শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
৩ মাঘ ১৪৩২

ইসরায়েলি বর্বরতা: গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

ধ্বংসস্তূপের নিচে হাজারো মৃতদেহ চাপা পড়েছে
ইসরায়েলি হামলায় গাজার জাবালিয়া এলাকায় ধোয়া উড়ছে। ছবি: সংগৃহীত
আপডেটেড
২৩ নভেম্বর, ২০২৪ ১৩:১০
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪ ১৩:১০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা ১৩ মাসের যুদ্ধে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত বেসামরিক এবং হামাস যোদ্ধাদের তালিকা পৃথকভাবে করেন না। তবে তারা বলেছে, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ১৭ হাজারের বেশি জঙ্গিকে হত্যা করেছে। তবে এর স্বপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই । স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৪,০৫৬ জন নিহত এবং ১০৪,২৬৮ জন আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ, ধ্বংসস্তূপের নিচে বা চিকিৎসকরা যেতে পারেননি এমন জায়গায় হাজার হাজার মৃতদেহ চাপা পড়েছে।

মূলত হামাস যোদ্ধারাই এ যুদ্ধ শুরু করে। তারা গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। তখন প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে। যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক ছিলেন। এর চেয়ে জঘন্য কাজটি ছিল ২৫০ জন নিরপরাধ মানুষকে অপহরণ করে গাজায় নিয়ে আসা। প্রায় ১০০ জিম্মি এখনও গাজার ভেতরে রয়েছেন। তাদের মধ্যে কতজন বেঁচে আছেন তা নিশ্চিত নয়।

এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহতের সংখ্যা ৩ হাজার ৫৮০ জনে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৫ হাজারের বেশি আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ লেবাননের বহু গ্রাম।

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিল যেসব দেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির এ সিদ্ধান্তকে অনেক দেশ ও নেতা স্বাগত জানিয়েছে। নেতানিয়াহুসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্তরা সেসব দেশে গেলে তাদের গ্রেপ্তারের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডস: আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নেতানিয়াহু তাদের দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প বলেন, নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গেও নেদারল্যান্ডস কোনো অপ্রয়োজনীয় যোগাযোগ করবে না। নেদারল্যান্ডস রোম সংবিধির সঙ্গেই থাকবে।

অস্ট্রিয়া: দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ গ্রেপ্তারি পরোয়ানাটিকে ‘হাস্যকর’ বলে অভিহিত করলেও তার অফিস বলেছে, রোম সংবিধির একটি পক্ষ হিসাবে অস্ট্রিয়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে বাধ্য।

বেলজিয়াম: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে লিখেছে, যেখানেই অপরাধ সংঘটিত হোক না কেন দায়মুক্তির বিরুদ্ধে লড়াই বেলজিয়ামের জন্য একটি অগ্রাধিকার, যা আইসিসির কাজকে পুরোপুরি সমর্থন করে। এতে বলা হয়, ইসরায়েল ও গাজায় সংঘটিত অপরাধের জন্য দায়ীদের অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে বিচার করতে হবে, তা সে যেই ঘটাক না কেন।

কানাডা: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তিনি এই রায়কে সম্মান জানাবেন। টেলিভিশনের একটি সাক্ষাৎকারে ট্রুডোকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। ট্রুডো জানিয়েছেন, আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি সম্মান জানাবেন। কারণ কানাডা আন্তর্জাতিক আইন মানতে দায়বদ্ধ।

ইউরোপীয় ইউনিয়ন: ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, আইসিসির পরোয়ানা রাজনৈতিক নয়। এটিকে অবশ্যই সম্মান করা ও বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, এই সিদ্ধান্ত একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত এবং আদালতের সব রাষ্ট্রপক্ষ, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রয়েছে, আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য।

ফ্রান্স: ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন বলেন, ফ্রান্স আইসিসির আইন অনুযায়ী কাজ করবে। তবে নেতানিয়াহু দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না সে বিষয়ে কিছু না জানিয়ে তিনি বলেন, এটি ‘জটিল আইনগত বিষয়’।

আয়ারল্যান্ড: প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এই পরোয়ানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়ারল্যান্ড আইসিসির ভূমিকাকে সম্মান করে।

ইতালি: পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, রোম মিত্রদের সঙ্গে বিবেচনা করবে কীভাবে এই সিদ্ধান্তের ব্যাখ্যা করা যায় এবং একসঙ্গে কাজ করা যায়। তারা আইসিসির পরোয়ানাকে সম্মান করেন বলে জানান।

জর্ডান: পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।

নরওয়ে: পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, আইসিসির ম্যান্ডেট ন্যায়সঙ্গতভাবে পালন করা গুরুত্বপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস আদালত সর্বোচ্চ ন্যায্যবিচারের মানদণ্ডের ভিত্তিতে মামলাটি এগিয়ে নেবে।

দক্ষিণ আফ্রিকা: এক বিবৃতিতে সরকার আইসিসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বলেছে, এটি ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইনের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং সব রাষ্ট্রপক্ষকে রোম সংবিধিতে তাদের বাধ্যবাধকতা অনুসারে কাজ করার আহ্বান জানায়। আমরা বিশ্ব সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

সুইডেন: পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, সুইডেন ও ইইউ আদালতের গুরুত্বপূর্ণ কাজে সমর্থন করে এবং এর স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করে। সুইডিশ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সুইজারল্যান্ড: সুইস ফেডারেল অফিস অফ জাস্টিস জানিয়েছে, রোম সংবিধির অধীনে আইসিসিকে সহযোগিতা করতে তারা বাধ্য। তাই নেতানিয়াহু, গ্যালান্ট বা মাসরি যদি সুইজারল্যান্ডে প্রবেশ করে এবং আদালতে প্রত্যর্পণের উদ্যোগ নেয় তবে তাদের গ্রেপ্তার করতে হবে।

তুর্কি: পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ পরিচালনাকারী ইসরায়েলি কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনতে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা একটি আশাব্যঞ্জক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

যুক্তরাজ্য: ব্রিটেন আইসিসির স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমারের এক মুখপাত্র। তবে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাজ্য গ্রহণ করছে কি না, তা স্পষ্ট করেননি।


ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার নানা দিক উঠে আসে।

চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলীর বরাত দিয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৯টায় ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। গুলশানে নিজ বাসা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।

ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।


যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে গেল পুলিশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী। নিজেকে তিনি পরিচয় দেন ‘ফ্রেন্ডলি নেবারহুড ডিনায়েবল অ্যাসেট’ হিসেবে।

আলিয়া রহমান নামে ওই নারী বাংলাদেশি বংশোদ্ভূত। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং দীর্ঘদিন ধরে কোডিং ও প্রযুক্তি খাতে কাজ করছেন। একই সঙ্গে তিনি পুলিশ কর্মকর্তাদের শরীরে ক্যামেরা ব্যবহারের নীতির পক্ষে কাজ করছেন এবং ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে প্রায় এক দশক ধরে যুক্ত। এ ছাড়া তিনি বিভিন্ন অধিকারকর্মী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত।

গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—ফেডারেল এজেন্টরা আলিয়া রহমানের গাড়ির জানালা ভেঙে তাকে জোর করে টেনে বের করছেন। অভিযোগ রয়েছে, তিনি এক বিক্ষোভ চলাকালে আইসিইর গাড়ি চলাচলে বাধা দিয়েছিলেন। ঘটনাটি ঘটে রেনে নিকোল গুড নামের এক নারীর গুলিতে নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, ওই এলাকার কাছেই।

ভিডিওতে দেখা যায়, গাড়িচালক আলিয়া রহমান চিৎকার করে বলছিলেন, তিনি ‘শারীরিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন’ এবং ‘ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছেন।’ এ সময় একাধিক মুখোশধারী ফেডারেল এজেন্ট তাকে হাতকড়া পরিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যায়।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ৪৩ বছর বয়সি আলিয়া রহমান মিনিয়াপোলিসে বসবাসরত ‘কমিউনিটি নিরাপত্তা বিশেষজ্ঞ।’ কর্মজীবনে ফুল স্ট্যাক ডেভেলপার ও ইঞ্জিনিয়ারিং ম্যানেজারসহ বিভিন্ন পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি একাধিক প্রযুক্তি-সংযুক্ত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

তিনি কত দিন ধরে মিনিয়াপোলিসে বসবাস করছেন, তা স্পষ্ট নয়। তার সর্বশেষ প্রকাশ্যে পাওয়া ঠিকানা অনুযায়ী, তিনি আইওয়ার সিডার ফলসে থাকতেন। এক্সে নিজের প্রোফাইলে আলিয়া রহমান নিজেকে উল্লেখ করেছেন—‘ফ্রেন্ডলি নেবারহুড ডিনায়েবল অ্যাসেট’ হিসেবে। তিনি নিউ আমেরিকার ওপেন টেকনোলজি ইনস্টিটিউটের একজন ফেলো ছিলেন। সেখানে তার প্রথম প্রকল্প ছিল পুলিশ কর্মকর্তাদের বডি ক্যামেরা এবং সেগুলো কীভাবে নীতিমালার সঙ্গে যুক্ত করা যায়, তা নিয়ে।

ওই ইনস্টিটিউটের ওয়েবসাইটে তার বায়োতে বলা হয়েছে, ‘তার কাজের ভিত্তি তৈরি হয়েছে আইন প্রণয়ন, নির্বাচন ও কমিউনিটি সংগঠনে বর্ণ ও ফৌজদারি বিচারসংক্রান্ত আন্দোলনের অভিজ্ঞতা, সামাজিক ন্যায়বিচার আন্দোলনের জন্য ১৫ বছরের সফটওয়্যার উন্নয়নকাজ এবং অতীতে একজন শিক্ষক ও গবেষক হিসেবে সরকারি শিক্ষা ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা থেকে।’

আলিয়া রহমান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তবে ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরপরই তিনি পরিবারের সঙ্গে সদ্য স্বাধীন বাংলাদেশে চলে যান। টেক ফর সোশ্যাল জাস্টিসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শৈশবে দেখা ‘বিপ্লবী পরিবেশ’ তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বলেন, ‘আমি একটি দেশকে গড়ে উঠতে দেখেছি। আমি দেখেছি পোশাকশ্রমিকেরা—যাদের বেশির ভাগই নারী—রাস্তায় নেমে প্রতিবাদ করছে।’


ইরানে হামলার পরিকল্পনা নেই, তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান ট্রাম্পের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

আঞ্চলিক চরম উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক বিশেষ বার্তা পাঠিয়ে জানিয়েছেন যে, তিনি তেহরানে কোনো সামরিক অভিযান চালাতে আগ্রহী নন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে তারা কোনো যুদ্ধ চায় না এবং ইরানের পক্ষ থেকেও যেন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কোনো অবস্থানে হামলা চালানো না হয়, সেই অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ট্রাম্প তেহরানকে আঞ্চলিক পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রদূত মোগাদ্দাম আরও উল্লেখ করেন যে, ইরানে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও কিছু সশস্ত্র গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড ও মসজিদে হামলা চালাচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, এই ফোনালাপে আরাগচি ইরানের সীমান্ত রক্ষায় “দৃঢ়ভাবে” অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর বিপরীতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য সামরিক সংঘাতের ভয়াবহ পরিণতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনীতি ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তুরস্কের পক্ষ থেকেও এই সংকট নিরসনে সংলাপের জোরালো তাগিদ দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যেকোনো প্রকার সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে ইস্তাম্বুলে সাংবাদিকদের জানান, “সংকটের সমাধান অবশ্যই সংলাপের মাধ্যমেই হওয়া উচিত।”

তিনি মনে করেন, ওয়াশিংটন ও তেহরান চাইলে সরাসরি আলোচনার মাধ্যমে কিংবা মধ্যস্থতাকারীর সহায়তায় বিদ্যমান সমস্যার সমাধান করতে পারে। মূলত ট্রাম্পের নমনীয় সুর এবং আঞ্চলিক শক্তিশালী দেশগুলোর মধ্যস্থতার আহ্বানের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাত এড়ানোর একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


ইসরায়েলের শক্তিশালী ভূমিকম্প: নেগেভ ও লোহিত সাগর অঞ্চলে সতর্কতা জারি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ ইসরায়েলের ভূখণ্ডে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক ভীতি ও উদ্বেগের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৪ দশমিক ২ বলে নিশ্চিত করেছে। শক্তিশালী এই ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকা ডিমোনা শহরের নিকটবর্তী অঞ্চলে।

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড তাৎক্ষণিকভাবে লোহিত সাগর এলাকা এবং দক্ষিণ নেগেভ মরুভূমি জুড়ে বিশেষ সতর্কতা জারি করে। এই সতর্কবার্তা জারির পর সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দারা ভূমি কেঁপে ওঠার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। দেশটির জরুরি চিকিৎসাসেবা প্রদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বিশাল মাত্রার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো জরুরি অবস্থা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট


ইরানের পক্ষে কঠোর অবস্থানে সৌদি আরব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঘিরে চলমান উত্তেজনার মাঝে সৌদি আরব এক দৃঢ় ও স্পষ্ট অবস্থান ব্যক্ত করে জানিয়েছে যে, তেহরানের ওপর কোনো ধরনের হামলা চালাতে ওয়াশিংটন তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি পাবে না। রিয়াদের এই বার্তা কার্যত ইরানের প্রতি সৌদি আরবের নমনীয় অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

বুধবার (১৪ জানুয়ারি) সৌদি সরকারের নীতিনির্ধারণী মহলের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি ও ডেইলি সাবাহ জানায়, মার্কিন সামরিক অভিযানের আশঙ্কার প্রেক্ষাপটে বিষয়টি সরাসরি তেহরানকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে—এমন সতর্কতার পরপরই সৌদি আরব আগেভাগেই নিজেদের অবস্থান পরিষ্কার করে নিল। এর বিপরীতে ইরানও এক কড়া বার্তায় জানিয়েছে যে, তাদের ওপর কোনো নতুন আক্রমণ হলে তারা মার্কিন সামরিক ও নৌ-স্থাপনাগুলোর ওপর ভয়াবহ পাল্টা আঘাত হানবে। উদ্ভূত এই পরিস্থিতির মধ্যেই সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, সৌদি আরব ইরানকে স্পষ্টভাবে অবহিত করেছে যে তারা কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং এ ধরনের অভিযানে সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে, এই অবস্থান আনুষ্ঠানিকভাবে তেহরানকে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও সৌদি আরবের এমন কঠোর ঘোষণা আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো বৃহৎ সামরিক সংঘাত এড়ানোর সুদূরপ্রসারী কৌশল হিসেবেই রিয়াদ এই শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে।


আমাকে রেখেই আমার পা জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তর অংশের জাবালিয়া এলাকায় বসবাসরত কিশোর ওমর হালাওয়ার জীবনের গল্পটি এখন এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। ইসরায়েলি আগ্রাসনে ডান পা হারানো ওমর প্রায়ই মনের ভুলে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তার শরীর ভুলে যায় যে তার একটি পা নেই। জাবালিয়া এলাকায় তাদের অস্থায়ী শিবিরের পাশেই কবর দেওয়া হয়েছে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পা। নিয়ম করে প্রতিদিন ওমর সেই কবরের পাশে গিয়ে বসে থাকে, কখনও তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নিজের এই পঙ্গুত্ব নিয়ে তার মনে এখন আর আফসোস নেই, বরং জন্ম নিয়েছে এক গভীর হতাশা ও ঘৃণা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিশোর অকপটে বলেছে, তার আগেই তার পা জান্নাতে চলে গেছে।

ঘটনাটি ঘটেছিল তিন মাস আগে, ২০২৫ সালের ১ অক্টোবর। তখন যুদ্ধবিরতি চলছিল, কিন্তু সেই সুযোগের আড়ালেই ইসরায়েল স্থল হামলা চালায়। সেদিন অন্য সবার মতো ওমরও পানি আনতে রাস্তায় বেরিয়েছিল। সঙ্গে ছিল তার ১১ বছর বয়সী বোন লায়ান, ১৩ বছরের চাচাতো ভাই মোয়াথ হালাওয়া এবং সমবয়সী বন্ধু মোহাম্মদ আল সিকসিক। বাড়ির কাছেই একটি পানির ট্যাঙ্কার এসেছিল। ওমর ও তার সঙ্গীরা নিজেদের নিরাপদ ভেবে দৌড় দিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় সবকিছু অন্ধকার হয়ে যায়। এই হামলায় ওমরের চাচাতো ভাই ও বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়। ওমর ও তার বোন লায়ান প্রাণে বেঁচে গেলেও ওমরকে তার ডান পা হারাতে হয়। ওমরের মা ইয়াসমিন হালাওয়া জানান, অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেই ওমর তার বন্ধুদের কথা জানতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে নেই।

শারীরিক পঙ্গুত্বের পাশাপাশি মানসিক ট্রমা ওমর ও তার বোন লায়ানকে গ্রাস করেছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর সময় লায়ান জানালার কাঁচ ভেঙে আহত হয়েছিল। পরবর্তীতে বাস্তুচ্যুত হওয়ার সময় রাস্তায় মাথাবিহীন মরদেহ দেখে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মা ইয়াসমিন জানান, লায়ান এখন ভয়ে বিছানায় প্রস্রাব করে ফেলে এবং ওমর সামান্য শব্দেও চমকে ওঠে। টাকার অভাবে তারা উত্তর গাজাতেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে তারা অন্তত ১৫ বার বাস্তুচ্যুত হয়েছেন। ওমর প্রায়ই দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে এবং তার চুল পড়ে যাচ্ছে। তবুও সে স্বপ্ন দেখে একটি কৃত্রিম পা পাওয়ার, যা দিয়ে সে আবার ফুটবল খেলবে এবং সমুদ্রে সাঁতার কাটবে।

ওমরের মতো একই পরিণতি বরণ করতে হয়েছে গাজার হাজারো শিশুকে। ইউনিসেফের তথ্যমতে, ফিলিস্তিনি শিশুরা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানে বসবাস করছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ২০ হাজারই শিশু। আহত হয়েছে প্রায় ৪২ হাজার শিশু, যাদের অনেকের জীবন চিরতরে বদলে গেছে। এছাড়া গাজায় অন্তত ৩৯ হাজার শিশু তাদের বাবা অথবা মা কিংবা উভয়কেই হারিয়ে এতিম হয়েছে। আধুনিক ইতিহাসে এমন এতিম সংকট আর দেখা যায়নি। ইউনিসেফের মুখপাত্র কাজেম আবু খালাফ জানিয়েছেন, যুদ্ধবিরতির পরেও ৯৫ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং চার হাজারের বেশি শিশুর জরুরি চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়া প্রয়োজন।

ওমরের মতোই আরেক ভুক্তভোগী ১৩ বছরের কিশোরী রহাফ আল নাজ্জার। ২০২৫ সালের সেপ্টেম্বরে উত্তর-পশ্চিম গাজার সুদানিয়া এলাকায় খাবার আনতে গিয়ে ইসরায়েলি কোয়াডকপ্টারের গুলিতে তার দুই পা বিদ্ধ হয়। অপুষ্টি ও তীব্র শীতের মধ্যে সে এখন নিদারুণ যন্ত্রণায় দিন পার করছে। তার মা বুথাইনা আল নাজ্জার জানান, অর্থাভাবে তিনি মেয়ের জন্য পুষ্টিকর খাবার জোগাড় করতে পারেন না। রহাফ নিজের চোখের সামনে বাবাকে মৃত্যুবরণ করতে দেখেছে। আহত বাবাকে সে হামাগুড়ি দিয়ে তাবুর ভেতরে আনার চেষ্টা করেছিল, কিন্তু বাবার শেষ কথাটুকু শুনেই তাকে বিদায় দিতে হয়। রহাফ এখন আবার স্কুলে ফেরার এবং ছবি আঁকার স্বপ্ন দেখে।

গাজার শিক্ষাব্যবস্থাও পুরোপুরি ধ্বংসের মুখে। গাজার শিক্ষা বিভাগের পরিচালক জাওয়াদ শেখ-খলিল জানান, এই যুদ্ধে তারা ২০ হাজারের বেশি শিক্ষার্থী হারিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ৯০ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাবু টাঙিয়ে প্রায় ৪০০টি অস্থায়ী শিক্ষাকেন্দ্র চালু করা হলেও ইসরায়েল খাতা, কলম বা চকের মতো শিক্ষা উপকরণ প্রবেশ করতে দিচ্ছে না। শিশু মনোরোগ বিশেষজ্ঞ বাহজাত আল আখরাস সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় স্কুল থেকে দূরে থাকা এবং যুদ্ধের ভয়াবহতা শিশুদের মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রমায় আক্রান্ত অনেক শিশুর মধ্যে স্মৃতিভ্রংশ, মনোযোগের সমস্যা এবং আক্রমণাত্মক আচরণ দেখা যাচ্ছে।


আকাশসীমা খুলে দিল ইরান: ফ্লাইট চলাচল স্বাভাবিক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ইরান কর্তৃপক্ষ সাময়িক নিষেধাজ্ঞার পর তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংক্রান্ত তথ্য প্রদানকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, ইরানের আকাশসীমায় চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞাসংক্রান্ত নোটিশ বা নোটামের মেয়াদ শেষ হয়েছে। এর ফলে এখন একাধিক বিমানকে তেহরানের আকাশসীমায় প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ইরান সরকার এর আগে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল। সেই নির্দেশনায় বলা হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা সাধারণ বিমানের জন্য বন্ধ থাকবে। শুধুমাত্র বেসামরিক কর্তৃপক্ষের পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক আগমন ও বহির্গমন ফ্লাইট চলাচলের সুযোগ পেয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে দেশটিতে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। এর মধ্যেই আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্তটি এল।

এদিকে ইরানের চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি স্থগিত রাখা হয়েছে বলে তাকে অবহিত করা হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। বিক্ষোভকারীদের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও ইরানের বিক্ষোভকারীদের ওপর ইচ্ছাকৃত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ইরান সরকারকে সংযম প্রদর্শন এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এই জোট। যদিও ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, এই বিক্ষোভ ও অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে। তবে পশ্চিমা দেশগুলো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন, যদিও ইরান সরকার কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি।


ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের: প্রথম চালানেই আয় ৫০ কোটি ডলার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক এবং তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের ফলে ইতোমধ্যেই ৫০ কোটি ডলার মূল্যের তেল বিক্রি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক বিশেষ সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে তুলে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি আছেন। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো দম্পতির বিচার প্রক্রিয়া শুরু হবে।

প্রেসিডেন্ট মাদুরোকে আটকের মাত্র তিন দিন পর অর্থাৎ ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল আনার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আসা তেলের প্রথম চালান বিক্রি করেই ৫০ কোটি ডলার আয় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এরপর গত ৯ জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে বিভিন্ন মার্কিন তেল কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর তিনি ঘোষণা দেন যে, ভেনেজুয়েলার তেল খাতে শীঘ্রই অন্তত ১০০ কোটি ডলারের বিনিয়োগ আসবে বলে তিনি আশা করছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প পরোক্ষভাবে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগের আহ্বান জানালেও অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বিষয়টিতে খুব একটা ইতিবাচক সাড়া দেননি। বিশেষ করে মার্কিন তেল কোম্পানি এক্সন মবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস সাংবাদিকদের কাছে বিনিয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করা সম্ভব নয় এবং এটি বিনিময়ের অযোগ্য। তার মতে, সেখানে বিনিয়োগ করতে হলে আগে অনেক আইনি এবং বাণিজ্যিক কাঠামো তৈরি করতে হবে। এসব নিশ্চিত হলেই কেবল বোঝা যাবে যে বিনিয়োগের বিপরীতে কোম্পানিগুলো কী রিটার্ন পাবে।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক সংস্থা ইউএস অ্যানার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইআইএর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার খনিগুলোতে অন্তত ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের বিশাল মজুদ রয়েছে। বিশ্বের মোট তেলের এক পঞ্চমাংশই রয়েছে এই দেশটিতে। তবে বিপুল মজুদ থাকা সত্ত্বেও দেশটির দৈনিক উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশ কম, যা গড়ে প্রতিদিন মাত্র ১০ লাখ ব্যারেল। ভেনেজুয়েলার অপরিশোধিত তেল প্রাকৃতিকভাবে ভারী ও ঘন হওয়ায় এটি উত্তোলন ও পরিশোধনে বিশেষ সতর্কতার প্রয়োজন হয়। তবে এই তেল পরিশোধন করে উৎকৃষ্ট মানের ডিজেল, অ্যাসফল্ট এবং কারখানাসহ ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী জ্বালানি উৎপাদন করা সম্ভব।


ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা উপস্থিতি বাড়াচ্ছে ডেনমার্ক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ডেনমার্কের স্বায়ত্তশাসিত প্রদেশ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিচ্ছে কোপেনহেগেন। গ্রিনল্যান্ডে নিজেদের সেনা উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার। এরই অংশ হিসেবে ডেনমার্ক সেনাবাহিনীর অগ্রবর্তী কমান্ডের বেশ কয়েকটি ইউনিটকে সেখানে মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ডেনিশ সংবাদমাধ্যম ডিআর-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সেনাবাহিনীর এই বিশেষ ইউনিটগুলোর প্রধান কাজ হবে গ্রিনল্যান্ডে ভবিষ্যতে আরও বড় পরিসরে সেনা মোতায়েনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা এবং সামরিক অবকাঠামো ও স্থাপনা নির্মাণ করা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডেনমার্কের অন্যতম প্রধান রাজনৈতিক দল এনহেডস্লিস্টেন পার্টি। দলটির এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা গত সপ্তাহেই সরকারের কাছে এমন পদক্ষেপের অনুরোধ করেছিলেন। তিনি আরও জানান, ইউরোপের অন্যান্য দেশও গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে। তার মতে, গ্রিনল্যান্ডে যদি কোনো বড় শক্তি হামলা বা আগ্রাসন চালাতে চায়, তবে এই সেনা মোতায়েন হবে সেই শক্তির উদ্দেশে একটি স্পষ্ট সতর্কবার্তা।

ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অংশ হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনস্থ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। প্রায় ২১ লাখ ৬৬ হাজার ৮৬ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপটির জনসংখ্যা মাত্র ৫৬ হাজারের কিছু বেশি, যাদের সিংহভাগই ইনুইট জাতিগোষ্ঠীর। দ্বীপটি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকলেও ভূতত্ত্ববিদদের মতে, এর ভূগর্ভে জ্বালানি তেলসহ বিপুল পরিমাণ মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। এখানকার বাসিন্দারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক হিসেবে গণ্য হন।

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশে পরিণত করার ইচ্ছা প্রকাশ করে আসছেন। সর্বশেষ গত ১০ জানুয়ারি হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, স্থানীয় জনগণ চাক বা না চাক, যুক্তরাষ্ট্র এই ইস্যুতে পদক্ষেপ নেবে। ট্রাম্পের যুক্তি, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ না করে, তবে রাশিয়া বা চীন তা দখল করে নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। যদিও ১৯৫১ সালের চুক্তি অনুযায়ী সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তবুও ট্রাম্প মনে করেন, কেবল চুক্তি বা ঘাঁটি দিয়ে নিরাপত্তা বা মালিকানা নিশ্চিত করা সম্ভব নয়। তাই চীন ও রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্রকেই দ্বীপটির দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।


ইরানে তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে স্থগিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া তরুণ বিক্ষোভকারী এরফান সোলতানির ফাঁসি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ২৬ বছর বয়সী এই তরুণের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর করার কথা ছিল। তবে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হেনগাও’ জানিয়েছে, শেষ পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ এই দণ্ড কার্যকর করা থেকে বিরত থেকেছে। এরফানের আত্মীয় সোমায়েহ নিশ্চিত করেছেন যে দণ্ডটি কার্যকর করা হয়নি, তবে এটি পুরোপুরি বাতিলও করা হয়নি। ফলে পরিবারটি এখনো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

পেশায় একজন দোকানব্যবসায়ী এরফান সোলতানি ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাজ এলাকায় বসবাস করতেন। মানবাধিকার সংস্থা হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর তথ্যমতে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের পর মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ফাঁসির মতো সর্বোচ্চ সাজা ঘোষণা করা হয়। বিচার ব্যবস্থার এমন তড়িঘড়ি প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কারাজ থেকে যখন এরফানকে গ্রেফতার করা হয়, তখন ওই এলাকায় সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ক্র্যাকডাউন শুরু করে। গত সপ্তাহে দেশজুড়ে যে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, এরফান তাদেরই একজন। আটকের পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এরফানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ১১ জানুয়ারি ইরানি কর্মকর্তারা এরফানের পরিবারকে ফাঁসির সাজার বিষয়টি অবহিত করেছিলেন। অ্যামনেস্টির অভিযোগ, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমনের উদ্দেশ্যে আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দ্রুত বিচার ও নির্বিচারে ফাঁসি কার্যকর করার কৌশল গ্রহণ করেছে। এরফানের মৃত্যুদণ্ড স্থগিত হলেও তার ভবিষ্যৎ নিয়ে মানবাধিকার কর্মী ও পরিবারের শঙ্কা এখনো কাটেনি।


ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চলমান তীব্র সরকারবিরোধী আন্দোলন এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘাতের পরিপ্রেক্ষিতে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে ব্রিটিশ নাগরিকদের ইরানে ভ্রমণের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, চলমান পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তাজনিত উদ্বেগের ফলে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মীকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। আপাতত দূর থেকে বা রিমোটলি দূতাবাসের অত্যাবশ্যকীয় কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

বিবৃতিতে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্রিটিশ নাগরিকদের আপাতত ইরানে ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এছাড়া যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাদেরকে যেকোনো ধরনের ঝুঁকি এড়িয়ে সাবধানে চলাফেরা করতে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে সর্বদা সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করেছে। এই আন্দোলনের মূল সূত্রপাত দেশটির ভঙ্গুর অর্থনীতি ও মুদ্রাস্ফীতিকে কেন্দ্র করে। বছরের পর বছর ধরে মুদ্রার অবমূল্যায়নের ফলে ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে।

খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে ইরানের সাধারণ জনগণ হিমশিম খাচ্ছে। এই দুরবস্থার প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। মূলত সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়, যা পরবর্তীতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এই বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের প্রায় প্রতিটি শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে এবং পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছে।

বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে চলমান এই ভয়াবহ সংঘাতে এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।


বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ফক্স নিউজ। আগামী ২১ জানুয়ারি থেকে এই পদক্ষেপ কার্যকর হবে বলে জানিয়েছে দেশটি।

যাচাই-বাছাই ও স্ক্রিনিং পদ্ধতি পুনরায় মূল্যায়ন না করা পর্যন্ত ভিসা প্রক্রিয়া বন্ধ থাকবে। এ তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে রাশিয়া ও ইরানের নামও রয়েছে। তবে এতে ভারতের নাম নেই। মূলত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সে দেশের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন- এমন আশঙ্কায় ‘পাবলিক চার্জ’ আইনের অধীনে এই পদক্ষেপ নেয়া হয়।

ফক্স নিউজ ডিজিটালের হাতে আসা স্টেট ডিপার্টমেন্টের একটি মেমোতে দেখা গেছে, কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের অধীনে এসব দেশের ভিসা প্রত্যাখ্যান করার নির্দেশ দেয়া হয়েছে। বিভাগটি বর্তমানে তাদের স্ক্রিনিং এবং যাচাইকরণ প্রক্রিয়া পুনরায় মূল্যায়ন করছে।

২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে মার্কিন কনস্যুলারগুলোতে পাঠানো একটি বার্তায় কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয় তারা যেন ইমিগ্রেশন আইনের ‘পাবলিক চার্জ’ বিধানের অধীনে কঠোর নতুন নিয়মটি প্রয়োগ করেন।

নতুন নির্দেশনায় কনস্যুলার কর্মকর্তাদের ভবিষ্যতে মার্কিন সরকারি সুবিধার ওপর নির্ভর করতে পারে এমন সব আবেদনকারীকে ভিসা প্রদানে অস্বীকৃতি জানাতে বলা হয়েছে। এক্ষেত্রে আবেদনকারীর স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষার দক্ষতা, আর্থিক অবস্থা এবং এমনকি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে কিনা- এমন সব বিষয় বিবেচনা করা হবে। এর ফলে বয়স্ক বা অসুস্থ আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। এছাড়া যাদের অতীতে সরকারি নগদ সহায়তা গ্রহণের ইতিহাস রয়েছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে পারে।

তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে রয়েছে- আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রিপাবলিক অফ দ্য কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।


আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনায় জোর তুরস্কের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক 

আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান তিনি।

আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে, ইরানে বিক্ষোভের পেছনে কার আছে, সে বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে আলোচনার গুরুত্ব তুলে ধরেন ফিদান।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে তুরস্ক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখছে।

এর আগে চলতি সপ্তাহে হাকান ফিদান বলেন, ইরানের বিক্ষোভগুলো ‘বিদেশ থেকে দেশটির প্রতিদ্বন্দ্বীদের দ্বারা প্রভাবিত এবং তারাই উসকানি দিচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করেন।

ফিদান বলেন, ‘মোসাদ এটি গোপনও করছে না। তারা নিজেদের ইন্টারনেট ও টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানাচ্ছে।’


banner close