বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৩ পৌষ ১৪৩২

নতুন রুশ প্রতিরক্ষামন্ত্রী বেলোসভ

আন্দ্রেই বেলোসভ
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৩ মে, ২০২৪ ১৭:৫৬

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। একযুগ পর শোইগুকে সরিয়ে দেওয়া হলো। দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আন্দ্রেই বেলোসভ নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। খবর- বিবিসির।

সের্গেই শোইগু ২০১২ সাল থেকে একটানা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান নিযুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী শোইগুর স্থলাভিসিক্ত হওয়া বেলোসভ একজন অর্থনীতিবিদ, যার সামান্য সামরিক অভিজ্ঞতাও রয়েছে। কাজেই এমন একজন ব্যক্তিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী করার কথা শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, রুশ প্রসিডেন্টের পুতিনের এই পদক্ষেপটি ইঙ্গিত দিচ্ছে যে, রাশিয়ার অর্থনীতিকে তিনি তার যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত করতে চাচ্ছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘উদ্ভাবনের’ দৃষ্টিভঙ্গি থেকেই একজন বেসামরিক ব্যক্তিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে দেওয়া হচ্ছে। তিনি বলেন, জিডিপির একটি বড় অঙ্ক সামরিক খাতে ব্যয়ে শুরু করার পর রাশিয়া অনেকটা ১৯৮০ সালের মাঝামাঝি সময়ের সোভিয়েত ইউনিয়নের মতো হয়ে উঠেছিল। কাজেই সামরিক ব্যয়কে রাশিয়ার সামগ্রিক অর্থনীতির সঙ্গে আরও ভালভাবে সংহত করার বিষয়টি নিশ্চিত করার দরকার বলে মনে করেন তিনি।

‘আর যে ব্যক্তি উদ্ভাবনের ক্ষেত্রে বেশি খোলামনের, তিনিই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন,’ বলেন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলেন, শোইগুর জায়গায় নতুন কেউ আসার বিষয়টি তেমন আশ্চর্য হওয়ার মতো কোনো কিছু নয়। কারণ সাম্প্রতিক সময়ে শোইগুর অবস্থান বেশ দুর্বল হয়ে পড়েছে। এমনকি এটাও শোনা যাচ্ছিলো যে, তাকে পদচ্যুত করানো হতে পারে।

বস্তুত রাশিয়ার ইউক্রেন অভিযানে সামরিক বিপর্যয় এবং শক্তি ও সম্পদের বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে, যার জন্য শোইগুকে অনেকটাই দায়ী করে থাকেন। এক্ষেত্রে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে একজন অর্থনীতিবিদ থাকাটা ক্রেমলিনের পরিবর্তিত অগ্রাধিকার নীতিরই প্রতিফলিত বলে মনে করছেন রোজেনবার্গ। কেননা রাশিয়ার অর্থনীতি এখন যুদ্ধকালে পার করছে। তাই যুদ্ধের অর্থায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যথেষ্ট অর্থ থাকা অত্যাবশ্যক।

নাম প্রকাশে অনিচ্ছুক রুশ সরকারের সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে স্বাধীন রুশ ওয়েবসাইট দ্য বেল বলেছে, বেলোসভকে ‘রাষ্ট্রের একজন কঠোর রক্ষক হিসেবে দেখা হয়, যিনি বিশ্বাস করেন যে, রাশিয়া শত্রু দিয়ে ঘেরা’।

বিষয়:

তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

*আলোচনায় প্রাধান্য পেল নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসে প্রতিনিধিদলটি। এতে নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে প্রাধান্য পেয়েছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন।
সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, বিএনপি আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এর জন্য যাবতীয় প্রস্তুতি এরমধ্যে গ্রহণ করেছে। বিএনপি আশা করছে, জনগণ তাদের দীর্ঘদিনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পাবে।
নির্বাচনের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আলহামদুলিল্লাহ, বর্তমান নির্বাচনের পরিবেশ ভালো আছে। ইউরোপীয় ইউনিয়ন এবার একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে, যারা সারাদেশে কাজ করবে। বিগত কয়েকটি নির্বাচনে তারা পর্যবেক্ষক না পাঠালেও এবার তাদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব অনেক বৃদ্ধি করবে বলে বিএনপি মনে করে।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে কি না–এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, বিএনপি প্রথম থেকেই দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে ফিরে প্রথম জনসভাতেই ‘শান্তি ও সমঝোতা’–এই শব্দ দুটির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের ধন্যবাদ জানানো হয়েছে। আগামী দিনে তারা আরও বেশি পরিমাণে সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন।
বৈঠকে শ্রমিকদের কল্যাণে বিএনপির ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। ইইউ প্রতিনিধিদের জানানো হয়, বেগম খালেদা জিয়ার আমলেই বাংলাদেশে লেবার কোড সংশোধন ও লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। বিএনপি ভবিষ্যতে শ্রম আইনের আরও আধুনিকায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের ব্যাপারে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে।
জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান জানান, বিষয়টি নির্বাচনী ব্যস্ততা ও সময়ের ওপর নির্ভর করছে। তবে আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে আলোচনায় বিএনপির সবসময়ই আগ্রহ রয়েছে। তিনি বিশ্বাস করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায় তাকে পূর্ণ সমর্থন দেবে।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।


নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নে নজর ভারতের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভারত বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা এবং তার ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগকে তাদের স্বাভাবিক মিত্র হিসেবেই বিবেচনা করত। কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় তার জানাজায় যোগ দিতে আসা আঞ্চলিক নেতাদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছিলেন অন্যতম। কালো পোশাক পরে জয়শঙ্কর খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন; তাদের দুজনের মুখেই ছিল শোকের ছায়া। এসময় জয়শঙ্কর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি তুলে দেন তারেক রহমানের হাতে। এরপর সামাজিক মাধ্যম এক্সে বৈঠকের ছবিসহ এক পোস্টে জয়শঙ্কর এমন কিছু শব্দ ব্যবহার করেন যা বিএনপির সঙ্গে নয়াদিল্লির অতীত সম্পর্কের তুলনায় এক নাটকীয় পরিবর্তন নির্দেশ করে।

তিনি লেখেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি। আত্মবিশ্বাস ব্যক্ত করেছি যে, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও আদর্শ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে পথ দেখাবে। খবর আল জাজিরার।

কয়েক দশক ধরে ভারত প্রকাশ্যে বা গোপনে খালেদা জিয়ার ‘স্বপ্ন ও আদর্শের’ বিরোধিতা করে আসছিল। বাংলাদেশের লক্ষ লক্ষ সমর্থকের কাছে তিনি ১৯৮০-র দশকে সামরিক শাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক হিসেবে ১৯৯১ সালে প্রথম ক্ষমতায় এলেও ভারত তাকে সর্বদা সন্দেহ ও অবিশ্বাসের চোখে দেখেছে। কয়েক দশক ধরে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট ছিল, যারা ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষপাতী।

তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আল জাজিরাকে বলেন, ঢাকায় তারেক রহমান ও তার ঘনিষ্ঠ দলের সঙ্গে জয়শঙ্করের ‘অত্যন্ত হৃদ্যতাপূর্ণ’ বৈঠকটি দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন পর্যায়ের সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি ভারত ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি উভয় পক্ষকেই এই পরিবর্তনের পথে হাঁটতে বাধ্য করেছে।

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর, ক্ষমতাচ্যুত নেত্রীর প্রতি নয়াদিল্লির দীর্ঘদিনের সমর্থন বাংলাদেশের মানুষের মনে কড়া ভারতবিরোধী মনোভাব তৈরি করেছে।

হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে নির্বাসনে রয়েছেন এবং গত বছর বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন-পীড়নের অভিযোগে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অস্বীকার করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেই দমন-পীড়নে প্রায় ১,৪০০ মানুষ মারা গেছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি অব্যাহত রয়েছে। চব্বিশের আন্দোলনের একজন কট্টর ভারতবিরোধী নেতার হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আবারও ভারতবিরোধী বিক্ষোভ দানা বাঁধে। অন্যদিকে, এক হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশি গণপিটুনির শিকার হন। এনিয়ে ভারতেও উত্তেজনা ছড়ায়। উভয় দেশকেই সাময়িকভাবে তাদের হাইকমিশনে ভিসা পরিষেবা বন্ধ করতে হয়েছিল।

তবে ফেব্রুয়ারির নির্বাচনে হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের ফেলে আসা উদার ও মধ্যপন্থি রাজনৈতিক স্থানটি দখল করার চেষ্টা করছে বিএনপি। দলটি জামায়াতের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে- যে জামায়াত এখন চব্বিশের ছাত্র আন্দোলনের নেতাদের গঠিত দলের সঙ্গে একটি শক্তিশালী জোট গঠন করেছে।

ফেব্রুয়ারির নির্বাচনে পরবর্তী সরকার গঠনের দৌড়ে বিএনপি এবং জামায়াত-নেতৃত্বাধীন জোটকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। ভারত জামায়াতের রাজনীতি এবং তাদের পাকিস্তানঘেঁষা অবস্থানের সঙ্গে আপস করতে না পারলেও তারেক রহমান ইদানীং এমন কিছু বক্তব্য দিচ্ছেন, যা নয়াদিল্লির জন্য স্বস্তিদায়ক।

১৭ বছরের নির্বাসন কাটিয়ে ডিসেম্বরের শেষের দিকে ঢাকায় ফিরে তারেক রহমান সমর্থকদের বলেন, তিনি এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চান যেখানে সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আল জাজিরাকে বলেন, তারেক রহমানের কথা শুনে মনে হয় তিনি ‘নির্বাসনের বছরগুলোতে পরিণত হয়েছেন’।

তারেক রহমানের মতো বিএনপি নিজেও ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর থেকে কার্যত রাজনৈতিক নির্বাসনে ছিল। প্রথমে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরে হাসিনার আওয়ামী লীগ সরকার দলটির নেতাদের একাধিক মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে কোণঠাসা করে রাখে।

বিএনপি যখন শেষবার ক্ষমতায় ছিল (২০০১-২০০৬), তার সিংহভাগ সময় জুড়েই ভারতে মোদির দল বিজেপি ক্ষমতায় ছিল (১৯৯৮-২০০৪)। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সেই আমলে বাণিজ্য বিরোধ, সীমান্ত সমস্যা, নদীবন্টন, অভিবাসন, সশস্ত্র বিদ্রোহ এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতার মতো বিষয়গুলো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে তীব্র মতপার্থক্য ছিল।

নয়াদিল্লি অভিযোগ করেছিল, বাংলাদেশ তাদের ভূখণ্ডে ভারতবিরোধী সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় কাঁটা হয়ে দাঁড়ায়। ভারত আরও অভিযোগ করেছিল, বিএনপি পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আঁতাত করছে। তবে ঢাকা বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করেছে।

শ্রিংলা বলেন, ঐতিহাসিকভাবেই এই সম্পর্কের প্রেক্ষাপট ছিল পারস্পরিক অবিশ্বাস ও শত্রুতার। বিএনপি সরকারের আমলে বাংলাদেশ একটি ভারতবিরোধী অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানের খুব ঘনিষ্ঠ হয়েছিল। আর সেই সরকারে তারেক রহমান ছিলেন একজন প্রধান চালিকাশক্তি।

তবে এখন হিসাব-নিকাশ বদলে গেছে। নভেম্বরের শেষের দিকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে মোদী দ্রুত তার আরোগ্য কামনা করেন। বিএনপিও সেই বার্তার জন্য তাকে ধন্যবাদ জানায়।

শ্রিংলা মনে করেন, তারেক রহমান বুঝতে পেরেছেন যে, একজন সফল প্রধানমন্ত্রী হতে হলে তার ভারতের সমর্থন প্রয়োজন, অথবা অন্ততপক্ষে ভারতের বিরোধিতা তিনি চান না।

জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, ভারতের দৃষ্টিকোণ থেকে তারেক রহমান এখন সব সঠিক কথাই বলছেন। লন্ডন থেকে ফেরার পর ঢাকার রাস্তায় তাকে স্বাগত জানাতে যেভাবে লাখো মানুষের ঢল নেমেছিল, তাতে বোঝা যায় তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে পারেন।

বিশ্লেষকদের মতে, জামায়াত-নেতৃত্বাধীন জোট বা অন্য রাজনৈতিক শক্তির তুলনায় তারেক রহমানই এখন নয়াদিল্লির জন্য সবচেয়ে নিরাপদ ব্যক্তিত্ব।

সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ বলেন, ভারত ছাত্র বিপ্লবী এবং জামায়াতে ইসলামীকে তাদের স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে।

সাউথ এশিয়া রাজনৈতিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, জামায়াতের সঙ্গে বিএনপির বিচ্ছেদ নয়াদিল্লিকে রহমানের সঙ্গে কাজ করার ক্ষেত্রে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। তবে তিনি এও বলেন যে, ভারত সানন্দে নয় বরং প্রয়োজনের তাগিদেই রহমানের দিকে হাত বাড়াচ্ছে।

সাবেক ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুনায়াতে মনে করেন, তারেক রহমান ক্ষমতায় ফিরলে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশে পাকিস্তান বা ভারতবিরোধী জঙ্গি গোষ্ঠীদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা। তবে বিএনপির উপদেষ্টা হুমায়ুন কবিরের মতে, তারেক রহমানের মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করা এবং ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক হাসিনার আমলে তলানিতে ঠেকেছিল, তা পুনরুজ্জীবিত করা।


ড্যানিস প্রধানমন্ত্রী হুঁশিয়ারি : যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করলে ‘ন্যাটোর অস্তিত্ব থাকবে না’

মেটে ফ্রেডেরিকসেন
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভেনিজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ডের দিকে। তবে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

গত সোমবার (৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরই এমন মন্তব্য করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী।

গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজসম্পদের কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প আগেও বারবার দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা বলেছেন।

গত রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আগামী ২০ দিনের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এটা সমাধান করতে হবে, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার, খনিজসম্পদের জন্য নয়।’

ট্রাম্পের হুমকির এই প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিভি-২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর কোনো সদস্য দেশের ওপর সামরিক হামলা চালায়, তবে সেখানেই সবকিছুর সমাপ্তি ঘটবে। অর্থাৎ, ন্যাটো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা যে নিরাপত্তা পেয়ে আসছি, তার কিছুই আর অবশিষ্ট থাকবে না।’

ডেনমার্কের অংশ ও বিশালাকৃতির এই আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বে প্রায় ২ হাজার মাইল (৩,২০০ কিলোমিটার) দূরে অবস্থিত। দ্বীপরাষ্ট্রটি বিরল খনিজে সমৃদ্ধ, যা স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন ও সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানও দখল করে আছে, যা ক্রমবর্ধমানভাবে আর্কটিক সার্কেলে প্রবেশাধিকার দেয়। আগামী বছরগুলোতে মেরু অঞ্চলের বরফ গলতে থাকায় নতুন নৌপথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন ট্রাম্পের প্রস্তাবকে ‘কল্পনা’ বলে অভিহিত করে বলেছেন, ‘আর কোনো চাপ নয়। আর কোনো ইঙ্গিত নয়। সংযুক্তির কল্পনা নয়। আমরা আলোচনায় উন্মুক্ত। আমরা সংলাপে উন্মুক্ত। তবে এটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে হতে হবে’।

প্রসঙ্গত, ডেনমার্কের অধিভুক্ত গ্রিনল্যান্ডে প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস। ১৯৭৯ সাল থেকে সেখানে স্বায়ত্তশাসন থাকলেও সেখানকার প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনো ডেনমার্কের নিয়ন্ত্রণে। দেশটির অধিকাংশ নাগরিক ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চাইলেও জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে তাদের মধ্যে প্রবল বিরোধিতা রয়েছে।


ভেনিজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়: এরদোয়ান

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভেনিজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক ফোনালাপে তিনি এই কথা বলেন। সোমবার (৫ জানুয়ারি) এরদোয়ান এ সতর্কবার্তা দেন।

মন্ত্রিসভার একটি বৈঠক শেষে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, আমরা এমন কোনো পদক্ষেপ সমর্থন করি না। অন্য দেশের সার্বভৌম অধিকার ক্ষুণ্ণ করা এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ; যা বিশ্বজুড়ে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।’

এরদোয়ান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আমি এ বিষয়ে আমাদের দেশের সংবেদনশীলতার কথা স্পষ্টভাবে জানিয়েছি। আমি বিশেষভাবে জোর দিয়ে বলেছি যে ভেনিজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়।’ সরাসরি কারও নাম উল্লেখ না করে মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেন এরদোয়ান।

এরদোয়ান বলেন, ‘ভেনিজুয়েলা ইস্যুতে আমাদের প্রচেষ্টা তুরস্ক ও ভেনিজুয়েলার বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য যা সবচেয়ে ভালো ও সঠিক, তা করার দিকেই নিবদ্ধ। প্রেসিডেন্ট মাদুরো ও ভেনিজুয়েলার জনগণ বারবার প্রমাণ করেছেন যে তারা আমাদের দেশের অকৃত্রিম বন্ধু।’ তিনি বলেন, তুরস্ক ভেনিজুয়েলার পাশে থাকবে এবং দেশটির স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিভিন্ন খবরে জানা গেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্র মাদুরোকে তুরস্কে নির্বাসনে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। গত সোমবার ভোরে ট্রাম্পের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাবেক মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপড়েন থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে এরদোয়ানের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

২০১৬ সাল থেকে এরদোয়ান ও মাদুরোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। সেই বছর তুরস্কে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর মাদুরো নিজে এরদোয়ানকে ফোন করে তার প্রতি সমর্থন জানিয়েছিলেন।

তবে সপ্তাহজুড়ে তুরস্ক সরকারের অবস্থান ছিল কিছুটা নীরব থাকলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে শুধু ভেনিজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রতি সমর্থন জানানো হয়। এমনকি সপ্তাহান্তে বেশ কয়েকটি অনুষ্ঠানে জনসমক্ষে কথা বললেও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত ছিলেন এরদোয়ান।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভেনিজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দেশটিতে মার্কিন হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৮০–তে দাঁড়িয়েছে। তাদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। ওই কর্মকর্তা আরও জানান, এ সংখ্যা আরও বাড়তে পারে।

‘হামলার পেছনে রয়েছে ইহুদিবাদী প্রভাব’

শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনিজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায়। একই সময় মার্কিন যুদ্ধবিমানগুলো দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোতে বোমা হামলা চালায়। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার এ ঘটনার পেছনে ‘ ইহুদিবাদীর প্রভাব’ রয়েছে।

মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজকে ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নেতা হিসেবে নিযুক্ত করেছেন।

শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগেজ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সরকার স্তম্ভিত যে ভেনিজুয়েলা এ ধরনের হামলার শিকার হয়েছে। এ হামলার পেছনে নিঃসন্দেহে জায়নবাদী প্রভাব রয়েছে।’


ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরেস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনিজুয়েলায় ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়েও উদ্বেগ জানান তিনি।

গত সোমবার (৫ জানুয়ারি) মাদুরোকে ম্যানহ্যাটনের একটি ফেডারেল আদালতে হাজির করার কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস এ উদ্বেগের কথা জানান।

বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে দখলের কোনো পরিকল্পনা তাদের নেই। জাতিসংঘের রাজনৈতিকবিষয়ক প্রধান রোজেমেরি ডিকার্লোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমি দেশটির (ভেনিজুয়েলা) অস্থিরতার সম্ভাব্য তীব্রতা বৃদ্ধি, ওই অঞ্চলে এর সম্ভাব্য প্রভাব এবং রাষ্ট্রগুলোর পরস্পরের মধ্যে ও সামগ্রিকভাবে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক কীভাবে পরিচালিত হবে সে ক্ষেত্রে এটি যে নজির স্থাপন করতে পারে তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নিরাপত্তা পরিষদকে বলেন, ‘যুক্তরাষ্ট্র আমেরিকার বিচারের দুই অভিযুক্তের বিরুদ্ধে মার্কিন বাহিনীর সহায়তায় একটি সার্জিক্যাল আইন প্রয়োগকারী অভিযান চালিয়েছে।’

রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘দুই অভিযুক্ত’ বলতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বোঝানো হয়েছে।

ওয়াল্টজ আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনিজুয়েলা বা তার জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধ নেই। আমরা একটি দেশকে দখল করছি না।’

তিনি যোগ করেন, আমরা পশ্চিম গোলার্ধকে আমাদের জাতির প্রতিপক্ষদের অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে দেব না। বিশ্বের বৃহত্তম জ্বালানি মজুতকে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের নিয়ন্ত্রণে, অবৈধ নেতাদের নিয়ন্ত্রণে থাকতে দিতে পারেন না আপনি যা ভেনিজুয়েলার জনগণের উপকারেও আসছে না।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা মাদুরোকে আটকের জন্য পরিচালিত মার্কিন অভিযানকে ‘একটি অবৈধ সশস্ত্র হামলা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘এ অভিযানের কোনো ‘আইনি বৈধতা’ নেই।’

নিরাপত্তা পরিষদে মনকাডা জানান, ভেনিজুয়েলার প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে, সাংবিধানিক শৃঙ্খলা বজায় রয়েছে এবং রাষ্ট্র তার পুরো ভূখণ্ডের ওপর কার্যকর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

গুতেরেস ভেনিজুয়েলার সব পক্ষকে অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান।

কলম্বিয়ার অনুরোধে আয়োজিত এ বৈঠকে জাতিসংঘ মহাসচিব ভেনিজুয়েলায় মার্কিন অভিযানে আন্তর্জাতিক আইনের প্রতি যথাযথ সম্মান না দেখানোয় উদ্বেগ প্রকাশ করেন।

জাতিসংঘ সনদে বলা হয়েছে, সদস্যরা তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেকোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে হুমকি বা বলপ্রয়োগ থেকে বিরত থাকবে।

এর জবাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ উল্লেখ করে, যেখানে ‘ব্যক্তিগত বা সম্মিলিত আত্মরক্ষার সহজাত অধিকার ক্ষুণ্ন না করার’ কথা বলা হয়েছে।

বৈঠকে রাশিয়া, চীন ও কলম্বিয়া মার্কিন সামরিক বাহিনীর অভিযানকে ‘অবৈধ’ বলে উল্লেখ করে এর নিন্দা জানায়। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশ সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা না করে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলার ওপর গুরুত্বারোপ করে।


মাদুরোকে আটকের ঘটনায় পক্ষে-বিপক্ষে বিভক্ত মার্কিনিরা

নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনায় আমেরিকার সাধারণ মানুষ প্রায় সমানভাবে পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন।

রয়টার্স ও ইপসোস প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ৩৩ শতাংশ মার্কিন নাগরিক মাদুরোকে ধরে নিয়ে আসার সিদ্ধান্তের পক্ষে থাকলেও ৩৪ শতাংশ মানুষ এর তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া ৩২ শতাংশ অংশগ্রহণকারী এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট অবস্থান জানাননি।

সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত এই জরিপ থেকে আরও স্পষ্ট হয়েছে যে, মার্কিন জনগণের একটি বড় অংশ ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ারও বিরোধী। ৪৬ শতাংশ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ করা উচিত নয়, যেখানে মাত্র ৩০ শতাংশ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থকরাই মূলত এই সামরিক অভিযানের প্রধান সমর্থক। জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের ৬৫ শতাংশ অভিযানের পক্ষে মত দিলেও ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ।

অন্যদিকে, কারাকাসে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে—ট্রাম্পের এমন আকাঙ্ক্ষার বিরুদ্ধেও জনমত গড়ে উঠেছে। ৪৩ শতাংশ মার্কিন নাগরিক চান না যে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করুক। লাতিন আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ নিয়ে অন্তত ৭২ শতাংশ মার্কিন নাগরিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে যাওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মাদকসন্ত্রাস, মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তাদের ছেলেকেও। আদালতে মাদুরো নিজেকে একজন ‘ভালো মানুষ’ এবং ‘অপহরণের শিকার’ হিসেবে দাবি করে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

শুনানিতে তিনি নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন। তবে দোষী সাব্যস্ত হলে মাদুরো ও তার পরিবারের সদস্যদের আজীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প দেশটিতে আবারও সামরিক অভিযানের হুমকি দিয়ে রাখলেও অধিকাংশ মার্কিন নাগরিক নতুন করে সেনা মোতায়েনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

মাদুরোকে ধরতে কতজন সেনা কারাকাসে ঢুকেছিল?

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো বিশেষ অভিযানে প্রায় ২০০ মার্কিন সামরিক সদস্য অংশ নিয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই সময়ে ১৫০টিরও বেশি সামরিক বিমান উড়ে এসেছিল।

দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, কারাকাসে মাদুরোকে আটক করার আগে কিছু হেলিকপ্টার ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলাও চালিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথও বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার হেগসেথ বলেন, কোনো মার্কিন সেনা হতাহত না হয়েই অভিযানে মাদুরোকে আটক করা সম্ভব হয়েছে। ওই অভিযানে মার্কিন বাহিনী হেলিকপ্টারযোগে কারাকাসে ঢুকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার সহায়তায় কাজ করা হয় এবং মোট ১৫০টির বেশি সামরিক বিমান বিভিন্ন ভূমিকায় অংশ নেয়, যার মধ্যে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলাও ছিল।

এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করে বলেন, প্রায় ২০০ জনের মতো মার্কিন সেনা এই অভিযানে অংশ নেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটিই প্রথমবারের মতো এই অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনাসংখ্যা প্রকাশ করা হলো।

ওয়াশিংটনের অভিযোগ, ১২ বছর ক্ষমতায় থাকা মাদুরো ক্রমশ কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলেন এবং মাদক পরিচালনায় জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল। তবে শেষ পর্যন্ত অভিযানের মাধ্যমেই তাকে আটক করা হয় এবং যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়।

সোমবার নিউইয়র্কের একটি আদালতে মাদুরো ও তার স্ত্রী নিজেদের নির্দোষ দাবি করে ‘নট গিল্টি’ আবেদন জানান। মাদুরো দাবি করেন, তিনিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। তাকে অন্যায়ভাবে আটক করে রেখেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলায় পুনরায় দূতাবাস চালুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন দূতাবাস পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে এমনটাই জানিয়েছেন। সোমবার নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, আমরা পুনরায় দূতাবাস খোলার প্রস্তুতি নিচ্ছি।’

তবে, পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে রোববার কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্র তার দূতাবাস পুনরায় চালু করতে যাচ্ছে কিনা জানতে চাইলে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এটি নিয়ে ভাবছি।’২০১৯ সালে ভেনেজুয়েলায় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।

ট্রাম্প, বিরোধী দলীয় আইনপ্রণেতা জুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এবং নিকোলাস মাদুরোর ২০১৮ সালের পুনর্নির্বাচনকে অবৈধ বলে প্রত্যাখ্যান করার পর এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র।

তারপর থেকে, ভেনেজুয়েলায় মার্কিন দায়িত্ব প্রতিবেশী কলম্বিয়ার দূতাবাস থেকে পরিচালিত হয়।

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ নয়, আমাদের লড়াই মাদকচক্রের বিরুদ্ধে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ চালাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন মূলত মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলা তাদের কারাগার থেকে অপরাধী, মাদকাসক্ত এবং মানসিক রোগীদের বের করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিচ্ছিল, যা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মূলত এই চক্রটিকে দমন করতেই তাদের অভিযান পরিচালিত হচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, আগামী ৩০ দিনের মধ্যে ভেনেজুয়েলায় কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। দেশটির বর্তমান ভঙ্গুর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচন আয়োজনের আগে আমাদের দেশটিকে আগে ঠিক করতে হবে। এখন ভোট দেওয়ার মতো পরিবেশ নেই।


ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় যে ৫ দেশ

ডোনাল্ড ট্রাম্প
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করার নাটকীয়তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় পৌঁছেছে।

১৮২৩ সালের ঐতিহাসিক ‘মনরো ডকট্রিন’-এর আদলে তিনি নিজের নতুন দর্শন ‘ডনরো ডকট্রিন’ (Donroe Doctrine) ঘোষণা করেছেন, যার লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য নিশ্চিত করা। এই নীতির অংশ হিসেবে ভেনেজুয়েলার পর এখন বিশ্বের আরও পাঁচটি দেশ বা অঞ্চল ট্রাম্পের বিশেষ নজরে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে।

এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি কৌশলগতভাবে উত্তর আটলান্টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন, কারণ সেখানে রুশ ও চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে। যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ট্রাম্পের এই ‘সংযুক্তির কল্পনা’ সরাসরি নাকচ করে দিয়েছেন। তবুও ট্রাম্পের অনড় অবস্থান ন্যাটোর ভেতরেই নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

দক্ষিণ আমেরিকায় ট্রাম্পের পরবর্তী বড় লক্ষ্য হতে পারে কলম্বিয়া। ভেনেজুয়েলার অভিযানের পরপরই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে বলেছেন। ট্রাম্পের অভিযোগ, পেত্রো একজন ‘অসুস্থ মানুষ’ যিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করছেন। কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়েছেন, যা দীর্ঘদিনের মিত্র এই দুদেশের মধ্যে চরম কূটনৈতিক বৈরিতার সৃষ্টি করেছে।

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের নিশানায় রয়েছে ইরান। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর হামলা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক ব্যবস্থা নেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

অন্যদিকে, প্রতিবেশী দেশ মেক্সিকো সীমান্ত দিয়ে মাদক ও অভিবাসী প্রবাহ ঠেকাতে ট্রাম্প আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ক্ষমতায় ফিরেই তিনি ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং কার্টেল দমনে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা জাগিয়ে রেখেছেন।

সবশেষে ট্রাম্পের নজর রয়েছে কিউবার ওপর। ভেনেজুয়েলার তেল সরবরাহের ওপর নির্ভরশীল এই দ্বীপরাষ্ট্রটি বর্তমানে অর্থনৈতিকভাবে পতনের মুখে বলে দাবি করেছেন ট্রাম্প।

তিনি মনে করেন, মাদুরোর পতনের পর কিউবার কমিউনিস্ট সরকার এমনিতেই ভেঙে পড়বে, তাই সেখানে এখনই সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার সরকারকে সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কথাকে যেন তারা কোনোভাবেই হালকাভাবে না নেয়। ল্যাটিন আমেরিকা ও ইউরোপের দেশগুলো এখন ট্রাম্পের এই ‘ডনরো ডকট্রিন’-এর পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীর শঙ্কার মধ্যে রয়েছে।


ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় নিহত বেড়ে ৩৫

আপডেটেড ৬ জানুয়ারি, ২০২৬ ১৩:১৬
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে অসহনীয় জীবনযাত্রার ব্যয় এবং তীব্র অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। টানা ৯ দিন ধরে চলা এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের ফলে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ২৯ জন সাধারণ বিক্ষোভকারী এবং ৪ জন শিশু রয়েছে। পাশাপাশি ইরানের নিরাপত্তা বাহিনীর ২ জন সদস্যও এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন। বর্তমানে দেশটির অন্তত ৮৮টি শহরের ২৫৭টির বেশি স্থানে বিক্ষোভ ও শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে, যা ২০২২ সালের মাশা আমিনি পরবর্তী পরিস্থিতির স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।

মানবাধিকার কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আজনা, মারভদাশত ও কোরভেহ শহরে অন্তত ৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সংঘাতের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছররা গুলি বা পেলেট গান এবং প্লাস্টিক বুলেটের আঘাতে কমপক্ষে ৬৪ জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে যে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। তাদের দাবি অনুযায়ী, প্রায় ২৫০ জন পুলিশ এবং ৪৫ জন স্বেচ্ছাসেবী বাসিজ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি ব্যবহার করেছে বলেও অভিযোগ উঠেছে। ইন্টারনেট সংযোগে বড় ধরনের বিঘ্ন ঘটায় হতাহত ও গ্রেপ্তারের সঠিক পরিসংখ্যান যাচাই করা বেশ কঠিন হয়ে পড়েছে, তবে মাঠ পর্যায়ের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে।

এই উত্তাল পরিস্থিতির মধ্যেও ইরানের বর্তমান বেসামরিক সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কিছুটা নমনীয় মনোভাব বা আলোচনার সুর লক্ষ্য করা যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পূর্ববর্তী শাসকদের তুলনায় ভিন্ন অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে দ্রুত বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান ও জনগণের ক্ষোভ প্রশমনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে মুদ্রাস্ফীতি ও রিয়ালের রেকর্ড দরপতন এই বিক্ষোভের মূলে থাকায় কেবল আলোচনার প্রতিশ্রুতি দিয়ে রাজপথের আন্দোলন থামানো সম্ভব কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা সংশয় প্রকাশ করেছেন। বর্তমানে তেহরানসহ বড় শহরগুলোতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সব মিলিয়ে অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা পেজেশকিয়ান প্রশাসনের জন্য এখন এক কঠিন অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।


যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

আপডেটেড ৬ জানুয়ারি, ২০২৬ ১২:৪৪
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যের লন্ডনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন মিশনের পথচলা শুরু হয়, যা ফিলিস্তিনিদের দীর্ঘ সংগ্রামের ইতিহাসে এক বড় কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলুত এই মাহেন্দ্রক্ষণকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে বলেন যে, এটি ব্রিটিশ-ফিলিস্তিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উম্মোচন করেছে। এই দূতাবাস চালুর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও জাতীয় পরিচয়ের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন ঘটেছে।

উল্লেখ্য যে, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের তীব্র বিরোধিতা সত্ত্বেও যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাত এবং মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের এই অবস্থান বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। নবউদ্বোধিত এই দূতাবাসটি এখন থেকে পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সকল সুযোগ-সুবিধা ভোগ করবে, যা বিশ্ব দরবারে ফিলিস্তিনি জনগণের সমান অধিকার এবং সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকারের এক জোরালো প্রতীক হিসেবে গণ্য হচ্ছে। এর ফলে ফিলিস্তিনের প্রতিনিধিরা এখন সরাসরি ব্রিটিশ সরকারের সাথে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ রক্ষা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত হুসাম জুমলুত বলেন, এই দূতাবাস কেবল একটি ভবন নয়, বরং এটি গাজা, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শরণার্থী শিবিরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির অধিকারের এক জীবন্ত নিদর্শন। তিনি আরও যোগ করেন যে, শতাব্দীরও বেশি সময় ধরে যারা আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত ছিল, এই দূতাবাসের মাধ্যমে তাদের অস্তিত্ব যে কেউ মুছে ফেলতে পারবে না তা পুনরায় বিশ্ববাসীর কাছে প্রমাণিত হলো। ফিলিস্তিনিদের জীবনের মূল্যকে কেউ আর খাটো করে দেখার সুযোগ পাবে না উল্লেখ করে তিনি এই দিনটিকে স্মরণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। এই দূতাবাস স্থাপনের ফলে ইউরোপীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিনের কণ্ঠস্বর আরও জোরালো হবে এবং ন্যায়বিচার ও স্বাধীনতার লড়াই নতুন গতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে— মার্কিন আদালতে বললেন মাদুরো

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজির করা হয়েছে। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি আদালতে তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন গুরুতর অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। মার্কিন প্রসিকিউটররা মাদুরোর বিরুদ্ধে মূলত মাদক সন্ত্রাসবাদ (নারকো-টেররিজম) এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক বিস্ফোরক ডিভাইস ব্যবহারের মতো মারাত্মক অভিযোগ দায়ের করেছেন। তবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মাদুরো অত্যন্ত দৃঢ়তার সাথে তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আদালতকে বলেন যে, তিনি একজন ভদ্র মানুষ এবং আইনত এখনো তিনি তাঁর দেশের বৈধ প্রেসিডেন্ট। নিজের গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন যে, তাঁকে নিজ দেশ থেকে অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’-এর এক শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের সরাসরি বিমানে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। সোমবারের শুনানিতে মাদুরোর পাশাপাশি তাঁর স্ত্রীকেও আদালতে তোলা হয় এবং তিনিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। মাদুরোর পক্ষে নিযুক্ত আইনি প্রতিনিধি আদালতকে জানিয়েছেন যে, তাঁর মক্কেল আপাতত জামিন আবেদন করছেন না, তবে আইনি প্রক্রিয়া পর্যালোচনার পর ভবিষ্যতে তাঁরা জামিনের জন্য আবেদন করবেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

আদালতের ভেতরে এক পর্যায়ে পরিস্থিতির বেশ অবনতি ঘটে এবং উত্তেজনার সৃষ্টি হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুনানি চলাকালে গ্যালারি থেকে একজন ব্যক্তি স্প্যানিশ ভাষায় চিৎকার করে মাদুরোকে উদ্দেশ্য করে বলেন যে, তিনি যা করেছেন তার জন্য তাঁকে উপযুক্ত মূল্য দিতে হবে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাদুরো উচ্চস্বরে স্প্যানিশ ভাষায় পাল্টা জবাব দেন। তিনি বলেন, “আমি কোনো সাধারণ অপরাধী নই, আমি একজন অপহৃত প্রেসিডেন্ট এবং আমি একজন যুদ্ধবন্দি।” মাদুরোর এই মন্তব্যের পর বিচারক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মাদুরোকে আদালত কক্ষ থেকে বের করে নেওয়া হয়। পরবর্তীতে তাঁর স্ত্রীকে পডিয়ামে তোলা হলে সেখানে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয় এবং আদালত কক্ষের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এই হাই-প্রোফাইল মামলার কার্যক্রম এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


ইরানে সপ্তাহজুড়ে অস্থিরতায় অন্তত ১৬ জনের মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইরানে এক সপ্তাহ ধরে চলা অস্থিরতায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো জানিয়েছে।

তীব্র মুদ্রাস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে ওঠার পর গত সপ্তাহের রোববার (৪ জানুয়ারি) থেকে ইরানজুড়ে প্রতিবাদ শুরু হয়। কয়েক দিন ধরে অব্যাহত প্রতিবাদের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে সহিংসতা ছড়ায়।

রয়টার্স জানিয়েছে, সপ্তাহজুড়েই মৃত্যু ও গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও অধিকার আন্দোলনকারী গোষ্ঠীগুলো, তবে পরিসংখ্যান ভিন্ন ছিল। রয়টার্স এসব সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

২০২২ সালে পুলিশের নিরাপত্তা হেফাজতে ২২ বছরের কুর্দি ইরানি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর দেখা দেওয়া গণবিক্ষোভের পর এটিই ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ; যদিও ওই সময়ের তুলনায় এবারের বিক্ষোভের তীব্রতার মাত্রা কম ছিল।

তবে এবার জনগণের অসন্তোষের ব্যাপারে দেশটি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সুর তুলনামূলকভাবে অনেকটা নরম ছিল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে বিক্ষোভকারীদের ‘প্রতিনিধিদের’ সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়ে ‘সমস্যা সমাধানে’ পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন।

খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের পর গত সপ্তাহের রোববার তেহরানের গ্রান্ড বাজারের দোকানিরা ধর্মঘট শুরু করে। এই ধর্মঘট থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশজুড়ে ছড়ায়।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী দেশজুড়ে অস্থিরতায় এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হওয়ার খবর হলেও কুর্দি অধিকার আন্দোলনকারী গোষ্ঠী হেঙ্গাও বলছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন। অপরদিকে অধিকার আন্দোলনকারী গোষ্ঠী হরানা জানিয়েছে, অন্তত ১৬ জন নিহত ও ৫৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের পুলিশ প্রধান আহমদ-রেজা রাদান দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, শুধু রাজধানী তেহরান থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে আর এরা প্রায় সবাই প্রতিবাদের নেতৃত্ব পর্যায়ের লোক।


ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী

দক্ষিণ ইয়েমেনে মোতায়েন সৌদি সমর্থিত সরকারি বাহিনী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) কাছ থেকে হাজরামাউত ও আল-মাহরা গভর্নরেট পুনর্দখল করেছে। ইয়েমেনে উপসাগরীয় দুই আরব শক্তির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। খবর আল–জাজিরার।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের শীর্ষ নির্বাহী সংস্থা প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রধান রশাদ আল-আলিমি শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনী সৌদি আরব-সংলগ্ন এই প্রদেশে ‘সব সামরিক ও নিরাপত্তা অবস্থান পুনর্দখল’ করে ‘রেকর্ড সাফল্য’ অর্জন করেছে। এর এক দিন আগে এই অভিযান শুরু হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—সরকার ঘোষণা দিয়েছে যে, তারা হাজরামাউত প্রদেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় বন্দর শহর মুকাল্লা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে। এই শহরটি গত মাসে এসটিসি দখল করেছিল এবং সম্প্রতি সেখানে সৌদি বাহিনী হামলা চালিয়েছিল।

ইয়েমেনি সরকারি সূত্র আল–জাজিরা আরবিকে জানিয়েছে, ইয়েমেনের সবচেয়ে বড় গভর্নরেট হাজরামাউতের সব জেলা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। এ ছাড়া আল-মাহরা গভর্নরেটের যুব দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওমর সুয়াইলাম গত রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে জানান, এসটিসি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর হোমল্যান্ড শিল্ড বাহিনী গভর্নরেটটির ‘নয় জেলার সবগুলো’ নিয়ন্ত্রণ নিয়েছে।

গত সপ্তাহের মঙ্গলবার থেকে ইয়েমেনে নজিরবিহীন উত্তেজনা দেখা দেয়। কারণ, ডিসেম্বরে এসটিসি বাহিনী হাজরামাউত ও আল-মাহরা দখল করে নেয়। এই দুটি প্রদেশ ইয়েমেনের মোট ভূখণ্ডের প্রায় অর্ধেকজুড়ে এবং সৌদি আরবের সঙ্গে সীমান্ত আছে এই দুই প্রদেশের।

আল–জাজিরার ইয়েমেন বিষয়ক সম্পাদক আহমেদ আল-শালাফি বলেন, গত এক দিনে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘ইয়েমেনি সেনাবাহিনী ও হোমল্যান্ড শিল্ড বাহিনী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং মাটিতে সামরিকভাবে হস্তক্ষেপ করে সংঘাতের সমাধান করেছে।’ তিনি আরও যোগ করেন, ‘এরপর রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়—ইয়েমেন সরকার সৌদি আরবে সংলাপের জন্য সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে।’

শুক্রবার থেকে সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮০ জন এসটিসি যোদ্ধা নিহত হয়েছেন বলে রোববার এক এসটিসি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। ওই কর্মকর্তার মতে, ‘১৫২ জন এসটিসি সদস্য আহত হয়েছেন এবং ১৩০ জনকে বন্দি করা হয়েছে।’ শনিবার এসটিসির এক সামরিক কর্মকর্তা এএফপিকে বলেন, সৌদি যুদ্ধবিমানগুলো ‘মুকাল্লার পশ্চিমে বারশিদ এলাকায়’ এসটিসির একটি ঘাঁটিতে ‘ব্যাপক’ বিমান হামলা চালায়। তবে এসবের মধ্যেও এসটিসি সৌদি আরবের সংলাপ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে ‘এক আন্তরিক সুযোগ’ হিসেবে বর্ণনা করেছে, যা ‘দক্ষিণের জনগণের আকাঙ্ক্ষা রক্ষা করতে পারে।

এদিকে, স্থানীয় সূত্র আল–জাজিরাকে জানিয়েছে—হাজরামাউতের সাইয়ুন শহরে ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরছে। সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরায় সক্রিয় করা এবং নাগরিকদের সেবা নিশ্চিত করার অংশ হিসেবে কাজকর্ম আবার শুরু হয়েছে। আল–জাজিরা আরবি জানিয়েছে, হোমল্যান্ড শিল্ড বাহিনী অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার পর হাজরামাউতের গভর্নর সালেম আহমেদ সাইদ আল-খানবাশি ওয়াদি হাজরামাউতের সাইয়ুন বিমানবন্দরে পৌঁছেছেন।

তবে দক্ষিণ ইয়েমেনের অন্যান্য এলাকায় এখনো উত্তেজনা ও বিরোধ অব্যাহত রয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণ ইয়েমেনের বন্দর শহর এডেনে এসটিসির আরোপিত চলাচল সীমাবদ্ধতার অভিযোগ এনে একটি বিবৃতি দিয়েছে। সরকারের অভিযোগ, এসটিসি কিছু যাত্রীকে এডেনে প্রবেশে বাধা দিচ্ছে এবং শহরে ঢোকার চেষ্টা করা লোকজনকে আটক করছে—যাদের মধ্যে চিকিৎসার জন্য আসা অসুস্থ মানুষ ও পরিবারও রয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আদেনে নাগরিকদের চলাচলে এসটিসির এই নিষেধাজ্ঞা সংবিধানের গুরুতর লঙ্ঘন এবং রিয়াদ চুক্তির সরাসরি ভঙ্গ। আমরা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে অবিলম্বে ও নিঃশর্তভাবে সব ধরনের চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা নিশ্চিত করছি যে রাষ্ট্র বেসামরিকদের সুরক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ইয়েমেনের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইয়েমেনি সরকারি বাহিনী হাজরামাউত থেকে এগিয়ে এডেনের দিকে অভিযান চালাবে, যা এসটিসির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বৃহস্পতিবার বন্ধ হয়ে যাওয়ার পর এডেন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট পুনরায় চালু হয়েছে। বিমানবন্দর বন্ধের জন্য সরকার ও সৌদি আরব একদিকে এবং এসটিসি অন্যদিকে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করছে।

তবে অন্যান্য এলাকায় এখনো বিধিনিষেধ রয়েছে। ইয়েমেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, তারা সোকোত্রা দ্বীপ (ভারত মহাসাগরে অবস্থিত একটি ইয়েমেনি দ্বীপ) থেকে ও সেখানে যাওয়ার ফ্লাইট বন্ধ ও ঘুরিয়ে দেওয়ার খবর পেয়েছে।


গ্রিনল্যান্ড আমাদের লাগবেই: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গ্রিনল্যান্ড দখল করা নিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর কড়া সতর্কবার্তার পরপরই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৫ জানুয়ারি) তিনি ফের দাবি করেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড আমাদের লাগবে।

এর আগেও একাধিকবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার সম্ভাবনার কথা তুলেছেন ট্রাম্প। তিনি বারবার (৪ জানুয়ারি) গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রতিরক্ষা গুরুত্ব ও বিপুল খনিজ সম্পদের কথা উল্লেখ করে এই দাবি করে আসছেন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে, যা ডেনমার্কে ক্ষোভের জন্ম দিয়েছে।

এদিকে, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, এখন যথেষ্ট হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গ্রিনল্যান্ড যাওয়ার ধারণাকে তিনি ‘একটি কল্পনা’ হিসেবে বর্ণনা করেন।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আর কোনো চাপ নয়, আর কোনো ইঙ্গিত নয়। সংযুক্তির কোনো কল্পনাও নয়। আমরা সংলাপের জন্য উন্মুক্ত, আমরা আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু তা অবশ্যই সঠিক চ্যানেলের মাধ্যমে ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে হতে হবে।

এর আগে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছিলেন, ড্যানিশ রাজ্যের অন্তর্ভুক্ত তিনটি দেশের কোনো একটিকেও যুক্তরাষ্ট্রের সংযুক্ত করার অধিকার নেই। তিনি আরও বলেন, ডেনমার্কের সূত্রেই গ্রিনল্যান্ড ন্যাটো সদস্য ও জোটের নিরাপত্তা নিশ্চয়তার আওতায় রয়েছে। পাশাপাশি গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া একটি প্রতিরক্ষা চুক্তি আগেই কার্যকর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেনমার্কের প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। ওই পোস্টে কেটি মিলার গ্রিনল্যান্ডের একটি মানচিত্র যুক্তরাষ্ট্রের পতাকার রঙে রাঙিয়ে ‘শিগগিরই’ শব্দটি লিখেছিলেন।

এই পোস্টের জবাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত দুই দেশের ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ স্মরণ করিয়ে একটি বার্তা দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক মিত্র দেশ এবং ডেনমার্ক তার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রত্যাশা করে। কেটি মিলার একজন ডানপন্থি পডকাস্টার ও ট্রাম্পের প্রথম মেয়াদে তার সহকারী হিসেবেও কাজ করেছিলেন।

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্য এমন এক সময় সামনে এলো, যখন শনিবার যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান চালিয়েছে। ওই অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। পরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা ‘চালাবে’ ও মার্কিন তেল কোম্পানিগুলো দেশটির জন্য অর্থ উপার্জন শুরু করবে।

এই পরিস্থিতি নতুন করে আশঙ্কা তৈরি করেছে যে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনায় নিতে পারে। এর আগে ট্রাম্প এমন সম্ভাবনা পুরোপুরি নাকচ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হলে দেশটির নিরাপত্তা স্বার্থ রক্ষা পাবে, কারণ আর্কটিক অঞ্চলের এই বিশাল দ্বীপটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে উচ্চপ্রযুক্তি খাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে।

প্রায় ৫৭ হাজার জনসংখ্যার গ্রিনল্যান্ড ১৯৭৯ সাল থেকে ব্যাপক স্বায়ত্তশাসন ভোগ করে আসছে। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনো ডেনমার্কের হাতে রয়েছে। যদিও গ্রিনল্যান্ডের অধিকাংশ মানুষ ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চান, তবে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে- যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে গ্রিনল্যান্ডবাসীদের মধ্যে ব্যাপক ও দৃঢ় বিরোধিতা রয়েছে।


banner close