নেপালে শুক্রবার (১২ জুলাই) দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড আস্থা ভোটে হেরে গেছেন। এ নিয়ে দেশটিতে নতুন জোট সরকার গঠন হতে যাচ্ছে। নতুন এ সরকারের নেতৃত্ব দেবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
২০২২ সালের ডিসেম্বরে সরকার গঠন করেছিলেন পুষ্প কমল দহল। তখন তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হন তিনি। এরপর ক্ষমতা টিকিয়ে রাখতে তাকে তিনবার জোট বদলাতে হয়। আর পাঁচবার পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়। তবে শেষমেশ গতকাল পঞ্চমবারের অনাস্থা ভোটে হেরে যান তিনি।
ইউএমএল পার্টির আইনপ্রণেতা যোগেশ ভট্টরাই শুক্রবার বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে নতুন জোট সরকারের প্রয়োজন ছিল। এর মধ্য দিয়ে নেপালে ২০ মাস ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে বলে আশা করা হচ্ছে। ২০০৮ সালে নেপালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্রের অবসান ঘটে। এরপর থেকে গণতান্ত্রিক নেপালে চলছে রাজনৈতিক অস্থিরতা-অনিশ্চয়তা। কে পি শর্মা ওলি নতুন সরকার গঠন করলে সেটা হবে ২০০৮ সালের পর দেশটিতে ১৪তম গণতান্ত্রিক সরকার। নেপালের রাজনীতির গতিপ্রকৃতি সব সময় বড় দুই প্রতিবেশী ভারত ও চীনের কড়া নজরদারিতে থাকে।
হিমালয়ঘেঁষা নেপালে এ দুই দেশের বড় বিনিয়োগ রয়েছে। দিল্লি ও বেইজিং নেপাল ও নেপালের রাজনীতিতে প্রভাব রাখতে চায়। রাজনৈতিক অনিশ্চয়তার মুখে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সরকারের ওপর থেকে গত সপ্তাহে সমর্থন তুলে নেয় অন্যতম বৃহত্তম জোটসঙ্গী লিবারেল কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট লেনিনিস্ট (ইউএমএল) পার্টি। দলটির নেতৃত্বে রয়েছেন কে পি শর্মা ওলি। এরপর পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ৬৯ বছর বয়সি প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সামনে দুটি বিকল্প খোলা ছিল। হয় তাকে সরকারপ্রধানের পদ ছাড়তে হবে, নতুবা পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুষ্প কমল দ্বিতীয় বিকল্প বেছে নিয়ে ব্যর্থ হন।
কে পি শর্মা ওলি এর আগে দুবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। গত জুনের শেষদিকে তিনি মধ্যপন্থি দল নেপালি কংগ্রেসের (এনসি) সঙ্গে একটি চুক্তি করেন। ফলে পার্লামেন্টে এই জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ সুগম হয়। তখন থেকেই বোঝা যাচ্ছিল, কে পি শর্মা ওলি নতুন সরকার গড়বেন। তবে গতকাল পার্লামেন্টে আস্থা ভোটে পুষ্প কমল হেরে যাওয়ার পর কে পি শর্মা ওলির নেতৃত্বে নতুন জোট সরকার কবে নাগাদ দায়িত্ব নেবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। ভোটাভুটিতে উতরে যেতে সাবেক মাওবাদী নেতা পুষ্প কমলের ২৭৫ আসনের পার্লামেন্টে ন্যূনতম ১৩৮টি ভোট দরকার ছিল। গতকাল পার্লামেন্টে হাজির ছিলেন ২৫৮ সদস্য। তাদের মধ্যে পুষ্প কমলের পক্ষে ভোট দেন মাত্র ৬৩ জন। আর বিপক্ষে ভোট পড়ে ১৯৪টি। বাকি একজন ভোটদানে বিরত ছিলেন। স্পিকার দেব রাজ ঘিমিরি ভোট গণনা শেষে বলেন, আস্থা ভোটে পার্লামেন্ট সদস্যরা প্রধানমন্ত্রী পুষ্প কমলকে প্রত্যাখ্যান করেছেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত জান্তা বাহিনীর একটি নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি (এএ)। গতকাল শনিবার রাখাইনের জাতিগত এ সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে এ দাবি করেছে।
আরাকান আর্মি এক বিবৃতিতে বলেছে, এক মাস তুমুল লড়াইয়ের পর বৃহস্পতিবার রাখাইনের দক্ষিণাঞ্চলীয় শহর থানদের নাগপালি সৈকতের অদূরে নেভি সিল ট্রেনিং সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়া ওই ঘাঁটির নাম সেন্ট্রাল নেভাল ডাইভিং অ্যান্ড স্যালভেজ ডিপো (সিএনডিএসডি)। প্রতিরোধের মধ্য দিয়ে প্রথম কোনো নৌ সদরদপ্তর নিয়ন্ত্রণে নিলেন প্রতিরোধ যোদ্ধারা। জান্তা বাহিনীর এ নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিতে গত ৭ আগস্ট বড় পরিসরে এক অভিযান শুরু করে আরাকান আর্মি। প্রথমে নৌঘাঁটির আশপাশের গ্রামে মোতায়েন জান্তা সেনাদের ওপর হামলা চালায় তারা। আরাকান আর্মির হামলার মুখে জান্তা বাহিনী নৌঘাঁটির আশপাশ ঘিরে ১ হাজার ২০০ জনের বেশি সেনা মোতায়েন করেছিল। পাশাপাশি প্রশিক্ষণরত নৌসেনারাও লড়াইয়ে অংশ নেন। যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান থেকেও আরাকান আর্মির যোদ্ধাদের অবস্থানে হামলা চালানো হয়। এত কিছুর পরও জান্তা বাহিনী ঘাঁটিটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বলে আরাকান আর্মির বিবৃতিতে দাবি করা হয়েছে।
আরাকান আর্মি দাবি করেছে, নৌঘাঁটির নিয়ন্ত্রণ নিতে গত এক মাসের লড়াইয়ে জান্তা বাহিনীর চার শতাধিক সেনা নিহত হয়েছেন। নিয়ন্ত্রণে নেওয়ার পর বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে তারা। জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো একটি জোট গঠন করেছে। গত বছরের ২৭ অক্টোর এই জোট বড় পরিসরে হামলা শুরুর পর বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছে। গতকাল শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম অল ইন্ডিয়া রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ২২৯ কিলোমিটার পশ্চিমে জিরিবাম জেলার নুংচাপ্পি গ্রামে শনিবার ঘুমন্ত অবস্থায় এক বেসামরিক নাগরিককে হত্যা করা হয়। পরে নুংচেপি এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়।
এর আগে গত শুক্রবার বিষ্ণুপুর জেলার মৈরাং শহরে বোমা বিস্ফোরণে এক বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হন।
শুক্রবার রাতে বিপুলসংখ্যক মানুষ একত্রিত হয়ে মণিপুর রাইফেলসের পৃথক দুটি ব্যাটালিয়ন ঘেরাও করে অস্ত্র ও গোলাবারুদ লুটের চেষ্টা করে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সরকারি বাহিনী।
সুবিধাবঞ্চিত আর্থ-সামাজিক গোষ্ঠীগুলোর শিক্ষা ও সরকারি চাকরির জন্য যে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া হয়, সে তালিকায় অ-উপজাতি মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত বছরের ৩ মে থেকে মণিপুরে বড় আকারের সহিংসতা শুরু হয়।
এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি নিহত এবং ১,১০০ জনেরও বেশি আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ৬০ হাজারেরও বেশি মানুষ।
এছাড়াও সহিংসতার মধ্যে রাজ্যের বিভিন্ন থানা ও পুলিশের থেকে পাঁচ হাজারের বেশি অস্ত্র লুট হয়েছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এক টেলিভিশন বিতর্কে উভয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এবিসির আয়োজনে আগামী মঙ্গলবার এ বিতর্ক অনুষ্ঠিত হবে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে। এটি উভয়ের মধ্যে প্রথম এবং সম্ভবত শেষ টেলিভিশন বিতর্ক হতে যাচ্ছে।
এর আগে জুনে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য হন। ডেমোক্রেট দলের কনভেনশনে প্রার্থী হিসেবে তিনি কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়।
এদিকে লাখ লাখ আমেরিকান সামনের কাতারে থেকেই নির্বাচনী লড়াইয়ে মরিয়া উভয়প্রার্থীর ঝুঁকিপূর্ণ এই বিতর্ক প্রত্যক্ষ করবেন। এই বিতর্ককে উভয় প্রার্থীর জন্যেই গুরুত্বপূর্ণ ও জটিল পরীক্ষা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এদিকে আমেরিকার নারী, কৃষাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে(৫৯) নিয়ে বিরোধী প্রার্থী ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য থেমে নেই। বিতর্কের আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে থাকলেও
ট্রাম্প তাকে খাটো করে দেখানোর জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এদিকে বিতর্কেও ট্রাম্প তার আক্রমণাত্মক ভঙ্গি তুলে ধরবেন বলে বিশ্লেষকেরা মনে করছেন। কারণ কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ের মাঠে প্রবেশের কারণে ট্রাম্প(৭৮) হয়ে পড়েছেন মার্কিন নির্বাচনী ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রার্থী।
রুটজার্স ইউনিভার্সিটি স্কুল অব কমিউনিকেশন এন্ড ইনফরমেশনের এরিন ক্রিস্টি বলেছেন,“ এই ধরনের একেবারে ভিন্ন ধরনের দুই প্রার্থী এর আগে কখনও মুখোমুখি হননি।”
তিনি বলেন, তাই এই বিতর্ক হবে খুবই আকর্ষণীয় ও সচেতনতামূলক এবং নির্বাচনে জয় পরাজয় নির্ধারণকারী।
হ্যারিস ও ট্রাম্পের মধ্যে মঙ্গলবারের এ বিতর্কই হতে পারে শেষ বিতর্ক। কারণ এখনও পর্যন্ত উভয়ের কেউই নতুন বিতর্কের বিষয়ে সম্মতি দেয়নি।
এদিকে বিতর্কের মঞ্চে সত্যিকার অর্থে কি মঞ্চায়িত হতে যাচ্ছে তা নিবিড়ভাবে প্রত্যক্ষ করতে অপেক্ষা করছে লাখ লাখ আমেরিকান।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার ওই দুই জেলায় সহিংসতায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। এদিকে, আকাশে একের পর এক ড্রোন উড়তে দেখে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। অন্যদিকে, শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িসহ দুটি স্থানে বিদ্রোহীরা রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নুংচাপ্পি গ্রামে আক্রমণ করলে ইউরেম্বাম কুলেন্দ্র সিং নামে ৬৩ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। গ্রামটি মণিপুরের রাজধানী ইম্ফাল থেকে প্রায় ২২৯ কিলোমিটার দূরে। অন্য পাঁচজন নিহত হয়েছেন মেইতি সম্প্রদায়ের সশস্ত্র দল এবং কুকি উপজাতিদের মধ্যে বন্দুকযুদ্ধে। সূত্র জানিয়েছে, এই দলগুলো নিজেদের ‘গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক’বলে পরিচয় দিয়ে থাকে।
এদিকে, ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে এই দুই জেলার বাসিন্দারা ঘটনার সময় তাদের বাড়িঘরের লাইট বন্ধ দেন। ভয়ে কেউই বাড়ির বাইরে বের হতে পারেননি রাতে।
ইম্ফল পশ্চিম জেলার আশপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলেছেন সেখানকার বিদ্রোহীরা। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইম্ফল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উড়তে দেখেছেন বাসিন্দারা। মণিপুরের সরকারি এক কর্মকর্তা বলেছেন, নতুন করে দেখা দেওয়া সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। তারা বেশি সংখ্যক মানুষের একসাথে চলাচলে বিধি-নিষেধ আরোপের পাশাপাশি পর্যবেক্ষণ করছেন।
বিষ্ণুপুর জেলার একাধিক এলাকায় আকাশে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে। গুলির এই ঘটনা জনসাধারণের মাঝে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। তবে নিরাপত্তা বাহিনী নাকি অন্যরা গুলি চালিয়েছেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোইরেংয়ের বাসভবনে রকেট হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে একজন নিহত ও ছয়জন আহত হন। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী চুরাচাঁদপুর জেলায় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত তিনটি বাঙ্কার ধ্বংস করেছে।
মণিপুর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিষ্ণুপুর জেলার দুটি স্থানে বেসামরিকদের লক্ষ্য করে দূর-পাল্লার রকেট নিক্ষেপ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে বয়স্ক এক নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। পুলিশ বলছে, রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে টহল দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ-পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয়েছে গত ১ সেপ্টেম্বর। ওই দিন ইম্ফল পশ্চিম জেলার কৌত্রুক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়। এতে অন্তত দুজন নিহত ও ৯ জন আহত হন।
গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি-জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় দুই শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্যজুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। শুক্রবার সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ের লোকজন ইম্ফল উপত্যকার পাঁচটি জেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে। রাজ্যের হাজার হাজার মানুষ এই প্রতিবাদ-সমাবেশে অংশ নেন। সেদিনই ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। নতুন করে সংঘাত শুরু হওয়ায় রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মণিপুরে সব স্কুল বন্ধ ঘোষণা
মণিপুর বিদ্রোহীদের রকেট হামলায় হতাহতের ঘটনার পর রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই। এদিকে স্থানীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে। একদিন আগে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর জেলায় রকেট ছুড়েছে। স্থানীয় পুলিশ এ ঘটনায় কুকি সন্ত্রাসীদের দায়ী করেছে।
মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান
মণিপুর রাজ্যে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরেন সিং এ বৈঠক আহ্বান করেছেন। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িসহ দুটি স্থানে বিদ্রোহীরা রকেট হামলা চালিয়েছে। শুক্রবার এ হামলা হয়। এতে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর আগে কয়েক দিন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
চলতি বছরের আগস্টে জাতিসংঘের খাদ্য মূল্যের সূচক কিছুটা কমেছে। গতকাল শুক্রবার প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (এফএও) প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানা গেছে।
এফএওর দ্বারা সংকলিত মূল্য সূচকটি কমে ১২০ দশমিক ৭ পয়েন্টে দাঁড়িয়েছে। জুলাইতে এই পয়েন্ট ছিল ১২১ পয়েন্ট। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ২০২২ সালের মার্চে খাদ্যের দাম বেড়ে সর্বোচ্চ হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এফএওর সূচক কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়। এক বছর আগের তুলনায় ভ্যালু এক দশমকি এক শতাংশ ও ২০২২ সালের মার্চের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কম রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে এফএও শস্য উৎপাদন ২০২৪ সালে ২ দশমিক ৮ মিলিয়ন মেট্রিক টন কমে ২ দশমিক ৮৫১ বিলিয়ন টনে দাঁড়ানোর পূর্বাভাস দেয়। মূলত ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো ও ইউক্রেনে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে শস্যের উৎপাদন কমার ইঙ্গিত। এফএওর এই সূচকটি চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ফেব্রুয়ারিতে সূচকটি রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর থেকে কমতে শুরু করে। আগস্টের মূল্য সূচক এক বছর আগের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম এবং ২০২২ সালের মার্চের সর্বোচ্চ থেকে ২৪ দশমিক ৭ শতাংশ কম।
একটি পৃথক প্রতিবেদনে এফএও জানায়, ২০২৪ সালে বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাস ২.৮ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২.৮৫১ বিলিয়ন টনে নামানো হয়েছে, যা গত বছরের উৎপাদনের প্রায় সমান। ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো ও ইউক্রেনে শুষ্ক ও গরম আবহাওয়ার কারণে মোটা শস্য উৎপাদনের সম্ভাবনা কমেছে। ২০২৪-২৫ সালে বৈশ্বিক শস্য ব্যবহারের পূর্বাভাস জুলাই থেকে ৪.৭ মিলিয়ন টন কমিয়ে ২.৮৫২ বিলিয়ন টন করা হয়েছে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ০.২% বেশি। এফএও আরও জানিয়েছে, ২০২৫ সালে মৌসুম শেষে বৈশ্বিক শস্য মজুদের পূর্বাভাস ৪.৫ মিলিয়ন টন কমিয়ে ৮৯০ মিলিয়ন টন করা হয়েছে।
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির বর্ষীয়ান রাজনীতিক মিশেল বার্নিয়ের। আগাম নির্বাচনের প্রায় দুই মাস পর প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
১৯৫৮ সালে ফ্রান্সে নতুন প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হচ্ছেন বার্নিয়ের। তিন বছর আগে ম্যাখোঁকে সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে বসতে চেয়েছিলেন তিনি। দেশে অভিবাসন সীমিত করা ও নিয়ন্ত্রণে আনার কথা তুলেছিলেন তিনি। তবে সেবার নিজ দল থেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি বার্নিয়ের।
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের স্থলাভিষিক্ত হবেন তিনি। চলতি বছরের শুরুর দিকে আতালকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন ম্যাক্রোঁ। গত জুলাই থেকে ফ্রান্সের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
ডানপন্থি রিপাবলিকান (এলআর) দলের ৭৩ বছর বয়সি সদস্য বার্নিয়েরের রাজনৈতিক জীবন বেশ দীর্ঘ। ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দুই জায়গাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বার্নিয়ের ইইউয়ের ব্রেক্সিটবিষয়ক প্রধান আলোচক ছিলেন। তিনি ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রী বার্নিয়েরকে। এখন এমন একটি সরকারব্যবস্থা গঠন করতে হবে যেখানে তিনটি প্রধান রাজনৈতিক ভাগে বিভক্ত পার্লামেন্ট এগিয়ে যাবে। বিভক্তি এড়িয়ে টেকসই একটি সরকার গঠনের চ্যালেঞ্জের সামনে রয়েছেন তিনি।
গত জুন ও জুলাইয়ে ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সরকার গঠনের জন্য কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে রাজনৈতিকভাবে বড় তিনটি ভাগে ভাগ হয়ে পড়ে দেশটির পার্লামেন্ট। এখন এই বিভক্তি এড়িয়ে টেকসই একটি সরকার গঠনের চ্যালেঞ্জ হাতে নিতে হবে নতুন প্রধানমন্ত্রীকে।
এদিকে, প্রধানমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ম্যাখোঁর পছন্দ ঘিরে এরই মধ্যে বামপন্থি রাজনৈতিক জোট নিউ পপুলার ফ্রন্টে (এনএফপি) অসন্তোষ দেখা দিয়েছে। জুলাইয়ে অনুষ্ঠিত আগাম নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় তারা।
জোটের নেতাদের অভিযোগ, নির্বাচনে এনএফপি সবচেয়ে ভালো করলেও ডানপন্থি একজনকে প্রধানমন্ত্রী করা হলো। এতে দেশে একটি ডানপন্থি সরকার গঠন হতে চলেছে।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া কমলা হ্যারিসকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, কমলার হাসি খুব সুন্দর ও সংক্রামক। খবর রয়টার্সের
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন পুতিন। সেখানে কথা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘জো বাইডেনের সিদ্ধান্তকে আমি সমর্থন করি। তার উত্তরসূরি হিসেবে আমার সমর্থন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের দিকে থাকবে। তার হাসি খুব সুন্দর। এই হাসি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। কমলার হাসিই বুঝিয়ে দেয় যে তার জন্য সবকিছু ভালোই হবে।’
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রের ওপর একাধিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘কমলা হ্যারিসের ইতিবাচক মনোভাব রয়েছে। যার অর্থ, তিনি হয়তো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে পারেন। তবে শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই। তারাই রায় দেবেন।’
বাইডেনের শাসনামলে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা এলেও জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ছিলেন, তখন তাকেই সমর্থন দিয়েছিলেন পুতিন। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বাইডেনকেই আবারও পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। তার দূরদর্শিতা ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্যই তাকে বেছে নিয়েছি। আর ক্ষমতায় থাকার সময় আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছেন মস্কোর ওপর।’
পুতিনের এ বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘আমার সঙ্গে পুতিনের ভালো সম্পর্ক ছিল। কিন্তু তিনি আমাকে চান না। বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। বাইডেন তো তাকে ইউক্রেন দিয়ে দেবেন।’
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আলোচনার শুরুর দিকে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে একপ্রকার নিশ্চিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মাঝপথে ভোটের মাঠ থেকে তিনি সরে দাঁড়ান। এরপর ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হন কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে দেখা গেছে, এখন তার জনপ্রিয়তা তুঙ্গে। ট্রাম্পের থেকে তিনি প্রায় সব জরিপেই এগিয়ে আছেন।
আগস্ট মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম কিছুটা কমেছে। এ নিয়ে টানা দুই মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম কমল। গত মাসে চিনি, মাংস ও শস্যের দাম কমলেও দুগ্ধজাত পণ্য ও উদ্ভিজ্জ তেলের দাম বেড়েছে।
রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের (এফএও) মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সূচকে দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত টানা পাঁচ মাস বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়েছিল।
বিশ্ববাজারে জুলাই ও আগস্ট মাসে খাদ্যমূল্য কমলেও বাংলাদেশে জুলাই মাসে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ১০ শতাংশ। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪২ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হওয়া খাদ্যপণ্যের ভিত্তিতে এফএওর মূল্যসূচক তৈরি করা হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক কমে ১২০ দশমিক ৭ পয়েন্টে নেমে এসেছে; জুলাই মাসে যা ছিল ১২১ পয়েন্ট।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালে বিশ্বের প্রায় সব দেশেই মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় ওঠে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির কারণে মানুষের দুর্দশার অন্ত ছিল না। ২০২২ সালে এফএওর গড় খাদ্যমূল্য সূচক ছিল এযাবৎকালের সবচেয়ে বেশি—১৪৪ দশমিক ৭। ২০২৩ সালে তা অনেকটাই কমে ১২৪ দশমিক দশমিক ৭-এ নেমে আসে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এফএও সূচক কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
দেখা গেছে, আগস্টে এফএওর খাদ্য মূল্যসূচক ছিল গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ এবং ২০২২ সালের মার্চ মাসের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ কম।
মোট পাঁচ ধরনের খাদ্যপণ্যের ভিত্তিতে এই খাদ্য মূল্যসূচক তৈরি করে এফএও। দেখা গেছে, আগস্ট মাসে মাংসের সূচক ছিল ১১৯ দশমিক ৫; জুলাই মাসে যা ছিল ১২০ দশমিক ৪। দুগ্ধজাত পণ্যের গড় মূল্যসূচক ছিল ১৩০ দশমিক ৬ পয়েন্ট; জুলাই মাসে যা ছিল ১২৭ দশমিক ৯।
তবে গত মাসে শস্যজাতীয় খাদ্যের দাম কমেছে। আগস্ট মাসে এই শস্যজাতীয় খাদ্যের মূল্যসূচক ছিল ১১০ দশমিক ১; জুলাই মাসে যা ছিল ১১০ দশমিক ৭। উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক ছিল ১৩৬; গত বছরের একই সময়ে যা ছিল ১৩৫। এ ছাড়া আগস্টে চিনির মূল্যসূচক ছিল ১১৩ দশমিক ৯; জুলাই মাসে যা ছিল ১১৯ দশমিক ৫।
এদিকে আরেক প্রতিবেদনে এফএও চলতি বছরের জন্য বিশ্বব্যাপী শস্য উৎপাদনের পূর্বাভাস সংশোধন করেছে। চলতি বছর শস্য উৎপাদন পূর্বাভাস ২৮ লাখ টন কমিয়ে ২ হাজার ৮৫ কোটি ১০ লাখ টনে নামিয়ে আনা হয়েছে। গত বছরও সমপরিমাণ শস্য উৎপাদিত হয়েছিল।
এফএও জানিয়েছে, বিশ্বব্যাপী শস্য উৎপাদন কমে যাওয়ার মূল কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ, মেক্সিকো ও ইউক্রেনে গরম ও শুষ্ক আবহাওয়া।
এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বব্যাপী খাদ্যশস্য ব্যবহারের পূর্বাভাসও সংশোধন করেছে এফএও। জুলাই মাসে যে পূর্বাভাস ছিল, তা থেকে ৪৭ লাখ টন কমানো হয়েছে। এবারের পূর্বাভাস ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। আগামী বছর মৌসুমের শেষে বিশ্বব্যাপী শস্য মজুতের পূর্বাভাস ৪৫ লাখ টন কমিয়ে ৮৯ কোটি টন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও নয়জন আহত হয়েছে। নিহত চারজন জর্জিয়ার ব্যারো কাউন্টির আপালাচি হাই স্কুলের দুই শিক্ষার্থী ও দুজন শিক্ষক। গতকাল বুধবার বিকালে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (জিবিআই) পরিচালক ক্রিস হোসে এক ব্রিফিংয়ে বলেন, বন্দুকধারী ওই স্কুলটির ছাত্র কোল্ট গ্রে (১৪)।
সকাল সাড়ে ১০টার কিছু আগে স্কুলে এই গোলাগুলি চালায় গ্রে। তারপর স্কুলের রিসোর্স অফিসার তাকে আটকে ফেললে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। এই ঘটনার পর একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদানকারীদের ওই স্কুলে পাঠানো হয়েছে।
জিবিআই পরিচালক ক্রিস হোসে বলেন, বন্দুকধারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে। ব্যারো কাউন্টি শেরিফ জুড স্মিথ বলেছেন, সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে নিহতদের কোনো যোগসূত্র আছে বলে তিনি জানেন না।
এদিকে হোসে বলেন, বন্দুকধারী সম্পর্কে সবকিছু তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। স্কুলটির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না সেটিও যাচাই করা হচ্ছে।
গুলিবিদ্ধ আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হোসে। হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ রোগী ছাড়াও প্যানিক অ্যাটাকের উপসর্গ নিয়ে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাগুলির ঘটনার পর স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কাউন্টির সুপারিনটেনডেন্ট ডালাস লেডাফ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যারো কাউন্টির স্কুলগুলো বন্ধ থাকবে।
স্কুলে বন্দুক হামলার ঘটনায় আটলান্টার ক্যাম্পাসগুলোতেও টহল জোরদার করা হয়েছে। এ হামলাকে ‘অর্থহীন বন্দুক সহিংসতা’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন মৃতদের জন্য শোক প্রকাশ করেন।
প্রেসিডেন্ট আইনপ্রণেতাদের অ্যাসল্ট অস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন নিষিদ্ধ করা, আগ্নেয়াস্ত্রের নিরাপদ সংরক্ষণের প্রয়োজন, সর্বজনীন ব্যাকগ্রাউন্ড চেক আইন প্রণয়ন এবং বন্দুক প্রস্তুতকারকদের জন্য দায়মুক্তি শেষ করার আহ্বান জানিয়েছেন।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৮০টিরও বেশি গণশুটিংয়ের ঘটনা ঘটেছে, যেখানে চারজন বা তারও বেশি মারা গেছে।
কায়রো বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। বিগত ১০০ বছরেরও বেশি সময় ধরে শহরটি মিশরের রাজধানী হিসেবে পরিচিত। তবে এবার এই শহরের ওপর চাপ কমাতে নতুন কিছু ভাবছে মিশরের সরকার। নতুন এক রাজধানী নির্মাণ করবে তারা। রাজধানীটির নাম রাখা হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল (ন্যাক)। কায়রো থেকে ৪৫ কিলোমিটার পূর্বে মরুভূমির মধ্যে অবস্থিত ন্যাকের আয়তন ৭৩৫ বর্গকিলোমিটার; অর্থাৎ আয়তনের দিক থেকে নতুন এই রাজধানী শহর সিঙ্গাপুর রাষ্ট্রের সমান।
উত্তর আফ্রিকার দেশ মিসরের আয়তন ১০ লাখ ১০ হাজার ৪৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১০ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার। দেশটির মোট জনসংখ্যার বড় অংশই বসবাস করেন কায়রোতে। এছাড়া মিসরের সরকারি-বেসরকারি যাবতীয় দপ্তরের প্রধান কার্যালয়ের অবস্থানও কায়রোতে। ফলে বছরের পর বছর ধরে জনসমষ্টির ভারে প্রায় ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছিল ২ হাজার ৭৩৪ বর্গকিলোমিটার আয়তনের কায়রো।
এই পরিস্থিতিতে ২০১৫ সালে কায়রো থেকে রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মিসরের সরকার। ২০১৭ সাল থেকে শুরু হয় প্রকল্পের কাজ। তবে করোনা মহামারির কারণে সেই কাজে ছেদ পড়েছিল।
মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর প্রকল্পের কাজ ফের শুরু হয় এবং বর্তমানে তা শেষের পথে। মিসরের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি ২০২৪ সাল বিদায় নেওয়ার আগেই প্রকল্পের কাজ শেষ হবে। ইতোমধ্যে ১ হাজার পাঁচশরও বেশি পরিবার কায়রো থেকে ন্যাকে গিয়ে বসবাস করছেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি মিসরের নতুন রাজধানীর দু’টি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। একটি ২০১৭ সালের—যখন প্রকল্পের কাজ শুরু হয়েছিল অপরটি ২০২৪ সালের আগস্টের।
মিসরের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, নতুন এই রাজধানী শহরে পর্যাপ্তসংখ্যক বহুতল ভবনের পাশাপাশি বিভিন্ন পার্ক এবং কৃত্রিম হ্রদ থাকবে। সবচেয়ে বড় পার্ক গ্রিন রিভারের আয়তন হবে ১০ কিলোমিটার।
নাসার স্যাটেলাইট ছবিতে সেটির চিহ্ন দেখা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী নিউজ উইককে মিসরের কর্মকর্তারা বলেছেন, ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের প্রধান কার্যালয় ন্যাকে স্থানান্তর করা হয়েছে।
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) একটি উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগার থেকে পালানোর চেষ্টার সময় অন্তত ১২৯ জন বন্দি নিহত হয়েছেন। রাজধানী কিনশাসায় এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিআর কঙ্গোর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো জানান, সোমবার ভোরে সতর্কতামূলক গুলির পর ২৪ জন বন্দি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা ম্যাকালা কারাগারে ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সোমবার ভোরে কারাগারের কাছাকাছি বসবাসকারী মানুষ গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তবে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পুলিশ বাধা দেয় এবং এলাকায় প্রবেশ বন্ধ করে দেয়।
স্থানীয় বাসিন্দা দাদি সোসো বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাত ১টা বা ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে। সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং কিছু মানুষ পালিয়েছে। নিরাপত্তা বাহিনী মৃতদেহগুলো সরিয়ে নিচ্ছে।
প্রথমে সরকার দাবি করেছিল, এই ঘটনায় মাত্র দুজন মারা গেছেন। তবে পরে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কথা স্বীকার করা হয়।
সোমবার সকালে কারাগারের ভেতর থেকে ছড়িয়ে পড়া যাচাই না করা কিছু ভিডিওতে দেখা গেছে, সেখানে মাটিতে পড়ে থাকা নিথর দেহ এবং ভিড়ের মধ্যে মানুষকে সাহায্যের জন্য চিৎকার করতে দেখা গেছে।
প্রায় ২৪ ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় এই ঘটনার ব্যাপকতা এবং মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, এটি নিরাপত্তা বাহিনী, জাতীয় পুলিশ এবং সেনাবাহিনীর প্রশংসার সময়। তারা দ্রুত সাড়া দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, পালানো রোধ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি দুঃখজনক যে কেন্দ্রীয় কারাগারে প্রাণহানি, হামলা ও বিশেষ করে সম্পত্তির ক্ষতি হয়েছে। দুর্ভাগ্যক্রমে, প্রশাসনিক এবং নিবন্ধন অফিসে আগুন লেগেছে। আমরা এই জরুরি পরিস্থিতিগুলো মোকাবিলায় কাজ করছি।
সাত বছর আগে এই ম্যাকালা কারাগার থেকে প্রায় চার হাজার বন্দি পালিয়ে যায়। এটি কঙ্গোর সবচেয়ে বড় কারাগার। এটির ধারণক্ষমতা দেড় হাজার হলেও সেখানে ১৪ হাজারের বেশি বন্দিকে রাখা হয়েছিল বলে এএফপি জানিয়েছে। ২০২০ সালে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কারাগারের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সেখানে খাদ্য সংকট এবং স্বাস্থ্যবিধির অভাবে বন্দিরা মৃত্যুর মুখে পড়ছে। তখন অনুমান করা হয়েছিল যে মাত্র ছয় শতাংশ বন্দি তাদের সাজা ভোগ করছে, বাকি সবাই কঙ্গোর জটিল বিচার ব্যবস্থার মধ্যে আটকা পড়ে আছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ চলছে। অন্যদিকে ইসরায়েলে এখনই নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গেল সপ্তাহেও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে নতুন জরিপ বলছে, আজই নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধামন্ত্রিত্ব হারাবেন নেতানিয়াহু। বর্তমানে ৩৯ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর বেনি গান্টজের প্রতি সমর্থন রয়েছে ৪০ শতাংশ ইসরায়েলির।
নির্বাচনে গান্টজের ন্যাশনাল ইউনিটি পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি ২১টি করে আসন পাবে। গেল সপ্তাহে জরিপের ফল অনুযায়ী, তখন নির্বাচন হলে লিকুদ পার্টি ২২টি আসন পেত; কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দুই দলের অবস্থান এখন সমান সমান। আর জোটবদ্ধভাবে নেতানিয়াহুর পার্টি পাবে ৫১টি ও বিরোধীরা পাবে ৫৯টি আসন। আরব আইনপ্রণেতারা ১০ আসনে জিতবেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ১২০ আসনবিশিষ্ট। সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন।
এদিকে রোববার গাজায় ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর চাপে পড়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, গত ডিসেম্বর থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। কিন্তু হামাস রাজি হচ্ছে না। তিনি বলেছেন, গত ১৬ আগস্টও যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল ইসরায়েল। কিন্তু হামাস এতে রাজি হয়নি। নেতানিয়াহু বলেন, ’যারা জিম্মিদের হত্যা করে তারাই যুদ্ধবিরতি চায় না।’ তবে তা সত্ত্বেও হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে তেল পাঠানো অব্যাহত থাকবে। কোম্পানিটির পাঠানো এক বিবৃতি থেকে গত শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
আসামের গোলাঘাট জেলায় অবস্থিত নুমালিগড় রিফাইনারি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতবিরোধী মনোভাব থাকলেও প্রতিবেশী দেশটিতে (আমাদের) কার্যক্রম প্রভাবিত হয়নি।’
নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক আর. রাথ বলেছেন, ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা দেশে আমাদের কার্যক্রমে বাংলাদেশের পরিস্থিতির কোনো প্রভাব পড়েনি। আমরা আমাদের শিলিগুড়ি টার্মিনাল থেকে উত্তর বাংলাদেশে এবং (দক্ষিণ আসামের) শিলচরের কাছে বিকশিত টার্মিনাল থেকে উত্তর-পূর্ব বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছি।’
এর আগে, ২০২৩ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুরের মধ্যে ডিজেল পাইপলাইনটি উদ্বোধন করেন। এটি দুই দেশের প্রথম আন্তসীমান্ত জ্বালানি সরবরাহ পাইপলাইন, যা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন হবে।