর গুলিতে। এই মুহূর্তে এটা বন্ধ হওয়া দরকার।’
বাইডেন আরও বলেন, ‘প্রতিবছর গাড়ি দুর্ঘটনায় যত ছাত্রছাত্রীর মৃত্যু হয়, বন্দুকধারীর হামলায় তার চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রী নিহত হয়। চোখের সামনে এই তথ্য থাকা সত্ত্বেও আমাদের হাত-পা বাঁধা। অস্ত্র আইন বদলের চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তাই বিষয়টি এখন কংগ্রেসের হাতে ছেড়ে দিয়েছি।’
এর আগে নব্বইয়ের দশকের প্রেসিডেন্ট বিল ক্লিনটন অস্ত্র আইন নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিলেন। পরবর্তী সময়ে বারাক ওবামাও চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের এই অবাধ অস্ত্র ব্যবহার বন্ধের। কিন্তু তাদের কেউই মার্কিন অস্ত্র আইন সংশোধন করতে সমর্থ হননি।
আরও হামলার পরিকল্পনা ছিল ন্যাশভিল হামলাকারীর
যুক্তরাষ্ট্রে টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরের স্কুলে বন্দুক হামলাকারীরে নাম অড্রে এলিজাবেথ হালে বলে জানায় পুলিশ। তার বয়স ২৮ বছর। তিনি কোনো অসন্তোষ থেকে কোভনেন্ট স্কুলে হামলা চালিয়ে থাকতে পারেন এবং তার অন্য আরও নিশানায় হামলা চালানোর অভিপ্রায় ছিল বলে ধারণা করছে পুলিশ।
ন্যাশভিলের পুলিশপ্রধান জন ড্রেক গত মঙ্গলবার সকালে সিবিএস নিউজকে বলেছেন, অড্রে হালে তার পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় একটি শপিংমলেও হামলা চালানোর কথা ভাবছিলেন হয়তো। কারণ, তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনটি আগ্নেয়াস্ত্র এবং কিছু মানচিত্র খুঁজে পেয়েছে পুলিশ। এসব আঁকা মানচিত্র অন্যান্য জায়গায় হামলার চালানোর ভাবনা-চিন্তারই আভাস দিচ্ছে বলে ধারণা পুলিশের।
পুলিশ বলছে, এলিজাবেথ হালে একজন ট্রান্সজেন্ডার ছিলেন এবং ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী। তার অতীত অপরাধের কোনো রেকর্ডও ছিল না। হামলা চালানোর সময় পুলিশ তাকে ঘটনাস্থলেই হত্যা করে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে ন্যাশভিলের কোভনেন্ট স্কুলে ওই হামলায় ছয়জন নিহত হয়। তাদের মধ্যে ওই স্কুলের প্রধানসহ তিনজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশু।