মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়-ক্ষতির চিহ্ন

ছবি: সংগৃহীত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৪ ২১:৪৪

আক্রান্ত ১১ জেলা থেকে ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গম যেসব এলাকায় এত দিন যাওয়া সম্ভব হয়নি সরকারি-বেসরকারি ত্রাণকর্মী ও স্বেচ্ছাসেবীদের, এখন সেসব এলাকায় পৌঁছাচ্ছেন তারা। তবে ত্রাণের জন্য হাহাকার সবখানে। আশার কথা, নতুন বাংলাদেশে বন্যা মোকাবিলায় সব মানুষ দাঁড়িয়েছেন একসঙ্গে। তাই গত ৫ দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আহ্বানে রাজধানীসহ সারা দেশের মানুষ সাড়া দিচ্ছেন, প্রধান উপদেষ্টার আহ্বানে তার ত্রাণ তহবিলেও মিলছে বিপুল সাড়া। তবে উপদ্রুত এলাকার মানুষ চাইছেন নগদ সহায়তা-ত্রাণের খাবার, বিশুদ্ধ পানি, ওষুধের পাশাপাশি ঘরবাড়ি মেরামত এবং ব্যবসায়িক কর্মকাণ্ড ও কৃষিতে সহায়তা। তবে সব মহলের একটা লক্ষ্য, যত দ্রুত সম্ভব পানিবন্দি মানুষের কাছে ত্রাণ হিসেবে খাবার ও পানি পৌঁছে দেওয়া। এদিকে, জলমগ্ন এলাকাগুলোতে বারবার পানিতে নামতে বাধ্য হওয়ায় অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। উপদ্রুত জেলাগুলোতে ডায়রিয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার হাসপাতালগুলোসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে একযোগে কাজ করছেন চিকিৎসক-নার্সদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা।

এদিকে, বন্যার পানি নামতে শুরু করায় বোঝা যাচ্ছে ক্ষয়-ক্ষতির মাত্রা। ফেনী শহরের বাসিন্দা ষাটোর্ধ্ব মো. সাখাওয়াত হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘গত শুক্রবার আসরের নামাজের পরেও তার এলাকাতে বন্যার লেশমাত্র ছিল না। তবে কোথা থেকে হঠাৎ এত দ্রুত গতিতে ঢলের পানি আসা শুরু করে যে মাগরিবের নামাজের আগেই কোমরসমান পানিতে ভরে যায় চারপাশ। প্রাণে বাঁচতে তার চার তলা বাসায় মুহূর্তে প্রতিবেশীদের অনেকে ভিড় করেন। এ কয় দিন বাসার দোতলা থেকে চতুর্থ তলায় বাসিন্দারাসহ ৪০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন। এমন প্রতিবেশীও প্রাণ বাঁচাতে আশ্রয়ে ছিলেন যাদের তিনি আগে চিনতেনও না। পানি ছিল ভীষণ ঠাণ্ডা। এখন পানি মোটামুটি নেমে গেছে। তবে নিচতলার ভাড়াটিয়া কোনো কিছুই সরাতে পারেননি। তার সব সম্পদ পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এমন অবস্থা শহরের একতলা বা টিনশেডসহ সাধারণ ঘরে যারা ছিলেন তাদের সবার। এসব মানুষ সব হারিয়েছেন। তারা এখন কীভাবে বাঁচবেন তা আল্লাহ জানেন। এমন ঢল আমার জীবনে কখনো দেখিনি।’

বন্যায় ক্ষতির এমন চেহারা প্রায় সবখানে। পুকুরসহ মাছের ঘেরগুলো ভেসে গেছে, নষ্ট হয়েছে কৃষকের মাঠের ফসল, ব্যবসায়ীদের দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে সব মালপত্র, ঘরের কোনো আসবাবপত্র আর ব্যবহারযোগ্য নেই। এই পরিস্থিতি এখন ফেনী, নোয়াখালীসহ আশপাশের সবগুলো জেলায়।

এদিকে, চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন। এছাড়া, ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে।

আজ সোমবার বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।

মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জানান, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। এগুলো হচ্ছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। আক্রান্ত এসব জেলায় ৭৪টি উপজেলার মোট ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন।

তিনি জানান, পানিবন্দি-ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩ হাজার ৮৩৪ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন মানুষ এবং ২৮ হাজার ৯০৭ টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা সেবায় মোট ৬৪৫টি মেডিকেল টিম চালু রয়েছে।

কামরুল হাসান বলেন, এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৩ জন। এর মধ্যে কুমিল্লায় ৬ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে ৩ জন বন্যার কারণে মারা গেছেন ৷ এছাড়াও মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। উজানে নদ-নদীর পানি কমার ধারা অব্যাহত আছে। ফলে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে।

একই সঙ্গে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। তবে এখনও কুশিয়ারা, গোমতি ও মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি কমতে পারে এবং এ অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। তবে কোনও কোনও স্থানে স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ দেশের তিনটি নদীর তিন স্টেশনের পানি বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার ৪ নদীর ৬টি স্টেশনের পানি বিপদসীমার ওপরে ছিল। এরমধ্যে গোমতির নদীর কুমিল্লা স্টেশনের পানি ৭৮ থেকে নেমে আজ ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এছাড়া মুহুরী নদীর পরশুরাম স্টেশনের পানি আজ বিপৎসীমার ওপরে আছে। তবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পানির উচ্চতা সম্পর্কে জানা যায়নি। এদিকে রোববার কুশিয়ারা নদীর পানি তিন স্টেশনে বিপৎসীমার ওপরে থাকলেও আজ তা নেমে শুধু অমলশীদ পয়েন্টের পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। রবিবার বিপৎসীমার ওপরে থাকা মনু নদীর মৌলভীবাজার স্টেশনের পানি আজ বিপৎসীমার নিচে নেমে গেছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি আরও কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে, তবে কোনও কোনও স্থানে স্থিতিশীল থাকতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উজানে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এ সময় এ অঞ্চলের বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরি, কর্ণফুলী, হালদা ও অন্যান্য প্রধান নদীগুলোর পানি সময় বিশেষে বাড়তে পারে।

এছাড়াও ব্রহ্মপুত্র-যমুনা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে, গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা-দুধকুমার নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে যশোরে ২২২ মিলিমিটার। এছাড়া বরগুনায় ১২০, বরিশালে ১০৪, টেকনাফে ১০১, পটুয়াখালী ৮৮, নোয়াখালী ৮৭, গোপালগঞ্জের হরিদাশপুরে ৮৫, কক্সবাজারে ৮২ এবং বান্দরবানের লামায় ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে উজানে আসামের তেজপুরে ১৯, ত্রিপুরায় ১২ এবং চেরাপুঞ্জিতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে, আজ রাতে একসঙ্গে ফারাক্কা বাঁধের ১০৯টি জলকপাট খুলে দেওয়ায় দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জসহ আশেপাশের জেলাগুলোর নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে নতুন কোনও তথ্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া যায়নি।

বন্যা উপদ্রুত এলাকায় সরকারি-বেসরকারিসহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে জানিয়ে মন্ত্রণালয় বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১১ জেলায় মোট ৩ কোটি ৫২ লাখ টাকা, ২০ হাজার ৬৫০ মেট্রিক টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার, ৩৫ লাখ টাকার শিশুখাদ্য এবং ৩৫ লাখ টাকার গো-খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রয়েছে।

কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসির তথ্যের বরাত দিয়ে ত্রাণ সচিব জানান, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কুমিল্লা জেলার সব উপজেলায় সড়ক পথে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনীর ৪টি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধসহ কুমিল্লা জেলার ৪ উপজেলায় নিয়োজিত করা হয়েছে।

ফেনীতে স্বাস্থ্য সেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেন, সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিচ্ছন। পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে বন্যার্তদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ নির্দেশনা দিয়েছেন।

কামরুল হাসান বলেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়ে সচিব কামরুল হাসান বলেন, যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে) দিতে চান তারা প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছেও তা দিতে পারেন। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সহায়তা নেওয়া হবে।

যারা ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে) দিতে ইচ্ছুক তাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পাল (মোবাইল ০১৭১৮-০৬৬৭২৫) এবং সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলামের (মোবাইল-০১৮১৯২৮১২০৮) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ত্রাণ সচিব।

নোয়াখালীতে আবারও বেড়েছে পানি

নোয়াখালী প্রতিনিধি জানান, বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে পানি। আবহাওয়া কিছুটা ভালো থাকায় বৃহস্পতিবার থেকে গত শনিবার বিকেল পর্যন্ত পানি কিছুটা কমলেও সেদিন রাত ১০টার পর থেকে থেমে থেমে বৃষ্টির কারণে আবারও কোথাও কোথাও এক ফুট থেকে দুই ফুট পানি বেড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। জেলা প্রশাসনের হিসাবে জেলায় ২০ লাখের বেশি মানুষ পানিবন্দি আছেন।

বন্যার কারণে জেলায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের জিলহাজুল ইসলাম (১০), কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিম পাড়ার দুই বছর বয়সী শিশু আবদুর রহমান এবং সদর উপজেলার কালাদরপ ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামের আড়াই বছরের রিয়ান। এরমধ্যে শিশু রিয়ান বন্যার পানিতে ডুবে মারা গেছে। এছাড়াও বন্যার পানির কারণে ঘরের ভেতর বিদ্যুৎস্পৃষ্টে মারা যান সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কাকন কর্মকার (৩০) ও বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের আবুল কালাম আজাদ (৫০)।

এদিকে ফেনী থেকে বন্যার পানি ডাকাতিয়া নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল ও বেগমগঞ্জ উপজেলায় পানির চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে নোয়াখালী বন্যা পরিস্থিতি আরো অবনতি ও জনদুর্ভোগ বাড়ার আশংকা রয়েছে।

বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জেলার ৮টি উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ পানিবন্দি হয়ে আছেন। প্রতিটি বাড়িতে ৩ থেকে ৫ ফুট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা গেছে ৬ থেকে ৭ ফুট। বসতঘরে পানি প্রবেশ করায় বুধবার রাত পর্যন্ত অনেকে খাটের ওপর অবস্থান করলেও বৃহস্পতিবার সকাল থেকে তারা নিকটস্থ আশ্রয় কেন্দ্র, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অবস্থান নিয়েছেন। বসত ও রান্নাঘরে পানি ঢুকে পড়ায় খাবার সংকটে রয়েছে বেশির ভাগ মানুষ। জেলার প্রধান সড়কসহ প্রায় ৮০ ভাগ সড়ক কয়েক ফুট পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার পানি ঢুকে পড়ায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সড়কগুলোতে যান চলাচল অনেকটাই কম।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার আট উপজেলার ৮৭ ইউনিয়ন ও সাতটি পৌরসভার ২০ লাখ ৩৬ হাজার সাতশ মানুষ পানিবন্দী রয়েছেন। এরমধ্যে আটশ ২৬টি কেন্দ্রে একলক্ষ ৫৩ হাজার চারশ ৫৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। পানিবন্দী মানুষের জন্য নগদ ৪৫ লক্ষ টাকা ও ১৮শ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় ৮৮টি মেডিকেল টিম কাজ করছে।

ফেনীর তিন উপজেলায় বেড়েছে বন্যার পানি

ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে বন্যার পানি নামতে শুরু করেছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে মুহুরি কহুয়া ও ছিলোনিয়া নদীর পানি ৷ তবে পানিবন্দি রয়েছেন এসব এলাকার লক্ষ লক্ষ মানুষ ৷ ফেনী পৌর শহরের দু-তিনটি সড়ক ও বাসা বাড়িতে পানি কমলেও এখনো অনেক সড়ক ও বিভিন্ন ভবনের নিচতলা পানিতে সয়লাব।

ইতোমধ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়। বন্যা এখানে প্রকট আকার ধারণ করেছে । এখানে এখনও পানিবন্দি কয়েক লাখ মানুষ৷ বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার জন্য ফেনীর মুহুরী রেগুলেটরের ৪০টি স্লুইসগেট ও নোয়াখালীর মুছাপুরের ১৭ টি স্লুইসগেট খুলে দেয়া হয়েছে।

গত রবিবার থেকে ফেনী শহরের বিদ্যুতের ৯টি লাইন সচল হয়েছে, তবে দুই-তৃতীয়াংশ বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। গত ৪দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর রবিবার বিকেল থেকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। জেলার অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক অচল রয়েছে।

ফেনীতে বন্যা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্থান থেকে আসা ডুবুরি দলসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী টিম পরশুরাম ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞা এলাকায় নৌকা, স্পিডবোট নিয়ে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা চলমান রেখেছে ৷ এসব প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয়ভাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠন, মানবিক সংগঠন তথা বেসরকারি বিভিন্ন সংগঠন জনগণের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।

জরুরি স্বাস্থ্যসেবায় জেলার ১টি এবং ছয়টি উপজেলায় ছয়টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়াও বেসরকারি ৬টি হাসপাতালে মেডিকেল ক্যাম্প চালু রয়েছে। জেলা শহরে এসব বেসরকারি হাসপাতালসমূহ হল: কনসেপ্ট হাসপাতাল, মেডিনোভা হাসপাতাল মেডিল্যাব, আল আকসা হাসপাতাল, জেড ইউ মডেল হাসপাতাল, মিশন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিটি উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্যাকবলিত মানুষজনদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খিচুড়ি ও শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় ৮ লাখ মানুষ বন্যায় আক্রান্ত। এপর্যন্ত ১ লক্ষ ৫০ হাজার মানুষকে উদ্ধার করে বিভিন্ন আস্রয়কেন্দ্রে রাখা হয়েছে। অবশিষ্ট লোকজন উঁচু ভবনে বা ছাদে আশ্রয় নিয়েছেন।

একই সূত্র জানায়, ইতোমধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ৬০ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী কর্তৃক হেলিকপ্টারের মাধ্যমে ৩৮ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মুছাম্মত শাহীনা আক্তার বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্র-জনতার সমন্বয়ে কন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের সহযোগিতা ও উদ্ধার কাজ চলমান রয়েছে।

তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও আপামর জনগণের সহযোগিতা পেলে সুন্দরভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

এই দুর্যোগময় মুহূর্তে ব্যবসায়ীদের প্রতি মানবিক হতে আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আপনার দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না।

বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত রোগে। এই মুহূর্তে ফেনীতে বিশুদ্ধ পানি, খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। তবে তা চাহিদার তুলনায় এখনও অপ্রতুল। স্থানীয়রা জানান, এসব বিষয় জরুরিভাবে ব্যবস্থা না হলে এখানে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ২০ আগস্ট থেকে অতি ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনী জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ অঞ্চলের মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অন্তত ৩০ স্থান ভেঙে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়। গত জুলাই মাসের প্রথম সপ্তাহের প্রথম দফা এবং চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহের দ্বিতীয় দফা এবং ২০ আগস্ট থেকে তৃতীয় দফা বন্যাকবলিত হয় এসব উপজেলার মানুষজন।

বিষয়:

পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহৃত হয় ইসি, প্রশাসন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত অনিয়ম ও বিতর্কিত তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত) জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা শুরু হয়েছিল ২০০৮ সালের নির্বাচনের পর থেকে। এই অভিনব পরিকল্পনা হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে। আর তা বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়।
পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের সারসংক্ষেপ ও সুপারিশগুলো তুলে ধরেন পাঁচ সদস্যের কমিশনের সভাপতি হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন, সাবেক গ্রেড-১ কর্মকর্তা শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম। এ সময় আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অবশ্য তিনটি নির্বাচনের নির্বাচনী অনিয়মে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী যুক্ত থাকায় এবং তদন্ত কমিশনের বরাদ্দ করা সময় অপ্রতুল হওয়ায় সুনির্দিষ্টভাবে তাদের নাম ও কার কী ভূমিকা ছিল, তা বের করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই কমিটি ২০০৮ সালের নির্বাচনকে সন্দেহজনক উল্লেখ করে ওই নির্বাচন নিয়েও তদন্ত করার সুপারিশ করেছে কমিশন।
তদন্ত প্রতিবেদনে কমিশন জানায়, ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অবিশষ্ট ১৪৭টিতে ‘প্রতিদ্বন্দ্বিতা’র নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত হওয়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতামূলক’ করার মিশন গ্রহণ করে। বিএনপিসহ অন্যান্য বিরোধী দল তাদের এ সুদূরপ্রসারী পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশগ্রহণ করে।
প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ে-মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজে রায় লিখে দিয়েছে এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। পুরো রেকর্ড থাকা দরকার।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘দেশের টাকা খরচ করে, মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। এ দেশের মানুষ অসহায়ের মতো তাকিয়ে ছিল। কিছু করতে পারেনি। এ দেশের জনগণ যেন কিছুটা হলেও স্বস্তি পায় সে জন্য যারা যারা জড়িত ছিল তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসতে হবে। কারা করল, কীভাবে করল সেটা জানতে হবে। নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’
তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী ২০১৮ সালে ৮০% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয়। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিদ্বন্দ্বিতা ছিল। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার ১০০% এর বেশি হয়ে যায়। ২০২৪ সালে বিএনপিসহ বিরোধী দল নির্বাচনে অংশ না দেওয়ায় ‘ডামি’ প্রার্থী দিয়ে নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতামূলক’ করার অপকৌশল গ্রহণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয় এবং বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে বিশেষ সেল গঠন করা হয় যা নির্বাচন সেল নামে পরিচিত লাভ করে।
২০১৪-২৪ পর্যন্ত সময়ে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে উঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি।
উল্লেখ্য, গত জুন মাসে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই কমিশন গঠনের কথা জানানো হয়েছিল। কমিশনকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। পরে অবশ্য সময় বাড়ানো হয়। কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিনটি নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট দেওয়ার অধিকার ভুলুণ্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে, তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও এসব নির্বাচন পরিচালনাকারীর বিরুদ্ধে রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে।


ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের লক্ষে আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকায় পৌঁছেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা। রাষ্ট্রদূতের এই আগমনের মধ্য দিয়ে দীর্ঘ কয়েক মাস পর ঢাকার মার্কিন মিশনে একজন পূর্ণাঙ্গ প্রধানের পদায়ন সম্পন্ন হলো। তাঁর এই সফর ও দায়িত্বভার গ্রহণ বর্তমান ভূ-রাজনৈতিক ও নির্বাচনি প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে তাঁর কূটনৈতিক কার্যক্রম শুরু করবেন। এই লক্ষে আগামী দুই দিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নূরুল ইসলামের সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র বা ক্রেডেনশিয়াল পেশ করবেন। পরিচয়পত্র পেশের পরই তিনি পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতের ক্ষমতা ও মর্যাদা নিয়ে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার আইনগত ভিত্তি লাভ করবেন।

এর আগে গত ৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে নবনিযুক্ত এই রাষ্ট্রদূতের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তার মাধ্যমে তাঁকে বাংলাদেশে স্বাগত জানায়। উল্লেখ্য যে, ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগে ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী পিটার হাসের স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশে ইতিপূর্বেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় ক্রিস্টেনসেনের জন্য এটি একটি পরিচিত কর্মস্থল হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে পুনরায় ফিরে আসার বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন যে, তিনি বাংলাদেশের প্রেক্ষাপট ও পরিবেশের সঙ্গে আগে থেকেই খুব ভালোভাবে পরিচিত। সেই চেনা জনপদে আবারও ফিরে আসতে পেরে তিনি নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছেন। তিনি আরও জানান যে, ঢাকায় মার্কিন দূতাবাসের আমেরিকান এবং স্থানীয় কর্মীদের একটি দক্ষ দলকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়ন এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার প্রক্রিয়ায় বাংলাদেশের সাথে অংশীদারিত্ব জোরদার করাই হবে তাঁর প্রধান দায়িত্ব। বর্তমানে তাঁর এই নিযুক্তি ঘিরে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।


শুক্রবার বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিশাল নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই শোকসভাটি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার দুপুর আড়াইটায় সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানটি মূলত একটি বিশেষ ‘নাগরিক কমিটি’র ব্যানারে পরিচালিত হবে, যেখানে দলীয় গণ্ডি পেরিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এই নাগরিক শোকসভায় দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরাও এই শোকসভায় অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। প্রিয় নেত্রীকে হারানোর শোকে মুহ্যমান সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এই সভার মাধ্যমে পুনরায় তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করবেন। সংসদের দক্ষিণ প্লাজার মতো একটি মর্যাদাপূর্ণ স্থানে এই আয়োজন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বকেই পুনরায় ফুটিয়ে তুলছে।

উল্লেখ্য যে, গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর প্রয়াণে সারা দেশে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর দল বিএনপি তখন আনুষ্ঠানিকভাবে সাত দিনের শোক পালন করেছিল। একই সাথে সরকারের পক্ষ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে একদিন ছিল সাধারণ ছুটি। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হওয়ার পর এটিই হতে যাচ্ছে তাঁর স্মরণে সবচেয়ে বড় কোনো নাগরিক জমায়েত। বর্তমানে এই শোকসভাকে সফল করতে বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতির কাজ জোরদার করা হয়েছে।


সন্ধ্যায় ঢাকা আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত দায়িত্ব পালনের লক্ষ্যে আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকায় পৌঁছাচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে চলতি সপ্তাহেই তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করবেন। এর মধ্য দিয়ে দীর্ঘ কয়েক মাস পর ঢাকা পেল একজন পূর্ণাঙ্গ মার্কিন রাষ্ট্রদূত।

ব্রেন্ট ক্রিস্টেনসেন মার্কিন ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্য। বাংলাদেশে আসার আগে গত ৯ জানুয়ারি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে ক্রিস্টেনসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ইতিপূর্বেও ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকায় বর্তমান অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচনের প্রস্তুতি পর্বে তাঁর এই নিয়োগ ও অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী ক্রিস্টেনসেন ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়াও ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে তিনি মার্কিন মিশনের বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য যে, ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাস দায়িত্ব পালন করেছিলেন, যিনি ২০২৪ সালের এপ্রিলে বিদায় নেওয়ার পর থেকে রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল। গত কয়েক মাস ধরে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন রুটিন দায়িত্ব সামলালেও এখন থেকে ক্রিস্টেনসেনের হাত ধরে পূর্ণাঙ্গ কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হবে। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে মনোনীত করার পর ডিসেম্বরে মার্কিন সিনেট তাঁর নিয়োগ চূড়ান্ত অনুমোদন দেয়। বর্তমানে তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহ ও কৌতূহল বিরাজ করছে।


ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করে ট্রাম্পের চাঞ্চল্যকর পোস্ট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করে বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন। গত রবিবার তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে তিনি এই দাবি করেন। ছবির নিচের ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন। এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং দেশটির সার্বভৌমত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে চরম উত্তেজনা ও সংশয় বিরাজ করছে।

এই ঘটনার নেপথ্যে রয়েছে গত ৩ জানুয়ারির সেই ঐতিহাসিক প্রেক্ষাপট, যখন মার্কিন সেনাবাহিনীর একটি বিশেষ দল রাজধানী কারাকাসে এক আকস্মিক ও শক্তিশালী সামরিক অভিযান চালায়। ওই অভিযানে ভেনেজুয়েলার দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাঁদের সরকারি বাসভবন থেকে অনেকটা নাটকীয়ভাবে আটক করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁরা দুজনেই মাদক পাচারের অভিযোগে নিউ ইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন এবং সেখানে তাঁদের বিচারের জোর প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, মাদুরোকে অপসারণের এই রক্তক্ষয়ী অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

মাদুরোর পতনের পরপরই ভেনেজুয়েলার বিশাল জ্বালানি তেল সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের পরিকল্পনা প্রকাশ করে হোয়াইট হাউজ। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে সরাসরি যুক্তরাষ্ট্র করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অবস্থানকে আরও জোরালো করে সম্প্রতি জানিয়েছেন যে, অনির্দিষ্টকালের জন্য এই অমূল্য সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকবে এবং তাঁরা ভেনেজুয়েলার সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হলে এবং ‘উপযুক্ত সময়’ এলে তেলের মালিকানা পুনরায় স্থানীয় সরকারের কাছে হস্তান্তর করা হবে।

তবে ট্রাম্পের এই সাম্প্রতিক দাবির সাথে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ আইনি ও প্রশাসনিক ব্যবস্থার এক ধরণের বড় সংঘাত পরিলক্ষিত হচ্ছে। মাদুরো আটক হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে আইনত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিল। এমনকি দেশটির শক্তিশালী সেনাবাহিনীও দেলসি-র প্রতি তাঁদের পূর্ণ আনুগত্য ও সমর্থন ব্যক্ত করেছে। দায়িত্ব গ্রহণের পর দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ইতিবাচক ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু সেই প্রেক্ষাপটকে পুরোপুরি পাশ কাটিয়ে ট্রাম্পের নিজেকে সরাসরি ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান দাবি করার বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ধরণের সরাসরি ও আক্রমণাত্মক হস্তক্ষেপ ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতিকে আরও জটিল ও সংঘাতপূর্ণ করে তুলবে। একদিকে স্থানীয়ভাবে দেলসি রদ্রিগেজের নেতৃত্ব এবং অন্যদিকে ট্রাম্পের একচ্ছত্র আধিপত্যের দাবি—এই দুইয়ের মাঝে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। মূলত বৈশ্বিক তেলের বাজার নিয়ন্ত্রণ এবং দক্ষিণ আমেরিকায় মার্কিন প্রভাবকে একচেটিয়া করতেই ট্রাম্প প্রশাসন এমন সাহসী অথচ বিতর্কিত নীতি গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে। বর্তমান এই পরিস্থিতিতে ল্যাটিন আমেরিকা অঞ্চলের অন্যান্য দেশগুলোও গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে পরিস্থিতির গতিবিধি পর্যবেক্ষণ করছে।


৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান: বড় ঝুঁকিতে বাংলাদেশের জলবায়ু ও উন্নয়ন খাত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় বিশ্বজুড়ে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর পড়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসন জাতিসংঘের ৩১টি সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই সংস্থাগুলোর তালিকায় এমন সব প্রতিষ্ঠান রয়েছে যারা মূলত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবাধিকার রক্ষা, গণতন্ত্র সুসংহতকরণ এবং নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করে। বুধবার একটি প্রেসিডেন্সিয়াল স্মারকের মাধ্যমে প্রকাশিত এই তালিকায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) এবং ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম রয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল, যা আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এসব বহুপাক্ষিক প্রতিষ্ঠানের প্রধান অর্থদাতা হওয়ায় তাদের প্রস্থান পুরো ব্যবস্থাকে দুর্বল করে ফেলবে। এর ফলে বাণিজ্য, মানবিক সহায়তা, শিক্ষা ও বিশেষ করে জলবায়ু ইস্যুতে বাংলাদেশ যে ধরণের আন্তর্জাতিক সুরক্ষা ও আর্থিক অনুদান পেয়ে আসছিল, তা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচাইতে বেশি ঝুঁকির মুখে থাকা দেশগুলোর একটি, তাই আইপিসিসি-র মতো নির্ভরযোগ্য গবেষণা সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া মানে হলো এ সংক্রান্ত বৈশ্বিক লড়াইয়ে বড় ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। হোয়াইট হাউজ তাদের এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছে যে, এসব সংস্থা আমেরিকানদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং তারা বৈরি এজেন্ডা অনুসরণ করছে। তবে এই যুক্তির বিপরীতে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য উন্নয়ন সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় এক বিশাল অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে বাংলাদেশ প্রতি বছর গড়ে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পেয়ে আসছিল। এই বিশাল অংকের অর্থ মূলত খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্যয় করা হয়েছে। ইতিমধেই ইউএসএইড (USAID)-এর কার্যক্রম বন্ধ হওয়ার পর রোহিঙ্গা সহায়তা ছাড়া প্রায় সব খাতেই মার্কিন সরাসরি অর্থায়ন সংকুচিত হয়েছে। এমতাবস্থায় ৬৬টি সংস্থা থেকে ওয়াশিংটনের বিচ্ছেদ বাংলাদেশের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পগুলোকে বড় ধরণের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান মনে করেন, আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়লে বাণিজ্য ও মানবিক ইস্যুতে বাংলাদেশের যে দরকষাকষির ক্ষমতা থাকে, তা ঝুঁকিতে পড়বে।

অন্যদিকে, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন যে এই সিদ্ধান্তের একটি সুদূরপ্রসারী প্রতীকী মূল্য রয়েছে। যুক্তরাষ্ট্র যখন অর্থায়ন বন্ধ করে দেয়, তখন অন্যান্য ধনী দেশগুলোর মধ্যেও সহায়তা কমিয়ে দেওয়ার একটি প্রবণতা তৈরি হতে পারে। এর ফলে সামগ্রিক বৈশ্বিক সহযোগিতা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হবে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় বিভাজন আরও গভীর হবে। বিশেষ করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল বা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের মতো সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রের বিদায় বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য নতুন কোনো সংকট বয়ে আনে কি না, সেটিই এখন বড় উদ্বেগের বিষয়। বাংলাদেশের নীতিনির্ধারকরা এখন বিকল্প উৎসের সন্ধান এবং এই সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় নতুন কূটনৈতিক কৌশল প্রণয়নের কথা ভাবছেন। মূলত একটি অংশগ্রহণমূলক বিশ্বব্যবস্থা থেকে যুক্তরাষ্ট্রের এই প্রস্থান উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রায় এক বিশাল অন্তরায় হিসেবে দেখা দিচ্ছে।


দশ প্রকল্পে বরাদ্দ কমছে ১২ হাজার কোটি টাকা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বড় দশ প্রকল্পে বরাদ্দ কমানো হচ্ছে। সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো থেকে সব মিলিয়ে ১২ হাজার কোটি টাকার বেশি কমানো হচ্ছে।

শীর্ষ ১০টি প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কোনো বরাদ্দ কমছে না। আর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বরাদ্দ বাড়ছে। আর বাকি ৮টি প্রকল্পের বরাদ্দ করা টাকা কমানো হচ্ছে। প্রত্যাশিত হারে প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় সংশোধিত এডিপিতে এসব প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারের সম্পদ বা রাজস্বঘাটতিও আছে।

বরাদ্দ কমানোর বড় প্রকল্পের তালিকায় আছে মেট্রোরেল (এমআরটি-৬); মেট্রোরেল (এমআরটি-১); এমআরটি-৫ উত্তরাংশ; সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ; ঢাকা-সিলেট চার লেন সড়ক নির্মাণ; মাতারবাড়ী বন্দর উন্নয়ন; হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প।

সোমবার (১২ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি পাস হতে পারে। এনইসি সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বড় প্রকল্প বছরের শুরুতে বরাদ্দ দিলেও বছরের বাকি সময়ে পুরো অর্থ খরচ করা সম্ভব নয়। বাস্তবায়নের হার সন্তোষজনক না হওয়ায় বরাদ্দ কমানো হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের রাজস্ব আদায় পরিস্থিতিও ভালো নয়। তাই এডিপি কাটছাঁট করতে হচ্ছে।

কোন প্রকল্প কত কমছে: বিমানবন্দর থেকে রামপুরা হয়ে মতিঝিল পর্যন্ত এবং পূর্বাচল থেকে নতুনবাজার পর্যন্ত মেট্রোরেল নির্মাণের প্রকল্পটি এমআরটি-১ নামে পরিচিত। এই প্রকল্পে চলতি এডিপিতে ৮ হাজার ৬৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু সংশোধিত এডিপিতে এই বরাদ্দ ৮০১ কোটি টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হচ্ছে। কমানো হচ্ছে ৭ হাজার ৮৩০ কোটি টাকা। বরাদ্দ কমছে ৯১ শতাংশ।

অন্যদিকে উত্তরা থেকে মিরপুর হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত চলাচল হচ্ছে। এখন মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এই প্রকল্পে এ বছর বরাদ্দ ছিল ১ হাজার ৩৪৭ কোটি টাকা। এখন তা কমিয়ে ১ হাজার ২৩ কোটি টাকা করা হচ্ছে। এমআরটি-৫–এ বরাদ্দ ছিল ১ হাজার ৪৯০ কোটি টাকা। এখন তা কমিয়ে করা হচ্ছে ৫৯২ কোটি টাকা।

মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পে এ বছর বরাদ্দ আছে ৪ হাজার ৮৬ কোটি টাকা। এই প্রকল্পের বরাদ্দ ৭৩ শতাংশ কমিয়ে করা হচ্ছে ১ হাজার ৮৫ কোটি টাকা। ঢাকা-সিলেট চার লেন সড়ক নির্মাণ প্রকল্পে কমছে ৫৫ কোটি টাকা। সংশোধিত এডিপিতে এই প্রকল্পে ১ হাজার ৬৬৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হচ্ছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প কমানো হচ্ছে ৭৩৩ কোটি টাকা। এই প্রকল্প বরাদ্দ থাকছে ৩০৬ কোটি টাকা। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পে ২৫৬ কোটি টাকা বরাদ্দ কমিয়ে রাখা হচ্ছে মাত্র ১৬৮ কোটি টাকা।

এ ছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নয়নে কেটে নেওয়া হচ্ছে ৩১০ কোটি টাকা। প্রস্তাবিত বরাদ্দ ১ হাজার ৫৬২ কোটি টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প দেশের অন্যতম বড় প্রকল্প। এই প্রকল্পে এ বছর সংশোধিত এডিপিতে কোনো টাকা কমানো হচ্ছে না। মূল এডিপিতে বরাদ্দ রাখা ১০ হাজার ১১ কোটি টাকাই রাখা হচ্ছে।

তবে নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বাড়তি টাকা দিয়ে প্রকল্পটি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প মূল এডিপির সঙ্গে আরও ১ হাজার ১৩৪ কোটি টাকা যোগ করা হচ্ছে। ফলে সংশোধিত এডিপিতে এই প্রকল্পে বরাদ্দ থাকছে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা।

সংশোধিত এডিপি কত: চলতি অর্থবছরের এডিপি থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় প্রতিবারের মতো এবারও এই কাটছাঁটের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এনইসি সভায় চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার ২ লাখ কোটি টাকা করার প্রস্তাব করা হতে পারে। চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছিল। এর মানে হলো, এবার ৩০ হাজার কোটি টাকা কমছে।

চলতি অর্থবছরের মূল এডিপির অর্থের মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেওয়া হয় হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এটি কমিয়ে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা করা হচ্ছে। আর মূল এডিপিতে প্রকল্প সহায়তা হিসেবে আছে ৮৬ হাজার কোটি টাকা। এটি কমিয়ে ৭২ হাজার কোটি টাকা করা হচ্ছে। বর্তমান এডিপিতে ১ হাজার ১৭১টি প্রকল্প আছে।

গত বছর সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার সবচেয়ে বেশি কমানো হয়েছিল। গতবার ৪৯ হাজার কোটি টাকা কমানো হয়। গত বছর সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ১৬ হাজার কোটি টাকা।

এ বিষয়ে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ছোট-বড় প্রকল্পসহ এডিপির আকার কমানোর ইতিবাচক ও নেতিবাচক—দুটি কারণই আছে। এ বছর প্রকল্পের বাস্তবায়ন অন্য বছরের চেয়েও শ্লথগতিতে আছে। আবার কোনো কোনো প্রকল্পে এত দিন অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় অনুষঙ্গ ছিল, তা সংশোধিত এডিপিতে বাদ দেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমানের মতে, প্রকল্পের শ্লথ বাস্তবায়নের কারণে এর খরচ বেড়ে যায়। প্রকল্প নেওয়ার সময় যে অর্থনৈতিক সুবিধা প্রাক্কলন করা হয়েছিল, তা আর থাকে না। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, তদারক ব্যবস্থা ও জবাবদিহির ঘাটতি আছে। এটি দুশ্চিন্তার কারণ। এই দুষ্টচক্র থেকে বের হওয়া যাচ্ছে না।


অনিরাপদ খেজুর রসে বাড়ছে ঝুঁকি, উদ্বেগ বাড়াচ্ছে নিপাহ ভাইরাস

* ২০০১ সাল থেকে এ পর্যন্ত আক্রান্ত ৩৪৭, মৃত্যু ২৪৯ * ২০২৪ ও ২০২৫ সালেই মৃত্যু ৯  
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক  

দেশে নিপাহ ভাইরাস নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আক্রান্তদের মৃত্যুহার তুলনামূলক অনেক বেশি দেখা যাচ্ছে। গত দুই বছরে আক্রান্ত শতভাগ রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন উদ্বেগের কারণ হয়েছে অ-মৌসুমে সংক্রমণ। গত বছর আগস্ট মাসেও নিপাহ শনাক্ত এবং একজন মারা যায়। এ ঘটনা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গভীর চিন্তায় ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিপাহ ভাইরাসের সংক্রমণ ক্ষমতা ও মৃত্যুহার কোভিডের তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতিতে খেজুরের রসের অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধ করা না গেলে বড় ধরনের মহামারি ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করছেন তারা।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন মারা গেছেন। শুধু ২০২৪ সালে নিপাহ ভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়। আর ২০২৫ সালে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আরও চারজন। অর্থাৎ সর্বশেষ দুই বছরে আক্রান্ত হওয়া ৯ জনের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে নিপাহ ভাইরাসে মৃত্যুহার গড়ে ৭২ শতাংশ হলেও বাংলাদেশে সাম্প্রতিক চিত্র ভয়াবহ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আইইডিসিআরের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, ‘সাধারণভাবে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে নিপাহ ভাইরাসের মৌসুম হিসেবে ধরা হয়। তবে ২০২৫ সালের আগস্ট মাসেও নিপাহ রোগী শনাক্ত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, কেবল খেজুরের কাঁচা রস নয়, সংক্রমণের অন্য উৎসও থাকতে পারে।’

তিনি বলেন, গত বছর প্রথমবারের মতো ভোলা জেলায় নিপাহ রোগী শনাক্ত হয়েছে, যেখানে আগে কখনো এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এতদিন নিপাহ সংক্রমণের প্রধান কারণ হিসেবে কাঁচা খেজুরের রসকে দায়ী করা হলেও এবার বাদুড়ের অর্ধ-খাওয়া ফল থেকেও সরাসরি সংক্রমণের প্রমাণ মিলেছে। গত বছর নিপাহ ভাইরাসে মারা যাওয়া চারজনের মধ্যে নওগাঁর আট বছরের এক শিশুর ঘটনা ছিল দেশের প্রথম অমৌসুমি নিপাহ সংক্রমণ, যা শীতকাল ছাড়াই আগস্ট মাসে শনাক্ত হয়। ওই শিশুর সংক্রমণের উৎস হিসেবে বাদুড়ের আধ-খাওয়া ফল যেমন- কালোজাম, খেজুর ও আম খাওয়ার তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) বলছে, নিপাহ একটি জুনোটিক রোগ, অর্থাৎ বন্যপ্রাণী বা অন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো। তাই প্রাদুর্ভাব মোকাবিলায় তারা ‘ওয়ান হেলথ’ মডেলে কাজ করছে, যেখানে মানুষের স্বাস্থ্য ছাড়াও প্রাণী, পরিবেশ এবং সমাজের আচরণ সমান গুরুত্ব দেওয়া পায়।

আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের সহযোগী বিজ্ঞানী ও নিপাহ জরিপ সমন্বয়কারী ডা. সৈয়দ মঈনুদ্দিন সাত্তার বলেন, আমরা মাঠে গিয়ে দেখেছি, রস সংগ্রহকারী অনেকেই নিরাপদ সংগ্রহ-পদ্ধতি মানছেন না। অনেক সময় সংগৃহীত রস পরিবহনের সময় খোলা পাত্রে রাখা হয়। মানুষ মনে করেন, ‘ফুটিয়ে খেলেই তো সব ঠিক’, কিন্তু পরে আবার কাঁচা রস মেশানোর মতো ভুল অভ্যাস ভাইরাসটিকে ফিরিয়ে আনে। এ বছর রসের মৌসুম ছাড়াই আগস্টে কেস পাওয়ায় মানুষ বুঝতে শুরু করেছেন, রসের বাইরেও ফল বা পরিবেশ থেকে সংক্রমণের ঝুঁকি আছে। কিন্তু সচেতনতা বাড়ছে ধীরে, আর সংক্রমণের সক্ষমতা বাড়ছে দ্রুত। এই দৌড়ে জিততে হলে সতর্কতা আর পরামর্শকে অভ্যাসে পরিণত করতে হবে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন জানান, ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত ৩৪৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এটি দেখলেই বোঝা যায় ভাইরাসটির বিধ্বংসী ক্ষমতা। এবারের বড় উদ্বেগ হলো সংক্রমণের পথ বদলে যাওয়া। মা থেকে শিশুর শরীরে সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বুকের দুধ বা ঘনিষ্ঠ পরিচর্যার মাধ্যমে ভাইরাস স্পিল ওভার ঘটেছে।

ডা. তাহমিনা শিরিন অনলাইনে কাঁচা রস বিক্রির প্রসঙ্গ তুলে বলেন, এখন রস অনলাইনে কেনা-বেচা হচ্ছে, পরিবহন করা হচ্ছে কম তাপমাত্রায় যাতে স্বাদ নষ্ট না হয়। কিন্তু যে কম তাপমাত্রা স্বাদ বাঁচিয়ে রাখে, সেটাই ভাইরাসকে বাঁচিয়ে রাখার আদর্শ পরিবেশ। ফলে ঢাকার মতো ঘনবসতির শহরেও ঝুঁকি ছড়িয়ে পড়ছে। গ্রাম থেকে শহর- এই বিভাজনটা আর কার্যকর থাকছে না।


গ্যাস সংকটে বেড়েছে বৈদ্যুতিক চুলা বিক্রি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি তুরাগ নদীর নিচে গ্যাসের পাইপলাইনে বড় ধরনের ফাটল এবং গ্যাস উত্তোলনের পরিমাণ কমে যাওয়ায় ঢাকাজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে নগরবাসী গ্যাস সিলিন্ডার, ইন্ডাকশন কুকার বা জ্বালানি কাঠ ব্যবহারে বাধ্য হচ্ছেন, যা খরচ বাড়াচ্ছে এবং দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করছে।

সংশ্লিষ্টরা জানান, গ্যাসের আমদানি কমে যাওয়া এবং শীতকালে চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরা এলাকার বাসিন্দারা এই সংকটের সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন।

এই পরিস্থিতিতে রাজধানী ঢাকার বাসিন্দারা রান্নার জন্য বিকল্প হিসেবে মাটির চুলা কিংবা বৈদ্যুতিক চুলার ব্যবহারে ঝুঁকছেন। ফলে মাটির চুলা তৈরি যেমন বেড়েছে, তেমনি দোকানে বেড়েছে বৈদ্যুতিক চুলার চাহিদা।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মৌসুমী মৃধা সম্প্রতি গ্যাস সংকটের কারণে একটি বৈদ্যুতিক চুলা কিনেছেন। তিনি বলেন, দিনের বেলায় গ্যাস থাকে না বললেই চলে। রাতে কিছুটা আসে, কিন্তু তাও সবসময় না। রান্না করা রীতিমতো কঠিন হয়ে পড়েছে। তাই বৈদ্যুতিক চুলা কিনেছি।

তিনি আরও বলেন, রান্নার জন্য এখন গ্যাসের চুলার বিকল্প হয়ে উঠেছে ইন্ডাকশন কুকার। এটি দিয়ে যেকোনো সময় রান্না বা খাবার গরম করা যায়। বিশেষ করে দ্রুত কিছু রান্নার জন্য এটি খুবই কাজে দেয়।

তীব্র গ্যাস সংকটের এই সময়ে বৈদ্যুতিক চুলাকেই বাস্তবসম্মত সমাধান বলে মনে করেন মৌসুমী মৃধা।

বাজারে ওয়ালটন, ভিশন, ভিগো, কিয়াম, গাজী, মিয়াকো ও ফিলিপসসহ বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক চুলা পাওয়া যাচ্ছে। এসব চুলার মধ্যে মূলত দুটি ধরন রয়েছে—ইন্ডাকশন ও ইনফ্রারেড। পাশাপাশি নোভা ও প্রেস্টিজের মতো কম পরিচিত ব্র্যান্ডের চুলাও পাওয়া যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, ইন্ডাকশন চুলার চেয়ে ইনফ্রারেড চুলার দাম তুলনামূলক কিছুটা বেশি। সাধারণত এসব কুকারের দাম তিন হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকার মধ্যে হয়। তবে প্রিমিয়াম মডেলগুলোর দাম একটু বেশি।

আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈদ্যুতিক চুলা—বিশেষ করে ইনফ্রারেড ও ইন্ডাকশন মডেলের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। মাত্র দুই সপ্তাহে আমাদের ইনফ্রারেড ও ইন্ডাকশন চুলার স্টক প্রায় শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইন্ডাকশন চুলা খুবই কার্যকর। কারণ এটি ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহার করে সরাসরি পাত্র গরম করে। অন্যদিকে ইনফ্রারেড কুকার সাধারণ কয়েল হিটারের মতো কাজ করে।

আর এন পাল আরও বলেন, ইন্ডাকশন চুলা অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। প্রচলিত হিটিং পদ্ধতির তুলনায় প্রায় ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকলে রান্নার জন্য এর ব্যবহার ও জনপ্রিয়তা অনেক বাড়বে।

‘বিদেশে গ্যাস সিলিন্ডারের ঝুঁকি এড়াতে অধিকাংশ মানুষ ইন্ডাকশন কুকার ব্যবহার করেন’, যোগ করেন তিনি।

দামের বিষয়ে আরএফএলের এমডি বলেন, বৈদ্যুতিক চুলার দাম সাধারণত পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়। চার সদস্যের একটি পরিবার নিয়মিত ব্যবহার করলে মাসে প্রায় দুই হাজার টাকা বিদ্যুৎ বিল আসে, যা সিলিন্ডারের খরচের সমান বা তার চেয়েও কম।

তিনি বলেন, বাজারে এখন ১২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের দাম দুই হাজার ২০০ টাকা, যা গত মাসে ছিল এক হাজার ৩০৬ টাকা। সরবরাহ সংকট ও পরিবহন খরচ বাড়ার পাশাপাশি ডিলাররা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করায় দাম বেড়েছে।

আর এন পাল বলেন, বৈদ্যুতিক চুলা নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য। বিশ্বজুড়ে এটি এখন ট্রেন্ডিং পণ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, আরএফএল বছরে প্রায় একশ কোটি টাকার বৈদ্যুতিক চুলা বিক্রি করে এবং মাসে গড়ে প্রায় ২০ হাজার কুকার বিক্রি হয়।

তিনি আরও বলেন, এই খাতে বছরে আনুমানিক ২৫০ থেকে ৩০০ কোটি টাকার ক্রয়-বিক্রয় হয়, এর মধ্যে আরএফএলের বিক্রি প্রায় ৪০ শতাংশ।

ওয়ালটনের সহকারী পরিচালক অগাস্টিন সুজন বড়াই বলেন, গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি ও সংকটের কারণে বর্তমানে প্রতি মাসে সাত থেকে ১০ হাজার বৈদ্যুতিক চুলা বিক্রি হচ্ছে।

তিনি বলেন, চাহিদা স্পষ্টভাবেই বাড়ছে। ভোক্তারা বিকল্প খুঁজছেন এবং বৈদ্যুতিক চুলা একটি নির্ভরযোগ্য সমাধান হিসেবে প্রমাণিত হচ্ছে।

তিনি আরও বলেন, ওয়ালটনের ১০ থেকে ১২টি মডেলের ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকার রয়েছে। যেগুলোর দাম তিন হাজার ৭০০ টাকা থেকে পাঁচ হাজার ৭০০ টাকার মধ্যে। ওয়ালটনের ইন্ডাকশন কুকারের সর্বোচ্চ ক্ষমতা দুই হাজার ওয়াট। তবে ২০০ ওয়াট থেকে ব্যবহারের জন্য অ্যাডজাস্টেবল সেটিং রয়েছে। এছাড়া টাচস্ক্রিন কন্ট্রোল, একাধিক তাপমাত্রা সেন্সর, স্বয়ংক্রিয় সেফটি শাট-অফ এবং সর্বোচ্চ তিন ঘণ্টার টাইমার সুবিধা রয়েছে।

সুজন বড়াই বলেন, ওয়ালটনের ইনফ্রারেড কুকারগুলো আরও আধুনিক। ৩০০ থেকে দুই হাজার ওয়াট পর্যন্ত পাওয়ার রেঞ্জ, উচ্চ তাপমাত্রা সহনশীল গ্লাস, টাচ কন্ট্রোল, টাইমার, সেফটি শাট-অফ এবং সব ধরনের ফ্ল্যাট-বটম প্যান ব্যবহারের সুবিধা রয়েছে।

কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিয়ার রহমান হায়দার বলেন, গত দুই সপ্তাহে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি ও অনেক এলাকায় গ্যাসের চাপ কম থাকায় বৈদ্যুতিক কুকারের বিক্রি বেড়েছে।

তিনি আরও বলেন, গ্যাসের নিয়মিত সমস্যা মানুষকে বিকল্প রান্না পদ্ধতির দিকে ঠেলে দিয়েছে। ফলে বৈদ্যুতিক চুলার চাহিদা বেড়েছে।

মতিয়ার রহমান বলেন, ইন্ডাকশন ও ইনফ্রারেড—দুই ধরনেরই কুকার রয়েছে কিয়ামের। তবে বাজারে আমাদের দখল তুলনামূলকভাবে কম।

তিনি বলেন, ইন্ডাকশন কুকারে নির্দিষ্ট ধরনের পাত্র প্রয়োজন হয়, কিন্তু ইনফ্রারেড কুকারে যেকোনো ফ্ল্যাট-বটম বা সমতল পাত্র ব্যবহার করা যায়। এ কারণে অনেক ভোক্তা ইনফ্রারেড চুলা পছন্দ করেন।


১৮ এপ্রিল শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট, নির্দেশিকা জারি ধর্ম মন্ত্রণালয়ের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। হিজরি ১৪৪৭ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী বিমান সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করেছে। রবিবার (১১ জানুয়ারি) জারিকৃত এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে যে, সকল পক্ষকে সৌদি সরকারের নির্ধারিত নিয়মাবলী এবং বাংলাদেশের ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয়ের এই তদারকির মূল উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছানো নিশ্চিত করা।

নির্দেশনায় আরও জানানো হয়েছে যে, সৌদি সরকারের নতুন নীতিমালা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত সকল হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এর পাশাপাশি ফ্লাইট ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে একটি বিশেষ গাণিতিক নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি হজ এজেন্সির মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। এছাড়া প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীদের ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানোর ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে দিয়েছে।

ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ হজযাত্রী পরিবহনে নিয়োজিত অন্য তিনটি এয়ারলাইনসের কাছে এই নির্দেশনার অনুলিপি পাঠিয়েছে। এতে বলা হয়েছে যে, নির্ধারিত কোটা ও সময়সূচি অনুযায়ী টিকিট ব্যবস্থাপনা ও যাত্রী পরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে। হজযাত্রীদের যাত্রা যাতে কোনো ধরণের বিড়ম্বনা বা বিশৃঙ্খলার মুখে না পড়ে, সেজন্যই এই সময়োপযোগী নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এই নতুন অনুপাতগুলো নিবিড়ভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে যাতে শেষ মুহূর্তে কোনো ধরণের সংকটের সৃষ্টি না হয়।


বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীদের যথাযথভাবে সংরক্ষণ করে তাঁদের পুনরায় স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রাণীর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ওপর তিনি বিশেষ জোর দেন। আজ রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) আয়োজিত ‘পার্বত্য অঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন গবেষণা পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টার মতে, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হলে বিলুপ্তপ্রায় প্রাণীদের টিকিয়ে রাখার কোনো বিকল্প নেই।

উপদেষ্টা তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণীর ওপর সৃষ্ট প্রভাব ও তাঁদের অভিযোজন প্রক্রিয়া নিয়ে নিবিড় গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, ভিন্ন জলবায়ুর পশু-পাখি পার্বত্য অঞ্চলে কেমন আচরণ করবে এবং তাঁদের উৎপাদন ক্ষমতা কেমন হবে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা দরকার। শুধুমাত্র বিদেশি ব্রয়লার বা লেয়ার মুরগির ওপর অতিরিক্ত নির্ভর না করে আমাদের নিজস্ব দেশীয় হাঁস-মুরগি ও পশুর জাত সংরক্ষণ এবং এসবের বৈচিত্র্য বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও সময়মতো টিকা বা ভ্যাকসিন প্রদানের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সঠিক সময়ে ভ্যাকসিন না দিলে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে এবং খামারিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। পশুসম্পদের এই সুরক্ষা শুধু প্রাণীর জন্য নয়, বরং মানুষের জনস্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রেও একটি অপরিহার্য ধাপ।

দেশের পোল্ট্রি ও ডেইরি খাতের আধুনিকায়নে শিক্ষিত তরুণ এবং নতুন উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে উপদেষ্টা আশ্বস্ত করেন। বর্তমান বাজার ব্যবস্থার অসংগতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে সাধারণ খামারিরা তাঁদের কঠোর পরিশ্রমের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর সাথে যুক্ত হয়েছে মুরগির বাচ্চা এবং ফিডের আকাশচুম্বী দাম, যা সাধারণ খামারিদের উৎপাদন খরচ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ফিড বা খাবারের জন্য আমদানিনির্ভরতা কমাতে তিনি দেশে ভুট্টা ও সয়াবিন চাষ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। এতে করে উৎপাদন খরচ কমবে এবং সাধারণ ভোক্তারা সাশ্রয়ী মূল্যে পুষ্টির নিশ্চয়তা পাবেন।

বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলহাস আহমেদসহ স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালার আগে উপদেষ্টা বিএলআরআই-এর আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানে কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। পরে তিনি ইনস্টিটিউটের গবেষণাগার ও সংরক্ষিত বিভিন্ন প্রাণীর শেডগুলো সরেজমিনে পরিদর্শন করে দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এই সফরের মাধ্যমে তিনি স্থানীয় খামারিদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পার্বত্য অঞ্চলে প্রাণিসম্পদের প্রসারে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন।


স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির ঘটনার মূল শুটার জিনাতসহ গ্রেপ্তার ৪

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও বর্তমান যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় এক চাঞ্চল্যকর অগ্রগতি হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রধান শুটার ও পরিকল্পনাকারীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবির একটি বিশেষ টিম গত কয়েকদিনের নিবিড় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মূল অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদানের লক্ষ্যে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের সামনে পুরো ঘটনার নেপথ্য কাহিনী তুলে ধরবেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে এই হত্যাকাণ্ডের প্রধান শুটার হিসেবে চিহ্নিত ‘জিনাত’ এবং পুরো হত্যার নকশা বা পরিকল্পনা যার হাত দিয়ে হয়েছে সেই সন্দেহভাজন মাস্টারমাইন্ড ‘বিল্লাল’ রয়েছেন। এছাড়া তাঁদের সাথে থাকা আরও দুই সহযোগীকেও আইনের আওতায় আনা হয়েছে। গত বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের মধ্যবর্তী এলাকা হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে একদল সশস্ত্র সন্ত্রাসী ওত পেতে থেকে মুছাব্বিরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। মুছাব্বিরের রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই নৃশংস হামলায় কেবল মোছাব্বির নন, বরং তাঁর সাথে থাকা তেজগাঁও থানা ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোছাব্বিরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত আবু সুফিয়ান মাসুদকে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা জড়িত এবং অস্ত্রের যোগান কোথা থেকে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ডিবির এই দ্রুত পদক্ষেপকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। তবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেজগাঁও ও নয়াপল্টন এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


নির্বাচনে কোনো দলকেই বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার: প্রেস সচিব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সমসাময়িক ব্রিফিংয়ে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলকে অতিরিক্ত বা বিশেষ কোনো সুবিধা প্রদান করছে না। শফিকুল আলম জোর দিয়ে বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বর্তমানে বিদ্যমান রয়েছে এবং সরকার সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি দল যাতে নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেটি নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সাম্প্রতিক বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে প্রেস সচিব জানান, আসন্ন নির্বাচনে ইইউ থেকে একটি বড় আকারের পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। উল্লেখ্য যে, বিগত তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ কোনো পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠায়নি, তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে তারা বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থার ওপর আস্থা রাখছে। বৈঠকে জাতীয় নির্বাচনের পাশাপাশি আসন্ন গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিকে আশ্বস্ত করেছেন যে, নির্বাচন কমিশন ও সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সরকার এই গণভোটে জনসাধারণের কাছে ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

নির্বাচনি পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পতিত স্বৈরাচারী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনি প্রক্রিয়াকে অস্থিতিশীল করতে ইন্টারনেটে বিভিন্ন ধরণের মিসইনফরমেশন বা ভুল তথ্য ছড়াতে পারে। তবে সরকার ও নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। দেশের কোথাও বিচ্ছিন্নভাবে হত্যাকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকার তা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং প্রায় প্রতিটি ঘটনায় দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

ব্রিফিংয়ে উপস্থিত সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সম্প্রতি ঘটে যাওয়া কিছু সাম্প্রদায়িক অপপ্রচারের বিষয়ে সতর্ক করেন। তিনি নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের উদাহরণ টেনে বলেন, এটি মূলত একটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হলেও একটি মহল একে সাম্প্রদায়িক হামলা হিসেবে চালিয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এমনকি অনেক বিশিষ্ট ব্যক্তি যাচাই-বাছাই না করেই এ বিষয়ে বিবৃতি দিয়েছেন যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি সকলকে যেকোনো স্পর্শকাতর বিষয়ে বিবৃতি প্রদানের আগে সত্যতা নিশ্চিত করার আহ্বান জানান। সামগ্রিকভাবে, একটি স্বচ্ছ ও সফল নির্বাচন সম্পন্ন করতে সরকার গুজব প্রতিরোধ এবং সত্য তথ্য প্রবাহ বজায় রাখতে সর্বোচ্চ সজাগ রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।


banner close