আমার মা বলতেন, ‘ধানের চিটা ফেলানো যায় কিন্তু মানুষের চিটা ফেলানো যায় না।’ তবে কি মানুষ চিটা হয়? না। খ্রিষ্টধর্মে মানুষের অপরিমেয় সম্ভাবনার কথা বলেছে। প্রতিটি মানুষের মধ্যে প্রকৃতি বিশেষ বিশেষ গুণ দিয়ে দিয়েছেন, যা দিয়ে সে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়। বাইবেলের একটি জায়গায় বলা আছে, ‘তোমরাই ঈশ্বর।’ ত্রিপিটকের বাণী নিয়ে রবি বিজ্ঞাপন দিয়েছিল, ‘জ্বলে উঠুন আপন শক্তিতে’।’ কোরআনে বলা হয়েছে, ‘মানুষ আশরাফুল মাখলুকাত’। অথচ নিজেদের প্রগতির মানুষ বলে দাবি করা কিছু মানুষ হিরো আলমকে মানুষ ভাবতে চান না।
আমরা মানুষকে ডেল কার্নেগির বই পড়তে অনুপ্রাণিত করি। সফল মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করি। কিন্তু কাদের ক্ষেত্রে করি? সমপদমর্যাদার মানুষের ক্ষেত্রে কিংবা আমাদের থেকে আপার ক্লাসের মানুষের ক্ষেত্রে। অপেক্ষাকৃত নিম্নবর্গের মানুষ, প্রান্তিক মানুষদের আমরা করুণার দৃষ্টিতে দেখি। তাদের উঠে আসার লড়াইটাকে হাস্যকর ও রসাত্মকভাবে উপস্থাপন করি। কেন করি? কারণ আমাদের ঔপনিবেশিক মন আমাদের দিয়ে এভাবে ভাবায়।
অথচ দেখুন, নামী মানুষ দেখলে, ধনী মানুষ দেখলে, পদ-পদবি আছে এমন মানুষ দেখলে আমরা বিগলিত হই। তাদের গায়ের সঙ্গে গা ঘেঁষে দাঁড়ানো যে চারিত্রিক দুর্বলতা সেটা কখনোই ভাবি না। সেই সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে আমরা অন্যের দৃষ্টি আকর্ষণ করি, অন্যের বিপদে দু-পয়সা দিয়ে সাহায্য করে ফলাও করে প্রচার করি, কারও ওপর বিরক্ত হলে তাকে তুই-তোকারি করে গালিগালাজ করি।
মনোবিদরা কিন্তু এ রকম আচরণকে হিস্ট্রিওনিক ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করেন। ভালোবাসা এদের চরিত্রে নেই। সিম্প্যাথি ইম্প্যাথিপূর্ণ দৃষ্টি দিয়ে কিছু দেখার অভ্যাস আমাদের ধাতে নেই। চট করে জাজমেন্টাল হয়ে যাওয়া এদের কাজ। নিজের দিকে কখনো এরা তাকান না, ভাবেন না একটা মানুষকে এভাবে আক্রমণ করলে মানুষটা ডিপ্রেশনে চলে যাবে না তো? আমি তার ডিপ্রেশনে চলে যাওয়ার কারণ হচ্ছি না তো!’ না, কখনো আমি ভাবি না- ‘আমি কারও ডিপ্রেশনে চলে যাওয়ার কারণ হচ্ছি? অথচ আমরা মানবিক পৃথিবী দাবি করি! বিস্ময়কর না! কাঁঠালে আমসত্ব আর কাকে বলে!
ব্রিটেনের জে কে রাওলিং- হাজার নয়, বারবার ব্যর্থ হয়েছেন। প্রকাশকদের কাছ থেকে বাজেভাবে প্রত্যাখ্যাত হতে হতে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, আত্মহত্যাও করতে চেয়েছেন। অবশেষে সফল হয়েছেন। পৃথিবীটা কিন্তু আমার মতো আরামপ্রেমীরা বদলে দেননি। বদলে দিয়েছেন হিরো আলমের মতোই প্রান্তিক শোষিত-বঞ্চিত-নির্যাতিত মানুষেরা। আলবার্ট আইনস্টাইন স্কুলের পরীক্ষায় ফেল করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে এতটাই বাজে রেজাল্ট করতেন যে, বারবার বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়ার কথা ভেবেছেন। তার বাবা মারা যাওয়ার আগে দুঃখ করে বলেছিলেন- ‘আমার গর্ধব ছেলেটাকে দিয়ে কিছুই হবে না।’ এডিসন তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, ‘আমি ছিলাম মেধাহীন একজন মানুষ।’ জ্যাক মা অসংখ্যবার ব্যর্থ হয়েছেন চাকরিজীবনে, ব্যর্থ হয়েছেন কলেজ ও ইউনিভার্সিটির জীবনেও। দশ বার পরীক্ষা দিয়ে হার্বাডে সুযোগ পাননি। কিন্তু আলিবাবার প্রতিষ্ঠাতা হয়েছেন।
ব্রাজিলের খেলোয়াড়দের উঠে আসাকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আমার দেশের একজন হিরো আলমের উঠে আসাকে মেনে নিতে পারি না। আমরা বলি- ‘দেশ কতটা নেতৃত্বশূন্য হলে হিরো আলমের মতো মানুষ সংসদে উঠে আসতে পারে, ভাবুন!’ অর্থাৎ দেশটাকে নেতৃত্ব দেয়ার একচেটিয়া অধিকার যেন কেবল মেধাবীদের, সম্পদশালীদের আর প্রগতিশীলদের!
কেন বাপু! হিরো আলম বা একজন প্রান্তিক মানুষও তো দেশের মালিক- সেও তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে আসার অধিকার রাখে। যদি হেরেও যায় তাতেই বা কি! আপনি একজন গরিব, মেধাহীন, অসুন্দর চেহারার মানুষের বিপক্ষে থাকতেই পারেন। কিন্তু তাকে কটাক্ষ করে, তাকে আক্রমণ করে, গালিগালাজ করে নিজের হিস্ট্রিওনিক ব্যক্তিত্বকে প্রকাশ করাটা কি ম্যাচুউরিটির লক্ষণ? আপনি একবার ভাবেন, হিরো আলমকে নিয়ে শিক্ষিতজনেরা যত ব্যঙ্গ বিদ্রূপ করেছে তার সিকি ভাগও আপনাকে নিয়ে যদি কেউ করত, আমাকে নিয়ে করত, নির্ঘাৎ আপনি-আমি ডিপ্রেশনে চলে যেতাম, হতে পারে আত্মহত্যা করতাম। কিন্তু তার মানসিক জোর এতটাই বেশি যে, তিনি কখনোই হাল ছাড়েননি। লক্ষ্য পূরণে তিনি অবিচল।
অভিজ্ঞতা থেকেই হিরো আলম সম্ভবত তার পাঠ গ্রহণ করেছেন। তিনি হেরে গেছেন, ক্ষতি নেই। একজন হেরে যাওয়া মানুষকে আমি অন্তত কটাক্ষ করব না। ভবিষ্যতে তিনি হয়তো জিতবেন। আমি তার এই উদ্যমকে সম্মান জানাই। তিনি আমাদের চেতনার জগতে তৈরি হওয়া নায়কের যে অবয়ব সেটা ভেঙে দিয়েছেন। এবং সেটাই মেনে নিতে কষ্ট হচ্ছে আমাদের! এটা আমাদের চিন্তার দৈন্য। আমি আর আমার মেয়ে দুজনেই হিরো আলমকে সাপোর্ট করি। ধর্মীয় মৌলবাদিতার মতো প্রগতিশীলতার যে মৌলবাদ, তাও ধ্বংস হওয়ার দরকার আছে। তথাকথিত ঔপনিবেশিক প্রগতির চর্চা করতে করতে আমরা এখন একেকজন হিস্ট্রিওনিক ব্যক্তিত্বে পরিণত হয়েছি। এর থেকে মুক্তি চাই। ব্যক্তি আক্রমণ বন্ধ হোক। পেশাগত সমালোচনা চলুক। সমাজে মানুষকে, মানুষের সাফল্যকে সম্মান করার চেষ্টা করা উচিত।
ম্যাচিউরড মানুষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে- পেশাগত প্রতিযোগিতায় নামা এবং পেশাদারিত্বের জায়গা থেকে সমালোচনা করা। কিন্তু আমরা প্রায়ই ব্যক্তির সঙ্গে প্রতিযোগিতা করি এবং ব্যক্তির সমালোচনায় মুখর হই, যা মূলত ব্যক্তি নিন্দার পর্যায় পড়ে। কাজেই হিরো আলমকে নিয়ে না ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে একবার ভেবে দেখুন। আপনার অবস্থান ঠিক কোথায় কিংবা আমার অবস্থান। তাহলে হিরো আলমের সাফল্যকে আর ঈর্ষা না করে আমরা আমাদের বিশেষ গুণটিকে চিহ্ণিত করে আপন শক্তিতে জ্বলে ওঠার জন্য কাজে নেমে পড়তে পারব, যা অন্যের অনুপ্রেরণার কারণ হতে পারে! হিরো আলোমের জন্য শুভেচ্ছা রইল।
লেখক: গবেষক
নিরাপদ যাত্রার আশায় রাস্তায় বেরিয়ে যাত্রীকে লাশ হয়ে ফিরতে হচ্ছে ঘরে। যাত্রী বহনকারী বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের বেসামাল চালকের গাড়ির মাত্রাতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনার রাশ টেনে ধরা যাচ্ছে না। এমনই এক দুর্ঘটনায় গত ১৯ মার্চ ভোরবেলা মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহন মাত্রাতিরিক্ত গতির কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৪ জন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। সেই সঙ্গে আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান ৫ জন।
গবেষণা বলছে, যানবাহনের বেপরোয়া গতির কারণে সড়কে দুর্ঘটনার হার ৬১ দশমিক ৮০ শতাংশ। ফুটপাতে, আইল্যান্ডে দাঁড়ালেও দ্রুতবেগে যমদূত এসে পিষে মেরে দেবে। যানবাহনে চড়লে কখন বেপরোয়া চালক লাগামহীন গতিতে গাড়ি চালিয়ে, বেআইনিভাবে ওভারটেক করে মুখোমুখি সংঘর্ষ বাধিয়ে প্রাণ কেড়ে নেবে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিজুড়ে সারা দেশে ৪৩৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮৭ জন এবং আহতের সংখ্যা ৭১২ জন। গবেষণা বলছে, বিগত ৮ বছরে সড়কপথে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২০২২ সালে। সম্প্রতি নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিবেদনে জানা যায়, বিগত বছরে ৫ হাজার ৭০টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৭৬০ জন। আহত হন ৭ হাজার ৩৩১ জন। ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ছিল ৪ হাজার ৯৬৯ জন। দেখা যায়, সড়কে নিহতের সংখ্যা বেড়েছে ৩৮ শতাংশ। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে সড়কে দুর্ঘটনা ১৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে এবং প্রাণহানি বৃদ্ধি পেয়েছে ২৭ দশমিক ৪৩ শতাংশ। সড়ক দুর্ঘটনার ২৭ দশমিক ৯৩ শতাংশ ট্রাক ও কাভার্ড ভ্যান পথচারীকে ধাক্কা দিয়ে অথবা চাপা মেরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এমন একটি পর্যবেক্ষণ রয়েছে।
গত আট বছরে নিবন্ধিত যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইকের সংখ্যা চার গুণ বৃদ্ধি পায়। এ ছাড়া সরকারি আদেশ অমান্য করে ইজিবাইক, মোটরসাইকেল-জাতীয় এবং মহাসড়কে অবাধে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় এক দিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গত বছরের ২৯ জুলাই। সেদিন ২৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন। মূলত চালকের অদক্ষতা ও বেপরোয়া যানবাহন চালানো সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী। গণপরিবহনে বাড়তি যাত্রী সামাল দিতে গতিসীমার বাইরে দ্রুত গাড়ি চালিয়ে বেশি ট্রিপ দেয়ার অশুভ প্রতিযোগিতায় পরিবহন সংস্থাগুলো চালকদের অনেক বেশি কর্মঘণ্টা কাজ করতে বাধ্য করে। ফলে চালকের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ পড়ে, যা প্রকারান্তরে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। ত্রুটিপূর্ণ সড়ক, ফিটনেসবিহীন যান, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, হেলপার দ্বারা যানবাহন চালানো, মহাসড়কে অটোরিকশা, নছিমন-করিমন ও মোটরসাইকেল অবাধে চলাচল এবং ব্যস্ত সড়কে ওভারটেকিং, ওভারলোডিং, সড়কে যানবাহনের গতিসীমা মনিটরিং না করা, এগুলো সড়ক দুর্ঘটনার জন্য বড় ঝুঁকি।
গাড়িচালকরা তাদের খেয়ালখুশিমতো যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী নামান। কোনো স্টপেজের ধার ধারেন না তারা। যাত্রী না নামতেই গাড়ি স্টার্ট দেন, ছিটকে পড়ে যান যাত্রী। কখনো আহত হন, কখনোবা বাসের তলায় পিষ্ট হয়ে প্রাণ দেন। ২০২২ সালে দুর্ঘটনায় পড়েছেন ৩ হাজার ৯০ জন চালক, ১ হাজার ৫০৩ জন পথচারী, ৭৪২ জন পরিবহন শ্রমিক, ৮৮৫ জন শিক্ষার্থী। এ ছাড়া রয়েছেন শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নারী-শিশু, সাংবাদিক, চিকিৎসক এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।
২০১৮ সালে ঢাকার বিমানবন্দর সড়ক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজীব ও দিয়া খানমের মর্মান্তিক মৃত্যুর পর প্রবল আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদে সড়ক পরিবহন আইন-২০১৮ পাস হয়। দীর্ঘ ৮ বছর ধরে ঝুলে থাকা সড়ক পরিবহন আইনের খসড়া তড়িঘড়ি করে মাত্র ৭ দিনের মাথায় মন্ত্রিসভায় চূড়ান্ত করা হয়। সড়ক-মহাসড়কে অব্যাহত দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যু রোধে ২০১৮ সালে প্রধানমন্ত্রী ৫ দফা নির্দেশনা দিয়েছিলেন। সেগুলো ছিল চালক ও সহকারীদের প্রশিক্ষণ প্রদান, দূরপাল্লার বাসযাত্রায় বিকল্প চালক রাখা ও পাঁচ ঘণ্টা পর পর চালক পরিবর্তন করা, চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করা, চালকদের জন্য মহাসড়কে বিশ্রামাগার নির্মাণ এবং সিগন্যাল না মেনে যানবাহন চালানোর ওপর কড়াকড়ি আরোপ। কিন্তু সেই নির্দেশনা প্রতিপালিত হয়নি বলেই ১৭ জানুয়ারি শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে রোগী, তার স্বজন, স্বাস্থ্যকর্মীসহ অ্যাম্বুলেন্সের চালক ও তার সহযোগীকে নির্মম এক সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে হলো।
অ্যাম্বুলেন্সচালক টানা ২৮ ঘণ্টা গাড়িতে থাকায় তিনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন এবং তার ঘুমই আরও পাঁচ আরোহীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ১৯টি সিদ্ধান্ত মোতাবেক লক্কড়-ঝক্কড় গাড়ি চলাচল বন্ধ করা এবং মহানগরীতে মালিক ও চালকদের মধ্যে চুক্তিভিত্তিক বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। সড়ক পরিবহন আইন বাস্তবায়ন না করে সড়কে শৃঙ্খলা এনে দুর্ঘটনা রোধে কমিটি প্রণীত সুপারিশযুক্ত প্রতিবেদনে আশু করণীয় ৫০টি, স্বল্পমেয়াদি ৩২টি এবং দীর্ঘমেয়াদি ২৯টি প্রস্তাব আনা হয়েছিল। আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ও নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ অনুসমর্থনকারী হিসেবে ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত মানুষের সংখ্যা বর্তমানের চেয়ে অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত ও সুপারিশের বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। দেশের হাইওয়েগুলোতে রয়েছে বেশ কিছু বিপজ্জনক বাঁক। এসব স্থানে নিরাপদে গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় দৃশ্যমান দূরত্ব কম থাকে। তাই দ্রুতগতিসম্পন্ন গাড়ি একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধিয়ে দেয়।
যাত্রী কল্যাণ সমিতির মতে, ২০২২ সালে দুর্ঘটনার ২৭ দশমিক ৭২ শতাংশ জাতীয় মহাসড়কে, ৫২ দশমিক ২ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১১ দশমিক ৮৮ শতাংশ ফিডার রোডে ঘটেছে। যানবাহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে দেয়ার বিধিনিষেধ মানেন না গাড়ির চালক। মহাসড়কে দাপিয়ে বেড়ানো ১০ লাখ থ্রি-হুইলার, নছিমন, ভটভটি চলাচল বন্ধ করা যায়নি।
এসব অনিয়ম, অব্যবস্থা, আইন মেনে না চলার প্রবণতা বন্ধ করতে হবে। সড়কের ওপর হাটবাজার বসানো যাবে না। বাড়াতে হবে হাইওয়ে পুলিশের কর্মদক্ষতা ও নজরদারি। অপেশাদার চালক যেন কোনোভাবে গণপরিবহন চালাতে না পারে, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। অর্থের বিনিময়ে ভুয়া লাইসেন্স প্রদানকারী বিআরটিএর অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। সারা দেশে ৫ লাখ ফিটনেসবিহীন ট্রাক, বাস, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করতে হবে। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে আইনানুগ শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে। গণপরিবহনব্যবস্থাকে ঢেলে সাজানোসহ পথচারীবান্ধব ফুটপাত, ফুটওভারব্রিজ নির্মাণ করতে হবে। সঠিক লাইনে প্রতিটি গাড়ি চলাচল, ফুটপাত দখল উচ্ছেদসহ সড়কের সঠিক ব্যবহার নিশ্চিত করা চাই।
লেখক: অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রকৌশলী
কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম ব্যক্তিগত কাজে। একদিন সকালে আমার মালিকানাধীন একখণ্ড জমি দেখতে যাই। আমি জমি দেখতে থাকা অবস্থায় সেখানে একজন কৃষক এসে উপস্থিত। তিনি আমাকে সালাম দিয়ে বললেন, মামা আমাকে চিনতে পেরেছেন? আমি কিছুটা দ্বিধান্বিত অবস্থায় তার দিকে তাকাতেই তিনি নিজে বললেন, আমি অনেক দিন আগে আপনাদের বাড়িতে ছিলাম। আমি আপনাদের বাড়িতে কাজ করতাম। তখন আমি কিছুটা চিনতে পারি। আমি জিজ্ঞাসা করি, এখন কী করছেন? তিনি বললেন, আমি জমিজমা দেখাশোনা করি। আমার ছেলে বিদেশে গিয়েছিল। সে ফিরে এসে বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেছে। আপনার পাশের জমিও আমার ছেলে ক্রয় করেছে। তার বর্ণনা শুনে বুঝতে পারলাম তার পরিবারের আর্থিক অবস্থা এখন পরিবর্তিত হয়েছে। তিনি এখন নিম্ন মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হয়েছেন।
তার এই অর্থনৈতিক উন্নয়নের কাহিনি শুনে বেশ ভালো লাগল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে একধরনের ইতিবাচক রূপান্তর ঘটে চলেছে অনেকটা নীরবেই। একসময় যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ছিলেন, এখন তাদের অনেকেই নিজ অবস্থান হারিয়ে দরিদ্র শ্রেণিতে পরিণত হচ্ছেন। আর যারা একসময় মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত পরিবার হিসেবে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক ব্যবস্থায় প্রচণ্ড প্রতাপ নিয়ে অবস্থান করছিলেন, তাদের অনেকেই এখন সম্পদ হারিয়ে দরিদ্র শ্রেণিতে শামিল হচ্ছেন। এটা সম্ভব হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের কারণে।
যেসব বাংলাদেশি বিদেশে কর্মসংস্থান করছেন, তাদের বেশির ভাগই গ্রাম এলাকার বাসিন্দা। দেশে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে তাদের অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রবাসী বাংলাদেশিরা যে খুব বেশি বেতন-ভাতা পান তা নয়। কিন্তু বিদেশে উপার্জিত অর্থ দেশে প্রেরিত হয়ে স্থানীয় মুদ্রায় কনভার্ট করার পর তা বিপুল পরিমাণ অর্থে পরিণত হয়। যেমন কোনো একজন বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান করে যদি এক মার্কিন ডলার আয় করেন, তাহলে সেই অর্থ দেশে প্রেরণের পর স্থানীয় মুদ্রায় তার পরিমাণ দাঁড়াবে ১০৫ মার্কিন ডলার। তেমিন সৌদি আরবে কোনো বাংলাদেশি এক রিয়াল আয় করলে তিনি বাংলাদেশি মুদ্রায় পাবেন প্রায় ২৯ টাকা। কাজেই যারা গ্রাম থেকে বিদেশে কর্মসংস্থানের জন্য যান তারা উপার্জিত অর্থ দেশে প্রেরণের পর স্থানীয় বেনিফিশিয়ারিরা অনেক টাকা পেয়ে থাকেন। যে পরিবার থেকে কেউ একজন বিদেশে কর্মসংস্থান উপলক্ষে গমন করতে পারেন সেই পরিবারের আর্থিক চিত্র পাল্টে যায়। পরিবারটি রাতারাতি নিম্ন মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হতে পারে। বিদেশ থেকে উপার্জিত অর্থ দেশে প্রেরণের পর সেই অর্থ সাধারণত আয়বর্ধক কোনো কাজ, যেমন, ব্যবসায়-বাণিজ্য বা শিল্পে ব্যবহৃত হয় না। এই টাকা তারা মূলত জমিজমা ক্রয়, বাড়িঘর নির্মাণ, ভোগ্যপণ্য ক্রয়ে ব্যবহার করে থাকেন।
গ্রামীণ সমাজে একসময় যারা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত হিসেবে পরিচিত ছিলেন এবং দোর্দণ্ড প্রতাপের সঙ্গে গ্রামীণ সমাজে অবস্থান করছিলেন, তাদের অনেকেরই অবস্থা এখন খুবই করুণ। গ্রামীণ সমাজে কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ নেই। কাজ পাওয়া গেলেও তার মজুরির হার খুবই কম। মধ্যবিত্ত পরিবারের স্থান ক্রমশ দখল করে নিচ্ছে একসময়ের দরিদ্র শ্রেণির পরিবারগুলো। বিশেষ করে যেসব পরিবার থেকে একজন বা দুজন বিদেশে কর্মসংস্থান করেছেন। গ্রামীণ অর্থনীতি এবং সমাজব্যবস্থার এই রূপান্তর সমাজবিজ্ঞানীদের অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। সামগ্রিকভাবে দেশের আর্থসামাজিক অবস্থার দিকে দৃষ্টি দিলে একধরনের মিশ্র অবস্থা প্রত্যক্ষ করা যায়। গ্রামীণ অর্থব্যবস্থায় রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে যে পরিবর্তন ঘটছে তার পেছনে মূলত কাজ করেছে দরিদ্র শ্রেণির পরিবার থেকে বিদেশে কর্মসংস্থানের প্রবণতা।
শহুরে সমাজব্যবস্থায়ও রূপান্তর প্রক্রিয়া ঘটছে। তবে সেটা কতটা নৈতিক পথে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। শহুরে সমাজব্যবস্থায় দুর্বৃত্তায়নের মাধ্যমে সামাজিক অবস্থার পরিবর্তন ঘটানোর একটি প্রবণতা প্রত্যক্ষ করা যাচ্ছে। অনেকেই আছেন যারা রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে নানা রকম অনৈতিক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন। তবে সাধারণভাবে বলা যেতে পারে, একসময় যারা বাংলাদেশের সমাজব্যবস্থার ভারসাম্য রক্ষা করতেন সেই মধ্যবিত্ত শ্রেণির অবস্থা এখন খুবই শোচনীয়। এমনকি এসব মধ্যবিত্ত পরিবারের অনেকেই এখন বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে। সমাজে কার্যকর এবং শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণির উপস্থিতি খুবই জরুরি। মধ্যবিত্ত শ্রেণি বিত্তবান এবং বিত্তহীন পরিবারের মাঝে ভারসাম্য রক্ষা করে থাকে।
আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তা হলে দেখব, মোগল আমলে বাংলাদেশ বা তৎকালীন ভারতে কার্যকর এবং বিকাশমান মধ্যবিত্ত শ্রেণির উপস্থিতি লক্ষ করা যেত না। ইংরেজরা এ দেশের ক্ষমতা দখল করার পর তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে একটি কার্যকর মধ্যবিত্ত শ্রেণির আবির্ভাব ঘটানোর চেষ্টা করে। এ জন্য তারা জমিদার শ্রেণিকে বেছে নেন। মোগল আমলে জমিদার শ্রেণি ছিলেন বংশানুক্রমিক রাজস্ব সংগ্রাহক। তারা সম্রাটের পক্ষ থেকে রাজস্ব আদায় করতেন। বিনিময়ে কিছু অর্থ তাদের দেয়া হতো। ইংরেজরা জমিদার শ্রেণিকে জমির মালিক বলে ঘোষণা করে। তারা জমিদার শ্রেণিকে জমির মালিকানা দিয়ে ইংরেজদের বশংবদ শ্রেণিতে পরিণত করে। জমিদার শ্রেণি ইংরেজদের এই দয়ার কথা কখনো ভুলেনি। ইংরেজরা বিদায় নেয়ার আগে পর্যন্ত জমিদার শ্রেণি তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন। পরবর্তী সময়ে গত শতাব্দীর পঞ্চাশের দশকে জমিদারি প্রথা বিলুপ্ত করার ফলে জমিদারদের দাপট কমে যায়।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম উপলক্ষ ছিল অর্থনৈতিক বৈষম্যহীন একটি সমাজব্যবস্থা কায়েম করা। যেখানে মানুষ তার উপযুক্ত মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। রাষ্ট্রীয় মালিকানায় উৎপাদিত সম্পদ ন্যায্যতার ভিত্তিতে বণ্টিত হবে। স্বাধীনতার পর সত্তরের দশকে বাংলাদেশে ধনবৈষম্য ছিল অনেকটাই সহনীয় পর্যায়ে। বর্তমানে তা অসহনীয় পর্যায়ে উন্নীত হয়েছে। প্যারিস স্কুল অব ইকোনমিক্সের বৈশ্বিক অসমতা প্রতিবেদনে বাংলাদেশের সম্পদের মালিকানা নিয়ে যে অসমতা তা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে।
২০২১ সালে বাংলাদেশের শীর্ষ ১ শতাংশ ধনী ব্যক্তির আয়ের পরিমাণ ছিল জাতীয় আয়ের ১৬ দশমিক ২ শতাংশ। গত ২০ বছরে দেশের শীর্ষ ধনী ব্যক্তিদের আয় কিছুটা কমলেও তার পরিমাণ খুব একটা বেশি নয়। অথচ একই সময়ে দেশের মোট সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় সাড়ে ৭ গুণ। দেশের শীর্ষ ১ শতাংশ বিত্তবানের আয়ের পরিমাণ মোট জিডিপির ১৬ দশমিক ২ শতাংশ। আর নিচের সারিতে বাস করা ৫০ শতাংশ মানুষের উপার্জিত আয়ের পরিমাণ মোট জিডিপির ১৬ দশমিক ২ শতাংশ। শীর্ষ ১ শতাংশ মানুষের অর্জিত সম্পদের পরিমাণ ২৪ দশমিক ৬ শতাংশ। আর নিচের দিকে বসবাসকারী ৫০ শতাংশ মানুষের সম্পদের পরিমাণ হচ্ছে ৪ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দীষ্ট লক্ষ্য সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রচেষ্টা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
কোনো দুর্বিপাক ঘটলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন দরিদ্র মানুষগুলো। কারণ তাদের অবস্থা খুবই ভঙ্গুর। তাই সাধারণ কোনো আঘাতেই তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী যে করোনা অতিমারির আঘাত প্রত্যক্ষ করা গেছে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিত্তহীন ও দরিদ্র শ্রেণির মানুষগুলো। একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের মতে, করোনার কারণে বাংলাদেশের অন্তত ৩ কোটি ৪৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। এরা দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করছিলেন। এদের কোনোভাবেই দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা যাচ্ছে না।
করোনার প্রভাব থেকে অর্থনীতি যখন উত্তরণের পথে ছিল, তখন শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের ফলে অর্থনৈতিক উত্তরণ প্রক্রিয়া আবারও থমকে যায়। ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ৭ কোটি ১০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন। এদের বেশির ভাগই উন্নয়নশীল দেশগুলোর বাসিন্দা। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার ধাক্কা এখনো বিশ্ব কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন সংকট সৃষ্টি করেছে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ক্ষুধা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। এতে আরও বলা হয়, করোনা মহামারির আগে খাদ্যের তীব্র অনিরাপত্তার মধ্যে ছিলেন ১৩ কোটি মানুষ। পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ৬০ লাখে। ইউক্রেন সংকটের কারণে তীব্র খাদ্য অনিরাপত্তার মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যা ৩৪ কোটি ৫০ লাখে উন্নীত হয়েছে। আর ৪৫টি দেশের ৫ কোটি মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক কদম দূরে অবস্থান করছেন।
করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের মানুষও বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তবে সবচেয়ে বেশি শঙ্কার মধ্যে আছেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। টিসিবির ট্রাক সেলের পণ্য ক্রয় করার জন্য লাইন ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যারা সৎভাবে মধ্যবিত্ত শ্রেণিতে উঠে আসছেন তাদের বিকশিত হওয়ার পাশাপাশি যেসব মধ্যবিত্ত পরিবার অস্তিত্বসংকটে রয়েছে, তাদের টিকে থাকার জন্য সহায়তা করা একান্ত জরুরি। আমাদের মনে রাখতে হবে, সমাজে কার্যকর মধ্যবিত্ত শ্রেণির উপস্থিতি নিশ্চিত করা না গেলে সেই সমাজ টেকসই হতে পারে না। এ ব্যাপারে জাতীয় পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।
লেখক: অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও অর্থনীতিবিষয়ক লেখক
ব্রিটিশ শাসন অবসানের দীর্ঘ পথ পরিক্রমার পর জনগণ পেয়েছিল পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর শুরু হয় বাঙালিদের নতুন করে শোষণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র। পাকিস্তানি হানাদারদের সেই শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি জাতি। স্বাধীনতা লাভের দৃঢ় প্রত্যয়ে উজ্জীবিত বাঙালির সামনে কোনো মারণাস্ত্রই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বাঙালি জাতিকে মুক্তির এই মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যান ইতিহাসের মহানায়ক, মহাবীর, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশের মুক্তিকামী জনগণকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। দেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ।
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পর কলকাতার ইসলামীয়া কলেজে (বর্তমান নাম মাওলানা আজাদ কলেজ) ভর্তি হন। পাকিস্তান-ভারত পৃথক হয়ে যাওয়ার পর শেখ মুজিব কোলকাতা থেকে পূর্ব পাকিস্তানে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি ওই প্রদেশের অন্যতম প্রধান ছাত্রনেতায় পরিণত হন। ভাষা আন্দোলনের সূচনালগ্নেই অর্থাৎ ১৯৪৮ সালের ১১ মার্চ তিনি গ্রেপ্তার হন, তারপর ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচন- কোথায় নেই বঙ্গবন্ধুর নাম। কারাগারে বন্দি বা বাইরে যেখানেই বঙ্গবন্ধু থেকেছেন সব সময় তিনি ছিলেন নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে।
মহান মুক্তিযুদ্ধের পটভূমি পর্যালোচনা করলে দেখা যায়, ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ছিল ৬ দফাকেন্দ্রিক এবং নির্বাচনী প্রচারাভিযান শুরু হয় ৭ জুন ৬ দফা দিবসেই। ১৯৬৬ সালে আওয়ামী লীগ ৬ দফা কর্মসূচিকে তাদের প্রধান রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করে প্রকৃতপক্ষে স্বাধীনতা সংগ্রামের দিকে ধাবিত হতে থাকে।
১৯৭১ সালের ৭ জানুয়ারি কানাডার রাজনৈতিক ও বাণিজ্য বিশ্লেষণভিত্তিক পত্রিকা ‘অটোয়া গ্লোব অ্যান্ড মেইল’ এক প্রতিবেদনে উল্লেখ করে যে ‘শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন, যদি প্রয়োজন পড়ে তাহলে আমি বিপ্লবের ডাক দেব।’ ২২ ফেব্রুয়ারি ১৯৭১ ‘ব্যাংকক পোস্ট’ লিখেছে, মুজিব বলেছেন, পশ্চিম পাকিস্তান যদি তার দলের ঘোষিত ৬ দফা কর্মসূচি হুবহু গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে তিনি এককভাবে অগ্রসর হবেন এবং সংবিধান রচনা করবেন।
২৩ ফেব্রুয়ারি ‘লন্ডন টাইমস’-এর রিপোর্টে বলা হয়, মুজিব ইতিমধ্যেই তার বিবৃতিতে পূর্ব পাকিস্তান শব্দের পরিবর্তে ‘বাঙালি জাতি’ উল্লেখ করছেন। ২৪ ফেব্রুয়ারি ১৯৭১ ‘লিভারপুল ডেইলি পোস্ট’ লিখেছে, হোয়াইট হলের (ব্রিটেনের এস্টাবলিশমেন্ট) আশঙ্কা পাকিস্তান ভেঙে যেতে পারে। পূর্ব পাকিস্তান নিজেকে একটি ‘স্বাধীন বাঙালি মুসলিম প্রজাতন্ত্র’ ঘোষণা করতে পারে। শেখ মুজিব ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানের পক্ষে নয়, বাঙালি প্রজাতন্ত্রের পক্ষে কথা বলতে শুরু করেছেন। ফলে ব্রিটিশ সরকারের মধ্যে এই উপলব্ধি এসেছে যে, তারা কমনওয়েলথের একটি দেশ ভেঙে যাওয়ার মতো গুরুতর পরিস্থিতি মোকাবিলার সম্মুখীন হচ্ছে। ৭০-এর নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমরা যদি সময়ের ডাকে সাড়া দিতে ব্যর্থ হই তাহলে আগামী প্রজন্ম আমাদের দায়ী করবে।’
১৯৭০ সালের ৭ ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের মহিলাসহ ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে ১৮৮টি আসনে জয়লাভ করে।
১৯৭১ সালের ৩ জানুয়ারি তৎকালীন রেসকোর্সের জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। আওয়ামী লীগদলীয় সদস্যরা ৬ দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা এবং জনগণের প্রতি অনুগত থাকার শপথগ্রহণ করেন।
১৯৭১ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের বৈঠক আহ্বান করেন। ১৫ ফেব্রুয়ারি ভুট্টো জাতীয় পরিষদের বৈঠক বয়কটের ঘোষণা দিয়ে দুই প্রদেশের সংখ্যাগরিষ্ঠ দুই দলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এক বিবৃতিতে ভুট্টোর দাবির তীব্র সমালোচনা করে বলেন, ‘ভুট্টো সাহেবের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। ক্ষমতা একমাত্র সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের কাছে হস্তান্তর করতে হবে। ক্ষমতার মালিক এখন পূর্ব বাংলার জনগণ।’
অথচ ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদের বৈঠক স্থগিতের ঘোষণা প্রদান করেন। ফলে সারা বাংলায় প্রতিবাদের ঝড় ওঠে। অতঃপর বঙ্গবন্ধুর সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যকরী পরিষদের জরুরি বৈঠক ডেকে ৩ মার্চ দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়। এই দিন সারা বাংলায় হরতাল পালিত হওয়ার পর বঙ্গবন্ধু অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি দাবি জানান।
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্সের ঐতিহাসিক জনসভায় জনসমুদ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। প্রকৃতপক্ষে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতি হয়ে যায় এবং পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে পূর্ববাংলার তথা ভবিষৎ বাংলাদেশের জনগণের মানসিক দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। তিনি ইয়াহিয়া খানের সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। পূর্ববাংলার অফিস-আদালত বাংলার মানুষ বঙ্গবন্ধুর নির্দেশ মেনেছে। প্রেসিডেন্ট ইয়াহিয়ার সব নির্দেশ অমান্য করে অসহযোগ আন্দোলনে বাংলার মানুষের সেই অভূতপূর্ব সাড়া ইতিহাসে বিরল ঘটনা।
৯ মার্চ ১৯৭১ লন্ডনের ‘ডেইলি টেলিগ্রাফ’-এর রিপোর্টে বলা হয়, ‘৭ মার্চে মুজিবের ঘোষণা এক পাতলা ছদ্মাবরণে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা। কারণ, মুজিবের দাবিগুলো ইয়াহিয়া খান পূরণ করতে পারেন না।’ একই দিনে লন্ডনের ‘ডেইলি টেলিগ্রাফ’ একটি সম্পাদকীয়তে লিখেছে, “ইতিমধ্যেই পৃথক রাষ্ট্রের নাম ভেসে আসছে। পূর্ব পাকিস্তান হবে ‘বাংলাদেশ’। বাঙালির ভূখণ্ড। তৈরি করা হয়েছে এই রাষ্ট্রের পতাকা।”
‘দ্য ইকোনমিস্ট’ ১৩ মার্চ লিখেছে, ‘৭ মার্চে দেয়া মুজিবের চার শর্তের মধ্যে দুটি শর্ত অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর কার্যত রাষ্ট্রপতির পক্ষে গ্রহণ করা অসম্ভব। প্রেসিডেন্ট ইয়াহিয়া শিগগিরই ঢাকায় যাচ্ছেন, শেখ মুজিবুর রহমানের সঙ্গে সেটাই হতে পারে তার শেষ বৈঠক।’
১৯৭১ সালের ১৬ মার্চ ঢাকায় ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টোও ঢাকায় আসেন। ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ইয়াহিয়া-মুজিব-ভুট্টো আলোচনা হয়। ২৫ মার্চ আলোচনা ব্যর্থ হওয়ার পর সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। ২৫ মার্চ দিবাগত রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা রাইফেল সদর দপ্তর ও রাজারবাগ পুলিশ লাইনেস।
২৬ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দি হওয়ার আগে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ট্রান্সমিটারযোগে চট্টগ্রাম ইপিআর হেড কোয়াটার্সসহ দেশের অনেক জায়গায় প্রেরণ করেন।
বঙ্গবন্ধুর উক্ত ঘোষণাটি ছিল নিম্নরূপ:
‘This may be my last message, from today Bangladesh is independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh. Final victory is ours.’
[বঙ্গানুবাদ: ‘সম্ভবত এটাই আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, তোমরা যে যেখানেই আছ এবং যা-ই তোমাদের হাতে আছে তার দ্বারাই শেষ মুহূর্ত পর্যন্ত দখলদার সৈন্যবাহিনীকে প্রতিরোধ করতে হবে। যতক্ষণ না পাকিস্তান দখলদার বাহিনীর শেষ ব্যক্তি বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হবে এবং যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত বিজয় অর্জিত হবে, তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।’]
এর সঙ্গে সঙ্গেই তিনি বাংলায় নিম্নলিখিত একটি ঘোষণা পাঠান: ‘পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতভাবে পিলখানা ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে, আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ- দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপস নাই। জয় আমাদের হবেই। পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল আওয়ামী লীগ নেতা-কর্মী এবং অন্যান্য দেশপ্রেমিক প্রিয় লোকদের কাছে এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা।’
এভাবেই হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণের জন্য বাঙালি সামরিক ও বেসামরিক যোদ্ধা, ছাত্র, শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। বঙ্গবন্ধুর এই আহ্বান বেতার যন্ত্র মারফত তাৎক্ষণিকভাবে বিশেষ ব্যবস্থায় সারাদেশে পাঠানো হয়। চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর ঘোষণা প্রচার করা হয় এবং চট্টগ্রামে সাইক্লোস্টাইল কপি করে ২৬ মার্চ জনগণের মধ্যে বিতরণ করা হয়।
২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার বার্তা প্রেরণের পর পর পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে বন্দি অবস্থায় ঢাকা সেনানিবাস থেকেই পাকিস্তানে নিয়ে লায়ালপুর (বর্তমানে ফয়সালাবাদ) জেলে বন্দি করে রাখে।
জাতিকে বঙ্গবন্ধু ২৩ বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ধাপে ধাপে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছেন, প্রস্তুত করেছেন। এই বীরোচিত গণতান্ত্রিক সংগ্রাম এবং ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। বাঙালির ইতিহাসে প্রথম জাতি-রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই কারণেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জাতি-রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
তাই স্বাধীনতা ও বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে গরিব-দুঃখী-মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর সারা জীবনের একমাত্র লক্ষ্য। তিনি জেল-জুলুম-হুলিয়া, শত যন্ত্রণা, দুঃখ-কষ্ট-বেদনাকে সহ্য করে বাংলার কৃষক-শ্রমিক জনতার মুখে হাসি ফোটাতে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে গেছেন। বিশ্বের মুক্তিকামী মানুষের মধ্যে বঙ্গবন্ধু চিরদিন অম্লান থাকবেন এবং বাংলার জনতার হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন।
লেখক: সাবেক সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নন, আন্তর্জাতিক বিশ্বের মহান নেতা ছিলেন। তিনি প্রথমে নিজেকে, পরে আওয়ামী লীগকে, তারপর বাঙালি জাতিকে স্বাধীনতার লক্ষ্যে তৈরি করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি উপলব্ধি করেন এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি। একদিন বাংলার ভাগ্যনিয়ন্তা বাঙালিদেরই হতে হবে।
১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করতে স্বাধীনতার ঘোষণা নিয়ে দীর্ঘকাল ধরে স্বার্থান্বেষী মহল কুতর্ক জারি রেখেছে। ১৯৭০ সালের নির্বাচনে যদি বঙ্গবন্ধু অংশগ্রহণ না করতেন বা যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পেতেন, তাহলে স্বাধীনতা ঘোষণা করার সুযোগ পেতেন না, অথবা হয়তো পেতেন তবে অনেক পরে। বঙ্গবন্ধুকে অনেকেই বলেছিলেন, ‘এলএফওর (লিগাল ফ্রেম ওয়ার্ক অর্ডার) অধীনে ১৯৭০ সালের নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না।’ তাদের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এলএফও! এই নির্বাচনকে গণভোট হিসেবে আখ্যায়িত করে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এবং প্রমাণ করবো কে এই দেশের নেতা। আর নির্বাচনের পর আমি এলএফও টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো।’ জেনারেল নিয়াজির জনসংযোগ কর্মকর্তা সিদ্দিক সালিক তার ‘উইটনেস টু সারেন্ডার’ গ্রন্থে লিখেছেন, ‘The Legal Framework Order irked Mujib sorely. He was particularly irritated at Sections 25 and 27 which vested powers of authentication of the future constitution in the President. It implied that Mujib would not be free to implement his six points, even if he obtained majority seats in the National Assembly (Parliament) unless his Constitution Bill received the President’s approval. It is on the issue that Mujib said, I shall tear the LFO in the pieces after the election.’ (পৃষ্ঠা-১৬-১৭) এলএফওতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবং জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব মেনে নেয়া হয়।
জাতীয় পরিষদে ৩১৩টি (সংরক্ষিত নারী আসনসহ) আসনের মধ্যে জনসংখ্যার অনুপাতে আমরা পেলাম ১৬৯টি আসন। কিন্তু ইয়াহিয়া খান ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও যাতে বঙ্গবন্ধু ৬ দফা ও ১১ দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়ন করতে না পারেন সে জন্য এলএফওতে বিতর্কিত ২৫ ও ২৭ নম্বর দুটি অনুচ্ছেদ সন্নিবেশিত করেন। এলএফওতে সন্নিবেশিত দুটি ধারাই ছিল আসন্ন নির্বাচনে বিজয়ী দলকে ঠেকানোর অপপ্রয়াস। কিন্তু বঙ্গবন্ধু সত্যিকার অর্থেই নির্বাচনকে গণভোটে রূপান্তরিত করে বিজয়ী হন। নির্বাচনের পরপরই ১৯৭১ সালের ৩ জানুয়ারি তিনি আওয়ামী লীগের নবনির্বাচিত এমএনএ ও এমপিএকে নিয়ে শপথ অনুষ্ঠান করে বলেছিলেন, ‘এই গণভোটের মাধ্যমে ৬ দফা আজ আমার না, আমার দলেরও না, ৬ দফা আজ জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। যদি কেউ ৬ দফার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তবে তাকে জ্যান্ত কবর দেয়া হবে। এমনকি আমি যদি করি আমাকেও।’ এভাবে তিনি ৬ দফাকে আপসহীন অবস্থায় নিয়ে গিয়েছিলেন।
বঙ্গবন্ধু জানতেন ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবে না এবং তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করবে। সেজন্য বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে এগিয়েছেন। এই নির্বাচনে সারা দেশ সফর করে তিনি বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেন। ১ মার্চ যখন ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন, মানুষ রাজপথে নেমে আসে। ৭ মার্চ বঙ্গবন্ধু জীবনের শ্রেষ্ঠ ভাষণের মধ্য দিয়ে বাংলার মানুষকে স্বাধীনতার এক মোহনায় দাঁড় করিয়ে নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেন। নির্বাচনের পরপরই ১৮ ফেব্রুয়ারি ধানমন্ডির ৩২ নম্বরে ডেকে চার জাতীয় নেতার সামনে আমাদের চারজনকে- মণি ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই ও আমাকে- একটি ঠিকানা মুখস্থ করিয়েছিলেন। ভারতে গেলে আমরা কোথায় আশ্রয় পাব, থাকব, সে জন্য আমাদের চার টুকরা কাগজ দিয়ে বলেছিলেন মুখস্থ করো। কাগজে ঠিকানা লেখা ছিল, ‘সানি ভিলা, ২১ নম্বর রাজেন্দ্র রোড, নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলকাতা।’ মুক্তিযুদ্ধ শুরুর পর এই ঠিকানায় আমরা আশ্রয় গ্রহণ করি। অর্থাৎ বহু আগে থেকেই বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরিকল্পনা করেন। সেই ১৯৬২ সালে তিনি দেশ স্বাধীনের পরিকল্পনা নিয়ে আগরতলা গিয়েছিলেন। আগরতলা মামলা তো মিথ্যা ছিল না। কিন্তু পরিকল্পনামতো কাজ হয়নি। আগরতলা মামলায় যারা অভিযুক্ত তারা তো আসলেই স্বাধীনতার জন্য একটি সশস্ত্র পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এটা সত্য। যার জন্য ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ বললে যারা অভিযুক্ত তারা অসন্তুষ্ট হন। তারা বলেন, ‘আমরা তো ষড়যন্ত্র করিনি। আমরা তো দেশের স্বাধীনতার জন্যই একটি পরিকল্পনা করেছিলাম।’
বঙ্গবন্ধুর হৃদয়ে ছিল বাংলাদেশের স্বাধীনতা। তার বড় প্রমাণ ৬ দফা। তিনি বিচক্ষণ নেতা ছিলেন। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় অঞ্চলে নির্বাচন পেছালে বঙ্গবন্ধুর সঙ্গে থাকার সুযোগ পাই। নির্বাচনের দিন বঙ্গবন্ধুর সঙ্গে ছিলাম। সেদিন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আপনি কয়টি আসন পাবেন?’ বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি অবাক হবো যদি আমি দুটি আসন হারাই।’ বিস্ময়ের ব্যাপার দুটি আসনই আমরা হারিয়েছিলাম। একটিতে নুরুল আমিন, অন্যটিতে রাজা ত্রিদিব রায় জয়ী হন। নির্বাচনের পরই তিনি পূর্ণ স্বাধীনতার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার ছক এঁকেছিলেন যখন তিনি ১৯৬৯ সালের অক্টোবরে লন্ডন সফরে যান। সেখানে ভারতীয় প্রতিনিধি ফনীন্দ্র নাথ মুখার্জি, তথা পিএন মুখার্জি- যাকে আমরা মুক্তিযুদ্ধ চলাকালে ‘মিস্টার নাথ’ বলে সম্বোধন করতাম- বঙ্গবন্ধুর সঙ্গে লন্ডনে দেখা করে বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা বঙ্গবন্ধুকে অবহিত করেন। যেগুলো পরবর্তী সময়ে বাস্তবায়িত হয়। বঙ্গবন্ধু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তবেই স্বাধীনতা ঘোষণা করার রাজনৈতিক বৈধতা অর্জন করেন।
৭ মার্চের ঐতিহাসিক ভাষণেও তিনি বিচক্ষণতার সঙ্গে বক্তব্য পেশ করেছেন। বঙ্গবন্ধু সব সময় চেয়েছেন তিনি আক্রান্ত হবেন, কিন্তু আক্রমণকারী হবেন না। সে জন্যই ২৫ মার্চ জিরো আওয়ারে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে পূর্ব প্রস্তুতি অনুযায়ী বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যেটা সিদ্দিক সালিক তার বইতে লিখেছেন, ‘When the first shot had been fired, ‘the voice of Sheikh Mujibur Rahman came faintly through on a wavelength close to that of the official Pakistan Radio. In what must have been, and sounded like, a pre-recorded message, the Sheikh proclaimed East Pakistan to be the ‘People’s Republic of Bangladesh.’ It said, ‘This may be my last message. From today Bangladesh is independent. I call upon the people of Bangladesh, wherever you are and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved.’ (প্রাগুক্ত, পৃষ্ঠা-৭৫)
প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য এ রকম একটি চূড়ান্ত ঘোষণায় পৌঁছতে বঙ্গবন্ধুকে দীর্ঘ ২৪টি বছর বাঙালি জাতিকে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে লক্ষ্য স্থির করে, ধাপে ধাপে জাতীয় মুক্তিসংগ্রাম পরিচালনা করে, জনগণের ম্যান্ডেট নিয়ে, শাসকগোষ্ঠীর সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, জেল-জুলুম-হুলিয়া-ফাঁসির মঞ্চকে উপেক্ষা করে মৃত্যুঞ্জয়ী শক্তি নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে। এক দিনে হয়নি। বহু বছর ধরে, অগণিত মানুষের আত্মদানের মধ্য দিয়ে সমগ্র বাঙালি জাতি প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণাকে শিরোধার্য জ্ঞান করেছে। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ঘোষিত এই ঘোষণাটিই ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ গণপরিষদ’ কর্তৃক গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্রের ৬ নম্বর প্যারায় অনুমোদিত হয়ে সাংবিধানিক বৈধতা অর্জন করেছে। বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাই ২৬ মার্চ দুপুর দেড়টায় চট্টগ্রাম বেতার থেকে এম এ হান্নানের কণ্ঠে বারবার প্রচারিত হয়েছে। ২৬ মার্চ জিয়াউর রহমানের ঘোষণার কোনো রেকর্ড নেই। এমনকি জিয়াউর রহমানের শাসনামলে ‘প্রামাণ্যকরণ কমিটি’র চেয়ারম্যান মফিজউল্লাহ কবীর ও হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৫ খণ্ডে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র’ সংকলনের ৩ নম্বর খণ্ডে আছে, ‘জিয়াউর রহমান মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ২৭ মার্চ ঘোষণা দেন।’ কিন্তু ২৬ তারিখ তো যুদ্ধ শুরু হয়েছে। জেনারেল শফিউল্লাহ, খালেদ মোশাররফ, মেজর রফিক ইতিমধ্যে ডিফেক্ট করে যুদ্ধ শুরু করেছেন। সুতরাং ২৬ মার্চ জিয়াউর রহমানের ঘোষণার কথা মোটেও সত্য না। যারা ২৬ মার্চ জিয়ার ঘোষণার কথা বলেন, তারা অসত্য কথা বলেন। বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই।
ইয়াহিয়া খান ২৬ মার্চের ভাষণে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করে একজন ব্যক্তির কথা উল্লেখ করে বলেছেন, ‘সপ্তাহ খানেক আগেই আমার উচিত ছিল শেখ মুজিবুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা...। ...কেননা কয়েকটি শর্ত দিয়ে সে আমাকে ট্র্যাপে ফেলতে চেয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সে আক্রমণ করেছে- এই অপরাধ বিনা শাস্তিতে যেতে দেয়া হবে না।’ এবং এই একজন ব্যক্তির বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সামরিক আদালতে বিচার হয়। সামরিক শাসক কতটা প্রতিহিংসাপরায়ণ ছিল যে, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকেও আমার অনুপস্থিতিতে সামরিক আদালতে বিচার করল। ১৯৭১ সালের ২০ এপ্রিল সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবদুল মান্নান, আবিদুর রহমান ও আমাকে মার্শাল ল কোর্টে হাজির হওয়ার নির্দেশ জারি করা হয়। পরে ২৭ এপ্রিল আমাদের অনুপস্থিতিতে ১৪ বছর সশ্রম কারাদণ্ড, অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। আজকাল বিভিন্ন জন বিভিন্ন রকম দাবি করেন। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশ ছাড়া আমরা ছাত্রলীগের কেউ কিছু করতে পারিনি। বঙ্গবন্ধু জাতীয় নেতা হিসেবে যা করতে পারতেন না, আওয়ামী লীগের অগ্রগামী সংগঠন হিসেবে ছাত্রলীগ বঙ্গবন্ধুর নির্দেশে তা পালন করতো। কোনোটাই বঙ্গবন্ধুর অনুমোদন ছাড়া হয়নি।
১৯৭১ সালের শহীদ দিবস ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এ দিন মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু বলেন, ‘এই বাংলার স্বাধিকার-বাংলার ন্যায্য দাবীকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। কিন্তু বাংলার সাত কোটি মানুষ আর বঞ্চিত হতে রাজী নয়। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে আরো রক্ত দেবো। আর শহীদ নয়, এবার গাজী হয়ে ঘরে ফিরবো। বাংলার ঘরে ঘরে আজ দুর্গ গড়ে তুলতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হবে আমাদের সংগ্রাম। মানুষ জন্ম নেয় মৃত্যুর জন্য; আমি আপনাদের কাছে বলছি এই বাংলার মানুষ রক্ত দিয়ে আমাকে আগরতলা মামলা থেকে মুক্ত করে এনেছে, আমিও আপনাদের জন্য নিজের রক্ত দিতে দ্বিধা করবো না। বাংলার সম্পদ আর লুট হতে দিবো না।’ ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি জেনারেল ইয়াহিয়া খান তার মন্ত্রিসভা বাতিল করেন এবং পিন্ডিতে গভর্নর ও সামরিক প্রশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকে, লারকানা ও রাওয়ালপিন্ডি বৈঠকে গৃহীত গণহত্যার নীলনকশা ‘অপারেশন সার্চলাইট’ বাস্তবায়নের ব্যবস্থাদি চূড়ান্ত করা হয়। এসবের পরিপ্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, ‘...গত সপ্তাহে জাতি যে ধরনের নাট্যাভিনয় প্রত্যক্ষ করেছে, তা বন্ধ হওয়া দরকার। জনসাধারণের নির্বাচিত প্রতিনিধিদের শাসনতন্ত্র প্রণয়ন ও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর বানচালের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ...পাকিস্তানে যখনই জনসাধারণ গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা গ্রহণে উদ্যত হয়েছে তখনই এই তামস শক্তি সক্রিয় হয়ে ওঠে। এই গণবিরোধী শক্তি ১৯৫৪ সনে পূর্ব বাংলার নির্বাচিত শক্তিকে ক্ষমতাচ্যুত করে, ১৯৫৬ সনের আইন পরিষদ ভেঙ্গে দেয়, ১৯৫৮ সনে দেশে সামরিক আইন জারী করে এবং তারপর প্রতিটি গণআন্দোলন ব্যর্থ করার জন্য হস্তক্ষেপ করে। এই ষড়যন্ত্রকারী শক্তি যে আবার আঘাত হানার জন্য তৈরী হচ্ছে, জাতীয় পরিষদের তারিখ ঘোষণার পর যেসব ঘটনা ঘটছে সেগুলো থেকেই এটা প্রতীয়মান হয়। জনাব জেড এ ভুট্টো ও পিপল্স পার্টি আকস্মিকভাবে এমন সব ভঙ্গিমা ও উক্তি করতে শুরু করেছে যা জাতীয় পরিষদের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে শাসনতান্ত্রিক পদ্ধতি বানচালের প্রবণতাই উদঘাটন করে। এভাবে জনসাধারণের হাতে ক্ষমতা হস্তান্তর বানচালেরও চেষ্টা করা হচ্ছে। ...বাংলাদেশের জাগ্রত জনতাকে, কৃষক-শ্রমিক-ছাত্র ও জনগণকে বিজয় বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য প্রস্তুত হতে হবে। ...আমরা যে ক্ষমতাকে স্বীকার করি, তা হচ্ছে জনগণের ক্ষমতা। জনগণ সকল স্বৈরাচারীকেই নতি স্বীকারে বাধ্য করেছে। কারণ স্বৈরাচারীর ক্ষমতার দম্ভ জাগ্রত জনগণের সংকল্পবদ্ধ আঘাতের কাছে টিকে থাকতে পারেনি। ...আমরা আজ প্রয়োজন হলে আমাদের জীবন বিসর্জন করারও প্রতিশ্রুতি দিচ্ছি-যাতে আমাদের ভবিষ্যৎ বংশধরদের একটি কলোনীতে বাস করতে না হয়। যাতে তারা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে সম্মানের সাথে মুক্ত জীবন যাপন করতে পারে, সে প্রচেষ্টাই আমরা চালাবো।’
এই দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ বিবৃতিতে বঙ্গবন্ধু ভবিষ্যৎ বংশধরদের যাতে একটি কলোনিতে তথা উপনিবেশে বসবাস করতে না হয়, তার অংশ হিসেবে ‘একটি স্বাধীন দেশের’ কথা বলছেন। বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য আওয়ামী লীগকে প্রস্তুত করতে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে সার্বিক দিকনির্দেশনা প্রদান করে বলেছিলেন, ‘প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক সাব-ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল’ এবং বাংলার মানুষ বঙ্গবন্ধুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলে আসন্ন মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিল।
১৯৭১ সালের ১ মার্চ বেলা ১টা ৫ মিনিটে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বেতার ভাষণে ৩ মার্চ তারিখে ঢাকায় আহূত জাতীয় পরিষদের অধিবেশন একতরফাভাবে স্থগিত করেন। পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করা বক্তব্যে ক্ষোভ-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা নগরীসহ সমগ্র বাংলাদেশ। এ দিন হোটেল পূর্বাণীতে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সভায় ৬ দফাভিত্তিক শাসনতন্ত্রের খসড়া প্রণয়নের কাজ চলছিল। অধিবেশন স্থগিত ঘোষণায় বিক্ষুব্ধ মানুষ হোটেল পূর্বাণীর সামনে এসে সমবেত হয় এবং ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ ও ‘জয় বাংলা’ স্লোগানে চারদিক প্রকম্পিত করে তোলে। বঙ্গবন্ধু হোটেলের সামনে এসে সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘অধিবেশন বন্ধ করার ঘোষণায় সারা দেশের জনগণ ক্ষুব্ধ। আমি মর্মাহত। প্রেসিডেন্ট ইয়াহিয়া তার ওয়াদা ভঙ্গ করেছেন। আমি সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি। সংগ্রাম করেই মুক্তি আনবো। আপনারা ঐক্যবদ্ধ থাকুন।’
এরপর আসে বাঙালির ইতিহাসের পরমাকাঙ্ক্ষিত দিন ৭ মার্চ। সেদিন ছিল রোববার। সংগ্রামী বাংলা সেদিন অগ্নিগর্ভ, দুর্বিনীত। বঙ্গবন্ধু যখন ‘ভাইয়েরা আমার’ বলে বক্তৃতা শুরু করেন জনসমুদ্র পিনপতন নিস্তব্ধতার মধ্যে ডুবে যায়। সে দিন নেতার বক্তৃতার শেষাংশ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বস্তুত এটাই ছিল বীর বাঙালির জন্য স্বাধীনতার ঘোষণা।
লেখক: আওয়ামী লীগ নেতা; সংসদ সদস্য; সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি
আমাদের যে স্বাধীনতা অর্জন সেটি কোনো কিছুর সঙ্গেই বিনিময়যোগ্য নয়। একটি জাতি যখন স্বাধীনতা পায় তার আর কিছু পাওয়ার অপূর্ণতা থাকে না। আমরা মনে করি, আমরা সব কিছুই পেয়েছি। তারপরও বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল স্বাধীনতার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বাংলাদেশকে সাম্যের বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। সমাজতন্ত্রের মাধ্যমে আমরা বাংলাদেশকে গড়ে তুলব। বাংলাদেশকে অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমরা অবিরাম চেষ্টা করে চলেছি। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দীর্ঘ একটা সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবন থেকে উধাও হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলতে চেয়েছিল। তার দর্শন এ দেশ থেকে তারা মুছে ফেলার চেষ্টা করেছিল। সে কারণে এর মূল যে অর্জন স্বাধীনতা সেটি আমরা পেয়েছি এবং অক্ষুণ্ন রেখেছি। বায়ান্ন বছর ধরে স্বাধীন জাতি হিসেবে বসবাস করছি। কিন্তু স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অবিরাম চেষ্টা করে চলেছেন স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে। আমরা দেখেছি, তিনি মুজিববর্ষে ঘোষণা দিয়েছেন, দেশের একটি পরিবারও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যেই তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। অতি সম্প্রতিও তিনি বেশ কয়েকটি জায়গায় গৃহহীন মানুষের মধ্যে ঘর হস্তান্তর করেছেন।
স্বাধীনতার ৫২ বছর পরে যদি পেছনে ফিরে তাকাই তাহলে বহু অগ্রগতি, উন্নতিসাধন করেছি। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য যে মানুষের কথা বলেছিলেন সেই মানুষ তৈরি করতে এখনো আমরা সফল হইনি। আমাদের শিক্ষাব্যবস্থাকে বৈপ্লবিক পুনর্গঠনের মাধ্যমে যে সোনার মানুষ গড়ে তোলা, এটি আমাদের এখন একমাত্র আরাধ্য বলে আমি মনে করি। এটি এখন আমাদের প্রথম কাজ বলে আমি মনে করি।
অর্থনৈতিক মুক্তি সম্পর্কে বঙ্গবন্ধু নিজেই বলেছেন, স্বাধীন দেশের রাজনৈতিক মুক্তি অর্থহীন হয়ে যাবে যদি না আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে না পারি। অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যেই আমরা অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সম্প্রসারণ সব ক্ষেত্রেই কাজ করে চলেছি। কিন্তু অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বহু বাধাবিপত্তি আমাদের রয়েছে। কারণ আজকের পৃথিবী একটি বিশ্বপল্লিতে রূপান্তরিত হয়েছে। এখানে কোনো দেশই অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। প্রতিটি দেশ পারস্পরিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল। আমরা উৎপাদন করছি কিন্তু সেই পণ্য যদি রপ্তানি করতে না পারি বা আমাদের আমদানি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। সে ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন এখন সারা পৃথিবী।
একবিংশ শতাব্দীকে আমরা মনে করেছিলাম সৌভাগ্য হিসেবে দেখব। কিন্তু আমাদের দুর্ভাগ্য একবিংশ শতাব্দীতে এসে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ দেখতে হচ্ছে। পৃথিবীর এক দেশ আরেক দেশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। মৌলবাদ ও জঙ্গিবাদের শক্তি মাথাচাড়া দিয়ে ওঠা দেখতে পাচ্ছি। এগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে বাধার সৃষ্টি করছে। তবে আমরা বাঙালিরা আশাবাদী মানুষ। যে জাতি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে সেই জাতি কখনো পিছিয়ে থাকবে না, সেটা নিশ্চিতভাবেই বলা যায়, এটি আমিও বিশ্বাস করি। অতএব বিশ্বজুড়ে দেশে দেশে যে সাময়িক অর্থনৈতিক বাধাবিপত্তি চলছে সেগুলো কাটিয়ে উঠে অচিরেই আমরা সত্যিকার অর্থেই বঙ্গবন্ধু যে অর্থনৈতিক মুক্তির কথা বলতেন, সে রকম বাংলাদেশ গড়ে তুলব।
স্বাধীনতার এত বছর পরে এসে আমার চাওয়া একটাই- সেটা হলো বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে যেটা চাইতেন সেটাই, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। বঙ্গবন্ধু নিজেই বলেছেন স্বাধীন বাংলাদেশ আমি দেখতে চেয়েছিলাম, আমি সেটা গড়ে তুলেছি। আমি সোনার বাংলা গড়তে চাই, সে কারণে আমি সোনার মানুষ দেখতে চাই। বঙ্গবন্ধুর মতোই আমিও চাই বাংলাদেশের মানুষ সোনার মানুষে রূপান্তরিত হোক। বিশেষ করে নবীন প্রজন্মের ছেলেমেয়ে যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে তারা যেন সত্যিকার অর্থে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। অর্থাৎ সৎ সুনাগরিক এবং একইসঙ্গে উদার মন-মানসিকতাসম্পন্ন মানুষ হয়ে গড়ে ওঠে। মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠতে পারে। বঙ্গবন্ধুর দর্শন ধারণ করা মানুষ হয়ে গড়ে ওঠে। এমন মানুষ আমি সমাজে দেখতে চাই। সেই লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।
(সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়)
মতৈক্য আর মতনৈক্যের মাঝখানে বিভেদের যে দেয়াল, সে দেয়াল ভালো ও মন্দ উভয়েরই জন্য সংকট সৃষ্টি করে। ভালোকে ভালো থাকতে না দেয়া আর মন্দকে আরও মন্দ হতে বাধ্য করার ক্ষেত্রে এই সংকটের সুনাম সুবিদিত। উভয়সংকটে পড়ে শুভচিন্তারা শুভ উদ্যোগের পাড়া থেকে পাততাড়ি গুটিয়ে সরে পড়ে। আর নানা ধরনের অশুভ আচার-আচরণে পাড়া মাত করে ফেরে। ভালো আর মন্দকে একসঙ্গে এক পাড়ায় বসবাস করতে দিয়ে ভালোর আলোয় মন্দকে কলুষমুক্ত হতে সাহায্য করা যেখানে উচিত, সেখানে ভালোকে পত্রপাঠ মাঠ থেকে সাজঘরে পাঠিয়ে দিয়ে ওয়াকওভারের পরিবেশ সৃষ্টি করা সবল হোক আর দুর্বল হোক যেকোনো অর্থনীতির জন্য সংকট সৃষ্টি করে থাকে।
সমাজ ও অর্থনীতিতে টেকসই উন্নয়ন ও অগ্রগতির অভীপ্সা-আকাঙ্ক্ষায় সব পক্ষ ও অনুষঙ্গকে নিরবচ্ছিন্ন নিঃশর্ত ঐকমত্যে পৌঁছানোর তাগিদে সবাইকে বিচ্যুতির পরিবর্তে অন্তর্ভুক্তির অবয়বে আসার অবকাশ রয়েছে। সামষ্টিক অর্থনীতির উন্নয়ন ভাবনায় সমন্বিত উদ্যোগের প্রেরণা ও মতবাদ হিসেবে অর্থনৈতিক অন্তর্ভুক্তি, তথা সার্বিক সামাজিক অন্তর্ভুক্তির দর্শন বিশেষ বিবেচনা ও ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। স্থান-কাল-পাত্রের পর্যায় ও অবস্থানভেদে উন্নয়ন ও উৎপাদনে সবাইকে একাত্মবোধের মূল্যবোধে উজ্জীবিত করার প্রেরণা হিসেবে শিল্পোন্নত বিশ্বে অন্তর্ভুক্তিকরণের দর্শনকে ব্যাপক বিবেচনা করা হচ্ছে। দারিদ্র্য নিরসন থেকে শুরু করে সমাজে সম্পদের বণ্টনবৈষম্য দূরীকরণ এবং এমনকি সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সবাইকে দল-মত-ধর্ম-লিঙ্গ অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে এক শামিয়ানার নিচে শামিল করতে অন্তর্ভুক্তিকরণকে মন্ত্র হিসেবে মানতে ও মানাতে আগ্রহ-উদ্যোগের অভাব থাকতে নেই।
বিচ্যুতির অবকাশকে নাকচ করে দিয়ে যেকোনো যৌথ সংসারে কিংবা কায়কারবারে সবার সুচিন্তিত মতামত প্রকাশের সুযোগ, কর্তব্য পালনে দৃঢ়চিত্ত মনোভাব পোষণ, উদ্দেশ্য অর্জন তথা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোয় ঐকান্তিক প্রয়াসে সমর্পিতচিত্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস জরুরি বিবেচনা করা হচ্ছে। এ কথা বলা বাহুল্য যে, জাতীয় উন্নয়ন প্রয়াস-প্রচেষ্টাতেও সমন্বিত উদ্যোগের আবশ্যকতাও একইভাবে অনস্বীকার্য। জাতীয় সঞ্চয় ও বিনিয়োগে থাকা চাই প্রতিটি নাগরিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র অবদান। দুর্নীতি দমন, অপচয়-অপব্যয় রোধ, লাগসই প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থা অবলম্বনের দ্বারা সীমিত সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকরণে সবার মধ্যে অভ্যাস, আগ্রহ ও একাগ্রতার সংস্কৃতি গড়ে ওঠা দরকার। নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা ও উপলব্ধির জাগৃতিতে অনিবার্য হয়ে ওঠে যে নিষ্ঠা ও আকাঙ্ক্ষা, তা অর্জনের জন্য সাধনার প্রয়োজন, প্রয়োজন ত্যাগ স্বীকারের। নেতিবাচক মনোভাবের দ্বারা এবং দায়-দায়িত্ব পালন ছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার সুফল ভোগের দাবিদার হওয়া বাতুলতামাত্র। ‘ফেল কড়ি মাখ তেল’ কথাটি এ ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এ জন্য যে, উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ না করেই ফসলের অধিক অধিকারপ্রত্যাশী হওয়াটা কোনোভাবেই স্বাভাবিক এবং সংগত কর্ম ও ধর্ম নয়। কোনো কিছু অর্জনে বর্জন বা ত্যাগস্বীকার যেমন জরুরি, তেমনি প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বাস্তবতা এ জানান দেয় যে, ‘বিনা দুঃখে সুখ লাভ হয় কি মহিতে?’ ন্যায়নীতিনির্ভর, নিরপেক্ষ ও নির্ভার কাণ্ডজ্ঞানের বিকাশে গণতান্ত্রিক মূল্যবোধের অর্থবহ ও কার্যকর উপস্থিতির আবশ্যকতা অনস্বীকার্য।
সংসার, সমাজ ও দেশের উন্নয়নে সবার সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে অর্থবহ করতে ঐকান্তিক নিষ্ঠার দরকার। দরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টির। সংসারে নানা বাদ-প্রতিবাদে মানুষ বেড়ে ওঠে, তার দায়-দায়িত্ব তদনুযায়ী নির্ধারিত হয় এবং তা যথাযথভাবে পালনে সংসারের গতির চাকা সচল থাকে নির্দিষ্ট নিয়মে। দেশ, সমাজ, অর্থনীতি এভাবেই প্রবৃদ্ধির পথে যাবে। জিডিপির প্রবৃদ্ধি সব অনুষঙ্গকে সঙ্গ করে সুনিশ্চিত হওয়া দরকার, মাথাপিছু আয়ের হিসাব বৃদ্ধি সব কাণ্ডজ্ঞান ও কর্মকাণ্ডের সমন্বিত অবয়বে হওয়া উচিত। ভোগবাদী সমাজে কতিপয়ের প্রচুর উন্নতির অঙ্ক সমষ্টির সঙ্গে কাগজে-কলমে বিভাজন দেখিয়ে তথাকথিত উন্নতির অবয়ব দেখানোর সংস্কৃতি আত্মপ্রবঞ্চনার প্রতীক।
মানবসম্পদ সৃষ্টি, গণসুস্থতা আর আইনের শাসন সুপ্রতিষ্ঠার সরোবরে উন্নয়ন অর্থনীতির ফুল বিকশিত হয়। যে সমাজে শিক্ষকতা, চিকিৎসা আর আইন ব্যবসা মহৎ পেশা হিসেবে বিবেচনার সুযোগ দিনে দিনে তিরোহিত হয়, সে সমাজে বুদ্ধিবৃত্তির বিকাশ ও সমাজসেবার আদর্শ প্রতিষ্ঠা অসম্ভব হয়ে ওঠে, সেখানে সামাজিক সুবিচার ও গণকল্যাণ আকাঙ্ক্ষায় চিড় ধরতে বাধ্য। সুশাসন ও জবাবদিহিতার পরিবেশ পয়মাল হতে হতে সমূহ সর্বনাশও সহনশীল হয়ে ওঠে। পরীক্ষায় উত্তরণনির্ভর বিদ্যাচর্চায় বাস্তব শিক্ষার লেশমাত্র যে থাকে না, সে উপলব্ধি করতে রূঢ় বাস্তবের মোকাবিলা পর্যন্ত অপেক্ষা করতে হয় না। সার্টিফিকেটধারী শিক্ষিতের সংখ্যা বাড়লেই দেশে শিক্ষার উন্নতিসহ জনসম্পদ বৃদ্ধি ঘটে না, বরং তাতে স্বল্পশিক্ষিত বেকারের বিকারজনিত সমস্যারই উদ্ভব ঘটে। অসম্পন্ন শিক্ষা সমাধান আনে না, বরং সমস্যা বাড়ায়। শিক্ষা খাতে জিডিপির সবচেয়ে বেশি বরাদ্দ মিললেও শিক্ষা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে কি না, দেশের অধিকাংশ অধিবাস যে পল্লিতে, সেই পল্লির ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শহরের হাইব্রিড বিদ্যাচর্চার ব্যবধান বাড়ছে কি না সে বিচার-বিবেচনা আবশ্যক।
প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে শহর আর গ্রামের পাসের হারের ব্যাপক ব্যবধান আসন্ন সমাজে ব্যাপক বিচ্যুতির ফাটল স্পষ্ট হয়ে উঠতে পারে। যে শিক্ষক শ্রেণিকক্ষে পড়ানোর জন্য রাষ্ট্র কর্তৃক জনগণের করের টাকায় বেতন পান, তার বিনিময়ে তার যে দায়িত্ব পালনের কথা তা পালন না করে বরং তার শিক্ষকতার পরিচয়কে পুঁজি করে অত্যধিক পারিশ্রমিকে গৃহশিক্ষকতার মাধ্যমে তিনি ক্ষমতার অপব্যবহারই শুধু করেন না, গণশিক্ষার ব্যয় বাড়িয়ে চলেন। সমাজের কাছে যে সম্মান ও সমীহ তার প্রাপ্য, তা তার এই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্রবীভূত হয়ে যায়। অথচ এই একই সমাজে এই কিছুদিন আগেও, এমনকি ঔপনিবেশিক পরাধীন পরিবেশেও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে (তখন সরকারি অনুদান ছিল যৎসামান্য) শিক্ষাদান ছিল নিঃস্বার্থ জ্ঞানদানের বিষয় এবং আত্মত্যাগের আদর্শে ভাস্বর। আর সে সুবাদে শিক্ষক পেতেন সমাজের সর্বোচ্চ সমীহ ও সম্মান। শিক্ষক দায়িত্ববোধের আদর্শ হতেন শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের মনে জ্ঞানের আলো জ্বালানোকে ব্রত মনে করতেন শিক্ষকরা। আর আজ শিক্ষকের মনের দীনতা অধিক অর্থ উপার্জনের অভীপ্সায় অন্তর্লীন। চিকিৎসাবিদ্যার প্রধান লক্ষ্যই যেখানে হওয়ার কথা দুস্থ-পীড়িতজনকে রোগমুক্তির সন্ধান দেয়া, সেখানে স্রেফ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি কেন মুখ্য হয়ে দাঁড়াবে এ মহৎ পেশায়। অসুস্থ ব্যক্তির উপযুক্ত চিকিৎসা পাওয়া যেখানে মৌলিক অধিকার, সেখানে রাষ্ট্রীয় চিকিৎসাব্যবস্থা এতই নাজুক ও অবহেলায় ন্যুব্জ যে ক্লিনিকের কসাইয়ের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে অগণিত অসহায়-অসুস্থ মানুষকে। এনজিও দ্বারা কমিউনিটি চিকিৎসাব্যবস্থা চালু করা হয়েছে, সেখানে হাসিমুখে চিকিৎসাসেবা দিচ্ছে নবীন-প্রবীণ স্বাস্থ্যকর্মী। কিন্তু সরকার পরিচালিত চিকিৎসাপ্রতিষ্ঠানে কেন সেবার মান আদৌ উন্নত হবে না, যদিও সেখানে বাজেটের বিপুল বরাদ্দকৃত অর্থ ব্যয় দেখানো হয়ে থাকে।
জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য বাজেটে বিপুল ব্যয় বরাদ্দ দেখানো হবে আর সেই সেবা পাওয়ার জন্য আবার বাড়তি ব্যয়ের বোঝা কেন বহন করতে হবে রাষ্ট্রের নাগরিককে। অন্যায়-অবিচারের প্রতিকার প্রার্থীর পক্ষাবলম্বনের জন্য আইনজীবী হবেন আসামি-বাদী-বিবাদীর বন্ধু। আইনের মারপ্যাঁচে নিজের ন্যায্য দাবি যাতে হারিয়ে না যায়, সে সহায়তা চেয়েই তো অসহায় অশিক্ষিত মক্কেল আসে আইনজীবীর দ্বারে। নিজের পেশাগত দায়িত্ব ও মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে স্রেফ ব্যবসায়িক দৃষ্টিতে বাদী-বিবাদী উভয় পক্ষের কাছ থেকে অর্থ আদায়ের অনুক্ষণ-অনুযোগ বিচারপ্রার্থীর বোবাকান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। দেশ ও সমাজের স্বার্থকে থোড়াই কেয়ার করে অনেকে বিদেশি বহুমুখী কোম্পানির অনেক অন্যায্য দাবির সপক্ষে লবিং করেন স্রেফ পেশাগত ও ব্যবসায়িক স্বার্থে। ‘সেবা পরম ধর্ম’ কিংবা ‘সততা সর্বোত্তম পন্থা’ এ মহাজন বাক্যরা কি শুধু নীতিকাহিনিতে ঠাঁই পাবে, বাস্তবে তাদের সাক্ষাৎ মিলবে না?
রাষ্ট্রাচারে বিধিবিধান অনুসরণ যেহেতু দায়িত্ব ও কর্তব্যের পর্যায়ে পড়ে, সেহেতু রাষ্ট্র ও নাগরিক উভয় পক্ষেরই পারস্পরিক সহযোগিতার ব্যাপারটি গুরুত্ববহ। রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক স্বার্থে বিষয়টি অনেকটা ডিম আগে না মুরগি আগের মতো। রাষ্ট্র নাগরিকের মৌলিক অধিকার ও সেবার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে এবং এর জন্য নাগরিক রাষ্ট্রকে পাথেয় পরিশোধ করবে। রাষ্ট্র ধারকর্জ করে নাগরিক সুবিধা সৃষ্টি করলে কৃতজ্ঞ নাগরিক পাথেয় পরিশোধ করবে না, নাগরিক আগে সব পরিশোধ করলে রাষ্ট্র সুযোগ-সুবিধা তৈরিতে হাত দেবে, কোনটি আগে? যেকোনো ক্ষেত্রেই সৃষ্ট জটিলতা, অসম্পূর্ণতা, অস্বচ্ছতা পুরো পরিবেশটাকে প্রশ্নবোধক করে তুলতে পারে। পাথেয় তথা রাজস্ব আহরণ প্রক্রিয়ায় অনুপ্রেরণাপ্রদায়ক সহজ-সাবলীল ব্যবস্থা যেমন থাকা দরকার, আবার সে সহজীয় সুযোগের অসদ্ব্যবহার যাতে না হয়, তা নিশ্চিতকরণার্থে প্রতিবিধানের ব্যবস্থাও থাকা দরকার।
করদাতা যাতে হয়রানির শিকার হয়ে নিরুৎসাহিত না হন এটা দেখাও যেমন জরুরি, যেমন জরুরি কর প্রদান এড়িয়ে চলার বা ফাঁকিজুকি দিয়ে পার পাওয়ার প্রতিরোধাত্মক ব্যবস্থা গ্রহণ, তেমন জরুরি জবাবদিহির পরিবেশে নাগরিকের সব মৌলিক অধিকার ও দাবি পূরণে রাষ্ট্রের স্বচ্ছতাসুলভ আচরণ ও সেবা সুনিশ্চিত করা। সেবাপ্রাপ্তি সুনিশ্চিত হলে পাথেয় পরিশোধের পালে বাতাস বইবে। পারস্পরিক বিচ্যুতিতে নয়, অন্তর্ভুক্তির সরোবরে ফুটুক সাফল্যের শাপলা।
লেখক: সাবেক চেয়ারম্যান, এনবিআর ও উন্নয়ন অর্থনীতির লেখক
মহামারি, মহাদুর্যোগ কখনো বলে-কয়ে আসে না, আচমকায়ই আঘাত হানে। এখানেই প্রকৃতির রহস্য; যে রহস্য বিজ্ঞান এখনো উন্মোচন করতে সক্ষম হয়নি। তবে বিজ্ঞানের কল্যাণে কিছু দুর্যোগের পূর্বাভাস পাওয়া গেলেও মহামারি অথবা অতিমারির ক্ষেত্রে এ ধরনের কোনো পূর্বাভাস পাওয়া যায়নি আজ অবধি। অথবা সেই ধরনের কোনো প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি পূর্বাভাস দেয়ার মতো। আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া গেলেও ভূমিকম্প-সুনামি কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্পর্কে ততোধিক নিশ্চিত হয়ে বলা যায় না। তার পরও বিজ্ঞানের কল্যাণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সামান্য তথ্য জানতে পারে মানুষ।
কিন্তু মহামারি অথবা অতিমারির ক্ষেত্রে সেই ধরনের তথ্য প্রদান করে আজ অবধি মানুষকে সহযোগিতা করতে পারেনি বিজ্ঞান। ভাবা যায়, এ ক্ষেত্রে কতটা অসহায় বিজ্ঞান! হয়তো চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে মহামারির প্রতিষেধক অথবা ভ্যাকসিন বানাতে সক্ষম হয়েছে মানুষ, কিন্তু ততদিনে লাখ লাখ প্রাণহানির মতো ঘটনাও ঘটে গেছে বিশ্বে। মোটের ওপরে মহামারির ক্ষেত্রে পূর্বাভাস দেয়া যায় না; মহামারির ক্ষেত্রে অনুমান করা যায় যে পাশের দেশ অথবা পাশের গ্রামের মানুষের মাঝে সংক্রমিত হয়েছে, এখন নিজ দেশ অথবা নিজ গ্রামেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। কিন্তু বিশ্বব্যাপী মহামারি সংক্রমিত হবে এতদিনের মধ্যেই, সেই ধরনের কোনো তথ্য দেয়ার ক্ষমতা মানুষের পক্ষে সম্ভব হয়নি। অথচ মানুষ চন্দ্র বিজয় করেছে, মহাশূন্যে টমেটো চাষ করে খাচ্ছে, গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়ানোর পাঁয়তারা করছে, সমুদ্রের তলদেশ থেকে নুড়িপাথর কুড়িয়ে আনছে। আরও কত কী যে মানুষ করেছে, তার হিসাব দেয়ার প্রয়োজন নেই বোধ করি। সেই হিসাব দাখিল করলে লেখার প্রসঙ্গটাও ব্যাহত হতে পারে। তাই আপাতত সেদিকে না গিয়ে মূল আলোচনায় যাচ্ছি আমরা।
আমরা মহামারির কথা বলছি; বলছি একটি অণু-জীবাণুর কথা, একটি ভাইরাসের কথা। যাকে পিষে ফেলতে হলে (যদি চোখে দেখা যেত) প্রয়োজন হতো না এক দিন বয়সের একটি শিশুর শক্তিও। অথচ শক্তিতে এতটাই দুর্বল একটি জীবাণু মানুষকে মুহূর্তেই ঘায়েল করে ছাড়ছে। বিশ্ববাসীকে আতঙ্কের মধ্যে রেখেছে। বিশ্বের শীর্ষ ধনী থেকে শুরু করে দরিদ্র মানুষকেও পরাস্ত করছে; ঘটাচ্ছে প্রাণের বিনাশও। সেই অসহায় একটি ভাইরাসের শক্তির কাছে বিশ্ববাসী পরাজিত হয়েছিলও। যেই ভাইরাসটি ১৯৬০ দশকেই প্রথম আবিষ্কৃত হয়েছিল। তারই একটি প্রজাতি কোভিড-১৯, যা ২০১৯ সালে চীনে শনাক্ত হয়েছে পুনরায়। ওই কোভিড-১৯ বা করোনা ভাইরাসটি ২০২০ সালে সারা বিশ্বে ছড়িয়ে অসংখ্য প্রাণহানি ঘটিয়েছিল। সারা বিশ্বের সরকারি হিসাবে অর্ধকোটির ওপর মৃতের সংখ্যা নিরূপণ করা হয়েছিল। বাংলাদেশে সেই সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েও গিয়েছিল। ভ্যাকসিন নিলেও যে সম্পূর্ণ নিরাপদ তাও কিন্তু বলা যাচ্ছে না এখনো; তা ছাড়া ভ্যাকসিন গ্রহণকারী সর্বোচ্চ এক বছরের সুরক্ষা পাবে, এমনটিই জেনে আসছি আমরা।
বিশ্ব মহামারি ২০১৯ সালেই প্রথম নয়; শত শত বছর আগেও বিশ্বে দফায় দফায় মহামারি হানা দিয়েছিল। কেড়ে নিয়েছিল কোটি কোটি প্রাণ। কত সভ্যতাকে যে ধ্বংস করে দিয়েছিল তার কোনো হিসাব-নিকাশ নেই। ২০২০ সালের বিশ্ব মহামারির আগে সর্বশেষ আমাদের দেশে হানা দিয়েছিল গুটিবসন্ত ও কলেরা। সেসব থেকে আমরা মুক্তি পেয়েছি ভ্যাকসিন আবিষ্কারের ফলে। ততদিনে অবশ্য দেশে বহুসংখ্যক লোকের প্রাণহানি ঘটেছিল। আবার দেখা গেছে, গুটিবসন্ত আক্রান্তের পরও বেঁচে থাকা কিছু মানুষের মুখে বড় বড় গর্ত বা দাগ রয়ে গেছে। আবার অনেক মানুষ অন্ধত্ববরণ করেও দিনাতিপাত করছে। সেই ভয়ংকর ভাইরাসেরও বিনাশ ঘটেছে। মানুষের আবিষ্কৃত ভ্যাকসিনের কাছেই পরাজিত হয়েছিল গুটিবসন্ত ও কলেরা। তদ্রূপ করোনাভাইরাসও একদিন সম্পূর্ণ পরাজিত হবে বিজ্ঞানের কাছে। সেদিন হয়তো খুব বেশি দূর নয়, ততদিনে আরও বহুসংখ্যক প্রাণহানি ঘটে যাবে বিশ্বে, আর সেটিই হবে তখন আমাদের জন্য বড় ধরনের আফসোস। তবু আমরা বলতে পারি, ভ্যাকসিন নেয়ার ফলে অনেকটাই মানুষ এখন সুরক্ষা পাচ্ছে।
শুরুতেই আমরা বলেছি যে মহামারি বলে-কয়ে আসে না, এটি প্রকৃতি প্রদত্ত। শুধু তা-ই নয়, আমরা বলব এটি প্রকৃতির প্রতিশোধও বটে। আমরা নানা কারণে প্রকৃতির ওপর জোরজুলুম অব্যাহত রেখেছি। অপ্রয়োজনে প্রকৃতিকে খুন করছি; প্রকৃতিকে জব্দ করছি অকারণে। যার ফলে আজ নিজেরাই জব্দ হয়ে পড়েছি প্রকৃতির কাছে। অথচ সেই অঙ্কের যোগফল মেলাতেও ব্যর্থ হচ্ছি আমরা। আরেকটু পরিষ্কার করে বললে বলতে হয়, একটি জীবাণু বা ভাইরাস এমনি এমনি উৎপত্তি হয়নি কিংবা মানুষের মাঝে নিজ থেকেই ছড়িয়ে পড়েনি। এর জন্য ভাইরাস কোনোভাবে দায়ী নয়; দায়ী হচ্ছে মানুষ। দুভাবে দায়ী মানুষ। যেমন, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের কথা ধরা যাক আগে। বড় বড় শিল্পকারখানা, পারমাণবিক চুল্লি নির্মাণ, নির্বিচারে বন উজাড়, নদীশাসন ইত্যাদির ফলে দারুণভাবে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে সারা বিশ্বে।
শিল্পোন্নত দেশগুলোর স্বেচ্ছাচারিতার কারণে সিএফসি গ্যাস, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড গ্যাসের নির্গমন বেড়ে গেছে। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে বরফ গলে প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে এবং চলমান তাপমাত্রায় বেঁচে থাকার জন্য নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। এভাবেই নতুন নতুন জীবাণুর উৎপত্তি ঘটছে। অন্যদিকে টিকে থাকতে না পারা প্রাণিকুল চিরতরে হারিয়ে যাচ্ছে। যেমন হারিয়েছিল ডাইনোসর; একইভাবে মানবজাতির বিলুপ্তি ঘটাও বৈচিত্র্যের কিছু নয়। তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে একসময় আমাদের প্রিয় গ্রহ বাসের অযোগ্য হয়ে পড়বে এমনিই, তখন জীববৈচিত্র্যের ভারসাম্য হারিয়ে ফেললে আমাদের বেঁচে থাকার স্বাদ মিটে যাবে মুহূর্তেই। কারণ তখন নতুন প্রজাতির জীবাণু বা প্রাণিকুলেরই বিশ্বময় দাপট থাকবে; সেখানে আমরা অসহায় হয়ে পড়ব। যার ফলে আমাদের আর করার কিছুই থাকবে না।
প্রশ্নবিদ্ধ হচ্ছে, নতুন জীবাণু উৎপত্তি হলেও আমাদের মাঝে কীভাবে তা ছড়িয়ে পড়বে? আসলে ব্যাপারটি তত জটিল নয়, খুবই সোজা হিসাব। যতটা জানা যায়, এসব জীবাণু প্রথমে সংক্রমিত হয় বন্য প্রাণীদের শরীরে। সেখান থেকে খুব সহজেই মানুষের দেহে ছড়িয়ে পড়ে। আর সেটি হচ্ছে, অবাধে বন্য প্রাণী নিধনের কারণে। তার প্রমাণও আমরা বার-কয়েক পেয়েছি। বার্ড ফ্লু, ইবোলা, প্লেগ, নিপা ভাইরাসসহ আরও অনেক ভাইরাস দ্বারা মানুষ সংক্রমিত হয়েছে বন্য প্রাণীর মাধ্যমে। বলে রাখা ভালো, এসব বন্য প্রাণী তেড়ে এসে আমাদের গায়ে ভাইরাস ছিটিয়ে যায়নি, বরং আমরাই ওদের কাছে গিয়েছি, বিভিন্নভাবে বিরক্ত করছি অথবা বন্য প্রাণী নিধন করে খাবারের তালিকায় নিয়ে এসেছি। ফলে ভাইরাস অতিসহজে সংক্রমিত হতে পেরেছে আমাদের শরীরে।
সর্বশেষ করোনাভাইরাস সম্পর্কেও এমনটি ধারণা করছেন বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যমেও জানা গেছে, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে বন্য প্রাণীর বড় পরিসরের বাজার রয়েছে। যেখানে নানা ধরনের বন্য প্রাণী ক্রয়-বিক্রয় করা হচ্ছে দেদার। ধারণা করা হচ্ছে, সেই বাজারে চোরাপথে আসা বনরুই অথবা বাদুড় থেকে করোনাভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয়েছে; পরে যা সারা বিশ্বে পর্যায়ক্রমে ছড়িয়েও পড়েছে। সেই ধারণাটি একেবারেই অমূলক নয়। কারণ চীনের অধিকাংশ মানুষ অর্ধসেদ্ধ খাবার খেতে পছন্দ করে, আবার কেউ কেউ কাঁচা খাবারও খেয়ে থাকে। এসব আমরা ইউটিউব মারফত দেখতে পাচ্ছিও। সেই ভিডিও দেখে উপলব্ধি করা যায়, যেকোনো ভাইরাস-ই খুব সহজে সংক্রমিত হতে পারে মানবদেহে।
যদি তা-ই হয়ে থাকে, তাহলে কী আমরা বলতে পারি না যে এটি হচ্ছে অবাধে বন্য প্রাণী নিধনের জের। যার পরিপ্রেক্ষিতে প্রকৃতি আমাদের ওপর রুষ্ট হয়েছে! যার কারণে রিসাইকেলের মতো আমরা নিজেরাই সেই শিকারে পরিণত হয়েছি! সুতরাং আমাদের বেঁচে থাকতে হলে অবাধে বন্য প্রাণী শিকার করা এবং শিকারে পরিণত হওয়ার বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে গোটা মানবজাতিকে চিরতরে এই গ্রহ থেকে বিতাড়িত হতে হবে অচিরেই।
লেখক: কথাসাহিত্যিক ও জলবায়ুবিষয়ক কলামিস্ট
আমাদের জনসংখ্যা বাড়ছে, যার সঙ্গে দুগ্ধ সামগ্রীর চাহিদাসহ উৎপাদন বাড়ছে। বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের ২০১৯ তথ্য মতে, দেশে প্রতি বছর ৯০ লাখ ২৪ হাজার টন দুধ উৎপাদন হচ্ছে। কিন্তু চাহিদা রয়েছে ১ কোটি ৫৮ লাখ টন। অর্থাৎ চাহিদার তুলনায় ঘাটতির পরিমাণ প্রায় ১০ লাখ টনের কিছু বেশি। এর মানে হলো বাংলাদেশ তার মোট প্রয়োজনের মাত্র ৬৩ শতাংশ উৎপাদন করছে এবং বাকি ৩৭ শতাংশ ঘাটতি পূরণের জন্য প্রতিবছর প্রায় এক হাজার পাঁচশ কোটি টাকার দুধ আমদানি করছে।
সমাজ বিশ্লেষকরা মনে করেন, যে পরিমাণ বৈদেশিক মুদ্রা গুঁড়োদুধ আমদানিতে ব্যয় হয় তা যদি স্থানীয় দুগ্ধ উন্নয়নে ঋণ কিংবা প্রণোদনা হিসেবে ব্যবহৃত হতো, তা হলে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাহিদার ঘাটতি পূরণ করা সম্ভব হতো। কিন্তু দেশে দুগ্ধ উৎপাদন বৃদ্ধির পথে প্রধান অন্তরায়গুলো হলো জমির দুষ্প্রাপ্যতা, গবাদিপশুর পর্যাপ্ত খাবারের স্বল্পতা ও গরুর উৎপাদন ক্ষমতা। সার্বিক ব্যবস্থাপনা তথা নীতি-সহায়তা পেলে বাংলাদেশ যে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিজনের প্রতিদিন ২৫০ মিলিমিটার দুধ পান করা প্রয়োজন। অথচ সেখানে একজন মানুষের প্রাপ্তির মাত্রা ৪০ মিলিমিটার। সেই হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মতে, সারা দেশে প্রতিদিন মাথাপিছু দুধের চাহিদা ১৪ দশমিক ৪৮ মিলিয়ন টন এবং একই সময়ে উৎপাদন হয় ৬ দশমিক ৯৭ মিলিয়ন টন অর্থাৎ প্রতিদিনের ঘাটতি দাঁড়ায় ৭ দশমিক ৫১ মিলিয়ন টন। এই বিশাল ঘাটতি পূরণের জন্য এখন আমদানি বাণিজ্যই একমাত্র ভরসা। অথচ এসব পণ্যে যে স্বাস্থ্যঝুঁকি রয়েছে তা নিয়ে কেউ কোনো কথা বলছে না। অথচ এই শিল্পের বিকাশে বাংলাদেশে যে অপার সম্ভাবনা রয়েছে তা বাস্তবায়িত করা গেলে দেশ পুষ্টিতে স্বয়ম্ভর হবে।
গণমাধ্যমে জানা যায়, প্রতিনিয়তই খবর আসছে, নামেই তরল দুধ খাচ্ছি কেমিক্যাল, যার কারণে শরীরে বাসা বাঁধছে ক্যানসারসহ মরণব্যাধি। ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতকরণে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী জড়িত, যাদের দুধ উৎপাদনের কোনো প্রয়োজন হয় না, গবাদিপশুর খামারও তৈরির কোনো তাগিদ থাকে না, একটা ব্লেন্ডার মেশিনে হাফ কেজি খাঁটি দুধ দেয়া হয়, তার সঙ্গে জেলি, ডিটারজেন্ট পাউডার, হাফ কেজি সয়াবিন তেল, চিনি, স্যালাইন, লবণ, গুঁড়োদুধসহ পরিমাণমতো বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ব্লেন্ডিং করে তৈরি হয় ভেজাল দুধ, যা খাঁটি দুধ হিসেবে বাজারে আসছে ভোক্তাদের মাঝে।
গবেষকরা বলছেন, এই দুধ পান করে জটিল রোগের বিস্তার ঘটছে। যেমন কিডনি জটিলতা, লিভার ক্যানসার ইত্যাদি মানুষকে নীরবে হত্যা করছে, যা মেনে নেয়া যায় না। বাংলাদেশের কিছু কিছু এলাকা দুগ্ধপল্লি নামে পরিচিত। যেমন সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রাম। যেখানে ভেজাল কারবারিদের কারণে স্থানীয় দুগ্ধ খামারিরা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এভাবে খামারিরা টিকে থাকবেন কীভাবে? এ ব্যাপারে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তেমন কিছুই করতে পারছে না, প্রভাবশালী কোম্পানির কারণে। মজার ব্যাপার যে, এসব ভেজাল কারবারিরা তাদের দুধ, বিশেষত নামীদামি কোম্পানির কাছে সরবরাহ করে থাকে বলে জানিয়েছে এদের জন্য গঠিত মোবাইল কোর্ট। দেশে ক্যানসার বৃদ্ধির মূল কারণ খাদ্যে ভেজাল, যার মধ্যে দুধ অন্যতম। প্রতিদিন তিন হাজার রোগী আসে ক্যানসার ইনস্টিটিউটে সেবা নেয়ার জন্য ও ভেজাল খাদ্যের কারণে। শিশু থেকে সব বয়সের রোগীর পাকস্থলীতে ক্যানসারের সম্ভাবনা দেখা দেয়। এখন জাতিকে রক্ষা করতে হলে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে সরকারকে।
বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের লক্ষ্য ভোক্তার কাছে মানসম্মত ও গ্রহণযোগ্য মানের দুগ্ধ উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং এ ব্যাপারে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। দুধকে একটি আদর্শ খাদ্য বলা হয় যেখানে পুষ্টির সব গুণাবলি রয়েছে, যা বিশেষ করে শিশুদের শারীরিক গঠনে বিশেষ ভূমিকা রাখে। তাই দুধের পবিত্রতা রক্ষা করা সবারই দায়িত্ব, বিশেষ করে উৎপাদক (চাষি), ব্যবসায়ী (ঘোষ) ও প্রক্রিয়াজাতকরণ (কোম্পানি) পর্যায়ে যার সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি জড়িত রয়েছে। বর্তমান সময়ে খাদ্যে নিরাপত্তায় ভেজাল একটি বহুল আলোচিত বিষয় এবং পত্রিকার পাতায় কিংবা টেলিভিশনের টকশোতে একটি জনপ্রিয় ফিচার বলে আলোচিত। এখন মানুষ খুব স্বাস্থ্য সচেতন। বিশেষত ভোজালমুক্ত খাদ্য গ্রহণের ব্যাপারে। সম্প্রতি সরকার ৫২টি কোম্পানির পণ্যকে ভেজাল পণ্য হিসেবে নিষিদ্ধ করেছে। আরও মজার ব্যাপার, রমজান মাস এলেই এসব ভেজালবিরোধী অভিযানের নিবিড়তা বেড়ে যায় এবং বিভিন্ন কোম্পানিকে ভেজাল খাদ্যের জন্য লাখ লাখ টাকা জরিমানা করা হয়। ‘বাংলাদেশ দুধসংকট ২০১৯’ এই নামে একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশন তাদের জারি করা প্রত্যয়নের আওতায় দেশের যে ১৪ কোম্পানি পাস্তুরিত দুধের ব্যবসা চালিয়ে যাচ্ছে, দৈবচয়নের মাধ্যমে দুধের নমুনা সংগ্রহ করে দেশের চারটি গবেষণা প্রতিষ্ঠানে পাঠিয়ে নির্ধারিত বিষয়ে আদালতে তার প্রতিবেদন দিতে হবে। এসব কোম্পানির দুধে অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া, ফরমালিন, ডিটারজেন্ট, কলিফর্ম, অম্লতা ও স্টেফাইলোকক্কাস- এসব ক্ষতিকর উপাদানের উপস্থিতি রয়েছে কিনা? এ কারণে বাজারে প্রচলিত পাস্তুরিত প্যাকেটজাত দুধের বিশুদ্ধতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে বর্তমান প্রজন্ম সবল শরীর নিয়ে বেড়ে উঠবে তা কীভাবে আশা করা যায়? তা হলে কী দুগ্ধসংকট কাটছে না? দেশে বিদ্যাশিক্ষায়ও প্রযুক্তির অনেক প্রসার হয়েছে, জাতীয় প্রবৃদ্ধি তথা আয় বেড়েছে, মানব উন্নয়ন সূচকে ঊর্ধ্বগমন ঘটেছে কিন্তু ব্যবসায় লাভের আশায় দুধে ভেজাল মেশাতে আমাদের এতটুকু দ্বিধা মনে হয় না, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের সুস্বাস্থ্য নিয়ে বেড়ে ওঠার জন্য বিশেষ হুমকি। আমরা চায়নিজ দুধ স্ক্যান্ডাল ২০০৮-এর কথা শুনেছি, যেখানে দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে ছিল। তাদের অপরাধ ছিল মেলামাইনযুক্ত প্রোটিন পাউডার উৎপাদন ও বিক্রি, যা দুধে মিশ্রিত হয়েছিল।
এ প্রসঙ্গে আমার বক্তব্য হলো, পুষ্টিকর খাদ্য হিসেবে দুধের অবদান অনস্বীকার্য এবং পুষ্টিবিজ্ঞানীরা তাদের গবেষণায় এটি প্রমাণ করে দেখিয়েছেন। বাংলাদেশ দুগ্ধ শিল্পের ওপর শিক্ষা ও গবেষণার সুযোগ খুবই সীমিত। যদিও দেশে একটি ভেটেরাইনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়সহ দুটি-তিনটি কৃষি বিশ্ববিদ্যালয়ের আওতায় কিংবা পশুপালন অনুষদে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রমে কিছু গবেষণা পরিচালিত হয়ে থাকে। এসব গবেষণার ফল দেশের দুগ্ধশিল্পের বিকাশে কতটুকু অবদান রাখছে তার সম্প্রসারণ ও প্রচারের দায়িত্ব সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের ওপর ন্যস্ত। এই সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ডেইরি ফার্ম সরকারি কাঠামোতে পরিচালনা করছে, যার মধ্যে সাভার ডেইরি ফার্ম উল্লেখযোগ্য। যার উদ্দেশ্য প্রজনন, উৎপাদন, গবেষণা ও সম্প্রসারণ। এই খামারের উৎপাদিত দুগ্ধ প্রক্রিয়াকরণের মাধ্যমে ঢাকা শহরে বিপণন করা হয় যা সাভার ডেইরি হিসেবে পরিচিত। তা ছাড়া মিল্কভিটা দুগ্ধ প্রক্রিয়াজাতকরণের ও দুগ্ধ সামগ্রী বিতরণের সঙ্গে জড়িত রয়েছে। দেশে সরকারের পাশাপাশি ১৪ সরকারি কোম্পানি দুগ্ধ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সঙ্গে জড়িত যাদের পণ্য সামগ্রী তরল দুধ, মিল্কপাউডার, ঘি, ছানা, পনির, মাখন ইত্যাদি। দেশীয় কোম্পানিগুলো মনে করে বর্তমানে প্রচলিত দেশীয় শিল্পনীতিকে সহায়তা দিলে দেশে গ্রামে অবস্থিত দুগ্ধ খামারি ও শহরকেন্দ্রিক কোম্পানিগুলো তরল কিংবা গুঁড়ো দুধের চাহিদা মেটাতে পারবে। আবার দুধ আমদানিতে বছরে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে তা যদি দেশীয় শিল্পে বিনিয়োগ করা যেত তা হলে এই শিল্পে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারত।
লেখক: কৃষি অর্থনীতিবিদ ও অধ্যাপক, সিটি ইউনিভার্সিটি
জেনোসাইড বা এক্সটার্মিনেশন অব এ রেস হচ্ছে একটি জাতিকে নির্মূলকরণ প্রক্রিয়া। আর এটি করা হয়ে থাকে জাতিগত বিদ্বেষ, জাতিগত অহমিকা, উগ্র জাতীয়তাবাদী চেতনা বা কোনো অন্ধ বিশ্বাসের বশবর্তী হয়ে রাষ্ট্রযন্ত্র বা অনুরূপ কোনো শক্তিশালী রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সশস্ত্র শক্তির মাধ্যমে কোনো সুনির্দিষ্ট অপশক্তির স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানিরা বাংলাদেশে যে হত্যাকাণ্ডের সূচনা করে ও তারপর দীর্ঘ নয় মাস ধারাবাহিকভাবে তা চালিয়ে যায়, সেটি ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেকোনো সংজ্ঞানুযায়ী গণহত্যা।
ইতিহাসের সাক্ষী হয়ে আছে যুগে যুগে সংঘটিত অসংখ্য জেনোসাইড: রোহিঙ্গা, ইয়াজিদি, দাফুর, হুতু, রুয়ান্ডা, বসনিয়া, কম্বোডিয়া, আর্মেনিয়া, গ্রিক ইত্যাদি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসিদের হাতে নিধনকৃত দেড় কোটিরও অধিক প্রাণের সঙ্গে সংখ্যাগত ও নৃশংসতার মাপকাঠিতে ১৯৭১ সালে পাকিস্তানি বর্বরদের হাতে নিহত বাংলাদেশের ৩০ লক্ষাধিক মানুষের মৃত্যুই কেবল তুলনীয়। আর সে জন্যই ১৯৭১ সালেই লন্ডন টাইমস লিখেছিল: ‘If blood is the price of independence, then Bangladesh has paid the highest price in history’ (‘রক্তই যদি স্বাধীনতার মূল্য হয়ে থাকে, তবে বাংলাদেশ সর্বোচ্চ দাম দিয়ে তা কিনেছে’)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানব ইতিহাসে এত বড় গণহত্যা আর কোথাও সংঘটিত হয়নি।
আন্তর্জাতিক আইন অনুসারে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে হত্যা করাকে ‘জেনোসাইড’ বা গণহত্যা বলা হয়। আরও সুনির্দিষ্টভাবে গণহত্যা হচ্ছে কোনো নির্দিষ্ট সাংস্কৃতিক, এথনিক, রাজনৈতিক অথবা জাতিগত জনসমষ্টিকে ধ্বংস করার জন্য পরিকল্পিত, ধারাবাহিক ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড। আইসিসি সংবিধির ৬ নম্বর অনুচ্ছেদে গণহত্যার যে সংজ্ঞা দেয়া হয়েছে, তা এই সংজ্ঞাকে সমর্থন করে। ১৯৭১ সালে পাকিস্তানপন্থিরা সুপরিকল্পিতভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে জাতিগত নিধন প্রক্রিয়া চালায় ও মাত্র নয় মাসে তিন মিলিয়ন নিরীহ প্রাণ হরণ করে তার প্রমাণ বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে অসংখ্য গণকবর, অগণতি বধ্যভূমি, আর কোটি মানুষের সাক্ষ্য ও আর্তনাদ। এই হত্যাকাণ্ডগুলো হঠাৎ করে সংঘটিত কোনো নিধনযজ্ঞ নয়, বরং কতগুলো বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে বাঙালি জাতির বিপক্ষে একটি শক্তিশালী সশস্ত্র বাহিনীর সুপরিকল্পিত হত্যাযজ্ঞ।
বস্তুত একাত্তরের ২৫ মার্চের অনেক আগে থেকেই পাকিস্তানের নীতিনির্ধারণী পর্যায়ে পূর্ব পাকিস্তানে গণহত্যার পরিকল্পনা করা হয়। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত ও স্বীকৃত গবেষণা দ্বারা প্রমাণিত যে একাত্তরের ২৫ মার্চের অপারেশন সার্চলাইট তৈরি হয়েছিল ১৯৭০ সালের নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাস-পরবর্তী গণ-অসন্তোষ দমনের লক্ষ্যে হাতে নেয়া অপারেশন ব্লিটজের ওপর ভিত্তি করে। মূল উদ্দেশ্য ছিল: পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের রাজনৈতিক কর্তৃত্ব থেকে যেকোনো পন্থায় বঞ্চিত করা। পূর্ব পাকিস্তানে গড়ে ওঠা ছয় দফার আন্দোলনকে দমানো; এ জন্য ছয় দফা আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী আওয়ামী লীগকে এর নেতৃত্বসহ এক মাসের মধ্যে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা। ছয় দফা আন্দোলনের সহায়তাকারী শক্তিসমূহ: অন্যান্য সমমনা রাজনৈতিক দলসমূহের নেতা-কর্মী, আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, ছাত্র সংগঠনসমূহের নেতা-কর্মী, সাংস্কৃতিক জোটসমূহ ও ব্যক্তিত্ব যারা শেখ মুজিবের ছয় দফার প্রতি সহানুভূতিশীল, তাদের এবং সর্বোপরি এ দেশের উল্লেখযোগ্যসংখ্যক জনগোষ্ঠীকে হত্যা করে পাকিস্তানের অখণ্ডতা নিশ্চিত করা। পূর্ব পাকিস্তানে এমন ব্যবস্থা গ্রহণ করা যাতে করে এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠতা বজায় না থাকে ও যাতে করে এ অঞ্চলের সব রাজনীতিবিদ ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ ও এগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি আর কখনো পাকিস্তানের ‘অখণ্ডতা’র বিরুদ্ধে সোচ্চার না হতে পারে বা সংগঠিত হতে না পারে। সেই সঙ্গে ১৯৭১-এর ২৬ মার্চের মধ্যে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের সব প্রধান শহর এমনভাবে দখল করে নেয়া, যেন কোনো জাতীয়তাবাদী আন্দোলন কোথাও গড়ে উঠতে না পারে।
১৯৭০-এর ডিসেম্বরের নির্বাচনে সারা পাকিস্তানে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় পাকিস্তানি সামরিক, সামন্ততান্ত্রিক স্বৈরশাসকদের জন্য ছিল এ অশনিসংকেত। গোয়েন্দা সংস্থাসমূহের প্রতিবেদনে দেখানো সংখ্যার চেয়ে আওয়ামী লীগ অন্ততপক্ষে ৫০টি আসন বেশি পায়। ফলে সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতার একমাত্র দাবিদার হয়ে পড়ে। পাকিস্তানের সামরিক শাসক ও রাজনীতিবিদরা দুটি বিষয় আমলে নিয়েছিল। প্রথমত, তারা হিসাব করেছিল যে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সর্বাধিক ১২০টি আসন পেতে পারে। বাকি আসনগুলো ভাগবাটোয়ারা হবে পশ্চিম পাকিস্তানপন্থি দলগুলোর মধ্যে (জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ ইত্যাদি)। ফলে পশ্চিম পাকিস্তানপন্থিরাই শেষাবধি সরকার গঠন করবে। এ বিষয়ে পাকিস্তানিদের নিশ্চিত হওয়ার সুযোগ করে দিয়েছিল মওলানা ভাসানীর নির্বাচন বর্জনের ঘোষণা ও “ভোটের আগে ভাত চাই” স্লোগান ও উগ্র বামপন্থিদের অন্ধ আওয়ামীবিদ্বেষ ও স্বাধীনতা বিরোধিতা।
উল্লেখ্য, উগ্র বামপন্থিরা মাওবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। আর স্বাধীনতা-পরবর্তী সময়ে তাদের ভূমিকা ছিল আরও ন্যক্কারজনক। দ্বিতীয় বিষয়টি ছিল সংবিধান প্রণয়ন-সম্পর্কিত। ইয়াহিয়া ও তার সহযোগী সামরিক কর্মকর্তারা এটাও হিসাব করে রেখেছিল যে একটি ঝুলন্ত পার্লামেন্টে ১২০ দিনের মধ্যে সংবিধান প্রণয়নের যে বাধ্যবাধকতা নির্বাচনের আগেই Legal Framework-এর মাধ্যমে জুড়ে দেয়া হয়েছিল তা পূরণ করা রাজনীতিবিদদের পক্ষে সম্ভব হবে না। ফলে সামরিক শাসন অবধারিতভাবেই দীর্ঘায়িত হবে।
এ ধরনের বিশ্লেষণ ও সেই সঙ্গে উচ্চাকাঙ্ক্ষা ইয়াহিয়াকে উদ্বুদ্ধ করেছিল ১৯৬৯ সালে ক্ষমতা দখল করার পর তার সহকর্মীদের এ কথা বলতে: “Gentlemen, we must be prepared to rule this unfortunate country for the next 14 years or so” (ভদ্রমহোদয়গণ, এই দুর্ভাগা দেশকে পরবর্তী ১৪ বছরের জন্য শাসন করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। (সূত্র: Brigadier Abdul Rehman Siddiqi ‘East Pakistan: The Endgame- An Onlooker’s Journal 1969-1971)। কিন্তু বঙ্গবন্ধুর গগনচুম্বী জনপ্রিয়তা আওয়ামী লীগকে পূর্ব পাকিস্তানের নির্ধারিত ১৬৯ আসনের ১৬৭টি আসনে বিজয়ী করে এ দলটিকে সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করে। ফলে আওয়ামী লীগ একাই পাকিস্তানের ক্ষমতার দাবিদার হয়ে ওঠে। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ভুট্টোর পিপলস পার্টি পায় ৮১টি আসন, যার সব কয়টিই পশ্চিম পাকিস্তানে। এমন বাস্তবতায় বাঙালিকে ক্ষমতা হস্তান্তর না করার জন্য একদিকে ইয়াহিয়া-ভুট্টো চক্র নানা প্রকার অছিলার সৃষ্টি করে যেতে থাকে, অন্যদিকে তারা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বাঙালির অধিকার নস্যাৎ করার লক্ষ্যে সামরিক অভিযানের প্রস্তুতি নেয়া শুরু করে। সত্তরের ডিসেম্বরের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর পরই একাত্তরের ১২ জানুয়ারি ইয়াহিয়া ঢাকায় বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে ও ছয় দফা থেকে শেখ মুজিবকে সরে আসতে বলে। কিন্তু বঙ্গবন্ধু ছয় দফার ওপর ভিত্তি করেই সংবিধান প্রণয়ন হবে বলে সরাসরি জানিয়ে দেন।
বাংলাদেশে গণহত্যার পরিকল্পনার একটি বড় অধ্যায় রচিত হয় ভুট্টোর লারকানার বাড়িতে। সত্তরের নির্বাচনোত্তর ইয়াহিয়া-মুজিব বৈঠকের পর এই বাড়িতে ইয়াহিয়া-ভুট্টো বৈঠক হয়, যেখানে জেনারেল হামিদও উপস্থিত ছিল। পাখি শিকারের নামে ইয়াহিয়া এই বাড়িতে দুই দিন অবস্থান করে ও মেজর জেনারেল খাদিম হোসেন রাজার মতে এখানেই পূর্ব পাকিস্তানের বিষয়ে একটি গোপন সিদ্ধান্ত এরা নিয়ে নেয়। পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে বাংলার নেতা শেখ মুজিবকে কখনোই ইয়াহিয়া, ভুট্টো বা অন্য কোনো পাকিস্তানি নীতিনির্ধারক আমলে নিতে প্রস্তুত ছিল না। আসলে বাঙালিদের ক্ষমতা হস্তান্তর করা বা ক্ষমতার অংশীদার করার মতো কোনো প্রকার মানসিক শক্তি পাকিস্তানিদের কখনোই ছিল না। এই অর্বাচীনতাই পাকিস্তানি জেনারেল ও রাজনীতিবিদদের বাংলাদেশে নির্মম হত্যাযজ্ঞ শুরু করতে উৎসাহিত করেছে। তাই সত্তরের ডিসেম্বরের নির্বাচনের পর থেকেই পরিকল্পনামাফিক ধীরে ধীরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সেনা ও অস্ত্রশস্ত্র পাঠানো হতে থাকে। এই সেনা সমাবেশের গতি পরবর্তী ঘটনাপ্রবাহের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ব্রিটিশ লেখক রবার্ট পেইনের মতে, ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সেনা সদর দপ্তরের বৈঠকে ইয়াহিয়া, ভুট্টো গং অন্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয় ও বাংলাদেশে গণহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় (‘ম্যাসাকার : আ ট্র্যাজেডি অ্যাট বাংলাদেশ’- রবার্ট পেইন)।
২৫ মার্চ সারা পূর্ব পাকিস্তানে শুরু করা এই গণহত্যার কিছুদিন আগে ইয়াহিয়া পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক গোপন বৈঠকে সরাসরি নির্দেশ দিয়েছিল: ‘Kill 3 million of them and the rest will eat out of our hands’ (‘ওদের ৩০ লাখ মানুষ হত্যা করো, বাকিরা আমাদের হাত চেটে খাবে’)। যেকোনো জাতি বা জাতিগোষ্ঠীকে হত্যা বা নির্যাতনের লক্ষ্যবস্তু বানানো বা বানানোর পরিকল্পনা করাও গণহত্যার শামিল। ১৯৭১ সালের হত্যাকাণ্ডগুলো যে পরিকল্পনামাফিক একটি জাতিকে টার্গেট করে করা হয়েছিল, তা উপরোক্ত নির্দেশ থেকেই স্পষ্টভাবে বোঝা যায়।
সুদীর্ঘ পরিকল্পনামাফিক পাকিস্তানের নীতিনির্ধারকরা পূর্ব পাকিস্তানে গড়ে তোলে হত্যাযজ্ঞ চালানোর জন্য জল্লাদ বাহিনী। তাদের উপযুক্ত সমরাস্ত্র, প্ল্যান ও ব্রিফিং দিয়ে পূর্ব পাকিস্তানে পাঠানো হয় ধারাবাহিকভাবে। এই ব্রিফিংয়ের একটি অন্যতম অংশ ছিল বাঙালি জাতিবিরোধী বর্ণবাদ, যা গণহত্যার অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে। তৃণমূল পর্যায়ের পাকিস্তানি সৈনিকদের ভেতর বাঙালিবিদ্বেষ উসকে দেয়ার জন্য তাদের বলা হতো যে বাঙালিরা কাফের, কাজেই ওদের হত্যা বা নির্যাতন করা একজন মুসলমানের কর্তব্য। বাঙালির সম্পদ ও বাঙালি নারীরা দখলে এলে গনিমতের মাল হিসেবে তাদের ব্যবহার করা জায়েজ। এ জন্যই সাধারণ পাকিস্তানি সৈনিকরা গণহত্যা ও নির্যাতনে কোনো নিয়মনীতি, সীমা-পরিসীমা মেনে চলেনি। অত্যাচার চলেছে পুরোপুরি মধ্যযুগীয় কায়দায়। ক্ষমার বা দয়ার কোনো লেশমাত্র এখানে ছিল না। বাঙালি হত্যার বিষয়টি ছিল সম্পূর্ণভাবে একজন পাকিস্তানির ইচ্ছা-অনিচ্ছার বিষয়। এখানে কোনো জবাবদিহির ক্ষেত্র রাখা হয়নি: ‘We can kill anyone for anything. We are accountable to no one’, অর্থাৎ ‘আমরা যে কাউকেই ইচ্ছে করলেই হত্যা করতে পারি। আমাদের এ জন্য কারও কাছেই জবাবদিহি করতে হয় না।’ এমনই ছিল ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যায় জড়িত জনৈক পাকিস্তানি ক্যাপ্টেনের উচ্চারণ (ড্যান কগিন, টাইম ম্যাগাজিন)। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদি নিধনের ক্ষেত্রে একজন নাৎসি সৈনিককে প্রদত্ত অধিকারও ছিল ঠিক এমনটিই।
অগ্নিঝরা মার্চ বাঙালির সংগ্রামের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু সেই সূচনালগ্ন ছিল অনেক ত্যাগ, তিতিক্ষা আর যন্ত্রণার। বাংলার স্বাধীনতার পথ ছিল রক্তে রঞ্জিত, পিচ্ছিল ও কণ্টকাকীর্ণ। বাঙালির প্রতিটি সংগ্রামের মুহূর্তের সঙ্গে, প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে লিখিত আছে রক্ত ঝরানোর কাহিনি। পাকিস্তানের সঙ্গে বাংলার জোট বাঁধার ইাতহাস এ দেশের মানুষের অধিকার হরণের ইতিহাস। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের শুরুতেই তিনি এই রক্ত ঝরানোর ইতিহাসের ও এ দেশের মানুষের হাহাকারের কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। আর ইতিহাসের সেই চরম সন্ধিক্ষণে দেশের মানুষের সংগ্রামকে কোন পথে পরিচালিত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে তার সুস্পষ্ট রূপরেখা তিনি দিয়ে গিয়েছিলেন। সেই রূপরেখা অনুসরণ করে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে ও মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ মন্ত্রে উজ্জীবিত হয়ে লক্ষ বাঙালি অস্ত্র হাতে বাধ্য করে ১৯৭০ সালের ১৬ ডিসেম্বরে প্রকাশ্যে ৯৩ হাজার পাকিস্তানিকে নত মস্তকে নিঃশর্ত আত্মসমর্পণে।
লেখক: সাহিত্যিক ও অধ্যাপক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ভয়াল ২৫ মার্চ এবং ২৬ মার্চের স্মৃতি কড়া নাড়ছে আমাদের জাতীয় জীবনের দ্বারপ্রান্তেও। অন্যদিকে পরম সংযমের পবিত্র মাহে রমজান ইতিমধ্যেই এসে গেছে মুসলিম জাহানে। এবারের রোজা শুরু হলো ঐতিহাসিক মার্চের শেষ সপ্তাহের আজ (শুক্রবার) থেকে। রোজার মাসে বাংলাদেশের অধিকাংশ মানুষ অত্যন্ত সংযমী জীবনযাপন করেন। দরিদ্র প্রতিবেশী মানুষকে রোজা এবং ঈদ পালনে সম্ভাব্য সর্বাত্মক সহায়তা আমাদের জাতীয় জীবনের এক ঐতিহ্য। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষের অস্বাভাবিক বাড়তি মুনাফার লিপ্সা সেই সংযমের মহিমা ম্লান করে দেয়। সে প্রসঙ্গে আলোচনার আগে স্মরণ করা যেতে পারে আমাদের স্বাধীনতার মাসের কথা।
মার্চ আমাদের জাতীয় জীবনে যে অবিস্মরণীয় এক ঐতিহাসিক মাস, সে কথা আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয়, যাপিত জীবনে মার্চের তাৎপর্য মনে রাখি না। ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত অন্তত চারটি তারিখ অবিস্মরণীয় এবং তা ঐতিহাসিক কারণেই। আমাদের মহান মুক্তিযুদ্ধের জন্য সমগ্র জাতিকে প্রস্তুত করার মতো ঐতিহাসিক নির্দেশনা দেয়া বঙ্গবন্ধুর ভাষণের ৭ মার্চ, তার জন্মদিনের স্মৃতিবিজড়িত ১৭ মার্চ, গণহত্যার ভয়াল স্মৃতির নারকীয় ২৫ মার্চ এবং ২৫ মার্চ রাতের প্রথম প্রহরে গ্রেপ্তারের আগে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ তথা মুক্তিযুদ্ধ শুরুর স্মৃতিবিজড়িত ২৬ মার্চ। যা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে দলমতনির্বিশেষে সবাই উদযাপন করেন।
কিন্তু মার্চের অন্য তিনটি তারিখ সংকীর্ণ রাজনৈতিক স্বার্থপরতার কারণে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ স্বীকার এবং স্মরণ করলেও দেশের একটি অংশের রাজনৈতিক বিশ্বাসের মানুষ স্বীকার করে না। সেই যে বিভাজিত হয়েছিল দেশ, স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ, তার অবসান ঘটেছিল মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে ১৯৭১ সালের ডিসেম্বরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য ১৯৭৫ সালের আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আবার বিভাজিত বাংলাদেশ।
পৃথিবীর কোনো দেশে পরাজিত শক্তি কখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যারা আজ থেকে প্রায় শতাব্দীকাল আগে যুদ্ধাপরাধ করেছে, তারা আজও অপরাধী হিসেবেই বিবেচিত। কিন্তু বাংলাদেশে ঘটেছে বিপরীত ঘটনা। মুক্তিযোদ্ধার ছদ্মবেশে যারা হানাদার পাকিস্তান বাহিনীর স্বার্থ উদ্ধার করতে চেয়েছে, সেই তথাকথিত মুক্তিযোদ্ধাদের হাত ধরেই বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, গণহত্যা এবং নারী নির্যাতনে জড়িতরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এই দেশে। শুধু তাই নয়, ৩০ লাখ শহীদের রক্তে ভেজা জাতীয় পতাকা তাদের গাড়িতে তুলে দিয়েছে এসব স্বার্থান্ধ রাজনৈতিক অপশক্তি।
সুতরাং এ রকম যাদের রাজনৈতিক বিশ্বাস, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও ক্ষমতার স্বার্থে পাকিস্তানি হানাদার এবং তাদের দোসরদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তারা কী করে মেনে নেবে তাদের প্রিয় মিত্র পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় গণহত্যার কথা? তারা কী করে মেনে নেবে ১ মার্চ থেকে পাকিস্তানি সামরিক শাসকদের বিরুদ্ধে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহূত অসহযোগ আন্দোলনের কথা, ৭ মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে সেই যে বজ্রকণ্ঠের ঘোষণা: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ পাকিস্তান বাহিনী যা মেনে নেয়নি, তা তাদের এ দেশীয় দোসর রাজনৈতিক শক্তি কী করে মেনে নেবে? আর এক দিন পরে সেই ভয়ংকর স্মৃতি নিয়ে আসবে ২৫ মার্চ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক শক্তিসহ সাধারণ মানুষ ২৫ মার্চ রাতের অন্ধকারে যে ভয়ংকর পরিকল্পিত গণহত্যা হয়েছে, সেই স্মৃতিচারণা করবে, শহীদদের স্মরণ করবে, কিন্তু দেশের অন্যতম প্রধান বিরোধী দল সে দিনটিকে ভয়ংকর দিন মনে করে না। তাই সেদিন তাদের কোনো কর্মসূচি থাকে না। জামায়াতে ইসলাম তো একাত্তরের মুক্তিযুদ্ধই মানে না।
যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, সুতরাং এই দিন তারা কেন স্মরণ করবে? ২৫ মার্চ যে নৃশংস গণহত্যা হয়েছে বাংলাদেশে, তা মানব ইতিহাসের জঘন্যতম এবং বিরল গণহত্যা বললেও অত্যুক্তি হবে না। অথচ তারা মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশেই রাজনীতি করছে, ক্ষমতার মসনদে বসছে, মন্ত্রিত্ব করছে কিন্তু স্বীকার করছে না ২৫ মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর ২৫ মার্চ রাতে অন্ধকারে অপারেশন সার্চলাইট নামের নারকীয় গণহত্যার ঐতিহাসিক বাস্তবতা!
ইতিহাসের স্বীকৃত তথ্য থেকেই কিছু তথ্য এ প্রসঙ্গে উল্লেখ করা যাক: ‘২২ ফেব্রুয়ারি ১৯৭১-এ পাকিস্তান সশস্ত্র বাহিনীর এক বৈঠকে গৃহীত প্রস্তাবনার ভিত্তিতে মার্চের শুরুতে ১৪তম ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি অপারেশনের মূল পরিকল্পনা তৈরি করেছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম পাকিস্তানের কোয়েটা থেকে ১৬তম ইনফ্যান্ট্রি ডিভিশন এবং খরিয়ান থেকে ১৯তম ডিভিশনকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পূর্ব পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নেয়ার আদেশ দেয়া হয়। পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পূর্ব পাকিস্তানের জিওসি লে. জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল এস এম আহসান পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের উপর সামরিক হামলার বিরোধী ছিলেন বলে অপারেশনের পূর্বেই তাদেরকে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়। লে. জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর ও জিওসি করে পাঠানো হয়। মার্চের ১৭ তারিখ পাকিস্তান সামরিক বাহিনীর সিওএস জেনারেল হামিদ টেলিফোন করে জেনারেল রাজাকে অপারেশনের পরিকল্পনা করার দায়িত্ব প্রদান করেন। ১৮ মার্চ সকালে ঢাকা সেনানিবাসের জিওসি কার্যালয়ে বসে জেনারেল রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি অপারেশনের পরিকল্পনা তৈরি করেন। পরিকল্পনাটি জেনারেল ফরমান নিজ হাতে হালকা নীল রঙের একটি অফিস প্যাডের ৫ পাতাজুড়ে লিড পেন্সিল দিয়ে লিখে নেন। জেনারেল ফরমান অপারেশনের সিদ্ধান্ত, এবং সাফল্যের শর্ত ইত্যাদির সীমা তৈরি করেন এবং জেনারেল খাদিম সেনাদলের স্থান বিতরণ, বিভিন্ন ব্রিগেড ও ইউনিটের উপর সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন ইত্যাদি কাজ তদারকি করেন।’
অধিকৃত বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার নীলনকশা আজ আর গোপন কিছু নয়। এমনকি পাকিস্তানি জেনারেলদের লেখা স্মৃতিকথামূলক বইপত্রেও আভাসে-ইঙ্গিতে সেই গণহত্যার অনেকখানি প্রকাশিত। গত প্রায় এক দশক যাবৎ ইতিহাসবিদ ড. মুনতাসির মামুন বাংলাদেশের গণহত্যা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। বহু অনুদঘাটিত তথ্য তিনি উদঘাটন করেছেন। এ ছাড়া বাংলা একাডেমি প্রকাশিত ‘স্মৃতি ৭১’ সিরিজ গ্রন্থমালায় গণহত্যায় নিহতদের স্বজনদের অনেকের স্মৃতিচারণায় ২৫ মার্চের কালরাত্রির ভয়ংকর চিত্র প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সরকার ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে বিশ্বময় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। আমরা মনে করি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জোর প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। এ ব্যাপারে দেশের অভ্যন্তরেও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মুখ্য ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করি।
পাকিস্তানি হানাদারদের চাপিয়ে দেয়া ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে কঠিন ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছে, বিশ্বের ইতিহাসে তা বিরল। স্বাধিকার এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশকে যে চরম মূল্য দিতে হয়েছিল ১৯৭১ সালে, তা অস্বাভাবিক বেশি মাত্রারই মূল্য। ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে গভীর শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বেদিমূলে আত্মোৎসর্গিত ৩০ লাখ শহীদ এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
আমরা যেন আত্মকেন্দ্রিক স্বার্থান্ধতায় ভুলে না যাই তাদের চরম ত্যাগের কথা, যারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য নির্মাণ করে দিয়ে গেছেন এক উজ্জ্বল ভবিষ্যতের পথ। এই বোধটুকু আমাদের মধ্যে জাগলেই বিশ্বাস করি আমাদের হীন আত্মকেন্দ্রিকতা, চরম স্বার্থপরতার মাত্রাটা কিছুটা হলেও কমবে। আমাদের ভোগবাদী মানসিকতা এমন চরম পর্যায়ে পৌঁছে গেছে যে, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, প্রতিবেশী তথা অন্যের সুখ-দুঃখে একাত্মতাবোধ, দরিদ্র-অসহায় মানুষের জন্য দয়ামায়া ইত্যাদি ইতিবাচক মূল্যবোধগুলো এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে নাই বললেই চলে। যে কারণে রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে নৃশংস স্বার্থপরতার ছুরি ঝলসে উঠছে। মানুষের দুঃখে কোনো মানুষের মন কাঁদলে তাকে অস্বাভাবিক বলেই মনে করছে অধিকাংশ মানুষ।
এ প্রসঙ্গেই আসে সংযম-সাধনার ঐতিহ্যবাহী পবিত্র মাহে রমজান এবং আমাদের বাজারের চালচিত্র। গতকাল বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ আদায় এবং সাহরি খাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হচ্ছে রমজানুল মোবারক। কিন্তু দরিদ্র সাধারণ মানুষের অবস্থা কী আজ?
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়তে বাড়তে এমন অবস্থায় গিয়ে ঠেকেছে যে, সীমিত আয়ের মধ্যবিত্ত কিংবা গরিব মানুষের পক্ষে দিনযাপন এখন কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। জ্বালনি তেলের মূল্যবৃদ্ধির হাত ধরে শনৈ শনৈ বেড়ে যাচ্ছে পণ্যমূল্য। যতটা কারণে বাড়ছে, তত বেশি বাড়ছে অকারণেই অস্বাভাবিক লাভের উদগ্র লিপ্সায়।
বাণিজ্যমন্ত্রী গত সপ্তাহে ব্যবসায়ীদের উদ্দেশে যেভাবে বক্তব্য রাখলেন তাতে মনে হলো অতি মুনাফাখোর লোভীচক্রের কাছে সরকার জিম্মি। গত ১৬ মার্চ পত্রিকায় পড়লাম: ‘রমজানে ব্যবসায়ীদের সংযমী হতে বললেন বাণিজ্যমন্ত্রী’ শিরোনামের এ সাংবাদে বলা হয়েছে: ‘রমজান সামনে রেখে ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বিভিন্ন দেশে নানান উৎসবে বিভিন্ন ছাড়ের ব্যবস্থা থাকে। তারা অল্প লাভ করে। আমাদের দেশটা তার ভিন্ন। সামনে রমজান মাস, আপনারা একটু সংযমী হোন, অল্প লাভ করুন।’ বুধবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কথায় বলে, ‘চোরা না শোনে ধর্মের কাহিনি’। মুক্তবাজার অর্থনীতির নামে বাংলাদেশের বাজারে যা চলছে, তা দুনিয়ার কোথাও আছে কি না জানি না। প্রতি বছরই রোজার সপ্তাহখানেক আগে থেকেই এক রকম নৈরাজ্য শুরু হয়ে যায়। কাঁচাবাজার থেকে শুরু করে চাল, ডাল, তেল, চিনি, ছোলা খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বেড়ে যায়। এমনকি রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরের মধ্যে খুচরা বাজারে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত ব্যবধান হয়ে যায়।
চরম অনিয়ম আর প্রতারণার ফাঁদপাতা যেন প্রতিটি বাজারে। বাজার-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তারা অসচেতন অসংগঠিত বলে প্রতারণার হার প্রতিনিয়ত বেড়েই চলেছে। এ জন্য বাংলাদেশের ভোক্তাদের হেল্পলেস কনজিউমার্স বা ‘অসহায় ভোক্তা’ বলা হয়ে থাকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে কী করছে সরকার, সেটাও আজ দেখার বিষয়। টিসিবিকে আরও ব্যাপকভাবে ব্যবহার করা অসম্ভব নয়। কিন্তু তাতে ব্যবসায়ীরা গোসসা হবেন। সরকার বাজারের আগুন থেকে দরিদ্র সাধারণকে বাঁচাতে যা করছে তা কিন্তু পর্যাপ্ত নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানকেও আরও শক্তিশালী করা প্রয়োজন। তাদের জনবলও বাড়াতে হবে বাজার মনিটরিংয়ের জন্য। ভোক্তা অধিকার কর্তৃপক্ষের বক্তব্য দেখলাম একটি বিশেষ প্রতিবেদনে: ‘বাজার তদারকিতে গেলেই পণ্যের মূল্য তালিকা না থাকার প্রমাণ পাওয়া যায়। এটা একেবারে নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। ভেজাল পণ্যের মিশ্রণ, ওজনের কারচুপি, পণ্যের মোড়কে দাম, ওজন ও মেয়াদ না থাকার প্রবণতা বাজারে দেখা যায়।’
কথা হচ্ছে খোদ ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যদি এই চিত্র প্রত্যক্ষ করে থাকে, তাহলে তারা যেখানে যায় না, বা যেতে পারে না, সেখানকার অবস্থা কী! সুতরাং বিড়ালের গলায় ঘণ্টা কাউকে না কাউকে বাঁধতেই হবে। সে ক্ষেত্রে সরকারের দায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যবসায়ী তা খুচরা হোক আর পাইকারি হোক তাদের নৈতিকতা অত্যন্ত জরুরি একটি বিষয়। মুক্তিযুদ্ধে চরম ত্যাগের মূল্যে অর্জিত স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক স্বার্থান্ধতা যেমন দেশকে উল্টো পথে ঠেলতে চাইছে, তেমনি মাহে রমজানের সংযমের বিস্মৃত অতি মুনাফালোভীদের বিবেকহীনতায় দরিদ্র মানুষের ভোগান্তি আজ চরমে। এর অবসান ঘটাতেই হবে।
লেখক: কবি ও সাবেক পরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন
মহানবী হজরত মোহাম্মদ (সা.) ইরশাদ করেছেন- বুনিয়াল ইসলামা আলা খামসিন। অর্থাৎ পাঁচটি ভিত্তির ওপরে ইসলাম প্রতিষ্ঠিত। ইসলামের মূল সেই পাঁচ ভিত্তির অন্যতম হলো মাহে রমজানের সিয়াম সাধনা বা রোজা পালন করা। ‘রমজান’ নামে পরিচিত হিজরি বর্ষপঞ্জির নবম মাসটি খুবই মহিমান্বিত এবং অন্য মাসগুলোর তুলনায় এ মাসের মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি। আর রমজান মাসের সেই আভিজাত্য ও স্বাতন্ত্র্যের মূল কারণ পবিত্র কোরআন এবং সিয়ামব্রত পালন।
রমজানের পুরো মাস রোজা রাখা ফরজ এবং এ মাসেই পৃথিবীতে আল্লাহর দেয়া একটি মহাগ্রন্থ আল-কোরআন নাজিল হয়েছে। তাই এ মাসটি সব মাসের সেরা হিসেবে স্বীকৃত। আল্লাহপাক বলেন, শাহরু রামাদানাল্লাজি উনযিলা ফিহিল কোরআন। অর্থাৎ রমজান মাস, এ মাসেই অবতীর্ণ করা হয়েছে পবিত্র কোরআন। কোরআন নাজিলের এই মহিমান্বিত মাসকেই পরম স্রষ্টার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম রোজাব্রত পালনের মাস হিসেবে নির্বাচিত করা হয়েছে; যা বান্দার প্রতি মহান প্রভুর এক অতি উত্তম অনুগ্রহ।
রমজান মাসে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার ও কামাচার থেকে বিরত থাকার নাম রোজা। অন্যান্য ইবাদতের সঙ্গে রোজা পালনের বিষয়টি মৌলিক পার্থক্যে বিভূষিত। হাদিসে কুদসিতে এসেছে- আস্সাওমু লি ওয়া আনা আজযি বিহি। অর্থাৎ আল্লাহপাক বলছেন, রোজা শুধু আমার জন্য। আর আমি নিজে এর প্রতিদান দেব। এ কথাটি অন্যত্র এভাবে এসেছে যে, রোজা আমার জন্যই পালন করা হয়, আর আমি নিজেই এর প্রতিদান হয়ে যাই। অর্থাৎ রোজা রাখার মাধ্যমে রোজাদার আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হন। এমনকি মহান আল্লাহকেই পাওয়ার যে উদগ্র বাসনা প্রতিটা খোদাপ্রেমিক মানবের মাঝে বিরাজমান, সিয়ামব্রত পালনের মাধ্যমে সেই পরম কাঙ্ক্ষিত বিষয়টিই অর্জিত হয়ে থাকে। যেমন রোজা পালনের পরিপ্রেক্ষিতে রাসুল (সা.) বলেছেন, লিস্সায়েমে ফারহাতান ফারহাতু ইন্দা ফিতরিহি ওয়া ফারহাতু ইন্দা লিকাই রাব্বিহি। অর্থাৎ রোজাদারের খুশির সময় হলো দুটি। প্রথমত, ইফতারের সময় আর দ্বিতীয়ত, পরম প্রভুর সঙ্গে সাক্ষাতের সময়। এ হাদিসের দ্বারা বোঝা যায়, রোজাদার ব্যক্তি রোজা পালনের মধ্য দিয়ে পরম সত্তার সঙ্গে দেখা-সাক্ষাৎ হওয়ার দুর্লভ বিষয়টি নিশ্চিত করতে পারেন।
ইসলামের আবির্ভাবের আগেও রোজা রাখার বিধান ছিল। যুগে যুগে প্রেরিত পয়গম্বররা ও তাদের অনুসারীদের জন্যও রোজার বিধান প্রচলিত ছিল। যেমন কোরআনে কারিমে হজরত মারইয়াম (আ.)-এর বক্তব্য বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নি নাযারতু লিররাহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যাহ। অর্থাৎ হজরত মারইয়াম (আ.) বলেছিলেন, আজ আমি আল্লাহর নামে রোজা রেখেছি, তাই আজকে তোমাদের কারও সঙ্গে আমি কথা বলব না। রোজার বিষয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে কারিমের পবিত্র আয়াতটিতেও এ বিষয়ের উল্লেখ দেখতে পাই। যেখানে আল্লাহপাক বলছেন,Ñ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমুস্ সিয়ামা কামা কুতিবা আলাল্লাজিনা মিন কাবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। আশা করা যায়, তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারবে। সুতরাং রোজা পূর্বকাল হতে প্রচলিত একটি প্রথাসিদ্ধ ইবাদত, যার মাধ্যমে প্রভুর উপাসনাকারীরা পার্থিব পঙ্কিলতা হতে বিমুক্ত হয়ে সত্যিকারের পরহেজগারি অর্জন করার সুযোগ প্রাপ্ত হন।
রহমত, মাগফিরাত আর নাজাতের পয়গাম নিয়ে পবিত্র মাহে রমজান সমাগত। বরকত আর পুণ্য লাভের এই মহিমাময় মাসকে তাই আমাদের উচিত কাজে লাগানো এবং নানাবিধ পুণ্যকর্ম সম্পন্ন করার মধ্য দিয়ে এ মাসের সর্বোচ্চ সদ্ব্যবহার করা। এ মাসে ইবাদতের ব্যাপারে আগ্রহ ও উদ্দীপনার সর্বোচ্চ ঘোষণাটি এসেছে মানবতার পরম বন্ধু বিশ্বনবী (সা.)-এর পক্ষ হতে। তিনি বলেছেন, মান সামা রামাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাস ও কর্তব্য-নিষ্ঠার সঙ্গে মাহে রমজানের সিয়াম পালন করবে তার জীবনের সব পাপকাজ ক্ষমার ঔদার্যে বিবেচনা করা হবে, মাফ করে দেয়া হবে।
এতে বোঝা যায়, রোজাব্রত পালনের মাধ্যমে বান্দার অপরাধগুলো মার্জনা করে দেয়া হয়। তাই আসুন আমরা সবাই মাহে রমজানের পবিত্রতা বজায় রাখি, রমজানের মর্যাদাকে সমুন্নত করার প্রয়াস চালাই এবং সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জীবনে এ মাসের সর্বোচ্চ কল্যাণ অর্জনে ব্রতী হই।
লেখক: অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত করার দুই দিনের মাথায় বাংলাদেশের সঙ্গে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এর আগেও যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক এবং দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ১৯৯০-এর দশকে মালয়েশিয়া যেভাবে বাংলাদেশি কর্মীদের অন্যতম প্রধান গন্তব্য দেশ হয়ে উঠেছিল, ২০১৮ সালে ঠিক সেভাবে বড় ধরনের হোঁচট খায়। করোনার তাণ্ডব ও বৈশ্বিক মন্দার কারণ দেখিয়ে বিশ্বের অনেক দেশের মতো মালয়েশিয়াও বাংলাদেশ থেকে কর্মী নেয়া কমিয়ে দেয়। শুরু হয় শর্তের বেড়াজাল। বিভিন্ন সময় কালো মেঘ কেটে গেলেও তা স্থায়ী হয়নি। বরং মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ‘শনির দশা’ যেন পিছু ছাড়ছে না।
বাংলাদেশসহ ১৫টি সোর্স কান্ট্রি থেকে নতুন করে বিদেশি কর্মী নেয়ার কোটা অনুমোদনের আবেদন স্থগিত করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। গত শনিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার জানান, ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট রিল্যাক্সেশন প্ল্যানে (পিকেপিপিএ) বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন চলতি মার্চের ১৮ তারিখ থেকে পরবর্তী সময়ে তারিখ ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। গত ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে বিদেশি কর্মীদের জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬টি কর্মসংস্থান কোটা মন্ত্রণালয় অনুমোদন করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সর্বশেষ বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আশা প্রকাশ করেন, পিকেপিপিএর মাধ্যমে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, কৃষি এবং পরিষেবা খাতে কোটা অনুমোদনের সংখ্যা বিবেচনায় নেয়া হয়। এখন পর্যন্ত বিদেশি শ্রমিকদের জন্য যে-সংখ্যক কোটা অনুমোদন দেয়া হয়েছে, এর ফলে গুরুত্বপূর্ণ খাতসহ শিল্পকারখানায় এসব কর্মীকে দিয়ে শ্রম চাহিদা মেটানো সক্ষম।
এই সময়ের মধ্যে কর্মীদের নিয়োগের প্রক্রিয়া ও শ্রমিকদের অবিলম্বে প্রবেশে দ্রুততম সময়ের মধ্যে অনুমোদনপ্রাপ্ত সব নিয়োগকর্তাকে অনুরোধ করে মানবসম্পদমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অনুমোদিত কোটার তুলনায় বিদেশি কর্মীর প্রবেশের সংখ্যা এখনো কম।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২ সালের আগস্ট থেকে গত ৫ মার্চ পর্যন্ত ১ লাখ ২১ জন কর্মী গেছেন মালয়েশিয়ায়। এ ছাড়া ৫ মার্চ পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৫০০ জনকে। অন্যদিকে গত ৫ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশ থেকে ৩ লাখ ১৪ হাজার ৪৭৩ জন কর্মী নিতে সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছেন। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য এখন পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৪৭৩ কোটা অনুমোদন দিয়েছে। এর আগে গত ১ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম-কল্যাণ উইং থেকে ২ লাখ ১৯৯ কর্মী নিয়োগের চাহিদাপত্রে সত্যায়ন করা হয়েছে। মালয়েশিয়াগামী কর্মীদের ভিসা ইস্যুতে সহযোগিতা করা প্রতিষ্ঠান এমইএফসি থেকে ই-ভিসা ইস্যু করা হয়েছিল ১ লাখ ২২ হাজার ২টি।
গত ৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। এরই পরিপ্রেক্ষিতে চলতি মাসে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশটির মানবসম্পদমন্ত্রী।
গণমাধ্যমে খবর বেরিয়েছে, সেই অনুরোধ-প্রতিশ্রুতির রূপায়ণ হিসেবে গত সোমবার (২০ মার্চ) সকালে ‘মালয়েশিয়ায় কর্মী নিয়োগ যৌথ ওয়ার্কিং’ গ্রুপের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। দুই দেশের সচিব পর্যায়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে মালয়েশিয়ার সিদ্ধান্তে উদ্বেগ নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সচিব আশান্বিত হয়ে বলেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য যারা ডেটাবেজ পূরণ করেছেন, তারা যেতে পারবেন এতে কোনো বাধা থাকবে না। মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের মিটিং ছিল দুই দেশের অফিশিয়াল মিটিং। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে অনলাইন আছে সেটিকে ইন্টিগ্রেট করা। এটি আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। মালয়েশিয়া তা বাস্তবায়ন করতে সম্মত হয়েছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়ন হবে।
এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ঢাকা সফরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ যৌথ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, দেশটিতে কর্মী পাঠানোর গতি বৃদ্ধি এবং অভিবাসন খরচ নিয়ন্ত্রণে প্রয়োজনে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকে পরিবর্তন আনা হবে।
মধ্যস্বত্বভোগীদের বাড়বাড়ন্ত বেশির অভিযোগে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া। কূটনৈতিক তৎপরতার ফলে ২০২১ সালের ১৯ ডিসেম্বর কর্মী নিয়োগে মালয়েশিয়া ও বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এরপর ২০২২ সালের ২ জুন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের নেতৃত্বে ঢাকায় দুই দেশের বৈঠকে কারিগরি বিষয়সহ অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হয়। শ্রমবাজার খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেন দুই মন্ত্রী। সমঝোতা স্মারক অনুযায়ী ২০২২ সালের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। শুরুতে ২৫ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এরপর দুই দফায় আরও ৭৫টি রিক্রুটিং এজেন্সি যুক্ত করা হয়।
কিন্তু প্রশ্ন হলো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকারের আশা কেন দুরাশায় পরিণত হয়? মালয়েশিয়া বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র হলেও কর্মী নিয়োগে কেন বাধা? রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটবাজির জন্য দায়ী কে? উভয় দেশই অভিবাসন ব্যয় কমাতে রাজি হলেও তা কার্যকর হচ্ছে না কেন? সরকারিভাবে (জিটুজি) কর্মী পাঠানোর উদ্যোগ কেন স্থায়ীভাবে কার্যকর হচ্ছে না? এসব প্রশ্নের উত্তর অনেকগুলো হলেও তা দুটি শব্দেও দেয়া যায়, তা হলো- ‘সুশাসনের অভাব’। স্বচ্ছ ও নৈতিক অভিবাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সুশাসনের অভাব থাকবেই। আর এর জন্য দায়ী কেবল সরকার বা রিক্রুটিং এজেন্সি নয়, দায়ী সব পর্যায়ের অংশীজনেরা।
অথচ মালয়েশিয়াকে খুব কাছের একটি বন্ধুদেশ বলেই বিবেচনা করে বাংলাদেশ ও এ দেশের বিদেশ গমনেচ্ছুদের একটা উল্লেখযোগ্য অংশ। আকাশপথে যেতে সময় লাগে ৪ ঘণ্টারও কম। স্বাধীনতার প্রথম বছরে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি আসিয়ান অঞ্চল থেকে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় তারা। ধর্ম, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, আবহাওয়া- এমন অনেক কিছুই মিল রয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে। মূলত এসব মিল থাকার কারণে মালয়েশিয়ায় এসে খুব সহজেই নিজেদের মানিয়ে নিতে পারে বাংলাদেশিরা। দুই দেশই নাতিশীতোষ্ণ। মালয় ভাষা আয়ত্ত করায় বাংলাদেশিরা বেশ পটু। মালয় ভাষা আয়ত্ত করার ফলে ইংরেজি ভাষার খুব একটা প্রয়োজন হয় না। খাবারের ক্ষেত্রেও দুই দেশের রয়েছে বিশেষ মিল। মালয়রা সাধারণত ভাত, সবজি, মুরগি খেতে পছন্দ করে। সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের তাই খাবারে কোনো সমস্যাই হয় না। এ ছাড়া ৬১ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশটিতে ধর্মীয় চর্চায় রয়েছে অবাধ স্বাধীনতা। ইসলাম চর্চায় মালয়েশিয়া বেশ এগিয়ে। যেটি মুসলিমপ্রধান বাংলাদেশের কর্মীদের আরও কাছে টানে। দেশটিতে বর্তমানে ৮-১০ লাখ বাংলাদেশি নানা শ্রেণি-পেশায় কর্মরত। এর মধ্যে অনেক তরুণ সেখানকার মেয়ে বিয়ে করে ঘর বেঁধেছেন। মালয়েশিয়াতেই এদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে মালয়েশিয়ান হিসেবেই।
তার পরও প্রকাশ্য-অপ্রকাশ্য নির্মম বাস্তবতার কারণে বাংলাদেশের শ্রমবাজার একটু কঠিন হয়ে গেছে। পুরোনো সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে কিছু নতুন সমস্যা। পর্যাপ্ত ভিসা প্রসেসিং সেন্টার না থাকায় বাংলাদেশ যে পরিমাণ ওয়ার্ক অর্ডার পেয়েছে ওই পরিমাণ কর্মী এখন পর্যন্ত বিদেশ যেতে পারেনি। বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে বেশির ভাগ খরচ নিয়োগকর্তাকে বহন করার কথা থাকলেও তা প্রায় অকার্যকর। রিক্রুটিং এজেন্সিরা ৪-৬ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। পাসপোর্টসংক্রান্ত সমস্যা এখনো ভোগাচ্ছে বিদেশ গমনেচ্ছু ও প্রবাসীদের।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কর্মী নিয়োগে মালয়েশিয়ার চাহিদার ধরনও বদলাচ্ছে। গত ডিসেম্বরে মালয়েশিয়া সরকার জানিয়েছিল, তারা তিন সেক্টরে দ্রুত বিদেশি কর্মী নিয়োগে এগোচ্ছে। কৃষি, পরিষেবা এবং নির্মাণ খাতের সেক্টরগুলোতে বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। কিন্তু সর্বশেষ যৌথ ওয়ার্কিং গ্রুপের সচিব পর্যায়ের বৈঠকে কুয়ালালামপুর ঢাকাকে জানিয়েছে, এই সময়ে তারা নিরাপত্তাকর্মী ও গৃহকর্মী নিতে আগ্রহী। বৈশ্বিক কারণের সঙ্গে চাহিদা বদলের নেপথ্যে রয়েছে দেশটির আর্থরাজনৈতিক পরিস্থিতিও। আধুনিক মালয়েশিয়ার রূপকার ড. মাহাথির মোহাম্মদ ছিলেন একজন নিখাঁদ বাংলাদেশবন্ধু। তার পতনের পর থেকে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানিতেও ভাটার টান পড়ে। এটা পরবর্তী সরকারগুলোর দৃষ্টিভঙ্গিগত ব্যাপার।
এমন বাস্তবতায় বাংলাদেশ সরকার ও অন্য অংশীজনদের অবশ্যই নতুন করে ভাবতে হবে। সে দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও রেমিট্যান্স আহরণের পরিমাণ বাড়াতে হলে তাদের শ্রম চাহিদা, আর্থরাজনৈতিক প্রেক্ষাপট মাথায় রেখে দক্ষ কর্মী সৃষ্টি করতে হবে। শ্রমবাজারের অস্থিরতা দূরীকরণে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। অভিবাসন খাতে শুদ্ধাচার চর্চা বাড়াতে হবে। তাহলেই নীতিনির্ধারকদের প্রত্যাশা অনুযায়ী, আগামী তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় বাংলাদেশের পাঁচ লক্ষাধিক নতুন লোকের কর্মসংস্থান হবে এবং এর মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাঠানো মোট রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার অতিক্রম করবে।
লেখক: সাংবাদিক ও গবেষক
দীর্ঘ বছর ধরে আমেরিকায় সাংবাদিকতা করার সুবাদে প্রবাসজীবনে প্রায়শই দেখা হতো দেশ থেকে আগত রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, নাট্য ও চলচিত্রশিল্পী, শিক্ষাবিদ, ক্রীড়াবিদসহ নানা প্রথিতযশা ব্যক্তিত্বের সঙ্গে। তাদের মধ্যে অধিকাংশই তখন কমিউনিটির পত্রিকায় কিছু কাজ না থাকলেও আগ্রহভরে অন্তত ঢুঁ মেরে খোঁজখবর করে যেতেন।
সেসব মানুষের মধ্যে আমেরিকা সফরে এসে এক দিন আমার কাছে পত্রিকায় সাক্ষাৎকার দিতে এসেছিলেন একাত্তরের স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের অন্যতম নেতা শাহজাহান সিরাজ। আজ অগ্নিঝরা মার্চ মাসে স্বাধীনতা ইতিহাসের অলিখিত অধ্যায় নিয়ে যে লেখাটি লিখতে বসেছি সেটি ছিল মূলত তারই মুখনিঃসৃত। শাহজাহান সিরাজ সেদিন আমাকে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তার মধ্যে আজকের লেখা কথাগুলো ছাপার অক্ষরে প্রকাশ করা সম্ভব হয়নি। তিনি পত্রিকায় প্রকাশ না করার শর্তে অব দ্য রেকর্ড হিসেবে বলেছিলেন ইতিহাসের একগুচ্ছ গুরুত্বপূর্ণ কিছু গোপন তথ্য। তার মধ্যে ছিল একাত্তরের অগ্নিঝরা মার্চের মুজিব-ভাসানীর একান্ত বৈঠকের কথা।
ওই দিন তিনি বলেছিলেন, একাত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেট লাভ করেছিলেন নিঃসন্দেহে। ফলে দেশের বিরাজমান পরিস্থিতির বিষয়ে এককভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী ছিলেন তিনি। তারপরও আপনারা আমরা সবাই দেখেছি, একাত্তরের ১ মার্চ জেনারেল ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতেতে বঙ্গবন্ধু কোনো সিদ্ধান্ত নেয়ার আগে দেশের ছোট-বড় সব রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠকে বসে সবার মতামত জানতে চেয়েছিলেন। তিনি তদানীন্তন পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতাকে নিয়ে দেশের অগ্নিসম পরিস্থিতিতে মতবিনিময় করেছিলেন, তাদের অনেকের মধ্যে ছিলেন বর্ষীয়ান রাজনীতিক মওলানা আবদুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টির কমরেড মণি সিংহ, ন্যাপ নেতা মোজাফ্ফর আহমদ, ন্যাপের পাকিস্তানি অংশের নেতা খান ওয়ালী খান, কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ দৌলতানা, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আসগর খান, আতাউর রহমান খান; এমনকি কট্টর মুসলিম লীগ নেতা সবুর খান, ফজলুল কাদের চৌধুরীকে পর্যন্ত নিয়েও তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এসব নেতা বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাসভবনে বসেছিলেন আলোচনার টেবিলে।
শাহজাহান সিরাজ এই প্রসঙ্গে মনে করিয়ে দেন যেটি অবশ্য অনেকেই জানেন যে, দেশের প্রায় সব রাজনীতিবিদ মুজিবের বাসভবনের আলোচনায় শামিল হলেও ব্যতিক্রম ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের (পিকিংপন্থি) প্রধান বর্ষীয়ান রাজনীতিক মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
বঙ্গবন্ধু নিজ বাসভবনের কোনো আলোচনায় তিনি মওলানাকে ডেকে শামিল করেননি। কথাবার্তা এবং আলাপ-আলোচনা করতে বাংলার গণমানুষের রাজাধিরাজ পরম শ্রদ্ধাভরে সেই সময়ে স্বয়ং চলে গেছেন মওলানা ভাসানীর বাসস্থানে এবং সেখানে তার সঙ্গে আন্দোলন নিয়ে একান্তে আলোচনা করেছেন। একটি কথা উল্লেখ করা প্রয়োজন, সে সময়ের কমবেশি অনেক মানুষই জানেন একজন ভক্তের মতোই মুজিব মজলুম নেতাকে চিরকাল সম্বোধন করেছেন ‘হুজুর’ বলে। ড. এম এ ওয়াজেদ মিয়া রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা’ নামক বইয়ের ৭২ পৃষ্ঠাতেও বিষয়টির উল্লেখ আছে।
তৎকালীন পাকিস্তানে ন্যাপের পিকিংপন্থি দলের প্রধান হিসেবে স্বাভাবিকভাবেই সেই সময়ে মজলুম জননেতার সঙ্গে ছিল চীনের সুগভীর যোগাযোগ। ইতিহাস বলে তার গোপন দূতিয়ালির কারণে আইয়ুব আমলে পাকিস্তান ও চীন সম্পর্কের মধ্যে যোগ হয়েছিল নতুন মাত্রা। শুধু তাই নয়, এরই ফলে এতদঅঞ্চলে চীন হয়ে উঠেছিল পাকিস্তানের প্রধানতম মিত্র।
রেডিও পাকিস্তানে ১ মার্চ জেনারেল ইয়াহিয়া জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণার বিষয়টি যখন প্রচারিত হয় তখন বঙ্গবন্ধু হোটেল পূর্বাণীতে আওয়ামী লীগের নব নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে যৌথ সভা করছিলেন। ইয়াহিয়ার ঘোষণার পর মুজিব যেসব নির্দেশনা দেন তার মধ্যে একটি ছিল ছাত্রলীগ ও ডাকসু সমন্বয়ে স্বাধীন বাংলা কেন্দ্রীয় চার সংগ্রাম পরিষদ গঠন। শাহজাহান সিরাজ ছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার কেন্দ্রীয় ছাত্রনেতার অন্যতম। তা ছাড়া টাঙ্গাইলের মানুষ হওয়ার কারণে ভাসানীর দলের অন্তর্ভুক্ত না হলেও তিনি ছিলেন মওলানার ঘনিষ্ঠ।
নব্বই দশকের শেষের দিকে আমেরিকা সফরকালে শাহজাহান সিরাজ নিউইয়র্কে আমাকে পত্রিকার সাক্ষাৎকার দিতে গিয়ে মুজিব-ভাসানী একান্ত বৈঠকের বিষয়টি নিয়ে অব দ্য রেকর্ড করেছিলেন দীর্ঘ এক আলোচনা।
শাহজাহান সিরাজ তার অপ্রকাশিত সেই সাক্ষাৎকারে আমাকে জানিয়েছিলেন, সন্দেহ নেই বঙ্গবন্ধু দেশের সুকঠিন রাজনৈতিক সংকট এবং আসন্ন পরিস্থিতির বিষয়ে ছিলেন গভীরভাবে অবগত। সেই চলমান পরিস্থিতিতে চীনের সঙ্গে ভাসানীর সম্পর্ককে কাজে লাগাতে উদ্যোগ নিলেন তিনি। মজলুম জননেতাকে বঙ্গবন্ধু সংগোপনে অনুরোধ করলেন জেনারেল ইয়াহিয়া ও ভুট্টোর চক্রান্তের মোকাবিলায় বাঙালির চূড়ান্ত সংগ্রাম, তথা সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হলে চীন যেন আমাদের সমর্থন শুধু নয়, সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা প্রদান করে। বঙ্গবন্ধু এই বিষয়ে চীনের প্রকৃত মনোভাবটি জানতে চেয়ে মজলুম নেতাকে চীনের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন। এর কয়েক দিন পর মওলানা ভাসানী বঙ্গবন্ধুকে জানান, যদি বাংলাদেশের মুক্তিকামী জনতা পাকিস্তানের সঙ্গে সশস্ত্র সংগ্রামের পথে যায় সেই সংগ্রামকে চীন সমর্থন বা সহযোগিতা কোনোটাই করবে না।
প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় ১৯৪৯ সালে মাও সে তুংয়ের নেতৃত্বে বিপ্লবের কয়েক বছর পর শেখ মুজিব নয়া চীন সফরে গিয়েছিলেন। শোষিত-বঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কমিউনিজম প্রতিষ্ঠার মাধ্যমে চীন যে ব্যবস্থা গড়েছিল তা দেখে দেশটির নেতৃত্বের ওপর মুজিবের একধরনের অনুরাগ সৃষ্টি হয়েছিল। এমন কারণে তিনি ধারণা করতেন পূর্ববাংলার শোষিত-বঞ্চিত মানুষের মুক্তি সংগ্রামে চীন সমর্থন করবে না।
প্রসঙ্গক্রমে শাহজাহান সিরাজ আরও বলেছিলেন, চীনের সেই সমর্থন না দেয়ার তথ্যটি জানার পরও বঙ্গবন্ধু হতোদ্যম হননি। বরং ভাসানীকে আরও বিশেষভাবে পুনঃঅনুরোধ করলেন পিকিংয়ের হাই কমান্ডের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তানের শাসকগোষ্ঠী কর্তৃক নির্যাতিত বাঙালির শৃঙ্খল ভাঙার বিষয়টি আরও প্রাঞ্জলভাবে বুঝিয়ে বলার জন্য।
মওলানার দ্বিতীয় প্রচেষ্টার ফলাফল জানার জন্য বঙ্গবন্ধু অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। কিন্তু এ বিষয়ে কোনো জবাব আসছিল না। অতঃপর কিছু বিলম্বে ভাসানী জানালেন বাংলাদেশের মুক্তিসংগ্রামে চীন আমাদের সাহায্য-সহযোগিতা দূরে থাক সমর্থন পর্যন্ত করবে না। তৎকালীন আমেরিকা-চীন ভূরাজনীতির আঞ্চলিক মেরুকরণের কারণেই যে মওলানা সেদিন ব্যর্থ হয়েছেন সেটা বোঝা গিয়েছিল স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর।
তা হলেও তিনি বাংলার জনগণের পক্ষ ছেড়ে চলে যাননি ভিন্ন ধারায়। ১০ মার্চ ১৯৭১ সালের দৈনিক পাকিস্তান পত্রিকার একটি সংবাদের শিরোনাম ছিল, ‘মুজিব-ভাসানী এক হবে’ যাতে বলা হয় গতকাল মঙ্গলবার ৯ মার্চ পল্টনে এক জনসমুদ্রে দাঁড়িয়ে দ্যর্থহীন কণ্ঠে বিপুল হর্ষধ্বনির মধ্যে ভাসানী ঘোষণা করেন আগামী ২৫ মার্চের মধ্যে দাবি মেনে না নিলে তিনি শেখ মুজিবুর রহমানের সঙ্গে এক হয়ে বাঙালির স্বাধীনতার জন্য সর্বাত্মক সংগ্রাম শুরু করবেন। সভায় মওলানা আরও বলেন, ‘খামাখা কেহ মজিবরকে অবিশ্বাস করিবেন না। মজিবরকে আমি ভালো করিয়াই চিনি।’
মুজিবের অনুরোধের পরিপ্রেক্ষিতে মওলানা ভাসানী যখন আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করতে কমিউনিস্ট চীনকে অনুরোধ করেছিলেন তখন তারা অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু তারপরও চীনের মতামতের তোয়াক্কা না করে ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পরপরই চলে গিয়েছিলেন ভারতে। শুধু তাই নয়, সেখানে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে বাঙালির সশস্ত্র সংগ্রামে যুক্ত হয়ে মওলানা সে সময় তাজউদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত প্রবাসী মুজিবনগর সরকারের উপদেষ্টামণ্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শাহজাহান সিরাজের আলোচিত এই অব দ্য রেকর্ড বক্তব্য সম্পর্কে পরবর্তীতে আরও সত্যতা মেলে কয়েক বছর আগে আগরতলায় আসাম-ত্রিপুরা অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রধান কর্তৃক সাংবাদিক সম্মেলনে দেয়া এক বক্তব্যের মাধ্যমে। যেখানে তিনি বলেছিলেন, ‘একাত্তরের সশস্ত্র যুদ্ধে সমর্থনের জন্য ভারত নয়, চীনই ছিল শেখ মুজিবের প্রথম পছন্দ।’
এ বিষয়ে আরও উল্লেখ করতে ইচ্ছে হচ্ছে সেই চার খলিফার অন্যতম বর্তমানে আওয়ামী লীগের কট্টর বিরোধিতাকারী নেতা আ স ম আব্দুর রবের জনসমক্ষে প্রকাশিত কিছু কথার ভিডিওটি সম্পর্কে। খুব বেশি দিন আগের কথা নয়, সাম্প্রতিক ইউটিউবে শুনেছেন অনেকেই- যেটি আমিও শুনেছি। সেখানে রব সোচ্চার কণ্ঠে দেশের স্বাধীনতার অকথিত ইতিহাস বলতে গিয়ে জানিয়েছেন, একাত্তরের উত্তাল মার্চের দিনগুলোতে আমি একদিন মওলানা ভাসানীর সঙ্গে দেখা করে দেশের স্বধীনতা সংগ্রামে তাকে নেতৃত্ব দেয়ার জন্য অনুরোধ করলাম। কিন্তু এই অনুরোধের প্রেক্ষিতে তিনি দিলেন অভাবনীয় এক উত্তর, আমাকে দিয়ে স্বাধীনতা হবে না, কারণ আমার চার পাশে যারা রয়েছে তারা কমিউনিস্ট আর কমিউনিস্টরা স্বাধীনতা চায় না। যদি স্বাধীনতা চাও তবে মুজিবরের কাছে যাও।’
এ ক্ষেত্রে প্রশ্ন হতে পারে, দেশ স্বাধীনের দীর্ঘদিন পরে পত্রিকায় প্রকাশ না করার শর্তে সিরাজ কেন এমন বিষয়টি নিয়ে আমার কাছে কথা বলেছিলেন? ধারণা করা যেতে পারে, দেশের বাইরে এসে সম্ভবত বিবেকের তাড়নায় সেদিন এমন মন খুলে সত্য বলতে চেয়েছিলেন শাহজাহান সিরাজ। কিন্তু মজার কথা হচ্ছে, তিনি একই সঙ্গে সতর্কতার সঙ্গে এই বক্তব্যকে পত্রিকায় প্রকাশ না করার জন্য অনুরোধও জানিয়েছিলেন। কারণ সে সময় তিনি ছিলেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। তাই বঙ্গবন্ধু সম্পর্কে কোনো নিন্দাসূচক কথা তো নয়ই, বরং এমন সত্যি বলার জন্য দলের শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়ার শঙ্কা ছিল মনে। বিষয়টি ধামাচাপা দিতে সব শেষে বলেছিলেন, তিনি নাকি তৎকালীন মেজর জিয়াউর রহমানের কথিত স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ দিয়ে। অথচ আমরা বহু মানুষই একদিন তার মুখ দিয়েই একসময় বিপরীত কথা শুনেছি। যেখানে তিনি নিজে এবং তার সহযাত্রীরা ২৫ মার্চ সন্ধ্যায় মহানায়ক বঙ্গবন্ধুর নির্দেশে কীভাবে ছুটে যাচ্ছেন তারই দেয়া কলকাতার একটি নির্দিষ্ট ঠিকানার পথে। এই কথা লেখা আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও।
লেখক: আমেরিকা প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক