অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের রাজস্ব কাঠামোকে আরও শক্তিশালী, স্বচ্ছ এবং জনবান্ধব করতে বড় ধরনের সংস্কার কার্যক্রম শুরু করেছে। রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যেই রাজস্ব ব্যবস্থাপনা ডিজিটালকরণ এবং করের আওতা বৃদ্ধিতে যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ নির্দেশনায় গৃহীত এসব উদ্যোগের ফলে ইতোমধ্যে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) এনবিআর ১ লক্ষ ৮৫ হাজার ২ শত ২৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ হাজার ২০ কোটি টাকা বেশি।
কাঠামোগত ও নীতিগত সংস্কার
এনবিআরের দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনে 'রাজস্ব নীতি' ও 'রাজস্ব ব্যবস্থাপনা' কার্যক্রমকে পৃথক করতে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ইতোমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে, যা এনবিআরের ইতিহাসে একটি বড় মাইলফলক। এছাড়া রাজস্ব-জিডিপি অনুপাত বাড়াতে ১০ বছর মেয়াদি একটি দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল (MLTRS) গ্রহণ করা হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে এনবিআরের সম্পূর্ণ কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে ‘SDRMP’ প্রকল্প শুরু হয়েছে।
কর অব্যাহতিতে স্বচ্ছতা ও আইনি আধুনিকায়ন
সরকার কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে রাজস্ব বোর্ডের ক্ষমতা সীমিত করে সংসদের ওপর ন্যস্ত করেছে। এখন থেকে সংসদের অনুমোদন ছাড়া কোনো কর অব্যাহতি দেয়া যাবে না। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে আয়কর, ভ্যাট ও কাস্টমস আইনের ‘অথেন্টিক ইংলিশ টেক্সট’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, যা আইনি অস্পষ্টতা দূর করবে। পাশাপাশি কর সচেতনতা বাড়াতে ও করদাতাদের পেশাদার সেবা নিশ্চিত করতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নতুন ১৩ হাজার ৫০০ জনকে ‘ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার’ (ITP) সনদ প্রদান করা হয়েছে।
ডিজিটাল পেমেন্ট ও ট্রেড ফেসিলিটেশন
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-করাদি এখন ‘A Challan’ এর মাধ্যমে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেয়ার ব্যবস্থা চালু হয়েছে। এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর মাধ্যমে কোনো ফি ছাড়াই কর পরিশোধের সুযোগ তৈরি হয়েছে। ব্যবসায়ীদের সমস্যা সরাসরি শোনার জন্য এনবিআর প্রতি মাসে অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এনবিআরে সার্বক্ষণিক ‘সিকিউরিটি অপারেশনস সেন্টার’ (SOC) স্থাপন করা হয়েছে।
জনস্বার্থে কর ছাড় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ধর্মীয় আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারী শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মেট্রো রেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতি ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল, ডাল, চিনি, ডিম, ভোজ্যতেল ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ও ভ্যাট উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। এমনকি দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১টি অবিক্রিত গাড়ি জনস্বার্থে সরকারি কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।
ব্যাগেজ রুলস ও মোবাইল ফোনের দাম হ্রাস
যাত্রীদের সুবিধার্থে নতুন ‘ব্যাগেজ রুলস ২০২৫’ জারি করা হয়েছে। এখন থেকে সাধারণ যাত্রীরা বছরে একটি এবং প্রবাসীরা (BMET কার্ডধারী) বছরে দুটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্ত সুবিধায় আনতে পারবেন। এছাড়া মোবাইল আমদানিতে কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১০% করায় বাজারে মোবাইলের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
ভ্যাট ও আয়কর খাতে ডিজিটালাইজেশন
ভ্যাট আদায়ের ক্ষেত্রে ‘অনলাইন রিফান্ড মডিউল’ চালু করা হয়েছে, যার মাধ্যমে রিফান্ডের টাকা সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গত ডিসেম্বর মাসে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ১ লক্ষ ৩১ হাজার নতুন প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হয়েছে। ফলে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা এখন ৭ লক্ষ ৭৫ হাজারে পৌঁছেছে।
অন্যদিকে, আয়কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এ বছর অধিকাংশ করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ৩৪ লক্ষাধিক ই-রিটার্ন জমা পড়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের বিশেষ সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী রিটার্ন জমা দিয়েছেন। অডিট নির্বাচন পদ্ধতিতে মানুষের হস্তক্ষেপ কমাতে সম্পূর্ণ অটোমেটেড এবং রিস্ক-বেসড অডিট সিলেকশন প্রক্রিয়া শুরু হয়েছে।
কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনায় গতিশীলতা
‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (BSW) চালুর মাধ্যমে ১৯টি সংস্থার লাইসেন্স ও পারমিট এখন অনলাইনেই পাওয়া যাচ্ছে। বন্ড সুবিধায় কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করা হয়েছে। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তথ্য সংরক্ষণে বেনাপোল বন্দরে ‘ট্রাক মুভমেন্ট’ মডিউল পাইলটিং শুরু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমাতে দীর্ঘদিন পড়ে থাকা ৬ হাজারেরও বেশি কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির বিশেষ আদেশ কার্যকর করা হয়েছে, যার মধ্যে ৮ শতাধিক কন্টেইনার ইতোমধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে।
সারগ্রাহীতায়, নীতি সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং জনবান্ধব উদ্যোগের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড দেশের অর্থনীতিতে এক নতুন ধারার সূচনা করেছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় রাজস্ব বৃদ্ধিতে ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।