রোববার, ৪ জানুয়ারি ২০২৬
২১ পৌষ ১৪৩২

জেএমবি সদস্য ইউনুছের ফাঁসি বহাল

ফাইল ছবি
আপডেটেড
২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:১১
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:০৬

নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার মামলায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ইউনুছ আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে দেড় যুগ আগে ঘটে যাওয়া ভয়াবহ বোমা হামলা মামলায় আসামি ইউনুছের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকল।

আসামি ইউনুছ আলীর করা আপিল খারিজ করে বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে তার মৃত্যুদণ্ড কার্যকরের রিভিউ ছাড়া আর কোনো আইনগত বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবী।

আদালতে ইউনুছ আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সারওয়ার হোসেন বাপ্পী।

ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী দৈনিক বাংলাকে বলেন, এ মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিনজন আসামি ছিলেন। তার মধ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এখন ইউনুছ আলীরও মৃত্যুদণ্ড বহাল থাকল।

সারওয়ার হোসেন বলেন, ‘বাকি দুই আসামির তার সম্পৃক্ততার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন। তাছাড়া তার আপিল গ্রহণ করার মত কোনো গ্রাউন্ডই ছিল না। যে কারণে আদালত তার আপিল খারিজ করে হাইকোর্টের সাজা বহাল রেখেছেন।’

২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিচারিক আদালত এ ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীর ফাঁসির রায় দেন।

তবে এ মামলার অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় এ দুজনকে অব্যাহতি দেয়া হয়। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

এর মধ্যে শুনানি শেষে ২০১৬ সালের ২৩ মার্চ আসাদুজ্জামান পনিরের আপিল খারিজ করে দিয়ে ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় রিভিউ করেন পনির। সেটিও ২০১৬ সালের ১৪ নভেম্বর খারিজ হয়ে যায়। পরে আনুষ্ঠানিকতা শেষে ২০২১ সালের ১৫ জুলাই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। পনির ময়মনসিংহের ফুলবাড়িয়ার কানাইকরস্থানের ফজলুল হক চৌধুরীর ছেলে। আর আসামি সালাউদ্দিন সোহেলকে আরেকটি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

আপডেটেড ৪ জানুয়ারি, ২০২৬ ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন যে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি কোনোভাবেই বন্ধ করা হবে না। রবিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন যে, মোবাইল ফোন ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে ইতিমধ্যে মোবাইল আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক কমানো হয়েছে। ফলে এখন আর এনইআইআর বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের যোগাযোগ খাতে শৃঙ্খলা বজায় রাখতে এই পদ্ধতি সচল রাখা অপরিহার্য বলে তিনি মনে করেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর বক্তব্যে দেশের মোবাইল বাজারের বর্তমান চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান যে, বর্তমানে প্রতিবছর বাংলাদেশে যে পরিমাণ মোবাইল সেট আমদানি করা হয়, তার প্রায় অর্ধেকই কোনো না কোনোভাবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে আসছে। এই অবৈধ সেটগুলোর একটি বড় অংশই নকল, কপি অথবা পুরনো সেট, যা পরবর্তীতে নতুন বডি বা কেসিং লাগিয়ে সাধারণ গ্রাহকদের কাছে নতুন হিসেবে প্রতারণামূলকভাবে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এই ধরনের জালিয়াতি এবং অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এনইআইআর পদ্ধতি এই অরাজকতা বন্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে।

সম্প্রতি বিটিআরসি ভবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা নিয়েও কথা বলেন বিশেষ সহকারী। তিনি স্পষ্ট করে জানান যে, যারা বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। সরকারি সম্পদ নষ্ট করা এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়াকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। তিনি আরও যোগ করেন যে, প্রযুক্তিগত উৎকর্ষ এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই একটি উন্নত ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা সম্ভব। গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে সরকার যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। ব্যবসায়ী ও আমদানিকারকদের শুল্ক হ্রাসের সুযোগ গ্রহণ করে বৈধ পথে ব্যবসা করার আহ্বান জানান তিনি। মূলত রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বাজারে মানসম্মত মোবাইল হ্যান্ডসেট নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।


কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ: পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় মোবাইল ফোন ব্যবসায়ীদের পূর্বনির্ধারিত সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর ব্যানারে কয়েকশ ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নিলে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের এই কর্মসূচি ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ ব্যবহার করে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশের এই অ্যাকশনের ফলে পুরো এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যান। দুপুর পর্যন্ত ওই এলাকায় তীব্র যানজট ও থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা, মোবাইল ফোন আমদানির প্রক্রিয়া সহজতর করা এবং আমদানির ক্ষেত্রে বর্তমান করের হার কমিয়ে আনা। এছাড়া বিটিআরসি কার্যালয়ে সাম্প্রতিক ভাংচুরের ঘটনায় আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তাঁরা। আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে এনইআইআর কার্যক্রম এবং আমদানিতে অতিরিক্ত শুল্কের ফলে সাধারণ ব্যবসায়ীরা পথে বসার উপক্রম হয়েছেন, যার ফলে তাঁরা নিজেদের অস্তিত্ব রক্ষায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

এর আগে গত শনিবার এমবিসিবির পক্ষ থেকে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়ার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ডাক দেওয়া হয়। সংগঠনের নেতারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাঁদের যৌক্তিক দাবিদাওয়া পূরণ না হবে এবং আটক ব্যবসায়ীদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ এই ধর্মঘট অব্যাহত থাকবে। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্যস্ততম সড়কে অবস্থান নিয়ে জনভোগান্তি সৃষ্টি করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতেই তাঁরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। বর্তমানে কারওয়ানবাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশজুড়ে মোবাইল ফোনের দোকান বন্ধ থাকায় সাধারণ ক্রেতারা প্রয়োজনীয় সেবা ও হ্যান্ডসেট কিনতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।


সাকিবুল হত্যায় জড়িত প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে: এডিসি জুয়েল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। রোববার সকালে রাজধানীর ফার্মগেট মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, এই স্পর্শকাতর মামলাটিতে ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যজনকে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান আসামির প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ আনা হলেও এডিসি তা নাকচ করে দিয়ে বলেন, আসামিকে আইনের আওতায় আনতে ডিবি ও থানা পুলিশের একাধিক ইউনিট নিরলসভাবে কাজ করছে এবং আশপাশের সব থানাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

মামলার আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে এডিসি জুয়েল রানা জানান, ঘটনার শুরুতে মামলাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় গুরুতর আঘাতের অভিযোগ হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে আহত শিক্ষার্থীর মৃত্যু হওয়ায় মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে এবং এখন এটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন যে, দেশের উন্নয়নে শিক্ষার্থীদের বড় অবদান রয়েছে এবং তাদের ন্যায্য দাবির প্রতি পুলিশের পূর্ণ সমর্থন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মূল অপরাধীকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তদন্তের স্বার্থে এবং অপরাধী যেন পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

উল্লেখ্য যে, সতীর্থ হত্যার বিচারের দাবিতে রোববার সকাল সোয়া দশটা থেকে তেজগাঁও কলেজসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। শিক্ষার্থীদের শান্ত করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পুলিশ আশাবাদী যে খুব শীঘ্রই প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে।


গ্রেফতারের ১৪ ঘণ্টা পর আদালতের আদেশে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটকের প্রায় ১৪ ঘণ্টা পর জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আব্দুল মান্নানের আদালতে তাঁর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে মাহদী হাসানের জামিন মঞ্জুর করেন। মাহদীর আইনজীবী এমএ মজিদ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার দেখানো হয়েছিল। মাহদী হাসানের জামিনের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছাত্র-জনতার মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা উল্লাস প্রকাশ করেন।

এর আগে শনিবার রাতে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে মাহদী হাসানকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাঁকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হলে তাঁর মুক্তির দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে রাতভর বিক্ষোভ প্রদর্শন করেন। কেবল হবিগঞ্জেই নয়, মাহদী হাসানের গ্রেফতারের প্রতিবাদে ঢাকার শাহবাগেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রবিবার সকালে মাহদীকে আদালতে হাজির করার সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় এবং সকাল থেকেই সেখানে আন্দোলনের কর্মীরা ভিড় জমাতে শুরু করেন।

পুরো ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কর্তৃক স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে। ওই ছাত্রলীগ নেতাকে মুক্ত করার দাবিতে গত শুক্রবার মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী শায়েস্তাগঞ্জ থানার ওসির কক্ষে অবস্থান নেন। সে সময় ওসির সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাহদী হাসানকে জুলাই আন্দোলনের দোহাই দিয়ে ওসির ওপর চাপ প্রয়োগ করতে দেখা যায়। তিনি আন্দোলনের সময় বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এবং এক পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে মারার কথা উল্লেখ করে ওসিকে প্রচ্ছন্ন হুমকি প্রদান করেন। ওই ভিডিওটি দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেলেন।


ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতে সর্বোচ্চ সচেষ্ট সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টা উল্লেখ করেন যে, আসামিদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং এ ক্ষেত্রে আইনি সব পথ খোলা রাখা হয়েছে। যদিও আসামিদের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে যে তারা সীমান্ত পার হয়ে পালিয়েছে। তিনি আরও যোগ করেন যে, বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই, বরং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

এর আগে শনিবার সকালে মুন্সীগঞ্জ সফরের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরবর্তীতে তিনি উত্তর ইসলামপুর এলাকায় গিয়ে জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদদের পরিবারের খোঁজখবর নেন। শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করে তিনি বলেন যে, তাঁদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং সরকার তাঁদের সব সময় পাশে থাকবে। উপদেষ্টার এই সফর স্থানীয় মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সফরের শেষ অংশে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দেন যেন তাঁরা অত্যন্ত স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করেন। এই সফরের মাধ্যমে তিনি যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি স্থানীয় প্রশাসনের কাজেও নতুন দিকনির্দেশনা প্রদান করেছেন।


ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার অন্যতম শীর্ষ নেতা ও সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের পর হবিগঞ্জ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সদর থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে অত্যন্ত উসকানিমূলক এবং বিতর্কিত মন্তব্য করেন মাহদী হাসান। তিনি প্রকাশ্যে দাবি করেন যে, বিগত সময়ে তাঁরা থানা পুড়িয়ে দিয়েছেন এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছেন। ওসির সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে তিনি তাকে সরাসরি হুমকি প্রদান করেন এবং এই পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে মাহদী হাসানকে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়, যা সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

মাহদী হাসানের এমন দম্ভোক্তি ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়। ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল নেতার মুখে এমন সহিংস বক্তব্য আন্দোলনের মূল চেতনার পরিপন্থী হিসেবে সাধারণ মানুষের কাছে গণ্য হয়। এই বিতর্কিত ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এল। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে এবং উসকানিমূলক বক্তব্য বা অরাজকতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বিকেলে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা দেন। রনি রেলওয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে দেশব্যাপী পরিচিতি লাভ করেছিলেন, তবে নির্বাচনী লড়াইয়ের প্রাথমিক ধাপে আইনি জটিলতার কারণে তাঁর প্রার্থিতা বর্তমানে সংকটের মুখে পড়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত নিয়মনীতি সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মহিউদ্দিন রনি সাংবাদিকদের জানান যে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তিনি প্রয়োজনীয় স্বাক্ষর জমা দিলেও নির্বাচন কমিশন যখন দৈবচয়ন ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করতে যায়, তখন সেখানে বিপত্তি ঘটে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওই ১০ জনের মধ্যে ২ জন স্থানীয় ভোটারকে তাদের নির্ধারিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। এই অসংগতির ওপর ভিত্তি করেই রিটার্নিং কর্মকর্তা তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রটি অবৈধ বলে গণ্য করেছেন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মহিউদ্দিন রনি। তিনি অভিযোগ করে বলেন যে, যদিও ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো প্রশাসনের প্রতিটি স্তরে লুকিয়ে আছে এবং তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। রনি মনে করেন, তাঁর অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্যই এমন ঠুনকো অজুহাতে মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আরও জানান যে, এই অন্যায়ের বিরুদ্ধে তিনি চুপ করে থাকবেন না বরং ন্যায়বিচারের আশায় উচ্চ আদালতে আপিল করবেন। ইতিমধেই তিনি আইনি পরামর্শ গ্রহণ করে আপিলের প্রক্রিয়া শুরু করেছেন এবং তিনি আত্মবিশ্বাসী যে উচ্চতর কর্তৃপক্ষ তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেবে। বর্তমানে ঢাকা-১৮ আসনে তাঁর এই প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে।


৬৮ হাজার শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক স্বল্পতা দূর করতে বড় ধরনের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চাহিদাপত্র বা চিঠি প্রেরণ করেছে। এনটিআরসিএ-র প্রশাসন বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এই চাহিদাপত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করার পর অনুমোদন দিলে এনটিআরসিএ আনুষ্ঠানিকভাবে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে। এই উদ্যোগের ফলে হাজার হাজার শিক্ষক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

সপ্তম গণবিজ্ঞপ্তির এই প্রস্তুতির আগে এনটিআরসিএ সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করে। টেলিটকের মাধ্যমে সংগৃহীত প্রাথমিক তথ্যে শূন্য পদের সংখ্যা ৭২ হাজারের কিছু বেশি পাওয়া গিয়েছিল। তবে প্রাপ্ত পদের সঠিকতা ও বৈধতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বর্তমানে ৬৮ হাজার শূন্য পদের সঠিক তথ্য চূড়ান্ত করা হয়েছে। এই সংশোধিত ও চূড়ান্ত শূন্য পদের বিপরীতেই এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়েছে এনটিআরসিএ। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই নিয়োগের পরবর্তী ধাপগুলো দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

উল্লেখ্য যে, এর আগে ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ ১ লক্ষ ৮২২ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তির বিপরীতে পরবর্তীতে প্রায় ৪১ হাজার প্রভাষক ও শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছিল। তবে বিপুল সংখ্যক পদ তখনও পূরণ করা সম্ভব হয়নি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং বর্তমান শূন্য পদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে এনটিআরসিএ এবার আরও সুশৃঙ্খলভাবে সপ্তম গণবিজ্ঞপ্তির পরিকল্পনা সাজিয়েছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমে গতি আসবে এবং শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের এক নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে।


তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও প্রেস সচিব হলেন সালেহ শিবলী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিবালয়ে নতুন দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এএএম সালেহ (সালেহ শিবলী)-কে তাঁর প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নিয়োগের ফলে তারেক রহমানের প্রশাসনিক ও জনসংযোগমূলক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

নবনিযুক্ত কর্মকর্তাদের পেশাগত অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ এবং তারা দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বের সাথে কাজ করছেন। এবিএম আব্দুস সাত্তার ইতিপূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাপ্তরিক কাজে বিশেষ সহায়ক হবে। অন্যদিকে, এএএম সালেহ শিবলী পেশায় একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং তিনি এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো গুরুত্বপূর্ণ পেশাদার সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থানকালে তারেক রহমানের প্রেস সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে আসছিলেন।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান যখন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরেন, তখন সালেহ শিবলী তাঁর সফরসঙ্গী হিসেবে একই বিমানে দেশে ফিরেছিলেন। দলীয় নীতিনির্ধারকদের মতে, অভিজ্ঞ এই দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাপ্তরিক কাজ এবং গণমাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা করার প্রক্রিয়া আরও গতিশীল হবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সময়ে এই ধরনের নিয়োগগুলো দলের প্রশাসনিক ভিত্তি আরও মজবুত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, এই আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং তাঁরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন শুরু করেছেন।


রাজশাহীতে দুই আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রাজশাহী-১ ও রাজশাহী-২ আসনে বড় ধরনের রদবদল ঘটেছে। শনিবার সকালে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই আসনের মোট ১৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ এবং ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। রাজশাহী-১ আসন থেকে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন বাদ পড়েছেন, যাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আল সাআদ ও সুলতানা ইসলাম তারেকের ভোটার সমর্থনে গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। আল সাআদের সমর্থনকারী ১০ জনের মধ্যে দুজন মৃত ভোটার এবং চারজনকে খুঁজে না পাওয়ার পাশাপাশি সুলতানা ইসলামের নথিতে প্রয়োজনীয় স্বাক্ষর ও ভোটার সমর্থনে গরমিল ছিল। এছাড়া গণঅধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহানের আবেদনে দলীয় সভাপতি নূরের স্বাক্ষরের মিল না থাকায় তাঁর মনোনয়নপত্রটিও বাতিল করা হয়। এই আসন থেকে বিএনপির মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরীফ উদ্দিন, এবি পার্টির আব্দুর রহমান এবং জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান বৈধতা পেয়েছেন।

অন্যদিকে রাজশাহী-২ আসনে নয়জন প্রার্থীর মধ্যে হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মিনুসহ ছয়জনের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, লেবার ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওয়াহিদুজ্জামান এবং সালেহ উদ্দিনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। শাহাবুদ্দিনের বিরুদ্ধে কর ফাঁকি, আয়-ব্যয়ের হিসাবে স্বাক্ষর না থাকা এবং মৃত ভোটারের সমর্থন ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওয়াহিদুজ্জামান বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি হওয়ায় তাঁর প্রার্থিতা টিকেনি এবং সালেহ উদ্দিনের আয়কর তালিকা না থাকা ও ভোটার তালিকায় অসংগতি থাকায় তিনি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছেন। এই আসনে বিএনপির মিজানুর রহমান মিনু ছাড়াও জামায়াতে ইসলামীর ডা. জাহাঙ্গীর, এবি পার্টির অ্যাডভোকেট সাঈদ নোমান, ইসলামী আন্দোলনের ফজলুল করিম, লেবার পার্টির মেসবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের শামসুল আলম চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যারা প্রাথমিক যাচাই-বাছাইয়ে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদের জন্য উচ্চ পর্যায়ে আপিল করার আইনি সুযোগ উন্মুক্ত রয়েছে। বিশেষ করে সমর্থনকারী ভোটারদের অস্তিত্ব না থাকা, মৃত ব্যক্তির স্বাক্ষর ব্যবহার এবং আর্থিক দলিলে স্বচ্ছতার অভাবের বিষয়গুলো এবারের যাচাই-বাছাইয়ে কঠোরভাবে দেখা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনে আপিল করে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করতে পারবেন। রাজশাহীর এই দুই আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি নতুন রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের বৈধতা পাওয়ায় নির্বাচনী লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বর্তমানে পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং প্রার্থীরা পরবর্তী ধাপের প্রস্তুতির দিকে নজর দিচ্ছেন।


খালেদা জিয়ার সমাধিতে পরিবারের সদস্যরা, শান্তি কামনা করে দোয়া

*শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে দলে দলে আসেন নেতাকর্মীরাও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করেছেন পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তারা যান। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্য উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা চলে যান।
ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে দলে দলে আসেন নেতাকর্মীরা। তারা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন, মোনাজাত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে আসেন খালেদা জিয়ার কবরে।
এদিন সকাল থেকে বিএনপির নেতা–কর্মীরা কবরের পাশে ভিড় করতে থাকেন। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা কবর জিয়ারত করেন। এ জন্য সকাল ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত নেতা–কর্মীসহ সাধারণ মানুষ ভেতরে যেতে পারেননি। পরিবারের সদস্যরা যাওয়ার পর দলে দলে বিএনপির নেতা–কর্মীরা কবর জিয়ারত করতে যান।
বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়ার কবরে আসেন আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন ও নাজমুল হক প্রধানসহ ৯০’– এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ‍্যুত্থানের নেতারা। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, ‘খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, তিনি ছিলেন গণতন্ত্রের মা। আজ তার স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে।’
বেলা ১১টার পর আসেন ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মোনাজাত করেন। সানজিদা ইসলাম তুলি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু জাতীয়বাদী দলের নন, তিনি সারা বাংলাদেশের জনগণের নেত্রী। তার জানাজায় মানুষের যে রকম ঢল এবং কান্না দেখেছি, আমরা সেখান থেকে বুঝতে পেরেছি, এ রকম নেত্রী আমরা বাংলাদেশ আর পাব না।’
জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (জেটেব) বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দলে দলে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, দোয়া ও মোনাজাত করেন।
খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দল–মতনির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।
বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষ দোয়া করেন, শ্রদ্ধা জানান।
খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন।
জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।


‘দেশের চাবি আপনার হাতে’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক 

দেশের চাবি আপনার হাতে স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাবেন আর ‘না’ ভোট দিলে কী পাবেন না—শিরোনামে একটি লিফলেট শুক্রবার (২ জানুয়ারি) পোস্ট করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে।

লিফলেটে ‘আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে...’—এই জিজ্ঞাসার বিপরীতে রাখা হয়েছে ১১টি সংস্কারের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে—তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে; সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না; সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে; বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবে; যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না; সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে; ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে; দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে; আপনার মৌলিক অধিকারের সংখ্যা (যেমন—অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার) বাড়বে; দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। যেখানে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট দিলে ওপরের সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।

গণভোটের বিষয়ে প্রচারের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ সেল খোলা হয়েছে। প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজকে।

সেলের উদ্যোগে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিতে নগর ও শহরাঞ্চলের জনবহুল জায়গাগুলোতে ডিজিটাল ও ম্যানুয়াল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকেরা সশরীরে অংশ নেন এবং বাকিরা অংশ নেন অনলাইনে। মোট ১২টি সিটি করপোরেশন এবং ৩৩০টি পৌরসভার প্রশাসকেরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মহানগরী ও গুরুত্বপূর্ণ পৌর শহরগুলোর প্রবেশপথসহ জনবহুল স্থানে ডিজিটাল ও স্থির বিলবোর্ডের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু প্রচার করতে হবে। স্থানীয় সরকারের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এ ছাড়া মসজিদের ইমাম ও অন্য ধর্মের নেতৃবৃন্দের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু স্পষ্ট করতে হবে।

সভায় অধ্যাপক আলী রীয়াজ সবাইকে গণভোটের লোগো সর্বত্র ব্যবহার করতে অনুরোধ করেন, যেন তা জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারে। আগামী ৭ দিনের মধ্যে বিলবোর্ডের মাধ্যমে গণভোটের লোগো, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গণভোটের ব্যালট এবং গণভোট সম্পর্কিত লিফলেট যথাসম্ভব জনবহুল স্থানে প্রচার করতে হবে। সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে তাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ প্রচার করতে অনুরোধ করেন। তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কনটেন্ট যত বেশিসংখ্যক স্থানে যতবার সম্ভব প্রচারের অনুরোধ জানান।


চাল-সবজির দামে স্বস্তি, ভোগাচ্ছে টমেটো-শসা

* এক সপ্তাহে চালের দাম কমেছে ৩ টাকা পর্যন্ত * পেঁয়াজের দাম কমেছে; ডিম, মুরগির দাম স্থির
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাঁচাবাজারে শীতের পূর্ণ আমেজ। দীর্ঘদিনের চড়া দাম পেরিয়ে অধিকাংশ সবজি এখন ৪০ থেকে ৫০ টাকার ঘরে নেমে এসেছে। শীতের মৌসুমি সবজির পর্যাপ্ত সরবরাহ বাড়ায় বাজারে স্বস্তি ফিরলেও শসা ও টমেটোর চড়া দাম ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এদিকে, নতুন বছরের শুরুতেই ক্রেতা-ভোক্তাদের জন্য সুখবর আসছে চালের বাজার থেকে। মৌসুমের আমন ধানের সরবরাহে পাইজাম, গুটি, স্বর্ণা, ব্রি-২৮, শম্পা কাটারিসহ প্রায় সব ধরনের চালের দাম কমেছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর মালিবাগ, রামপুরা, খিলগাঁও, মানিকনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহে প্রতি কেজি এসব চালের দাম কেজিপ্রতি ৩ টাকা পর্যন্ত কমেছে। কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) বলছে, অধিকাংশ চাল গত বছরের একই সময়ের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। ধরনভেদে এ সময় চালের দাম কমেছে ২ দশমিক ৫২ থেকে ৮ শতাংশ পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে পাইজাম, আটাশসহ মাঝারি মানের চালগুলোর দাম।

বিক্রেতারা বলছেন, এবার সরকারের গুদামে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই বাজার থেকে সরকার ধান-চাল কিনছে ধীরগতিতে। এ ছাড়া আমনের উৎপাদনও ভালো এবং আমদানি বেড়েছে। ফলে চালের দাম কমেছে।

বাজারগুলো ঘুরে দেখা যায়, গুটি, স্বর্ণাসহ মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা কেজি, এক সপ্তাহ আগে এই চালের দাম ছিল ৫০-৫৪ টাকা। ব্রি-২৮, ব্রি-২৯, পাইজামসহ মাঝারি মানের চালগুলো বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকা কেজি। এর মধ্যে গত এক সপ্তাহে পাইজামে কমেছে কেজিতে ২ টাকা ও নতুন আটাশ চালের দাম কমেছে ৩ টাকা। জিরাশাইল, শম্পা কাটারিসহ কিছু কিছু সরু চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৮২ টাকায়। এসব চালের দাম কেজিপ্রতি ১ টাকা কমেছে। তবে মিনিকেট, কাটারি নাজির, জিরা নাজিরসহ কিছু কিছু সরু চালের দাম বেড়েছে।

মানিকনগর বাজারের চাল ব্যবসায়ী মরিয়ম রাইস স্টোরের স্বত্বাধিকারী মো. ইউসুফ বলেন, আমন মৌসুমের ধান থেকে যে চালগুলো আসে, সেগুলোর দাম অনেকটাই কমেছে। আরেকটু কমতে পারে। তবে কিছু চাল রয়েছে বোরো মৌসুমের ধান থেকে আসে। সেগুলোর দাম কিছুটা বাড়লেও বাজারে তা খুব বেশি প্রভাব ফেলেনি। কারণ, অন্য চালের সরবরাহ বেড়েছে।

কৃষি বিপণন অধিদপ্তর বলছে, গত বছরের তুলনায় গুটি, স্বর্ণাসহ মোটা চালগুলো বিক্রি হচ্ছে ৪ দশমিক ৫৪ শতাংশ কমে। এ ছাড়া পাইজামসহ মাঝারি মানের চালগুলোর দাম কমেছে ৮ শতাংশ। শম্পা কাটারিসহ কিছু কিছু সরু চালের দাম কমেছে ২ দশমিক ৫২ শতাংশ।

বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি কাউসার আলম বাবু বলেন, এখন চালের বাজার অনেকটাই নমনীয়। ইতিমধ্যে কোনো কোনো অঞ্চলে বোরো ধানের আবাদও শুরু হয়েছে। যদি বোরো ধানে বড় ধরনের বিপর্যয় না হয়, তবে এ বছর চালের বাজার অস্থির হওয়ার সম্ভাবনা আর নেই।

গত ১৭ ডিসেম্বরের হিসাবমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীন সরকারি গুদামগুলোয় ১৬ লাখ ৪৯ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে। চাল ছাড়া ভোজ্যতেল, মসুর ডাল, আটা, ময়দা, চিনিসহ প্রায় সব ধরনের মুদিপণ্য গত সপ্তাহের দামে স্থির রয়েছে। এ ছাড়া সবজি, ডিম, মুরগিসহ বিভিন্ন পণ্যের বাজারে স্বস্তি রয়েছে। সবজির বাজারে স্বস্তি বাড়িয়েছে হরেক রকম শাক।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুলা ও শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া শিম, বেগুন ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় মিলছে। ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি এখন ৩০ টাকা। তবে পাকা টমেটো ও শসার কেজি এখনো ১০০ টাকায় স্থির রয়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি দরে ১২০ টাকা।

এ ছাড়া গাজর ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে সওদা করতে আসা বেসরকারি চাকরিজীবী আয়নাল হক বলেন, ‘আজ বাজারে এসে মনে হচ্ছে শীতের আমেজ লেগেছে। অন্য সময়ে সবজি অনেক বেশি দামে কিনতে হতো, সেই তুলনায় আজ দাম কম। অধিকাংশ সবজিই ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। তবে দুই-একটি সবজির দাম বেশি। সব মিলিয়ে সবজির দাম তুলনামূলক কমেছে।’

ফার্মের মুরগির বাদামি ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১০৮-১১৫ টাকা ডজন। ডিমের দাম কয়েক সপ্তাহ ধরেই এই দামের মধ্যে রয়েছে। ফার্মের মুরগির মধ্যে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা কেজি। বাজারে নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজের দাম আরও একটু কমে ৫০-৬০ টাকায় নেমেছে; গত সপ্তাহে যা ছিল ৫৫-৬৫ টাকা। তবে ভালো মানের বাছাই করা পেঁয়াজ কিনতে এখনো ৬৫-৭০ টাকা লাগছে। বাজার থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে পুরোনো আলু। নতুন আলুর দামও কমে ২০-২৫ টাকা কেজিতে নেমেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি মুলা ও শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এ ছাড়া শিম, বেগুন ও মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় মিলছে। ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি এখন ৩০ টাকা। তবে পাকা টমেটো ও শসার কেজি এখনো ১০০ টাকায় স্থির রয়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি দরে ১২০ টাকা।

এ ছাড়া গাজর ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে সওদা করতে আসা বেসরকারি চাকরিজীবী আয়নাল হক বলেন, ‘আজ বাজারে এসে মনে হচ্ছে শীতের আমেজ লেগেছে। অন্য সময়ে সবজি অনেক বেশি দামে কিনতে হতো, সেই তুলনায় আজ দাম কম। অধিকাংশ সবজিই ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। তবে দুই-একটি সবজির দাম বেশি। সব মিলিয়ে সবজির দাম তুলনামূলক কমেছে।’

বিক্রেতারা বলছেন, মৌসুম চলায় বাজারে সবজির প্রচুর সরবরাহ রয়েছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, বাজারে সবজির সরবরাহ প্রচুর, সব ধরনের সবজির দাম এখন কম যাচ্ছে। সরবরাহ বাড়ায় মূলত দাম কমেছে। তবে রাস্তা খরচ ও বিভিন্ন সিন্ডিকেটের দৌরাত্ম্য না থাকলে সাধারণ মানুষ আরও কম দামে সবজি কিনতে পারত।

দীর্ঘদিন সবজির দাম বাড়তি থাকার পর এখন শীত মৌসুমে দাম একেবারেই কমে এসেছে বলে তিনি জানান।


banner close