ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিশৃঙ্খলা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে একের পর এক পদত্যাগে সাংগঠনিকভাবে বিপর্যস্ত দলটি এখন দিশাহারা। গত দুই সপ্তাহে এনসিপির অন্তত ১৫ জন জ্যেষ্ঠ নেতা দল ছেড়েছেন। তাদের মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি, ইশতেহার কমিটি এবং নীতি ও গবেষণা শাখার গুরুত্বপূর্ণ সদস্যরাও আছেন।
প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি এরই মধ্যে ভুগছে নেতৃত্বের সংকট ও কাঠামোগত দুর্বলতায়। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যও পারেনি ঘর ঘোছাতে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামোও পুরোপুরি গড়ে ওঠেনি। তাছাড়া নির্বাচন কৌশল ঠিক করা, ইশতেহার প্রণয়নসহ গুরুত্বপূর্ণ কাজগুলোও শেষ করতে পারেনি। শুধু এছাড়া মনোনয়নপত্র জমা দিতে পেরেছে।
এ ছাড়া কয়েকজন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এতে দলের সাংগঠনিক শক্তি আরও দুর্বল হয়ে গেছে।
তৃণমূল নেতারা বলছেন, এমন এক সময়ে এই পদত্যাগগুলো বড় ধাক্কা হয়ে এসেছে, যখন অফিস, মিডিয়া, প্রচার ও আইসিটি সেলের প্রধান ও মূল সদস্যদের অনেকেই নিষ্ক্রিয় বা দলত্যাগ করেছেন।
তাদের মতে, এখন নিয়মিত দলীয় কাজ চালানোই কঠিন হয়ে পড়েছে। খুব সীমিত পরিসরে কিছু কার্যক্রম চলছে মাত্র।
এক জ্যেষ্ঠ এনসিপি নেতা স্বীকার করেন, দলটি এখনো নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়।
তিনি বলেন, হাতে ৪০ দিনেরও কম সময় থাকায় এখন আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুযোগ নেই। তাই পূর্ণাঙ্গ প্রস্তুতির বদলে স্বল্পমেয়াদি কৌশলেই জোর দিতে হচ্ছে।
এ বিষয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নেতৃত্ব সংকটের বিষয়টি স্বীকার করে জানান, এই শূন্যতা পূরণে নতুন করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি ইশতেহারের কাজও চলছে। আসন ভাগাভাগির প্রক্রিয়া শেষ হলেই ইশতেহার প্রকাশ করা হবে।
আরিফুল আরও বলেন, এই কমিটির নেতৃত্ব দেবেন সাবেক উপদেষ্টা ও সদ্য নিযুক্ত দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আরিফুলের সঙ্গে কথা বলার কয়েক মিনিটের মধ্যেই এনসিপি এক বিবৃতিতে জানায়, আসিফ মাহমুদের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে।
নির্বাচন তদারকির পাশাপাশি তিনি এখন মিডিয়া, প্রচার ও প্রকাশনা, ব্র্যান্ডিং, অফিস ব্যবস্থাপনা, জনসংযোগ, সদস্য সংগ্রহ এবং গবেষণা ও নীতি শাখাসহ একাধিক সেল তদারকি করবেন।
এ ছাড়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ ইউনিটের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও তার ওপর দেওয়া হয়েছে।
দলীয় বিশৃঙ্খলা স্পষ্ট: জোট নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সময় থেকেই দলের ভেতরের অস্থিরতা প্রকাশ্যে আসে।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেন। পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান এবং ইশতেহার প্রণয়নের দায়িত্বে থাকা খালেদ সাইফুল্লাহও দল ছাড়েন।
দলীয় একাধিক সূত্র জানায়, তার পদত্যাগের পর ইশতেহার কমিটির কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। কারণ নীতিগত কাঠামো তৈরি ও খসড়া লেখায় তার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বর্তমানে কমিটির বাকি সদস্য মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নিজ নিজ নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় ইশতেহার প্রণয়নের কাজ প্রায় স্থবির।
সূত্রগুলো আরও জানায়, খালেদ সাইফুল্লাহ ইশতেহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে চলে যাওয়ায় নতুন করে কাজ শুরু করাও কঠিন হয়ে পড়েছে।
মন্তব্য জানতে চাইলে খালেদ সাইফুল্লাহ কথা বলতে রাজি হননি।
পদত্যাগের কারণে দলের একাধিক কার্যকরী ইউনিটও প্রায় ফাঁকা হয়ে গেছে। মিডিয়া সেলের প্রধান মুশফিক উস সালেহীন, আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভূঁইয়া, অফিস সেলের প্রধান সালেহ উদ্দিন সিফাত এবং কৃষক উইংয়ের মুখ্য সমন্বয়ক আজাদ খান ভাসানী—সবাই দল ছেড়েছেন।
জোট সিদ্ধান্তের প্রভাব পড়েছে নারী নেতৃত্বের ওপরও। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দলীয় কর্মকাণ্ড থেকেও অনেকটাই দূরে রয়েছেন।
আরেক জ্যেষ্ঠ নেতা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও নির্বাচন ও সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ ছাড়া, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দক্ষিণাঞ্চল সংগঠক মনজিলা ঝুমা, উত্তরাঞ্চল সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী এবং আরও অন্তত পাঁচজন নেতা পদত্যাগ করেছেন বা নিষ্ক্রিয় হয়েছেন।
২৯ ডিসেম্বর ১১ দলীয় জোট ঘোষণার দুদিন পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর জায়গায় আসিফ মাহমুদকে দলের মুখপাত্র ও নির্বাচন ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেন।
এক জ্যেষ্ঠ নেতা বলেন, নষ্ট হয়ে যাওয়া সময়ের মূল্য দলকে এখন চড়া দামে দিতে হচ্ছে।
তিনি বলেন, দুই মাস আগেই যদি অভ্যন্তরীণ মতভেদ মিটিয়ে জোটের সিদ্ধান্ত নেওয়া যেত, তাহলে এনসিপি ২০ থেকে ২৫টি আসনে শক্ত অবস্থানে যেতে পারত।
অস্থির নির্বাচনী পরিস্থিতিতে এই দুই মাস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।