সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট

সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ বেসিক ব্যাংকের ৪৬ কর্মকর্তা ও ১০১ জন গ্রাহকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন হয়েছে
আপডেটেড
১২ জুন, ২০২৩ ২৩:১৪
বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলা
প্রকাশিত
বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলা
প্রকাশিত : ১২ জুন, ২০২৩ ১৩:৪৪

মামলার ছয় মাসের মধ্যে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেয়ার বিধান থাকলেও এটি করতে ৯৩ মাস সময় নিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি-বেসরকারি নানা পর্যায়ে সমালোচনার পরও মামলায় আসামি করা হয়নি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও পর্ষদের সদস্যদের। শেষ পর্যন্ত অভিযোগপত্রে বাচ্চুকে আসামি করা হলেও সে সময়ের পর্ষদ সদস্যরা আসামির তালিকায় আসেননি।

গতকাল সোমবার কমিশনের সভায় ৫৯ মামলার চার্জশিট অনুমোদন করে কমিশন, সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, ৫৯ মামলার অভিযোগপত্রে ১৪৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০১ জন ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং বাকি ৪৬ জন ব্যাংকসংশ্লিষ্ট।

দুদক সচিব বলেন, কোনো চাপে নয়, স্বাধীনভাবে তদন্ত শেষে তারা আব্দুল হাই বাচ্চুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে অভিযোগপত্রে আসামি করেছেন।

মাহবুব হোসেন বলেন, বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করে ভুয়া মর্টগেজ, মর্টগেজের অতিমূল্যায়ন এবং মর্টগেজ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক লিমিটেড থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতে ৫৯টি মামলা হয়।

দুদক সচিব জানান, এসব মামলা দুদকের পাঁচজন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন। তদন্ত শেষে তারা কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে কমিশন এসব মামলার চার্জশিট দাখিলের অনুমোদন জ্ঞাপন করে। মামলার তদন্ত কর্মকর্তারা হচ্ছেন দুদকের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম, মো. মোনায়েম হোসেন, মো. গুলশান আনোয়ার প্রধান এবং মোহাম্মদ সিরাজুল হক।

চার্জশিটগুলো দ্রুত আদালতে জমা দেয়া হবে বলেও জানান দুদক সচিব মাহবুব হোসেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ৫৯ মামলার অনুমোদিত চার্জশিটে আব্দুল হাই বাচ্চুকে আসামি করা হয়েছে ৫৮টি মামলায়। প্রায় সবগুলো মামলাতেই নতুন করে আসামি করা হয়েছে ব্যাংকটির সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়াকে। সূত্র জানায়, ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু, এমডি কাজী ফখরুল ইসলাম ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া পরিচালনা পর্ষদের রেজল্যুশনে নিজেদের পছন্দমতো বিষয় যুক্ত করে ঋণ অবমুক্ত করেছেন। তাই পর্ষদের অন্যদের আসামির তালিকায় আনা হয়নি।

বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা আত্মসাতের তদন্ত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক থেকে দুদকে পাঠানো হয় ২০১৩ সালে। পরে অভিযোগটি অনুসন্ধান করে ২০১৫ সালের সেপ্টেম্বরে ১২০ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক। ২ হাজার ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এসব মামলায়। ব্যাংকটির সাবেক এমডি কাজী ফখরুল ইসলামসহ ২৭ কর্মকর্তা, ১১ জরিপকারী ও ৮২ ঋণগ্রহণকারী ব্যক্তিকে আসামি করা হয়। পরে আরও পাঁচটি মামলা করে সংস্থাটি। আত্মসাৎ হওয়া সাড়ে ৪ হাজার কোটি টাকার মধ্যে বাকি ২ হাজার ৪৬৩ কোটি টাকা আত্মসাতের ঘটনাগুলো নিয়ে কোনো মামলা হয়নি এখন পর্যন্ত।

ওই জালিয়াতির ঘটনায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ অধিকাংশ প্রতিবেদনে বাচ্চুর সংশ্লিষ্টতার কথা উঠে আসে। তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই বেসিক ব্যাংকে ‘হরিলুটের’ পেছনে আব্দুল হাই বাচ্চু জড়িত বলে উল্লেখ করেন। জাতীয় সংসদেও এ বিষয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটিতেও এ জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিটির সদস্যরা।

অথচ ওই ঘটনায় দায়ের করা কোনো মামলাতেই বাচ্চুকে আসামি করা হয়নি। অনুসন্ধানকালে তাকে কখনো দুদকে ডাকাই হয়নি। আদালতের একটি আদেশের পর ২০১৭ সালের ডিসেম্বরে তাকে প্রথমবারের মতো তলব করে দুদক। এর ধারাবাহিকতায় তাকেসহ পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে দুদক।

আব্দুল হাই বাচ্চু এরশাদ আমলে বাগেরহাট-মোল্লারহাট থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য বেসিক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। ২০১২ সালে তাকে আবার দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়। তার আমলে দেয়া ফ্রি-স্টাইল ঋণের কারণে ব্যাংকটির অবস্থা খুব খারাপ হয়ে পড়লে বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে ২০১৪ সালের ২৯ মে সরকারের কাছে সুপারিশ করে। এর আগে ২৬ মে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির এমডি কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে। আর এর পরদিন ঢাকার গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখার নতুন ঋণ অনুমোদন বন্ধের নির্দেশ দেয়। পরিস্থিতি আরও খারাপ হলে ২০১৪ সালের ৬ জুলাই পদত্যাগ করেন আব্দুল হাই বাচ্চু। তিনি অর্থমন্ত্রীর বাসায় গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসেন। এর দুই দিন পর সরকার ব্যাংকের গোটা পর্ষদও অবশ্য বাতিল করে দেয়।

বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় যখন মামলা হয়, তখন দুদকের চেয়ারম্যান ছিলেন বদিউজ্জামান। তার পরের বছর কমিশনের চেয়ারম্যান হন ইকবাল মাহমুদ। তার পাঁচ বছর মেয়াদ শেষে নতুন চেয়ারম্যান হন মঈনুদ্দীন আবদুল্লাহ। তারও দেড় বছর মেয়াদ পেরিয়েছে। তিনটি কমিশনই মামলাগুলোর তদন্ত শেষ করতে পারেনি।

দুদক আইনে প্রতিটি মামলার তদন্ত সর্বোচ্চ ১৮০ কার্যদিবসের মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তদন্তের ব্যাপকতা ও জটিলতা বিবেচনায় বাড়তি সময় দেয়ার রীতিও রয়েছে। কিন্তু বেসিক ব্যাংকের ৫৬ মামলার ক্ষেত্রে নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত পৌনে আট বছর পেরিয়ে গেছে।

দীর্ঘদিন ধরে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ার কারণে বেশ কয়েকবার অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত। ওই সময় দুদক একাধিকবার বলেছে, তদন্ত দীর্ঘায়িত হওয়ার অন্যতম কারণ হলো আত্মসাৎকৃত অর্থ সম্পূর্ণরূপে নগদে তুলে নিয়ে টাকার অবস্থান গোপন করা হয়েছে। মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষীদের শনাক্ত ও তাদের জবানবন্দি গ্রহণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। সব সাক্ষীর কাছ থেকে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। এসব মামলায় আলামত প্রচুর এবং ব্যাংকের বিশাল পরিমাণ কাগজপত্র থেকে প্রকৃত সব আলামত শনাক্ত করা সময়সাধ্য। এ ছাড়া প্রকৃত আসামিদের শনাক্ত করার প্রক্রিয়াটিও এই মামলায় বেশ জটিল। এ ছাড়া মামলার প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য মালয়েশিয়ায় এমএলএআর করা হয়েছে। সে-সংক্রান্ত প্রতিবেদন ও আলামত পাওয়া যায়নি।

মামলাগুলোর আগের তদন্ত কর্মকর্তারা বদলি হয়ে যাওয়ায় একাধিকবার তদন্তকারী কর্মকর্তাও পরিবর্তন করা হয়েছে। আসামি ও আলামত শনাক্ত করা, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ ও এমএলএআরের পরিপ্রেক্ষিতে বিদেশ থেকে মামলার প্রয়োজনীয় আলামত পাওয়া সাপেক্ষে এবং প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে সব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে আদালতে জমা দেয়া দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত বছরের নভেম্বরে আদালতে জমা দেয়া দুদকের প্রতিবেদনের ওপর শুনানিকালে বিস্ময় প্রকাশ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বলেছেন, ‘এ তো জাস্ট লাইক এ ড্রামা (এ তো নাটক ছাড়া কিছুই না)। যেমন নাটক দেখে হাত তালি দেবেন, নয়তো চুপচাপ বসে থাকবেন, এখানে বিষয়টি সে রকমই।’

দুদকের আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, ‘নির্দিষ্ট সময়ে তদন্ত শেষ করতে না পারলে নিজেরাই যেন দায়িত্ব ছেড়ে দেন।’

আদালত বলেন, ‘কোনো ধরনের ব্যর্থতা ছাড়া’ তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত শেষ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে প্রতিবেদন দিতে হবে হাইকোর্টে। তদন্ত শেষ করতে না পারলে কমিশনের বিরুদ্ধে ‘যথাযথ আইনি পদক্ষেপ’ নেয়া হবে।

এর আগে গত বছরের মার্চে বিচারপতি এম ইনায়েতুর রহিম (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় ব্যাংকটির শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলী চৌধুরীর জামিন মঞ্জুর করে দেয়া রায়ের অভিমতে বলেন, ‘দুদক ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মামলার তদন্ত পরিচালনা করছে।’

রায়ে আদালত বলেন, “কমিশন ‘ফলো দ্য মানি’,” অর্থাৎ টাকার গতিপথ শনাক্ত করতে পারেনি বলে তদন্তকাজ শেষ করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেছে। মামলার তদন্তের ক্ষেত্রে কমিশন এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) নির্দেশনা অনুসরণ করছে বলে দাবি করেছে।

রায়ে বলা হয়, এ মামলায় তদন্তের মূল বিষয়বস্তু হওয়া উচিত, সরকারি কর্মচারী অথবা ব্যাংকার হিসেবে আসামিদের মাধ্যমে ‘অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ’ এবং ‘অপরাধমূলক অসদাচরণ’ সংঘটিত হয়েছে কি না। সুচিন্তিত অভিমত এই যে, ওই অপরাধগুলো প্রমাণে ‘ফলো দ্য মানি’, অর্থাৎ ‘আত্মসাৎকৃত অর্থের গতিপথ শনাক্তকরণ’ আদৌ কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক শর্ত হতে পারে না। মামলাটি মানি লন্ডারিং আইনের অধীন নয় যে অর্থের গতিপথ নির্ধারণ অপরিহার্য বা বাধ্যতামূলক।

নভেম্বরে আদালতের কঠোর হুঁশিয়ারির পর কমিশন অভিযোগপত্র জমা দিল। তবে আদালতের নির্দেশনার তিন মাসের জায়গায় তারা সময় নিয়েছে প্রায় ছয় মাস।


পাকিস্তানের শেষ ২৪ ঘণ্টা: ভুট্টোর চোখে জল ও আত্মসমর্পণের প্রস্তুতি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বরের নাটকীয় মুহূর্ত: ভুট্টোর জাতিসংঘ ত্যাগ

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর, নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তর থেকে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এক আবেগঘন বিদায় নেন। সেদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল। নিরাপত্তা পরিষদের অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর চোখে জল ছিল বলে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে। ভুট্টো সেদিন অধিবেশনে জাতিসংঘের বিরুদ্ধে আগ্রাসনকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “রাখুন আপনাদের নিরাপত্তা পরিষদ। লজ্জাজনক আত্মসমর্পণের সঙ্গে আমি যুক্ত হবো না। আমি কোনো ইঁদুর নই। পালাচ্ছি না, পরিষদ ছেড়ে চলে যাচ্ছি।” ভুট্টোর এই নাটকীয় প্রস্থান পরদিন নিউইয়র্ক টাইমসের পাতায় স্থান পায়। এই সময়ে ফ্রান্স ও ব্রিটেনের যৌথ প্রস্তাব এবং সোভিয়েত ইউনিয়নের উত্থাপিত প্রস্তাবে যুদ্ধবিরতি ও পূর্ব পাকিস্তানের কথিত ‘বিদ্রোহী’দের সাথে রাজনৈতিক সমঝোতার আহ্বান জানানো হয়, যা কূটনীতিকদের কাছে ঢাকার আসন্ন পতনের ইঙ্গিত দেয়।

ষোলো ঘণ্টার আলটিমেটাম এবং আত্মসমর্পণের বার্তা চালাচালি

গুরুত্বপূর্ণ শহর ও ঘাঁটি হারানোর পর পাকিস্তানের শাসকরা পরাজয় নিশ্চিত হয়ে পড়েন। এর আগে ১৪ ডিসেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজিকে চিঠি পাঠিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সৈন্যদের জীবন রক্ষার্থে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইয়াহিয়া খান উল্লেখ করেন যে তিনি ইতিমধ্যেই জাতিসংঘে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা শুরু করেছেন।

এই বার্তা পাওয়ার পর জেনারেল নিয়াজি ও গভর্নর সামরিক উপদেষ্টা ফরমান আলী যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হার্বার্ট স্পিভ্যাকের সাথে দেখা করে 'সম্মানজনক শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি'র একটি বার্তা ভারতের কাছে পাঠানোর অনুরোধ জানান। স্পিভ্যাক বার্তাটি দিল্লির বদলে ওয়াশিংটনে পাঠান, যেখান থেকে তা ভারতের তৎকালীন সেনাপ্রধান শ্যাম মানেকশর কাছে পৌঁছায় ১৫ ডিসেম্বর দুপুরে।

জেনারেল মানেকশ সেই বার্তার জবাবে স্পষ্ট জানিয়ে দেন যে, বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সামরিক ও আধা সামরিক বাহিনী আত্মসমর্পণ করলেই কেবল তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভারতের পক্ষ থেকে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তিনি ঢাকায় বিমান হামলা বন্ধের নির্দেশও দেন। আত্মসমর্পণের জন্য তিনি পরদিন সকাল ৯টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন, যদিও পরে জে এফ আর জ্যাকবের লেখা অনুযায়ী এই সময়সীমা আরও কয়েক ঘণ্টা বাড়ানো হয়েছিল।

যুদ্ধের শেষ দিনের চিত্র

যুদ্ধের শেষ এই দিনে একদিকে আত্মসমর্পণের বার্তা চালাচালি চলছিল, অন্যদিকে ভারতীয় যুদ্ধবিমান দিনভর পাকিস্তানি বাঙ্কার, আবাসস্থল ও কমান্ড-কেন্দ্রগুলোর ওপর বোমা বর্ষণ করতে থাকে। পাকিস্তানি সেনারা আত্মরক্ষার জন্য কিছু বাঙ্কারের ছাদে হাত-পা বেঁধে স্থানীয়দের শুইয়ে রেখেছিল, যার ফলে ভারতীয় বিমান হামলা মাঝে মাঝে ব্যর্থ হয়। একই সময়ে স্থলপথে মুক্তি ও ভারতীয় সেনারা ঢাকার দিকে দ্রুত অগ্রসর হচ্ছিলেন। নিউইয়র্ক টাইমসের বর্ণনা অনুযায়ী, সেদিন মুক্তিবাহিনীর ঢাকামুখী যাত্রা ছিল বিজয়ীর মতো, পথে সাধারণ মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছিল, তবে নদীতে তখন লাশের স্তূপ ভাসছিল।


হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন বিডার আশিক চৌধুরী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের মধ্যে একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানাই।’

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে।

চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড-শো। পরে সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে।

এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি।

তিনি জাতীয় সংসদের ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। সেদিন রাত থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।


ওসমান হাদিকে গুলি: ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ৩ দিনের রিমান্ডে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। পল্টন থানার উপপুলিশ পরিদর্শক সামিম হাসান হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন এবং পরবর্তীতে সাত দিনের রিমান্ড চান।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয় যে, আসামির কাছ থেকে ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটর সাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাত পরিচয়ের পলাতক আসামিদের নাম, ঠিকানা সংগ্রহ, অবস্থান ও গ্রেপ্তারের জন্য, মূল রহস্য উদঘাটন এবং অবৈধ অস্ত্র সংগ্রহের উৎস জানার জন্য রিমান্ড প্রয়োজন।

জানা যায়, র‍্যাব-২ হান্নানকে আটক করে পল্টন মডেল থানায় সোপর্দ করে। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় দুই সন্ত্রাসী একটি মোটরসাইকেলে এসে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব-২ সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করে এবং বিআরটিএ থেকে মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে চিহ্নিত করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না: ঢাবি উপাচার্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এর ঐতিহাসিক ঘটনাগুলো পরস্পরবিরোধী নয় বরং এগুলো বাংলাদেশের জাতীয় সত্তা ও ইতিহাস নির্মাণ করেছে। এসব ঘটনাকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টির যে রাজনৈতিক অপচেষ্টা চলছে, সে ব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, শহিদ গিয়াস উদ্দিন আহমদের ছোট বোন অধ্যাপক সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি ও কারিগরি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, বিভিন্ন দফতরের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ শুধু স্মরণীয় কোনো ইতিহাস নয় বরং আমাদের জাতীয় ঐক্য, পরিচয় ও অস্তিত্বের ভিত্তি। এই আত্মত্যাগ যতদিন আমাদের স্মৃতিতে জীবিত থাকবে, ততদিন জাতি হিসেবে আমাদের ঐক্য অটুট থাকবে।

উপাচার্য বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস কেবল আনুষ্ঠানিক কোনো দিবস নয়; এটি আত্মত্যাগের দায় স্বীকার করার উপলক্ষ।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ একটি কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে শহিদদের স্মৃতি আমাদের জন্য ঐক্যবদ্ধ থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্য দিয়েই শহিদদের প্রতি আমাদের ঋণের কিছুটা হলেও শোধ করা সম্ভব।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরের মানুষের আরও বেশি অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব আয়োজন শুধু স্মরণ নয় বরং ঋণ স্বীকার ও দায়িত্ব পালনের একটি সম্মিলিত অঙ্গীকার।

দিবসটি উপলক্ষ্যে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে কালো পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণস্থ স্মৃতিসৌধ, বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধ এবং মিরপুর ও রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।


জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানালো বুয়েট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার নৃশংস অপচেষ্টার শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আজ রবিবার, ১৪ ডিসেম্বর সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সঙ্গে উপস্থিত বুয়েট পরিবারের সকল সদস্য নীরবতা ও গভীর ভাবগম্ভীরতার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, প্রভোস্টবৃন্দ, অফিস প্রধানগণ, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালকবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থিত সবার কণ্ঠে ও চোখে ছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনা ও তাঁদের আদর্শে দেশ গড়ার দৃঢ় প্রত্যয়।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবীরা জাতির বিবেক ও আলোকবর্তিকা। তাঁদের রক্তের ঋণ শোধ করা সম্ভব না হলেও বুয়েট বিশ্বাস করে—শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ জাতি গঠনের মধ্য দিয়েই তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো যায়। শহীদ বুদ্ধিজীবী দিবসে সেই অঙ্গীকারই পুনর্ব্যক্ত করলো বুয়েট।


লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিতে আইনি নোটিশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান ভয়াবহ নিরাপত্তা সংকটের পরিপ্রেক্ষিতে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের মহাপরিচালকের কাছে জনস্বার্থে প্রেরণ করেন।

নোটিশে উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ পতন হলেও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ও নিরাপত্তা স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়, যার একটি বড় অংশ এখনও উদ্ধার হয়নি। এসব অবৈধ অস্ত্রের কারণে আসন্ন নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবনের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন যে, ইতিমধ্যেই নির্বাচনী সহিংসতা ও প্রাণনাশের আশঙ্কা দৃশ্যমান হতে শুরু করেছে এবং এই চরম নিরাপত্তাহীনতার মধ্যে নির্বাচন আয়োজন করলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। নোটিশে ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অবৈধ অস্ত্রের উপস্থিতির প্রমাণ হিসেবে তুলে ধরা হয়।

নোটিশে আরও বলা হয়, এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা হলে তা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের ‘জীবনের অধিকার’ লঙ্ঘন করবে। যদিও ‘জুলাই সনদ’ গণভোট একটি জাতীয় ঐকমত্যের বিষয় হওয়ায় তাতে সহিংসতার আশঙ্কা কম, তবে জাতীয় সংসদ নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক প্রক্রিয়া হওয়ায় অবৈধ অস্ত্রের উপস্থিতিতে নির্বাচন আয়োজনকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এমতাবস্থায়, নোটিশে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ‘জুলাই সনদ’ গণভোট যথাসময়ে আয়োজনের দাবি জানানো হলেও, সব লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।


দিল্লির দায়িত্বশীল ভূমিকা চায় ঢাকা, ভারত চায় শান্তিপূর্ণ নির্বাচন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভারতের অভ্যন্তরে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যরা বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে—এমন অভিযোগ তুলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে ঢাকা নয়াদিল্লির কাছ থেকে জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছে, যাতে এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধ হয়। একই সাথে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় দিল্লির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত বলেও ঢাকা জানিয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসব উদ্বেগ তুলে ধরা হয়। সরকারের অভিযোগ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর জন্য নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি।

অন্যদিকে, জবাবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন যে, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই ভারতের প্রত্যাশা এবং এই লক্ষ্যে ঢাকাকে সব ধরনের সহযোগিতা দিতে দিল্লি প্রস্তুত।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণের বিষয়েও দিল্লির প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে। এছাড়াও, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যদের দেশবিরোধী কর্মকাণ্ডের দিকেও হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।


শরীফ ওসমান হাদিকে গুলি: আরও ২ জন গ্রেফতার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পুলিশ আরও দুই জনকে গ্রেফতার করেছে, যদিও তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ রবিবার (১৪ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, র‍্যাব হামলাস্থলে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছিল। জানা যায়, আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন শ্রমিক।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে, তাঁর অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।


নির্বাচন ও গণভোট সামনে রেখে সব রাজনৈতিক দলকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সরকার সকল রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে নিরাপত্তা প্রটোকল প্রদান করবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় যে, পুলিশ এই প্রটোকল দেবে।

এই নিরাপত্তা প্রটোকলের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী, তাঁদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকবে।

এছাড়াও, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশেষ বাড়তি নিরাপত্তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতোমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান চলছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের হাতের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষা করা হচ্ছে।

প্রেস উইং থেকে আরও জানানো হয় যে, প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে সীমান্ত পার হতে না পারে, সেজন্য শুক্রবার রাতেই সমস্ত ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও তথ্য সরবরাহ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। অভ্যন্তরীণভাবে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা গেলেও স্থান পরিবর্তনের কারণে এখনো তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ প্রধান সন্দেহভাজনের চলাচলের ইতিহাস (ট্রাভেল হিস্ট্রি) সংগ্রহ করেছে, যা থেকে দেখা যায় যে তিনি আইটি ব্যবসায়ী পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন; সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজন সন্দেহভাজনকে ইতোমধ্যে নজরদারিতে রাখা হয়েছে।


হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার পরিকল্পনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও ‘ডিপ কোমা’য় রয়েছেন। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তার পরিবার ও সংগঠন।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে হাদির চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাদির শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে, তবে তার শরীরে কিছু অভ্যন্তরীণ সাড়া (ইন্টারনাল রেসপন্স) পাওয়া যাচ্ছে। চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, যা আগামীকাল সোমবার রাতে শেষ হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত তাকে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এদিকে, হাদির পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধারা তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নিলেও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার ওপর। চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশে স্থানান্তরের ধকল সয়ে নেওয়ার মতো শারীরিক স্থিতিশীলতা ফিরে এলেই কেবল তাকে দেশের বাইরে পাঠানো সম্ভব হবে।


শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ।

এ সময় ঘড়ির কাঁটায় সময় সকাল ৭টা ২২ মিনিট।

পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পাশাপাশি তিনি আহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ।

একাত্তরের নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই এই ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্বাধীনতার সূর্য ওঠার আগমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চেষ্টা চালায়।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল আনুমানিক ৭টা ০৪ মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।


হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১৪ ডিসেম্বর) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মাসুদ এবং তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে।

এনবিআরের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, হত্যাচেষ্টার ঘটনার চলমান তদন্তের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সন্দেহভাজনের আর্থিক লেনদেনের তথ্য যাচাই এবং হামলার পেছনে অর্থের উৎস খুঁজে বের করতেই মাসুদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সব হিসাব সাময়িকভাবে অবরুদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, মাসুদের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বেসিসের সদস্য।

এদিকে গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে এবং আর্থিক যোগসূত্র বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।


শহীদ টিটোর আত্মত্যাগে হানাদারমুক্ত হয় সাভার, বিনম্র শ্রদ্ধায় স্মরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আজ ১৪ ডিসেম্বর, সাভারবাসীর ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটোর বীরত্বপূর্ণ আত্মত্যাগের মধ্য দিয়ে হানাদারমুক্ত হয়েছিল ঢাকার সাভার ও আশুলিয়া জনপদ। বিজয়ের ঠিক আগমুহূর্তে ১৬ বছর বয়সী এই বীর কিশোরের রক্তে রঞ্জিত হয়েছিল সাভারের মাটি, যার ফলে পিছু হটতে বাধ্য হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

মুক্তিযুদ্ধের শেষলগ্নে উত্তরবঙ্গ ও টাঙ্গাইল থেকে পালিয়ে আসা পাকিস্তানি সেনারা ১৪ ডিসেম্বর সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবস্থান নিলে মুক্তিযোদ্ধারা শ্রীগঙ্গা কাঁঠালবাগানে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। শুরু হয় তীব্র সম্মুখযুদ্ধ। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে হানাদার বাহিনী পিছু হটতে থাকলে বিজয়ের উল্লাসে সহযোদ্ধাদের সতর্কবার্তা উপেক্ষা করে সামনে এগিয়ে যান অকুতোভয় কিশোর টিটো। ঠিক সেই মুহূর্তেই শত্রুর বুলেটে তিনি শহীদ হন। তার এই মহান আত্মত্যাগের মাধ্যমেই নিশ্চিত হয় সাভারের স্বাধীনতা।

মানিকগঞ্জের উত্তর শেওতা গ্রামের সন্তান ও দশম শ্রেণির ছাত্র টিটো ২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন ডেইরি গেট এলাকায় সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে আজ তার সমাধিসৌধ ‘টিটোর স্বাধীনতা’য় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বরের এই চূড়ান্ত লড়াই ছাড়াও সাভারের মধুরআঁটি ও বিরুলিয়ার রুস্তমপুরেও মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যার নেতৃত্বে ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ অন্য কমান্ডাররা। ১৫ ডিসেম্বর যৌথ বাহিনীর আক্রমণে শত্রুরা পুরোপুরি ঢাকার দিকে পালিয়ে গেলে সাভার সম্পূর্ণ নিরাপদ হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ ছাড়াও ‘সংশপ্তক’, ‘বিজয় যাত্রা’র মতো ভাস্কর্য এবং সড়ক ও স্থাপনার নামকরণ করা হয়েছে শহীদদের স্মরণে।


banner close