দিন দিন জমেও উঠছে মেলা। দিন যত গড়াচ্ছে ততই বেড়ে চলছে দর্শনার্থী সংখ্যা আর এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বই বিক্রিও। বই বিক্রি আর প্রচারণা নিয়ে স্টল কিংবা স্টলের বাহিরেও প্রকাশকরাও পার করছেন ব্যস্ত সময়।
মেলায় প্রতিবারের মতো এবারও পাঠকদের আগ্রহের শীর্ষে রয়েছে উপন্যাস। এছাড়াও মেলায় প্রতিদিন শতাধিক নতুন বই আসার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের বই নিয়ে পাঠকদের বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। এছাড়াও ঘুরেফিরে জনপ্রিয় লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা।
সোমবার বইমেলা ঘুরে দেখা গেছে, পাঠকরা স্টলে স্টলে গিয়ে উপন্যাসের বই খুঁজে বেড়াচ্ছেন। প্রিয় লেখকের প্রকাশিত বই পেলেই তা সংগ্রহ করে নিজেদের ব্যাগে গুজে নিচ্ছেন। এদিকে পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও সাদাত হোসেন, হুমায়ন আহমেদ, আসিফ নজরুলসহ বেশ কয়েকজন জনপ্রিয় লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে। তবে মেলায় হুমায়ূন আহমেদের বই বেশি বিক্রি হচ্ছে।
এবারের বইমেলায় পাঠকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে প্রকাশকরা উপন্যাসের বইগুলো স্টলগুলোতে সাজিয়ে রেখেছেন। মেলার এক তৃতীয়াংশ দিনে উপন্যাসের বইগুলোই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা। এছাড়াও বইমেলার বিভিন্ন স্টলে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত বই হাতে নিয়ে পাঠকরা উল্টে-পাল্টে দেখছেন। কেউ উদ্বিগ্ন চোখে বইয়ের মধ্যে ডুবে যাচ্ছেন আবার কেউবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বইয়ের বিষয়বস্তু সম্পর্কে বন্ধুদের নিয়ে আলোচনা করছেন।
বইমেলাজুড়ে বাংলা একাডেমির প্যাভিলিয়ন রয়েছে চারটি। এসব স্টলে বাংলা অভিধান বেশি বিক্রি হয়ে বলে জানিয়েছেন বিক্রয়কর্মীরা। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউটর সৈয়দ মাসুমুল কবির দৈনিক বাংলাকে জানান, অভিধান বিক্রির পাশাপাশি উপন্যাস ও কবিতার বই বেশি বিক্রি হয়। এছাড়াও মুহাম্মদ হাবিবুর রহমানের মহাচীনের গল্প ও তার কুরানসূত্র বেশি বিক্রি হচ্ছে। আমাদের এখানে ২৫ শতাংশ কমিশন দেয়ায় অভিধানসহ অন্যান্য বই বেশি বিক্রি হচ্ছে।
প্রথমা প্রকাশনীর বিক্রয়কর্মী শিহাব শাহরিয়ার জানান, পলিটিকাল, উপন্যাস আর কিশোর উপন্যাস বইগুলো বিক্রির চাপ বেশি। আলী রীয়াজের আমিই রাষ্ট্র বইটি ক্রেতার চাহিদার শীর্ষে। মহিউদ্দিন আহমনের তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন বইটি বেশ বিক্রি হচ্ছে।
জ্ঞ্যানকোষ প্রকাশনীর সেলস এক্সিকিউটিভ রাইয়ান আদন জানান, মেলায় এ বছর এখন পর্যন্ত ৬১টি নতুন বই বের করেছে প্রকাশনীটি। এর মধ্যে সাসপেন্সধর্মী বই জহির খানের দ্যা সাইলেন্স কিলার-২, গণ অভ্যুত্থান নিয়ে আশীফ এন্তাজরবির ফিকশন গল্প ট্রেন টু ঢাকা, ফাতেমা তুজ নৌশির রোমান্টিক উপন্যাস মায়াঞ্জন বেশ চলছে।
অন্যপ্রকাশ প্রকাশনী থেকে এ পর্যন্ত ৫৪টি নতুন বই বের হয়েছে। তন্মধ্যে জনপ্রিয় লেখক সাদাত হোসেনের নতুন দুটি বই শঙ্খচূড় ও যেতে যেতে তোমাকে কুড়াই বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও হুমায়ন আহমেদের উপন্যাস বাদশাহ নামদার, লীলাবতী, তেতুল বনে জোছনা, মেঘের উপর বাড়ি এবার বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও হিমুর পারাবার ও চলে যায় বসন্তের দিন বইদুটির প্রতি পাঠকদের আগ্রহ বেশি বলে জানিয়েছেন প্রকাশনীটির বিক্রয়কর্মী লুবনা জামান।
কথাপ্রকাশ প্রকাশনীর ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলী দৈনিক বাংলাকে জানান, কথাপ্রকাশের নতুন বই প্রকাশিত হয়েছে ৮০টারও বেশি। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে উপন্যাস। মাহরীন ফেরদৌসের জলজ লকার আর হরিশংকর জলদাসের শূর্পণখার চাহিদা বেশি। এছাড়াও সিরাজউল ইসলাম চৌধুরীর দুইটা প্রবন্ধ উন্নতি উথান অভ্যুত্থান, রাষ্ট্র বিল্পবে সুভাষ চন্দ্র বষু ভালো বিক্রি হচ্ছে।
বইমেলায় ঘুরতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহি আক্তার বুশরা বইগুলো ঘাটতে ঘাটতে বলছিলেন, হুমায়ূন আহমেদ দেশের সাহিত্য অঙ্গনে যে জায়গা সৃষ্টি করে গেছেন, তা এখনও কেউ পূরণ করতে পারেননি। পুরোনোরা তো বটেই, নতুন প্রজন্মের পাঠকও এসে এখনও হুমায়ূনের বই খোঁজ করেন।
মেলার স্টলের সামনে দাঁড়িয়ে বইয়ের পাতা উল্টানোর ফাঁকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, উপন্যাস বেশি পড়া হয়। উপন্যাসে বিভিন্ন ধরনের জীবনগাথা থাকে; সেগুলো আমাকে নাড়া দেয়। এজন্য উপন্যাস বেশি পড়া হয়।
সোমবার ছিল মেলার ১৭তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। নতুন বই এসেছে ১১৩টি।
এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আল মাহমুদ: জীবন ও কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মজিদ মাহমুদ। আলোচনায় অংশগ্রহণ করেন মুসা আল হাফিজ এবং কাজী নাসির মামুন। সভাপতিত্ব করেন মাহবুব সাদিক।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি মতিন বৈরাগী এবং কবি ফজলুল হক তুহিন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ ছিল ঝর্ণা আলমগীরের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ক্রান্তি শিল্পীগোষ্ঠী’ এবং রূপশ্রী চক্রবর্তী’র পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘শিল্প বাংলা’—এর পরিবেশনা।
মঙ্গলবারের অনুষ্ঠান
মঙ্গলবার মেলার ১৮তম দিন মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টায় পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : শহীদ কাদরী’শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তারানা নূপুর। আলোচনায় অংশগ্রহণ করবেন শামস আল মমীন এবং আহমাদ মাযহার। সভাপতিত্ব করবেন হাসান হাফিজ।