ভোরের প্রথম সূর্য উদয়ের মধ্যে দিয়ে শুরু হবে বাংলা ক্যালেন্ডারের নতুন আরেকটি বছর। কালের আবর্তে হারিয়ে যাবে একটি বছর। প্রতিবছরই বাংলা নববর্ষের প্রথম দিন রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে চলে নতুন বছরকে বরণ করে নেয়ার নানান যজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিরা মেতে ওঠে নব আনন্দে নতুনকে বরণ করে নেওয়ার এক উৎসবে। রমনার বটমূল থেকে গান-কবিতায় বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪৩১।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে রমনার বটমূলে অনুশীলন করেন সংস্কৃতিচর্চা কেন্দ্র ছায়ানটের শিল্পীরা। ১৭০ জন শিল্পী মঞ্চে দুই ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন করেছেন। মূলত শব্দ ব্যবস্থাপনা, কারিগরি ব্যবস্থা ও মঞ্চের সঙ্গে শিল্পীদের অভ্যস্ত করাই ছিল গতকালকের এ মহড়ার মূল উদ্দেশ্য। তৈরি করা হয়েছে একসঙ্গে সব শিল্পীর বসার মতো করে মঞ্চ। বসানো হয়েছে পাটাতন। বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে নির্দিষ্ট সীমানাও।
বর্ষবরণের অনুষ্ঠানে ছায়ানটের পক্ষ থেকে যাদের প্রবেশের বিশেষ কার্ড দেওয়া হয়েছে, তারাই শুধু সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন। অন্য সবাই বর্ষবরণের এ আয়োজন উপভোগ করতে পারবেন নিরাপত্তাবেষ্টনীর বাইরে বসেই।
আজ রোববার ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ৩০টি পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানাবেন ছায়ানটের শিল্পীরা। তাদের সঙ্গে নগরবাসীও নতুন বছরে বরণ করে নিবেন সুরে সুরে। ভোরের আলো ফুটতেই আহীর ভৈরব রাগে বাঁশির সুরে এবারের নতুন বছর আবাহনের শুরু হবে। পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। এবারের নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালোভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়। রমনার বটমূলে মূল আয়োজনটি হলেও পুরো রমনায় শব্দযন্ত্র স্থাপন করা হয়েছে। একটু পরপর বসানো হয়েছে মাইক। যাতে দূর থেকেও শোনা যায় বর্ষবরণের আহ্বান। এদিকে রমনার বটমূলের নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে সেখানে আছেন র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি। আছে ডগ স্কোয়াডও।
দেশের অন্যতম প্রধান সংস্কৃতিচর্চা কেন্দ্র ও সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানটের আয়োজনে বর্ষবরণের সংগীতানুষ্ঠান হয়ে আসছে ১৯৬৭ সাল থেকে। এরপর কেবল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ অনুষ্ঠান হয়নি। করোনা মহামারির সময় দুই বছর হয়েছে অনলাইনে। তাছাড়া কখনও রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন বাদ পড়েনি।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই জানাজায় দলের শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গতকাল বুধবার রাতে কারওয়ান বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী মুসাব্বিরকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে। সেই সময় মুসাব্বিরের সঙ্গে তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও উপস্থিত ছিলেন। গুলিতে মুসাব্বির ও আবু সুফিয়ান দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
আহত আবু সুফিয়ান মাসুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আবু সুফিয়ানের পেটের বাম পাশে গুলি লেগেছে এবং বর্তমানে জরুরি বিভাগে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। মাসুদের বাসা কেরানীগঞ্জে হলেও তিনি সাংগঠনিক কাজে কারওয়ান বাজার এলাকায় মুসাব্বিরের সাথে অবস্থান করছিলেন। হঠাৎ করে এই অতর্কিত হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম এই খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির নিহত হয়েছেন এবং পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। সন্ত্রাসীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের মতে, জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তেজগাঁও ও নয়াপল্টন এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতার সুযোগে অপরাধী চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে, যার প্রকৃত কারণ উদ্ঘাটনে গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকা নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে সরকার ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করতে যাচ্ছে। এ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে একটি খসড়া অধ্যাদেশ প্রস্তুত করেছে এবং বর্তমানে তা নিয়ে সংশ্লিষ্ট মহলের মতামত গ্রহণ করছে। শীতলক্ষ্যা তীরবর্তী এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের ভূ-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল ব্যবস্থাপনা এবং পর্যটন শিল্পের বিকাশ নিশ্চিত করাই এই কর্তৃপক্ষের মূল লক্ষ্য। প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, কর্তৃপক্ষের নেতৃত্বে থাকবেন একজন চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য, যাদের মেয়াদ হবে তিন বছর। কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি এই পদে থাকতে পারবেন না। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র থেকে আরও পাঁচজন প্রতিনিধি এই কর্তৃপক্ষের সদস্য হিসেবে থাকবেন।
প্রস্তাবিত খসড়ায় কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ একটি মহাপরিকল্পনা প্রণয়ন করবে এবং এর আওতাভুক্ত এলাকায় ভূমি ক্রয়, অধিগ্রহণ ও উন্নয়ন ফি ধার্য করতে পারবে। মহাপরিকল্পনায় উল্লিখিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে ভূমি ব্যবহার করা যাবে না। যদি কেউ এই বিধান লঙ্ঘন করেন, তবে তাকে এক বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বিশেষ করে জলাধার রক্ষার ক্ষেত্রে খসড়ায় অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নদী, খাল-বিল বা কোনো প্রাকৃতিক জলাধারের পানিপ্রবাহ বাধাগ্রস্ত করা যাবে না।
কৃত্রিম জলাধার খনন বা নিচু ভূমি ভরাটের মাধ্যমে পানির প্রবাহ বন্ধ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে খসড়াটিতে। কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো খননকাজ বন্ধের নির্দেশ দিতে পারবে। এই নির্দেশ অমান্য করলে বা জলাধার ভরাট করলে প্রথমবার দুই বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা বেড়ে দুই থেকে ১০ বছরের কারাদণ্ড এবং দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া খেলার মাঠ, উদ্যান ও প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে ২০০০ সালের প্রচলিত সংরক্ষণ আইনটি কার্যকর থাকবে বলে খসড়া অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও থানায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে সুনির্দিষ্ট করে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশন্য মারমা মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।
ঘটনার সূত্রপাত হয় গত বুধবার রাতে, যখন রাজধানীর তেজতুরি বাজার এলাকায় স্টার কাবাবের পাশের গলিতে ওত পেতে থাকা দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিমের তথ্যমতে, মুসাব্বিরের পেটে তিনটি গুলি লাগে এবং গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুফিয়ান বেপারি মাসুদও গুলিবিদ্ধ হন। পাঁজরে গুলি লাগা অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে।
দেশের বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে। গত বুধবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। নতুন এই আইন অনুযায়ী, সরকারের তালিকাভুক্ত কোনো নিষিদ্ধ প্রজাতির গাছ অথবা বন অধিদপ্তর কর্তৃক ঘোষিত বিপদাপন্ন কোনো গাছ কাটলে অপরাধীকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। কেবল গাছ কাটাই নয়, কোনো গাছের ক্ষতিসাধন করার উদ্দেশ্যে সেটিতে ধাতব বস্তু বা পেরেক প্রবেশ করালে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া আদালত চাইলে অপরাধীকে কেবল আর্থিক দণ্ডই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিপূরণমূলক বনায়ন বা নতুন চারা রোপণের নির্দেশ দিতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনুমতি নিয়ে গাছ কাটার ক্ষেত্রেও যদি কেউ ভুল নিয়ম অনুসরণ করেন, তবে তাঁকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে হবে।
এই অধ্যাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বনভূমির সুরক্ষা নিশ্চিত করা। এখন থেকে জেলা প্রশাসকরা আর বনের জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ইজারা দিতে পারবেন না। গেজেটভুক্ত সকল বনভূমি এখন থেকে সরাসরি বন বিভাগের নামে রেকর্ডভুক্ত করা হবে। যদিও রক্ষিত ও অর্জিত বনগুলোর নামিক মালিকানা জেলা প্রশাসকের অধীনে থাকতে পারে, তবে সেগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব থাকবে বন বিভাগের হাতে। বনভূমির দীর্ঘদিনের জমি সংক্রান্ত জটিলতা ও সীমানা বিরোধ মেটাতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোনো শিল্প এলাকার ভেতরে এক একরের কম বিচ্ছিন্ন বনভূমি থাকলে, জনস্বার্থ বিবেচনায় তা বিনিময়ের সুযোগ রাখা হয়েছে; তবে শর্ত হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্বিগুণ পরিমাণ নিষ্কণ্টক জমি বন বিভাগকে হস্তান্তর করতে হবে যা পরবর্তীতে সংরক্ষিত বন হিসেবে ঘোষিত হবে।
গাছ কাটার ক্ষেত্রে অনুমতির বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এই অধ্যাদেশে। সরকারি বন, সামাজিক বন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি সম্পত্তিতে থাকা যেকোনো গাছ কাটতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে বন সংরক্ষণ কর্মকর্তার অনুমতি নিতে হবে। এমনকি ব্যক্তিমালিকানাধীন জমির গাছও যদি সরকারি ‘কর্তনযোগ্য’ তালিকায় থাকে, তবে সেটির জন্যও আগাম অনুমতি প্রয়োজন হবে। তবে মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে; যেমন—মৃত বা রোগাক্রান্ত গাছ, ঝড়ে ভেঙে পড়া বা দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত গাছ এবং জীবন-সম্পদের জন্য ঝুঁকি তৈরি করা গাছ কাটতে কোনো আগাম অনুমোদনের প্রয়োজন হবে না। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে নিয়মটি কিছুটা ভিন্নভাবে পরিচালিত হবে, যেখানে বিদ্যমান ‘চট্টগ্রাম হিলট্র্যাকস রেগুলেশন, ১৯৯০’ অনুসরণ করা হবে এবং কাটা প্রতিটি গাছের বিপরীতে একই এলাকায় সমসংখ্যক চারা রোপণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই অধ্যাদেশটিকে সময়ের দাবি হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান যে, নতুন এই আইনের ফলে দেশের পরিবেশগত নিরাপত্তা আরও জোরদার হবে এবং বন্যপ্রাণী ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে। প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী মনে করেন, এই আইনের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রাচীন গাছ ও গণপরিসরের বৃক্ষরাজি রক্ষা করা সম্ভব হবে। দীর্ঘ ১৪ বছর ধরে খসড়া পর্যায়ে থাকার পর এই অধ্যাদেশটি আলোর মুখ দেখায় প্রকৃতি সংরক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা একে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বনের অখণ্ডতা বজায় রাখা এবং বনভূমি গ্রাস করার প্রবণতা বন্ধে এই আইনি কাঠামোটি একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে।
নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার মাধ্যমে দেশজুড়ে তীব্র শীত ও শৈত্যপ্রবাহের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, দেশের চারটি বিভাগ এবং ১২টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং কুমিল্লার মতো জেলাগুলোতে কনকনে ঠান্ডার সাথে ঘন কুয়াশার দাপট জনজীবনকে স্থবির করে দিয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গত কয়েকদিন সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি বহুগুণ বেড়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের এমন দাপট বজায় থাকতে পারে, তবে আগামী শনিবার থেকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
শীতের এই রুদ্ররূপে সবচাইতে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, রিকশাচালক এবং নির্মাণ শ্রমিকদের জীবিকা এখন সংকটের মুখে, কারণ তীব্র শীতের কারণে বাইরে কাজ কমে গেছে এবং মানুষও ঘর থেকে কম বের হচ্ছে। যশোর ও সাতক্ষীরার মতো জেলাগুলোতে শ্রমবাজারে কাজের সন্ধানে আসা মানুষের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। সাতক্ষীরায় তাপমাত্রা ৮.৮ ডিগ্রিতে নেমে আসায় গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে। অনেক রিকশাচালক জানিয়েছেন যে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাওয়ায় তারা দীর্ঘক্ষণ রিকশা চালাতে পারছেন না, ফলে দিনের উপার্জন দিয়ে সংসার চালানো তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। রাতে এবং ভোরে কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জনস্বাস্থ্যের ওপর শীতের প্রভাব এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২০ দিনে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯ জনই শিশু। হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডগুলো এখন সক্ষমতার চেয়েও দ্বিগুণ রোগীতে ঠাসা। সেখানে নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্টজনিত রোগীর ভিড় বাড়ছে এবং জায়গার অভাবে অনেককে হাসপাতালের বারান্দা বা মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করা এখন অপরিহার্য। একইভাবে নীলফামারী হাসপাতালেও নবজাতক ও শিশুদের শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যাতে শিশুদের গরম কাপড় ও গরম খাবার নিশ্চিত করার পাশাপাশি বাসি খাবার এড়িয়ে চলা হয়।
কেবল জনজীবন নয়, শীত ও ঘন কুয়াশা দেশের কৃষিখাতেও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। দিনাজপুরের হিলিসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে বোরো বীজতলা নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘন কুয়াশার কারণে বীজে পচন ধরছে এবং চারাগুলো হলদে হয়ে মরে যাচ্ছে, যা কৃষকদের বড় ধরণের লোকসানের মুখে ফেলেছে। কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন যাতে তারা স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখেন এবং ছত্রাকনাশক স্প্রে করেন। অন্যদিকে, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন জেলার প্রশাসন ও বেসরকারি সংগঠনগুলো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক নিজে রাতভর বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করছেন, যদিও চাহিদার তুলনায় এই সহায়তা এখনও অপ্রতুল বলে সাধারণ মানুষ অভিযোগ করেছেন। সব মিলিয়ে হাড়কাঁপানো শীতে বর্তমানে পুরো দেশ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বুধবার শোকবার্তাটি প্রকাশ করে।
গত ২ জানুয়ারি পাঠানো ওই বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত।’
অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।’
শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, শোকের এই সময়ে তিনি প্রয়াত নেত্রীর পরিবার ও স্বজনদের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দেশের মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন।
বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সূত্র: বিএসএস
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর দায়ে অভিযুক্ত সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এক আদেশের মাধ্যমে এই শুনানির পরবর্তী তারিখ আগামী ১১ জানুয়ারি (রোববার) নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নথিপত্র উপস্থাপনের লক্ষে সময় প্রার্থনা করলে আদালত এই সিদ্ধান্ত প্রদান করেন। উল্লেখ্য যে, এই মামলায় জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতে দাখিলকৃত অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, জয় ও পলকের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে যে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এই দুই ব্যক্তি পারস্পরিক আলোচনার ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাতে নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ মানুষের প্রাণহানির চিত্র বিশ্ববাসীর সামনে না আসতে পারে। এছাড়া তাঁরা সুপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ইন্টারনেট লাইন পুড়িয়ে দিয়েছে, যা তদন্তে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য আদালতের পক্ষ থেকে ‘স্টেট ডিফেন্স’ বা রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রমও এগিয়ে চলেছে। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মতো ভয়াবহ অপরাধসহ বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। জুলাই আন্দোলনের সময় ঘটা নৃশংসতা ও বিগত সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল বর্তমানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। রোববারের শুনানির মধ্য দিয়েই জয় ও পলকের এই হাই-প্রোফাইল মামলার পরবর্তী বিচারিক ধাপগুলো আরও স্পষ্ট হবে এবং ন্যায়বিচারের পথে এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বর্তমানে এই মামলার কার্যক্রম ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ ও কৌতূহল বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রে ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে গমনকারী বাংলাদেশিদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে বি১ ও বি২ ক্যাটাগরিতে ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হবে। মূলত ভিসার অপব্যবহার এবং নির্দিষ্ট মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়ার (ওভারস্টে) প্রবণতা রোধ করতেই ট্রাম্প প্রশাসন এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশের পাশাপাশি আরও ৩৭টি দেশের ওপর এই নিয়ম কার্যকর করা হয়েছে, যার মধ্যে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে নেপাল ও ভুটানও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, যেসব দেশের নাগরিকদের নির্ধারিত মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে থাকার হার ঐতিহাসিকভাবে বেশি, সেই দেশগুলোকেই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভিসা ইস্যুকারী কনস্যুলার কর্মকর্তা ইন্টারভিউয়ের সময় প্রতিটি আবেদনকারীর প্রোফাইল পর্যালোচনা করে এই জামানতের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করবেন। আবেদনকারীকে এই প্রক্রিয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নির্দিষ্ট ফর্ম ‘I-352’ পূরণ করতে হবে এবং অর্থ জমা দেওয়ার জন্য শুধুমাত্র মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম ‘Pay.gov’ ব্যবহার করতে হবে। তবে এটি মনে রাখা জরুরি যে, এই জামানত বা বন্ড জমা দেওয়ার মানেই ভিসা প্রাপ্তির কোনো গ্যারান্টি নয়। যদি কোনো আবেদনকারী কনস্যুলার কর্মকর্তার সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া আগেই কোনো ফি বা জামানত জমা দেন, তবে সেই অর্থ ফেরত পাওয়া যাবে না। এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে, ভ্রমণকারীরা দেশটিতে প্রবেশ করার পর আইন মেনে যথাসময়ে নিজ দেশে ফিরে যাবেন।
নতুন এই নিয়মে যাতায়াতের ক্ষেত্রেও কিছু কঠোর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। জামানত প্রদানকারী ভিসা ধারীদের অবশ্যই নির্দিষ্ট তিনটি বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং প্রস্থান করতে হবে। এই বিমানবন্দরগুলো হলো—বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর (BOS), নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (JFK) এবং ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর (IAD)। এই নির্ধারিত পথ ছাড়া অন্য কোনোভাবে যাতায়াত করলে সেটি নিয়মের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং বিমানবন্দর থেকেই প্রবেশ বা প্রস্থানের অনুমতি প্রত্যাখ্যান করা হতে পারে। প্রতিটি প্রবেশ ও প্রস্থানের সময় হোমল্যান্ড সিকিউরিটি নিবিড়ভাবে রেকর্ড করবে, যার ওপর ভিত্তি করেই জামানতের পরবর্তী ভাগ্য নির্ধারিত হবে।
সবশেষে, এই জামানতের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ভিসার শর্ত পালনের ওপর নির্ভর করবে। যদি কোনো পর্যটক বা ব্যবসায়ী তাঁর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বা মেয়াদের শেষ দিনে নিয়ম মেনে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তবে তাঁর জমা দেওয়া পুরো অর্থ ফেরত দেওয়া হবে। এছাড়াও যদি কারও ভিসা আবেদন শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করা হয় কিংবা কেউ ভিসা পাওয়ার পর শেষ পর্যন্ত ভ্রমণ না করার সিদ্ধান্ত নেন, তাহলেও তাঁরা অর্থ ফেরত পাবেন। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করলে অথবা যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনা করলে সেই অর্থ চূড়ান্তভাবে বাজেয়াপ্ত করা হবে। ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপটি মূলত বৈধ পথে যাতায়াত নিশ্চিত করতে এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।
সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক অসুস্থ যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাঝআকাশে ওই যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর পার্শ্ববর্তী কোনো বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হলেও পাইলট তা অমান্য করেছেন। গত ৩১ ডিসেম্বর সংঘটিত এই ঘটনায় ফ্লাইট বিজি ২০১-এর পাইলট আলেয়ার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। বিমানটি যখন পাকিস্তানের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছিল, তখনই এই জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। কন্ট্রোল টাওয়ার থেকে যাত্রীর প্রাণ রক্ষার্থে দ্রুততম সময়ে নিকটস্থ কোনো বিমানবন্দরে জরুরি অবতরণ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হলেও পাইলট তা উপেক্ষা করেন। তিনি পার্শ্ববর্তী বিমানবন্দরে না নেমে বরং দীর্ঘ তিন ঘণ্টা সময় ব্যয় করে পুনরায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই সংকটকালীন সময়টুকু ছিল অত্যন্ত সংবেদনশীল, কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সুবিধা না পাওয়ায় এবং মাঝআকাশে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে বিমানের ভেতরেই ওই যাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাইলটের এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে কেবল একটি মূল্যবান প্রাণের অবসানই ঘটেনি, বরং আবহাওয়াগত জটিলতায় বিমানটি ওই দিন আর লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে না পারায় সাধারণ যাত্রীরাও চরম ভোগান্তির শিকার হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম জানিয়েছেন যে, পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে বিমানের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বিমানের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সংস্থাটির ফ্লাইট সেফটি প্রধান। কমিটির অন্য সদস্যরা হলেন কাস্টমার সার্ভিসের জেনারেল ম্যানেজার এবং অ্যাকাউন্টস ও প্যাসেঞ্জার রেভিনিউ প্রসেস র্যাপিডের ম্যানেজার। এই কমিটি মূলত খতিয়ে দেখবে কেন পাকিস্তানের আকাশসীমা থেকে পার্শ্ববর্তী কোনো নিরাপদ বিমানবন্দরে না নেমে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু ছিল। এছাড়া সংশ্লিষ্ট যাত্রীর উড্ডয়ন পূর্ববর্তী মেডিকেল ফিটনেস যাচাই করা হয়েছিল কিনা এবং বিমানে থাকা জরুরি জীবনরক্ষাকারী সরঞ্জাম ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সময়মতো প্রয়োগ করা হয়েছিল কি না, সেসব বিষয়ও প্রতিবেদনে গুরুত্ব পাবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট পাইলট ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
সারা দেশে বয়ে যাওয়া তীব্র শীতের প্রকোপের মধ্যে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে নওগাঁ। বুধবার সকাল ৬টার দিকে জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গতকাল মঙ্গলবার রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা ছিল তখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন। নওগাঁর ওপর দিয়ে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর সাথে যুক্ত হয়েছে উত্তরের হিমেল বাতাস ও বাতাসে অত্যধিক আর্দ্রতা। এই প্রতিকূল আবহাওয়ার কারণে নওগাঁর সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতিতে সূর্যের দেখা না মেলায় হাড়কাঁপানো ঠান্ডার তীব্রতা বহুগুণ বেড়েছে।
শীতের এই ভয়াবহ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তীব্র ঠান্ডার কারণে ভোরবেলা কাজের সন্ধানে বের হওয়া কঠিন হয়ে পড়ায় অনেক দিনমজুর ও রিকশাচালকের আয় মারাত্মকভাবে কমে গেছে। শহরের মোড়ে মোড়ে এবং গ্রামীণ জনপদে অসহায় মানুষদের খড়কুটো ও টায়ার জ্বালিয়ে আগুনের তাপে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যাচ্ছে। হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে; নওগাঁর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ নানা ধরণের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন যে, গত টানা তিন সপ্তাহ ধরে এ অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সকালের রেকর্ড করা তাপমাত্রা এ বছরে সারা দেশের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন। তিনি আরও সতর্ক করে দিয়েছেন যে, আকাশ মেঘলা থাকার কারণে এবং হিমেল বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে এবং তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। সামগ্রিকভাবে, তীব্র শীত আর কুয়াশার দাপটে নওগাঁর জনপদে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত শেষে ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীকে। তাঁর নির্দেশেই ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার ২৫ দিন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে হাদির মৃত্যুর ১৯ দিনের মাথায় গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। দ্রুততম সময়ে তদন্ত শেষ করার বিষয়ে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, কোনো তাড়াহুড়ো না করে বরং সকল তথ্য-প্রমাণ ও ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ করেই এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ডিবির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীফ ওসমান হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন এবং তিনি বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিগত কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত সোচ্চার ও সমালোচনামূলক বক্তব্য প্রদান করতেন। তাঁর এই রাজনৈতিক অবস্থানের কারণেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা তাঁর ওপর চরমভাবে ক্ষুব্ধ ছিল। চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১২ জন ইতিমধ্যে গ্রেপ্তার হলেও শুটার ফয়সাল করিম মাসুদ ও পরিকল্পনাকারী তাইজুল ইসলামসহ ৫ জন এখনো পলাতক রয়েছেন। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং হাদির দেওয়া বিভিন্ন বক্তব্যের সূত্র ধরেই পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তদন্তকালে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে গোয়েন্দা কর্মকর্তাদের দাবি।
অভিযোগপত্রে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের পাশাপাশি বিভিন্নভাবে সহায়তা প্রদানকারীদের নামও উঠে এসেছে। ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্ত পার হতে এবং আত্মগোপনে আর্থিক সহায়তা প্রদান করার জন্য ফয়সালের বাবা-মা, বোন এবং ভগ্নিপতিসহ নিকটাত্মীয়দের অভিযুক্ত করা হয়েছে। এমনকি সীমান্ত পার করে ভারতে পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করেছেন, তাদেরও এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি শুটার ফয়সাল দুবাই থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করলেও ডিবি প্রধান সেই দাবি নাকচ করে দিয়েছেন। ডিবির মতে, ফয়সাল দুবাইয়ে থাকার যে দাবি করছেন তা সঠিক নয় এবং ভিডিওটির ফরেনসিক পরীক্ষা এখনো বাকি থাকলেও প্রাথমিক তথ্য অনুযায়ী তাঁর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত।
তবে পুলিশের এই তদন্ত প্রতিবেদন এবং অভিযুক্তদের তালিকা মানতে নারাজ ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, মাত্র একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়া পাগলেও বিশ্বাস করবে না। তিনি দাবি করেন, এই খুনের পেছনে একটি বিশাল প্রভাবশালী চক্র এবং খোদ রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা রয়েছে। প্রকৃত দোষীদের আড়াল করতেই প্রশাসন দায়সারাভাবে এই চার্জশিট তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, রাষ্ট্রযন্ত্রের উচ্চপদস্থ ব্যক্তিদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন ও লড়াই অব্যাহত থাকবে। দ্রুত তদন্ত শেষ করার বিষয়টি নিয়েও বিশেষজ্ঞ মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেখানে ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ যোগসূত্র উপস্থাপনের ওপর জোর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর বিজয়নগরের কালভার্ট রোডে দিনে-দুপুরে গুলি করা হয়। প্রথমে ঢাকা ও পরবর্তীতে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার প্রশ্নে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মামলার এই পর্যায়ে এসে অভিযোগপত্র দাখিল করা হলেও পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ইনকিলাব মঞ্চের তোলা নতুন অভিযোগগুলো এই বিচার প্রক্রিয়াকে আগামী দিনে কোন দিকে নিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়। ডিবি জানিয়েছে, ভবিষ্যতে নতুন কোনো তথ্য পাওয়া গেলে এই মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করার পথও খোলা রয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। গত মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন সেদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে যে, সম্প্রতি ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের মধ্যে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের সামরিক নেতৃত্বের এই বৈঠকটি মূলত প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণায় পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে পরিচালিত হলেও সেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে বহুমুখী ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান কেনার বিষয়টি।
জেএফ-১৭ থান্ডার বিমানটি মূলত চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক যুদ্ধবিমান। পাকিস্তান বিমানবাহিনী ভারতের সাথে ২০১৯ এবং ২০২৫ সালের সংঘাতের সময় এই বিমানটি কার্যকরভাবে ব্যবহার করেছে বলে জানা গেছে। পাকিস্তানের আইএসপিআর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদ সফরকালে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে অপারেশনাল সহযোগিতা বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলাপ হয়েছে। এ সময় সফররত বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত ঘোষণা না দেওয়া হলেও বিষয়টি যে সক্রিয় বিবেচনার অধীনে রয়েছে তা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানিয়েছেন যে, বিষয়টি বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল সিধু বাংলাদেশ প্রতিনিধিদলকে পিএএফ-এর সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া তিনি ‘সুপার মুশশাক’ প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং একটি দীর্ঘমেয়াদী সহায়তা কাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছেন।
বৈঠক চলাকালে বাংলাদেশের বিমানবাহিনী প্রধান পিএএফ-এর গৌরবময় রেকর্ড এবং তাদের অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি বিশেষ করে বাংলাদেশ বিমানবাহিনীর পুরনো হয়ে যাওয়া যুদ্ধবিমান বহরের রক্ষণাবেক্ষণ এবং দেশের আকাশসীমায় নজরদারি বাড়ানোর জন্য আধুনিক বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেম সংহতকরণের বিষয়ে পাকিস্তানের কারিগরি সহায়তা কামনা করেছেন। সফরের অংশ হিসেবে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো পরিদর্শন করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে কেবল শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কই পুনর্জীবিত হয়নি, বরং প্রতিরক্ষা ক্ষেত্রে গভীর সহযোগিতা এবং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার নতুন পথ তৈরি হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সামরিক ভারসাম্যেও এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ৪ এফ মডেলের রেপ্লিকা মডেল দিয়ে ঘাস থেকে শুরু করে বায়ু ফুয়েল এবং জৈবসার তৈরির যে প্রক্রিয়া, সেটি খুব কম খরচে ক্ষুদ্র খামারি পর্যায়েও করা যাবে। উৎপাদন খরচ কমে গেলে নিশ্চয় মাংসের দামও কমে যাবে এবং মাংসের সরবরাহ বাড়াতে পারব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইতে) ‘৪ এফ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমি সবসময় ক্ষুদ্র খামারিদের কথা চিন্তা করি এবং মূল্যায়ন করি।
আমার কাছে এটি খুব সম্ভাবনাময় মডেল মনে হচ্ছে এবং এটা আমাদের আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। আমাদের প্রথম চেষ্টাই হলো উৎপাদনে খরচ কমানো। কারণ উৎপাদনে খরচ কমানো না গেলে পণ্যের দামটাও কমবে না। তাই বিদেশি জাত দিয়ে নিয়ে আমাদের দেশীয় জাতকে আরও বেশীসংখ্যক পালনের মাধ্যমে মাংসের উৎপাদন বাড়াতে পারলে দাম কমানো যাবে।
বর্তমান সরকারের সফলতার বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার প্রথমত নতুনভাবে নতুন ধরনের কাজ করে এবং নানা ধরনের মানুষকে সম্পৃক্ত করে কাজ করার সুযোগ পেয়েছে এবং নতুন চিন্তা করছে, এটাই আমাদের সরকারের সফলতা।
উপদেষ্টা আরও বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে আমাদের যেসব সমস্যা সামনে এসেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের জন্য আমরা অনেকগুলো নীতি পরিবর্তন করে দিচ্ছি, যা পরবর্তীতে যে সরকারই আসুক তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এগুলো কাজে আসবে।
এর আগে তিনি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়িত ‘আইওটি বেইজড ৪ এফ মডেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খরা-প্রবণ ও উপকূলীয় অঞ্চলে টেকসই জলবায়ু সহিষ্ণু প্রাণিসম্পদ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সেমিনার ও ‘৪ এফ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন করেন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক। বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান।
সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণী ও পোলট্রি উৎপাদন এবং খামার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিশেষজ্ঞ, খামারি, উদ্যোক্তা ও সংগঠনের প্রতিনিধি, বিএলআরআইয়ের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।