বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে সচিব পদমর্যাদায় গ্রেড-১ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। গত মঙ্গলবার দুই পুলিশ কর্মকর্তার পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
অন্যদিকে, বুধবার বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়েছে। এই চার পুলিশ কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ সদর দপ্তরে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জামিল আহমদ, পুলিশ স্টাফ কলেজের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির, পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ওয়াই এম বেলালুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশেকুর রহমান অপহরণের শিকার হয়েছিলেন। তবে তাকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি গোষ্ঠী এসআই আশেকুরকে অপহরণ করে। পরে তাকে উদ্ধার করে মিশন কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, দক্ষিণ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলের সময় আশেকুর রহমান অপহরণের শিকার হন। তবে তিনি এখন সুস্থ আছেন।
এছাড়া দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জানান এআইজি।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার সাভারের বড় অংশে গ্যাস থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। সাভারে গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে তিতাস গ্যাস লিমিটেড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৮ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে সাভার পৌরসভা এলাকায় গ্যাস থাকবে না।
এ সময় সাভারের ভাটপাড়া, জলেশ্বর, রাজাশন, কমলাপুর, বলিয়ারপুর, কোন্ডা, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংকটাউন, ব্যাংক কলোনী, গেন্ডা, ইসলামপুর, ফাল্গুনি হাউজিং, নয়ারহাট, আকরান, কালিয়াকৈর, গৌরীপুর, খেজুর বাগান এবং আশুলিয়া, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।
রাজধানীর ডেমরার সাদ্দাম মার্কেটের মক্কা চত্বর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৪০) নামে রাজমিস্ত্রির এক সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন মিয়া (২৮) নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
শফিকুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সাগর আহম্মেদ বলেন, ‘আমরা রাজমিস্ত্রির কাজ করি। সকালে সাদ্দাম মার্কেটের মক্কা চত্বরের একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় মাচাং বেঁধে আস্তরের কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে দুইজন নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শফিকুলকে দুপুর সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন। আহত সুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘সাদ্দাম মার্কেট এলাকা থেকে দুইজন রাজমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা মেডিকেলে আসেন। পরে শফিকুল নামে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সুজন নামে একজন চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার বেশি সময় তারা আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার একান্ত সচিব মুকতাদির আজিজ এ বিষয়ে বলেন, সকালে স্যারের (তৌফিক-ই-ইলাহী) কার্যালয়ে এসেছিলেন পিটার হাস। সে সময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। তারা বৈঠক করেছেন। কী আলোচনা করেছেন তা জানি না।
এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও বৈঠক করেন পিটার হাস। সালমান এফ রহমানের সরকারি কার্যালয়ে ওই বৈঠক হয়।
অন্যদিকে সেদিন দুপুরে মার্কিন দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং প্রচারণা প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে পরে দূতাবাসের এক টুইটার বার্তায় জানানো হয়েছে।
রাজধানীর তেজগাঁও লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
দুলালের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া থানার ছোনাউটা গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ। তিনি হাতিরপুল ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় মেসে থাকতেন।
নিহতের ভাগনে তরিকুল ইসলাম জানান, দুলাল হোসেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন নামে একটি বিদ্যুৎ কোম্পানির গাড়ি চালাতেন। গাড়িটি নষ্ট হওয়ায় তেজগাঁও র্যাংগস গ্রুপের ওয়ার্কশপে মেরামত করতে দেয়া হয়। সেখান থেকে গাড়িটি আনতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি।
তেজগাঁও বিভাগের ফায়ার সার্ভিস লিডার আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
‘প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। দিবসটি উপলক্ষে গত সোমবার রাত ৮টায় ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম।
পরিবেশ দূষণ কমানোর ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে সাইফুল ইসলাম বলেন, ভোক্তা পর্যায়ে আমাদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। কিছু ভর্তুকি দিলে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে হাজার হাজার টন প্লাস্টিক থেকে আমরা রক্ষা পেতে পারি। রাষ্ট্রীয় পর্যায়ের পাশাপাশি সবার মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ দূষণের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে কর্মদক্ষতাও কমে যাচ্ছে। কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের কারণে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বরফ গলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
এদিকে যত বেশি তাপমাত্রা বাড়ছে, আমরা ততই গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছি। ফলে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের প্লাস্টিক ব্যবহার কমাতে হবে। এ ছাড়া পরিবেশ সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফরেস্ট একাডেমি চট্টগ্রামের পরিচালক ড. মোল্যা রেজাউল করিম বলেন, সিনথেটিক উপাদান আমাদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে জড়িত। একদিকে প্লাস্টিক দূষণের কারণে আমাদের ইকোসিস্টেম রক্ষায় যেটা প্রয়োজন, সেটা আমাদের মাটির ওপর ব্যাপক প্রভাব পড়ছে। পানি দূষণের কী অবস্থা, তা আমরা তুরাগ বুড়িগঙ্গার দিকে তাকালেই দেখতে পাচ্ছি। এ সমস্যাগুলো তৈরির প্রধান কারণ প্লাস্টিকের ব্যাপক বিস্তৃতি। এর ব্যাপক দূষণ থেকে বাঁচাতে শিক্ষক, গবেষক ও নীতি-নির্ধারকরা ব্যাপক ভূমিকা রাখতে পারেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সভাপতি এ কে এম হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক আবু জুবায়ের, পরিচালক (অর্থ ও প্রশাসন) শেখ আবু জাহিদ, পরিচালক (শিক্ষা ও পেশাগত উন্নয়ন) এফ এম আশরাফুল আলম, পরিচালক (প্রচার ও যোগাযোগ) মো. আব্দুল কাদের তালুকদার, নির্বাহী সদস্য আতিক মল্লিক, রাশেদুর রহমান, তানজিমা হক তৃষা ও সুজিত রায়।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ-সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর বিশ্বের ১০০টিরও বেশি দেশে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটির তাৎপর্য বিবেচনা করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে।
সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের বিয়ে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ রায়ের ফলে আঞ্জু কাপুরকে উইল করা বাড়িটি তার অধীনে থাকল না বলে জানিয়েছেন আইনজীবী।
আদালতে জগলুল ওয়াহিদের দুই কন্যার পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, উইলকৃত সেই বাড়িতে বসবাসকারী জগলুল ওয়াহিদের কন্যারা মুসলিম আইন অনুযায়ী তাদের সম্পত্তির অধিকার পাবেন।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আমরা জেনেছি আঞ্জু কাপুর বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছেন এবং তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।’
ভারত থেকে ২০০৩ সালের আগস্ট মাসে আঞ্জু কাপুর বাংলাদেশে এসে ইউটাস গ্রুপ অব কোম্পানিতে চাকরি নিয়ে বসবাস করতে থাকেন। ২০১৩ সালের ৩১ জুলাই পেশায় পাইলট মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালের ১০ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যু হয়।
এ-সংক্রান্ত মামলা থেকে জানা যায়, গৃহকর্তা জগলুল ওয়াহিদের মৃত্যুর পর বাড়ির মালিকানা নিয়ে বিরোধে তার দুই মেয়ে অবস্থান নেন ওই বাড়ির সামনে। ওই দুই বোনের দাবি, বাড়ির দখল বাবার দ্বিতীয় স্ত্রী দাবি করা ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের হাতে। তিনি কিছুতেই ওই বাড়িতে তাদের ঢুকতে দিচ্ছেন না।
একপর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদন নজরে নিয়ে হাইকোর্ট স্ব-প্রণোদিত আদেশ দেন। আদেশের পর মেয়েদের তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান-২-এর ৯৫ নম্বর সড়কের বাড়িতে প্রবেশ করতে দেয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।
পরে বিষয়টি নিয়ে কয়েক দফায় হাইকোর্টে শুনানি হয় এবং হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের সঙ্গে জগলুল ওয়াহিদের বিয়ে ও বাড়ি উইল করা নিয়ে সুপ্রিম কোর্টের চার সিনিয়র আইনজীবীর (অ্যামিকাস কিউরির) অভিমত শোনেন হাইকোর্ট।
অবশেষে আইনজীবীদের অভিমত বিবেচনায় নিয়ে এবং জারি করা রুল নিষ্পত্তি করে আজ রায় দিলেন হাইকোর্ট।
মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে ডেইলি স্টারের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয় বলে তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান জানিয়েছেন।
তিনি জানান, গত ৫ জুন রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশারকে পাঠানো হয়েছে।
নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা রিপোর্ট অপসারণ এবং সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
আইনজীবী মেজবাহুর রহমান বলেন, ‘ডেইলি স্টার পত্রিকা এবং অনলাইন ভার্সনে রিপোর্ট বা কলাম লেখেন। কলামের লেখাটা ছিল ‘বাতাস প্রবাহের জন্য গাছ কর্তন’, আরেকটি টাইটেল ছিল, যেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামকে বিকৃতি করে লিখেছেন, ‘ধোকা সাউথ টাউন করপোরেশন পরিবেশবাদীর চেয়ে একধাপ এগিয়ে আছে।’ শুধু তাই নয়, মেয়র শেখ ফজলে নূর তাপসের নামকে বিকৃতি করে লেখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এমনকি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সম্পর্কে একটা জগন্য মন্তব্য করেছেন ‘উত্তরের মেয়র কুৎসিত জিনিস পছন্দ করেন, তারা নরকে পচে মরবে গাছ এবং বাতাসের অভাবে।’ এ ধরনের বক্তব্যগুলো আমাদের প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী মানহানির পর্যায়ে পড়ে। এ রিপোর্ট দেখে মেয়র মহোদয় আমাকে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা নোটিশ পাঠিয়েছি।’
‘নোটিশে আমরা দুটি জিনিস চেয়েছি। একটি হলো অনলাইন ভার্সনে থাকা লেখা অপসারণ এবং একটি বিবৃতি দিতে হবে। পাশাপাশি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য সাত দিন সময় দেয়া হয়েছে।’ এ সময়ের মধ্যে ডেইলি স্টারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেয়া হলে পরবর্তী কী সিদ্ধান্ত, সেটা মেয়রের নির্দেশে নেয়া হবে বলে জানান এ আইনজীবী।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর ৯০ লাখ টাকা জরিমানা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান দৈনিক বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১২ জুন এই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। এ ছাড়া ভোটের মাঠে ৩১টি ওয়ার্ডে ১৩৬ জন সাধারণ কাউন্সিলর ও ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খুলনা মেট্রোপলিট্রন পুলিশ থেকে ইসিতে পাঠানো তথ্য অনুযায়ী, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী গত ১ মে থেকে ৬ জুন পর্যন্ত এই জরিমানা আদায় করা হয়।
১১২টি চেকপোস্টের মাধ্যমে ৫ হাজার ৪৪০টি মামলা হয় আর আটক করা হয় ১ হাজার ৯২৮ যানবাহন। এতে জরিমানা ধার্য করা হয়েছে ৮৯ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। এর মধ্যে জরিমানা আদায় করা হয়েছে ৮০ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা।
এই সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা) এবং জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। খবর বাসসের।
এরপর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯৬৬ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে বাঙালির ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত ছয় দফা দাবির ভিত্তিতে বঙ্গবন্ধু পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু করেন।
বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের মানুষের ওপর পাকিস্তানের তৎকালীন কেন্দ্রীয় সরকারের শোষণ, বঞ্চনা, পরাধীনতা ও অত্যাচারের অবসান ঘটাতে স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৬৬ সালের ৭ জুন সমগ্র পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) দিনব্যাপী হরতালের ডাক দেয়।
হরতাল চলাকালে সেদিন ঢাকা, টঙ্গী ও নারায়ণগঞ্জে বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও আধা সামরিক ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) গুলি চালালে শ্রমিক নেতা মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন নিহত হন।
পাকিস্তানি নৃশংসতা প্রাদেশিক স্বায়ত্তশাসনের আন্দোলনকে বেগবান করে, যা একপর্যায়ে ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পরবর্তী সময়ে ফিল্ড মার্শাল আইয়ুব খানের শাসনের পতন ঘটে।
দেশের ছয় অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
পূর্বাভাসে সংস্থাটি জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনের আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মামুন (৫০), সোহেল (৩৫) ও মোহাম্মদ এনামুল (২১)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ওয়ারীতে গ্যাস লাইনের আগুনে দগ্ধ পাঁচজনকে হাসপাতালের জরুরি বিভাগের অবজারবেশনে রাখা হয়েছে। তাদের কার, কত শতাংশ দগ্ধ হয়েছে, তা জানা যায়নি।
দগ্ধ মামুনের শ্যালক প্রিন্স জানান, মামুন একটি আবাসন কোম্পানিতে কাজ করেন। ওয়ারীর পুরোনো ফাঁড়ির পাশে টিপু সুলতান সড়কে তাদের প্রতিষ্ঠানের খননের কাজ চলছিল। মামুন ওই কাজ দেখভাল করছিলেন। এ সময় আগুনে মামুন ও হেলালসহ একজন নিরাপত্তা কর্মী দগ্ধ হন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘হুন্ডি পরিহার করে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠানো হলে তা অনেকাংশে বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেছেন, ‘চলতি অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত সৌদি প্রবাসীরা দেশে প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। তবে সৌদি আরবে বসবাসরত ২৮ লাখ সৌদি প্রবাসী বৈধ পথে রেমিট্যান্স পাঠালে তা আরও বৃদ্ধি পেতে পারে।’
মঙ্গলবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ‘রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও হুন্ডি প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।
সেমিনারে দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা, রিয়াদের কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও বিওডি সদস্যসহ অন্যান্যরা যোগ দেন।
রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এসময় দেশের প্রয়োজনে সৌদি প্রবাসীদের হুন্ডি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কমিউনিটির সবাইকে হুন্ডি প্রতিরোধে সাধারণ প্রবাসীদের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, ‘বিদেশে আসার আগে দক্ষতা অর্জন করে আসলে ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব। দক্ষ কর্মী পাঠানো হলে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাবে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস। সৌদির সরকারি প্রতিষ্ঠান তাকামলের মাধ্যমে দক্ষতা যাচাই করার সুযোগ তৈরি হয়েছে সৌদি গমনে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের। সৌদির সরকারি প্রতিষ্ঠান তাকামল হোল্ডিং বাংলাদেশ বসেই দক্ষ বা আধা দক্ষ কর্মীদের দক্ষতা যাচাইয়ের কাজ করবে এবং সনদ দেবে।’
তিনি জানান, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়েল্ডিং, কার্পেন্টার পেইন্টার, প্লাস্টারার, বিল্ডারসহ ২৩টি বিষয়ে দক্ষতা যাচাই এবং সনদ দেয়া হবে। এছাড়া সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় বিভিন্ন প্রোগ্রাম চালু আছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘সৌদি আরবে আসার ব্যয় কমানোর লক্ষ্যে ভিসা ট্রেডিং বন্ধে দূতাবাস কাজ করছে এবং প্রত্যেকটি ভিসা যাচাই করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে।’ তিনি ভিসা ট্রেডিং বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘প্রবাসী কর্মীদের মাইগ্রেশন কস্ট না কমানো হলে তাদের আয়ের সুফল পাওয়া যায় না। কারণ একজন প্রবাসী কর্মীর কয়েক বছর লেগে যায় তার বিদেশে আসার ব্যয় তুলতে।’
রাষ্ট্রদূত বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে সরকারি আড়াই শতাংশ প্রণোদনা গ্রহণ করার পাশাপাশি দেশের রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য প্রবাসীদের আহ্বান জানান। এ ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের অ্যাপস ব্যবহার করে নিজের অ্যাকাউন্ট সৌদি আরবে বসেই পরিচালনা করার কথা তিনি উল্লেখ করেন। সৌদি আরবে বসেই সোনালী ব্যাংকের ই-ওয়ালেট ব্যবহারের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত যে সকল বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবে ব্যবসা করছেন তাদের ব্যবসা নিজের নামে রেজিস্ট্রেশন করে বৈধভাবে ব্যবসা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এতে সৌদি আরবে বৈধ ব্যবসার সুযোগের পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রেরণেও সুবিধা পাওয়া যায়।’ তিনি বিভিন্ন শ্রমিক ক্যাম্পে দূতাবাসের সোনালী ব্যাংকের সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের শ্রম কল্যাণ উইং এর কাউন্সেলর রেজা-ই রাব্বী। তিনি সৌদি আরব থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বিভিন্ন দেশের শ্রমবাজার নিয়ে পর্যালোচনামূলক গবেষণা তুলে ধরেন। এছাড়া রেমিট্যান্স বৃদ্ধিতে সুপারিশমালা ও সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করেন।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা, ইকোনমিক মিনিস্টার মুর্তুজা জুলকার নাঈন নোমান, সোনালী ব্যাংকের এ জি এম মো. তৌফিকুর রহমান, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহাবুব বক্তব্য দেন।
অনুষ্ঠানে আসা প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোয় বিভিন্ন সমস্যা, সৌদি আরবের শ্রম বাজার, দূতাবাসের বিভিন্ন সেবা নিয়ে তাদের পরামর্শ তুলে ধরেন। প্রবাসীরা রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি, রেমিট্যান্স পাঠাতে ব্যয় ফেরত দেয়া, রেমিট্যান্স পাঠানোর জন্য ভালো ব্যাংক রেট দেয়ার কথা উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে রেমিট্যান্স ডেলিভারির জন্য উন্নত সেবা দেয়ার দাবি জানান। দূতাবাসের প্রেস উইং এর উদ্যোগে আয়োজিত সেমিনারের সঞ্চালনা করেন প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।