শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

ডিসিদের প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ফোকাস বাংলা
আপডেটেড
২৪ জানুয়ারি, ২০২৩ ১৮:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদারে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে এবং এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার তাগিদ দিয়েছেন সরকারপ্রধান। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, গুজব ইত্যাদি রোধে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছ্রসাধনের কথাও বলেছেন প্রশাসনের কর্মকর্তাদের।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন ২৫টি নির্দেশনা দিয়েছেন।

বিগত ১৪ বছরে বাংলাদেশের এক অভূতপূর্ব রূপান্তর ঘটেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে ‘উন্নয়ন বিস্ময়’ হিসেবে চিহ্নিত হয়েছে। বিগত ১৪ বছরে মাথাপিছু আয় ৫৪৩ ডলার থেকে বেড়ে ২ হাজার ৮২৪ ডলারে দাঁড়িয়েছে। জিডিপির আকার মাত্র ৭০ বিলিয়ন থেকে ৪৬৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। করোনাভাইরাস মহামারির আগে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। মহামারি আঘাত হানার পর তা কিছুটা শ্লথ হলেও বর্তমানে তা ক্রমাগতভাবে আগের ধারায় ফিরে আসছে।’

করোনাভাইরাস ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২১-২২ অর্থবছরে বিদেশ থেকে আসা অর্থের প্রবাহকে প্রভাবিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১-২২ অর্থবছরে রপ্তানি এবং বৈদেশিক বিনিয়োগের পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৬০ দশমিক ৯৭ বিলিয়ন ডলার এবং ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে।’

জনগণকে সঙ্গে নিয়ে সফলভাবে করোনাভাইরাস মহামারি মোকাবিলার কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘করোনার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই ২০২২ সালে শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং অবরোধ ও পাল্টা অবরোধ। এই যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানিসহ দ্রব্যমূল্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। শুধু আমাদের মত দেশ না, উন্নত দেশগুলোও এ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় আমদানি পরিহার, ব্যয় সঙ্কোচন, আর্থিক খাতে মনিটরিং জোরদার করে আমরা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যেন কোনোভাবেই দেশের মানুষের কষ্ট না হয়।’

এ সময় পদ্মা সেতু, মেট্রোরেল, ১০০ মহাসড়কের উদ্বোধন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘জনগণের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন-ভাতা হয়। জনগণ ট্যাক্স দেয় সেবা পাওয়ার জন্য। সেবা দেয়া প্রতিটি সরকারি কর্মচারীর দায়িত্ব। সে জন্য সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।’

মানুষের কল্যাণে সব প্রকার ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে আইনানুগ দায়িত্ব পালন করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা
তিনি প্রশাসনের কর্মকর্তাদের বলেন, বহুবিধ কাজের মধ্যে কিছু বিষয়ের প্রতি আমি বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

১. খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। পতিত জমিতে ফসল ফলাতে হবে। কোনো জমি যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
২. নিজেরা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জনগণকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে।
৩. সরকারি অফিসগুলোতে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে যথাযথ সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। সেবাপ্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন হয় সরকারি কর্মচারীদের ব্রত।
৪. সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছ্রসাধন করতে হবে।
৫. এসডিজি স্থানীয়করণের আওতায় নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলো অর্জনে তৎপরতা জোরদার করতে হবে।
৬. দেশে একজনও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। গৃহহীনদের জন্য গৃহনির্মাণ, ভূমিহীনদের কৃষি খাসজমি বন্দোবস্তসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যেন প্রকৃত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রান্তিক শ্রেণির মানুষ সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। জমি ও ঘর প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে।
৭. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রমের মানোন্নয়নে উদ্যোগী হতে হবে। অপেক্ষাকৃত দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে।
৮. কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো যেন কার্যকর থাকেম তা প্রতিনিয়ত তত্ত্বাবধান করতে হবে।
৯. শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে তাদের জন্য প্রত্যেক এলাকায় সৃজনশীল চর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে হবে।
১০. নাগরিকদের সুস্থ জীবনাচারের জন্য জেলা ও উপজেলায় পার্ক, খেলার মাঠ প্রভৃতির সংরক্ষণ এবং নতুন পার্ক ও খেলার মাঠ তৈরির উদ্যোগ নিতে হবে।
১১. পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুবিধা নিতে উচ্চপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে।
১২. সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে। নিজ নিজ জেলার সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য ওয়েবসাইটে তুলে ধরতে হবে।
১৩. জনসাধারণের মধ্যে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, গুজব ইত্যাদি রোধে উদ্যোগ নিতে হবে।
১৪. আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনোভাবেই অবনতি না হয় সে লক্ষ্যে নজরদারি জোরদার করতে হবে।
১৫. মিথ্যা গুজব ছড়িয়ে কেউ যেন সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
১৬. মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। নিরীহ ধর্মপ্রাণ মানুষ যেন জঙ্গিবাদে জড়িত না হয় সে জন্য সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে হবে।
১৭. বাল্যবিবাহ, ইভটিজিং, খাদ্যে ভেজাল, নকলপণ্য তৈরি ইত্যাদি অপরাধ প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে।
১৮. বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে হবে।
১৯ সরকারি জমি, নদী, বনভূমি, পাহাড়, প্রাকৃতিক জলাশয় প্রভৃতি রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে হবে। ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের উদ্দেশ্যে নতুন সরকারি প্রতিষ্ঠান স্থাপনে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে।
২০. নিয়মিত নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য বৃদ্ধি করতে হবে। স্লুইচ গেট বা অন্য কোনো কারণে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে জলাবদ্ধতার জন্য যেন উৎপাদন ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে।
২১. বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছ রোপণ করতে হবে।
২২. পর্যটনশিল্পের বিকাশ এবং রক্ষণাবেক্ষণে বিশেষ উদ্যোগ নিতে হবে। নতুন নতুন পর্যটন স্পট গড়ে তুলতে হবে।
২৩. জেলার নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং জেলাভিত্তিক বিখ্যাত পণ্যগুলোর প্রচার, বিপণন এবং ব্র্যান্ডিং করতে হবে।
২৪ জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রেখে সেবার মনোভাব নিয়ে যেন সরকারি দপ্তরগুলো পরিচালিত হয়, সেলক্ষ্যে মনিটরিং জোরদার করতে হবে।
২৫. জেলার সব সরকারি দপ্তরের কার্যক্রমগুলো যথাযথ সমন্বয়ের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ব্রতী হতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ বিভাগীয় কমিশনারদের পক্ষে এবং নরসিংদীর জেলা প্রশাসক আবু নাঈম মোহাম্মদ মারুফ খান ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সার্বিক উন্নয়নের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


কানাডার পার্লামেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাস

কানাডিয়ান পার্লামেন্ট।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে কানাডার হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট (এস-২১৪) পাস হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ বিল পাস হয়।

কানাডাতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিল পাশের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে। এটা বাংলাদেশি-কানাডিয়ানদের জন্য এবং সারা বিশ্বের মাতৃভাষা প্রেমিকদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ইউনেস্কো এবং পরবর্তীতে জাতিসংঘের স্বীকৃত আদায়ে মরহুম রফিকুল ইসলাম ও আব্দুস সালাম, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দূতাবাস। বিল এস-২১৪ পাশের জন্য কানাডাতে প্রবাসী আমিনুল ইসলামের উদ্যোগেরও সম্মান জানানো হয়।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বিলটি ওপর আলোচনা ও পাসের সময় কানাডিয়ান পার্লামেন্টে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য কেন হার্ডি, যিনি বিলটি উত্থাপন করেন, তিনি হাইকমিশনারের উপস্থিতির প্রশংসা করেন। বিলটির অন্য এক জন অগ্রগণ্য সমর্থক, সিনেটর মোবিনা এস জাফর বিলটি পাসের সময় হাইকমিশানের সঙ্গে হাউজে উপস্থিত ছিলেন।

বিলটি পাশের পর কানাডার সংসদ সদস্য, সিনেটর এবং জন অ্যালড্যাগ এমপি হাইকমিশনারকে অভিনন্দন জানান। বিলটি পাশের সময় বিরোধী দলীয় নেতাও সংসদে উপস্থিত ছিলেন।

বিলটি পাস হওয়া—ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি কানাডার অঙ্গীকারের প্রমাণ। বিলটি স্মরণ করিয়ে দেয় যে ভাষা হলো মানুষের পরিচিতি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিহার্য উপাদান। ভাষার বৈচিত্র্যকে সম্মান করা, রক্ষা করা, প্রবর্ধন করা আমাদের সবার দায়িত্ব।


ডিবি পুলিশ পরিচয় দেয়া প্রতারক গ্রেপ্তার

গ্রেপ্তার মো. শাহীন হাওলাদার
আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১৭:৫৭
প্রতিবেদক, দৈনিক বাংলা

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শাহীন হাওলাদার (৩৮)। বৃহস্পতিবার দক্ষিণ কেরাণীগঞ্জের বাজার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এনায়েত কবির সোয়েব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সহকারী পরিচালক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংবাদে অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয় দেয়া প্রতারক মো. শাহীন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানায়, তিনি বেশ কিছুদন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের এলাকায় প্রতারণা করে আসছেন। সাধারণ মানুষের কাছে ডিবি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন বলেও জানান তিনি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

বিষয়:

সঙ্গে থাকা টাকা শেষ হওয়ায় ফিরেছে নিখোঁজ ৪ বান্ধবী

প্রতীকী ছবি
আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১৮:১২
প্রতিবেদক, দৈনিক বাংলা

সিলেট ও খুলনা ঘুরে অবশেষে নিজ বাসায় ফিরে এসেছেন মিরপুর থেকে নিখোঁজ ৪ বান্ধবী। সঙ্গে থাকা টাকা শেষ হয়ে যাওয়ায় তারা বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নিজ নিজ বাসায় ফিরে আসে। বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাসা ছেড়েছিল তারা।

শুক্রবার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি দৈনিক বাংলাকে জানিয়েছেন।

হাফিজুর রহমান দৈনিক বাংলাকে বলেন, ‘নিখোঁজ হওয়া ৪ কিশোরী গত বৃহস্পতিবার রাতে বাসায় ফিরেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিশোরীরা জানিয়েছে, পরিবারের সঙ্গে অভিমান করে বাসা ছেড়েছিল তারা। প্রথমে তারা সিলেট যায়। পরে সিলেট থেকে খুলনা গিয়ে একটি একটি হোটেলে উঠে। একপর্যায়ে তাদের হাতের টাকা শেষ হয়ে যাওয়ায় তারা বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়। এছাড়া তারা বুঝতে পারে বাসা থেকে চলে এসে ঠিক কাজ করেনি।’

নি‌খোঁজ ৪ কিশোরী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন মিরপুর ১৩ নম্বরের একটি মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। আরেকজন একই ক্লাসের অন্য একটি স্কুলের শিক্ষার্থী। গত মঙ্গলবার তারা স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে ওইদিন রাতে চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।


হানিফ ফ্লাইওভারের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১৬:২১
প্রতিবেদক, দৈনিক বাংলা

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ১ নম্বর গেটের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একদিন বয়সী পুরুষ নবজাতকটির মরদেহ প্রিন্টের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোহসীন আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাতনামা নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য প্রোফাইল তৈরি করা হয়েছে।

বিষয়:

প্রবাসীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র সচিবের

ফাইল ছবি
আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১৪:৩১
প্রতিবেদক, দৈনিক বাংলা

যুদ্ধবিধ্বস্ত স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নের রোল মডেল দেশে উত্তরণের অভিযাত্রায় প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রবাসীদের ক্ষমতায়নে বিভিন্ন ধরনের ব্যবসায়িক মডেল উদ্ভাবন করতে এবং বিশেষত আইসিটি শিক্ষার মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে ২০২৩ সালের আন্তর্জাতিক অভিবাসন সংলাপের অংশ হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত ‘উন্নয়নের এজেন্ট হিসেবে প্রবাসী, অভিবাসী এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় এ সব কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্ক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আলোচনায় অভিবাসন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন নীতির কথা উল্লেখ করে বহির্বিশ্ব থেকে দেশের অভ্যন্তরে আর্থিক প্রবাহ বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে প্রবাসীদের সম্পৃক্ত করার ওপর জোর দেন পররাষ্ট্র সচিব মোমেন।

এক্ষেত্রে তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সফল অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘বিদেশের মাটিতে নিজ দেশের পণ্যের অন্যতম ভোক্তা হিসেবে প্রবাসীরা রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বিভিন্ন ধরণের ব্যবসায়িক মডেল তৈরিতে অবদান রাখে এবং নিজ দেশে তাদের পরিবার ও পরিচালিত ব্যবসায়ে অর্থ প্রেরণ করে সেখানকার আর্থ-সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে ।’

স্বাগতিক এবং উৎস উভয় দেশের ক্ষেত্রেই তাদের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ প্রবাসীদের অপেক্ষাকৃত অধিকতর অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব নীতি-নির্ধারকদেরকে তাদের স্বাগতিক দেশের সংশ্লিষ্ট বিভিন্ন নীতি প্রনয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তি করার সুপারিশ করেন।

এর আগে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি রূপান্তরমূলক সমাধান হিসেবে ‘জিরো বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন এবং সেখানে বক্তব্য দেন।


কাশিমপুর কারাগারে পাঠানো হলো সাংবাদিক শামসুজ্জামানকে

বৃহস্পতিবার শুনানি শেষে আদালত থেকে নিয়ে যাওয়া হয় শামসুজ্জামানকে। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১৪:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের উদ্দেশ্যে পাঠানো হয়।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে হস্তান্তর করা হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম জানিয়েছেন।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শামসুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) কোর্টে হাজির করা হয়। সেখানে তাকে কারাগারে রাখার জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও রমনা থানার পরিদর্শক আবু আনছার। অপরদিকে মামলায় জামিন চেয়ে শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর বেলা সাড়ে তিনটায় তাকে প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

২৬ মার্চ প্রথম আলোর অনলাইনে প্রকাশিত একটি শিশুর ছবি ও ক্যাপশনে অসংগতি থাকার প্রেক্ষাপটে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ১৭ মিনিটের মাথায় প্রথম আলো ছবি ও ক্যাপশনটি সরিয়ে ফেলে এবং ভুল স্বীকার করে জানান, ছবির ভুলে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় গত বুধবার ভোর ৪টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। ওই দিন দুপুরে গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর তেজগাঁও থানায় শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া বুধবার মধ্যরাতে আব্দুল মালেক নামে এক আইনজীবী একই আইনে রমনা থানায় মামলা করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতদের আসামি করা হয়। এ মামলায় শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়:

খাদ্যের অভাব নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাময়িক: দীপু মনি

শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১৩:১০
প্রতিনিধি, চাঁদপুর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বের বহু দেশ যেখানে খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কিন্তু এটা সাময়িক, বেশি দিন থাকবে না।

শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা পিছনে ফিরে যেতে চাই না। মানুষ এখন আর একই দিন ৫০০ জায়গায় বোমা-গ্রেনেড দেখতে চায় না, মানুষ এখন একই দিনে ৫০০ যায়গায় ব্রিজ আর সড়ক উদ্বোধন হচ্ছে, তা দেখতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

বিষয়:

ছুটির দিনে শিলা বৃষ্টির আভাস

আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১২:১৩
প্রতিবেদক, দৈনিক বাংলা

দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে ৬৪ মিলিমিটার।


উত্তরা থেকে আগারগাঁও মেট্রোর সব স্টেশন চালু

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন শুক্রবার চালু হয়েছে। ফলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশনে এখন থেকে যাত্রী ওঠানামা করতে পারবে।

খোঁজ নিয়ে জানা যায়, নতুন স্টেশন দুটির উদ্বোধন ঘিরে আগেই প্রস্তুত ছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টা থেকে একে একে আসতে শুরু করেন যাত্রীরা। অনেকেই টিকিট কাটেন ম্যানুয়াল পদ্ধতিতে। আবার অনেকের পছন্দ স্বয়ংক্রিয় মেশিন। কোনো ঝামেলা ছাড়াই টিকিট সংগ্রহ করে মেট্রোতে চড়েন যাত্রীরা। এ সময় সব স্টেশন চালু হওয়াতে খুশি যাত্রীরা।

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগেই জানিয়ে ছিলেন মার্চের মধ্যে সব স্টেশন খুলে দেয়া হবে। সেই কথা তারা রাখতে পেরেছেন। সময় বাড়িয়ে ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল।

এদিকে ২৯ মার্চ পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ছয় কোটি ২০ লাখ টাকা। এ সময়ে যাত্রী পরিবহন করা হয়েছে ১০ লাখ ৭৭ হাজার। খরচ হয়েছে সাত কোটি ৩৩ লাখ টাকার মতো। খরচের বেশিরভাগ গিয়েছে বিদুৎ খরচে। সঙ্গে রক্ষণাবেক্ষণ, বেতন ও অন্যান্য খরচ রয়েছে বলে জানা গেছে।

৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা খরচ করে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ এখনো চলমান। প্রকল্পটি ২০১২ সালে হাতে নেয় সরকার। গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিষয়:

মালয়েশিয়ার বিমানবন্দর থেকেই ফিরতে হলো ১৯ বাংলাদেশিকে

আপডেটেড ৩১ মার্চ, ২০২৩ ১০:৫১
জেসমিন পাপড়ি

৪ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়া যাওয়ার ভিসা পেয়ে উড়োজাহাজে উঠেছিলেন জামালপুরের ফারুক হোসেন। গত ৩০ জানুয়ারি মালয়েশিয়ার বিমানবন্দরে নামেনও তিনি। কিন্তু ঠিক সেদিনই ছিল তার তিন মাসের ভিসার মেয়াদের শেষ দিন। ফলে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি ফারুক। শুধু ফারুক নন, তিনিসহ ১৯ জন বাংলাদেশি কর্মীর ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। মালয়েশিয়ার বিমানবন্দর থেকেই তাদের ১ ফেব্রুয়ারি ঢাকায় ফেরত পাঠানো হয়।

এর জন্য রিক্রুটিং এজেন্সি ফাইভ এম ইন্টারন্যাশনালের কাণ্ডজ্ঞানহীনতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। নিয়মানুযায়ী, তিন মাসের ই-ভিসা নিয়ে কর্মীরা মালয়েশিয়া প্রবেশ করার পর সেখানে তাদের মেডিকেল চেকআপ করা হয়। এরপর নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কোম্পানি তাদের দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করে।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের ২৫ জানুয়ারি জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দেয়া হয়। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়টি রিক্রুটিং এজেন্সি জানার পরও তাদের মালয়েশিয়া পাঠানো হয়। এরপর বিমানবন্দর থেকেই দেশে ফেরত আসা এসব কর্মীকে পরে রিক্রুটিং এজেন্সি জানিয়েছিল, তাদের ১৫ দিনের মধ্যে আবার মালয়েশিয়া পাঠানো হবে। কিন্তু প্রায় দুই মাস কেটে গেলেও ওই কর্মীরা এখনো মালয়েশিয়া যেতে পারেননি। ফাইভ এম ইন্টারন্যাশনাল তাদের নতুন ভিসা দিয়েছে। কিন্তু তারও প্রায় দেড় মাস পেরিয়ে গেছে। আবারও ভিসার মেয়াদের শেষ দিকে পাঠানো হলে একই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে ভুক্তভোগী ফারুক হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘৪ লাখ ১০ হাজার টাকা দিয়ে অনেক অপেক্ষার পর ভিসা পেয়েছি। ভিসার মেয়াদ শেষ হওয়ার দুদিন আগে ২৮ জানুয়ারি আমাদের ফ্লাইটের তারিখ পড়ে। কিন্তু শিডিউল জটিলতার কারণে ঢাকায় আমাদের দুদিন হোটেলে রাখা হয়। ভিসার মেয়াদ শেষ জেনেও ৩০ জানুয়ারি আমাদের মালয়েশিয়া নিয়ে যাওয়া হয়। যার ফলে আমাদের ফিরে আসতে হয়েছে। এই নিয়মকানুন আমাদের জানার কথা নয়। কিন্তু রিক্রুটিং এজেন্সির তো জানার কথা। তাদের কাণ্ডজ্ঞানহীনতার কারণেই এই দশা।’

ফারুক বলেন, ফেরত আসা ১৯ জনের মধ্যে তিনিসহ ১৭ জনই মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজের জন্য যাচ্ছিলেন। অপর দুজন অন্য একটি কোম্পানিতে কাজ পেয়েছিলেন। তাদের ১৭ জনকে নতুন করে ভিসা দেয়া হলেও একজনের ভিসা এখনো আসেনি।

আরেকজন ভুক্তভোগী আসাদুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, ‘সারাক্ষণ একটা আশঙ্কার মধ্যে আছি। এজেন্সি আমাদের মোবাইলে নতুন ভিসার ছবি পাঠিয়েছে। কিন্তু কবে ফ্লাইট হবে সেই খবর তো দিচ্ছে না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টাকা দিতে কম করিনি। আমরা যে কয়জন ফেরত এসেছি, সবাই ৪ লাখ টাকার বেশি করে দিয়েছি। কেউ ৪ লাখ ১০ হাজার, কেউ কেউ ৪ লাখ ২০-৩০ হাজার টাকা পর্যন্ত দিয়েছি। তার পরও এই সমস্যায় পড়লাম। রিক্রুটিং এজেন্সি আন্তরিক হলে এই সমস্যা হতো না। জানি না আবারও একই বিপদে ফেলতে যাচ্ছে কি না।’

তবে ফাইভ এম ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ দুষছে সংশ্লিষ্ট এয়ারলাইনস এয়ার এশিয়াকে। ১৫ এপ্রিলের মধ্যেই ওই ১৯ জনকে মালয়েশিয়া পাঠানো হবে বলে জানান রিক্রুটিং এজেন্সিটির মার্কেটিং ম্যানেজার মো. গিয়াসউদ্দিন। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘দেখুন ক্ষতিটা কিন্তু আমাদের হয়েছে। নতুন করে ভিসা করাতে আমাদের খরচ করতে হয়েছে। ইচ্ছে করে ক্ষতিটা আমরা করিনি। আসলে দোষটা এয়ার এশিয়া কর্তৃপক্ষের। ফ্লাইট ছিল ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে। তাদের শিডিউল জটিলতার কারণে শেষ দিনে এই লোকগুলোকে মালয়েশিয়া নিয়ে যায় তারা।’

তবে ভুক্তভোগীরা জানান, নতুন করে ভিসা নেয়ার জন্য অতিরিক্ত খরচ লাগতে পারে বলে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। তবে ফাইভ এম ইন্টারন্যাশনালের কর্মকর্তা গিয়াসউদ্দিন বলেন, ‘এই খরচ কে দেবে সেটা এখনো আমরা জানি না।’

আর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স মন্ত্রণালয় দিয়ে থাকে। এ ধরনের ত্রুটির ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়ে থাকে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখার একজন কর্মকর্তা দৈনিক বাংলাকে বলেন, ‘আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। সাধারণত এসব বিষয়ে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’


বাংলাদেশ-ভিয়েতনাম সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: বাসস
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।‘

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এবং ভিয়েতনামের মধ্যে স্বাধীনতার জন্য সংগ্রাম এবং বিজয় অর্জনের মতো বেশ কিছু ক্ষেত্রে অভিন্ন মিল রয়েছে। ভিয়েতনামের স্বাধীনতার সংগ্রামের প্রতি এ দেশের জনগণের প্রশংসার কথা উল্লেখ করে তিনি বলেন, “অতীতে পাকিস্তানি জান্তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধের শ্লোগান ছিল ‘বাংলা হবে ভিয়েতনাম’।”

কৃষি খাতের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। এ দেশের জনসংখ্যা বিপুল, তাই আমরা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গবেষকদের নিয়োজিত রেখেছি।’ প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে কানেকটিভিটির ওপর গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভিয়েতনামের বিদায়ী দূতকে ধন্যবাদ এবং তার দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে সফলতার প্রতি অভিনন্দন জানান।

ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন নিজেকে ‘বাংলদেশের বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভিয়েতনামের সরকার ও কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে।’

ভিয়েতনামী নেতার পক্ষে রাষ্ট্রদূত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দেড় বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি লাভ করেছে। তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক খাতে উভয় দেশ সহযোগিতা আরও জোরদার করতে পারে।’

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।


৮ দলকে আলোচনার চিঠি দিল ইসি

নির্বাচন কমিশন
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

বিএনপিকে আলোচনার জন্য ডেকে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন প্রত্যাখ্যাত হলেও সংলাপ বর্জন করা ৮ দলকে ফের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির মতোই দলগুলোকে তাদের সুবিধাজনক সময় নির্ধারণ করতেই বলা হয়েছে।

বৃহস্পতিবার ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

অনানুষ্ঠানিক আলোচনার জন্য যে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আগে বিএনপির মতোই ইসির আনুষ্ঠানিক সংলাপে অংশ নেয়নি।

সংলাপ বর্জন করা যে ৮ দলকে চিঠি দিল ইসি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।


৩ ব্যক্তি, ২ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পরিবেশ পদক 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
আপডেটেড ৩০ মার্চ, ২০২৩ ২১:৪০
প্রতিবেদক, দৈনিক বাংলা

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখায় তিনজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেবে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে এক সভায় এদের মনোনীত করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ শ্রেণিতে ব্যক্তিগত পর্যায়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার উপসহকারী কৃষি অফিসার জীবানন্দ রায় এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ধামরাইয়ের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে জাতীয় পরিবেশ পদকে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার শ্রেণিতে ব্যক্তিগত পর্যায়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ (ডক্টর আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান) এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে খুলনার বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এবং পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণিতে ব্যক্তিগত পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, সাতক্ষীরার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান ডক্টর এস এম মফিজুল ইসলামকে পরিবেশ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

জাতীয় পরিবেশ পদক পাওয়া প্রত্যেক ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য হিসেবে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হবে।


banner close