অভিযোগ গুরুতর। আট বছর ধরে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। কোচ ও খেলোয়াড়ের বেতন লুকানো এবং আয় ব্যয়ের সঠিক হিসেবে না দেয়ার ১০০টির বেশি অভিযোগ উঠেছে ক্লাবটির বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে পয়েন্ট কাটা থেকে শুরু করে প্রিমিয়ার লিগ থেকে নিষিদ্ধের শাস্তিও জুটতে পারে।
এমন কড়া অভিযোগের পর ম্যানচেস্টার সিটির প্রতিক্রিয়া জানতে চেয়ে ব্যর্থ হয়েছিল ইংল্যান্ডের শীর্ষ স্থানীয় দৈনিকগুলো। অবশ্য খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। ক্লাব ওয়েবসাইটে বড় এক বিবৃতিতে নিজেদের প্রতিক্রিয়া ক্লাবটি। এক কথায় বলতে গেলে, প্রিমিয়ার লিগের তোলা অভিযোগে ক্লাবটি বিস্মিত।
বিবৃতিতে আবুধাবি ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন ক্লাবটি জানিয়েছেন, ‘প্রিমিয়ার লিগের আইন ভাঙার এসব অভিযোগে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব বিস্মিত। বিশেষ করে এত বিপুল পরিমান এবং বিস্তারিত তথ্য ইপিএল পেয়েছে, তা দেখে।’
‘এ ব্যাপারে নিরপেক্ষ কমিশনের তদন্ত এবং ক্লাবের অবস্থানের সমর্থনে বিদ্যমান অকাট্য প্রমাণ তাদের নিরপেক্ষ বিশ্লেষণ সাদরে গ্রহণ করবে ক্লাব।’
‘এই ব্যাপার নিয়ে চিরতরে তর্কের অবসান হওয়ার অপেক্ষায় আমরা।’
৫-১১ এপ্রিল মেয়েদের অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলতে বাংলাদেশের মেয়েদের যাওয়ার কথা ছিল মায়ানমার। কিন্তু অর্থের অভাবে বাছাইপর্ব খেলতে মায়ানমার যাওয়া হচ্ছে না সাবিনা-তহুরাদের। গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
বাফুফের বিজ্ঞপ্তিতে অবশ্য কোনো রাখঢাক করা হয়নি। বলা হয়েছে, ‘মায়ানমার যাতায়াতের বিমান ভাড়া, ইন্স্যুরেন্স ফি, সেখানে থাকা-খাওয়া ও ট্রান্সপোর্টশনসহ অন্যান্য প্রয়োজনীয় খরচের সংকুলান না হওয়ায় উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।’
মায়ানমার সফরের সম্ভাব্য খরচ কোটি টাকা ধরা হয়েছিল বলে এই প্রতিবেদককে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দেশের ফুটবলে আশার আলো যখন মেয়েরাই, তখন টাকার জন্য সফর বাতিল হওয়াটা হতাশাজনকই।
গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাবিনারা। এই সফর বাতিল হওয়ায় মাঠে নামার অপেক্ষাটা তাদের আরও বাড়ল।
কুরাকাওয়ের মতো দলের বিপক্ষে হ্যাটট্রিক নিয়ে খুব বেশি উচ্ছ্বাস লিওনেল মেসির থাকার কথা নয়। তবে এই হ্যাটট্রিকের মাহাত্ম্য – এর প্রথম গোলটিতেই আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল হয়ে গেছে মেসির।
পেলেকে পেরোনোর পর থেকেই তো মেসি দক্ষিণ আমেরিকার সব দল মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা, সে হিসেবে লাতিন ফুটবলে জাতীয় দলে ১০০ গোল করা প্রথম খেলোয়াড় যে তিনিই হবেন, তা আর আশ্চর্য কী! তবে ফুটবল ইতিহাসে ১০০ আন্তর্জাতিক গোলের ক্লাবে তৃতীয় খেলোয়াড় মেসি।
সেখানে অন্য দুজন – ইরানের আলী দাইয়ী (১০৯ গোল) ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো (১২২ গোল)।
চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে গোলে পিছিয়ে থাকলেও গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোকে ঠিকই ছাড়িয়ে গেছেন মেসি। ১০২ গোলের পাশে ৫৪ অ্যাসিস্ট মিলিয়ে আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল অবদান ১৫৬টি – আন্তজার্তিক ফুটবলে যা রেকর্ড। রোনালদোর পর্তুগালের জার্সিতে গোলে অবদান ১৫৫টি।
তা মেসি আর রোনালদোর দেড় যুগ ছাপানো এই দ্বৈরথ তো চলবেই, তারা খেলা ছেড়ে অবসরে গেলেও সম্ভবত শেষ হবে না। এখানে পছন্দটা ভক্তমাত্রই ব্যক্তিগত, রেকর্ড-শিরোপা-পরিসংখ্যান সে পছন্দকে জোর গলায় প্রতিষ্ঠিত করতে কাজে আসে আর কী!
আর্জেন্টিনার জার্সিতে মেসি আর পর্তুগালের জার্সিতে রোনালদোর রেকর্ডগুলোতে চোখ বুলিয়ে হিসেব করে নিন, এখানে কোন কোন জায়গায় গলাবাজির সুযোগ থাকছে আপনার পছন্দের তারকাকে নিয়ে।
সংখ্যাগুলো কথা বলে...
ম্যাচঃ
মেসি: ১৭৪
রোনালদো: ১৯৮
গোল
মেসি: ১০২
রোনালদো: ১২২
অ্যাসিস্ট
মেসি: ৫৪
রোনালদো: ৩৩
মিনিট
মেসি: ১৪,৪৫৫
রোনালদো: ১৫,৬৪৯
দর কত...
ম্যাচপ্রতি গোল
মেসি: ০.৫৯
রোনালদো: ০.৬২
কত মিনিটে এক গোল
মেসি: ১৪১.৭
রোনালদো: ১২৮.৩
কত মিনিটে গোল বা অ্যাসিস্ট
মেসি: ৯২.৭
রোনালদো: ১০১.০
হ্যাটট্রিক
মেসি: ৯
রোনালদো: ১০
গোলগুলো সব কীভাবে এল
পেনাল্টি
মেসি: ২৪
রোনালদো: ১৮
পেনাল্টিতে সাফল্যের হার
মেসি: ৮২.৮% (২৪/২৯)
রোনালদো: ৭২.০ (১৮/২৫)
ফ্রি-কিকে গোল
মেসি: ১০
রোনালদো: ১১
বক্সের বাইরে থেকে
মেসি: ১৩
রোনালদো: ১১
বক্সের ভেতর থেকে
মেসি: ৫৫
রোনালদো: ৮২
বাঁ পায়ে
মেসি: ৯০
রোনালদো: ২৮
ডান পায়ে
মেসি: ১০
রোনালদো: ৬৬
হেডে
মেসি: ২
রোনালদো: ২৮
বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে বৃষ্টি নামার আগে রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটের ঝড় আর বৃষ্টির পর তাসকিন আহমেদের বলের আগুনে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামেই আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামছে সাকিব আল হাসানের দল, জিতলেই তিন টি-টোয়েন্টির সিরিজে জয় নিশ্চিত।
দুপুর ২টায় হতে যাওয়া ম্যাচটা কোথায় দেখবেন, টিভিতে বা ইউটিউবে কোন কোন চ্যানেল দেখাবে? বাংলাদেশের খেলার বাইরে আর কী আছে ছোট পর্দায় দেখার মতো?
কী কখন কোথায়...
বাংলাদেশ-আয়ারল্যান্ড । দ্বিতীয় টি-টোয়েন্টি । বেলা ২টা । গাজী টিভি, টি স্পোর্টস, র্যাবিটহোল
মেয়েদের চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা - রোমা । রাত ১০টা ৪৫ মি.। ইউটিউব/DAZN (https://www.youtube.com/watch?v=3ecxJB63PAA)
আর্সেনাল - বায়ার্ন মিউনিখ । রাত ১টা। ইউটিউব/DAZN (https://www.youtube.com/watch?v=O31p8mH_ItM)
মেসি করেছেন হ্যাটট্রিক, তার প্রথম গোলে আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি হয়ে গেল তার। র্যাঙ্কিংয়ে ৮৬তম কুরাকাওয়ের বিপক্ষে নিজেদের মাঠে আর্জেন্টিনা জিতেছে ৭-০ গোলে। সান্তিয়াগো দেল এস্তেরোতে আজ রাতটা দারুণ কেটেছে আর্জেন্টিনার। তা মাইলফলক ছাড়িয়ে যাওয়ার পথে মেসির গোল তিনটি কেমন হলো? দেখে নিন নিচের ভিডিওগুলোতে।
২১ মিনিটে মেসির প্রথম গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
GOAAAAAAAAAL MESSI !!! 🔥🔥🔥🔥 pic.twitter.com/roWLR8u0MD
— Messi Media (@LeoMessiMedia) March 28, 2023
৩৩ মিনিটে দ্বিতীয় গোল
Messi with another GOAAAAAL !! ❤️🔥🔥🔥 pic.twitter.com/CqhHJ3AX27
— Messi Media (@LeoMessiMedia) March 29, 2023
৩৭ মিনিটে হ্যাটট্রিক
GOAAAAAAAAL HATRICK !!! 🔥🔥🔥🔥 pic.twitter.com/VZ9oFzb7LJ
— Messi Media (@LeoMessiMedia) March 29, 2023
প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে ৮৬তম কুরাকাও, নিজেদের মাঠ সান্তিয়াগো দেল এস্তেরোতে আর্জেন্টিনা যে তাদের নিয়ে ছেলেখেলা করবে, তা অনুমিতই ছিল। মেসির ১০০ গোল নিয়েও সংশয় সম্ভবত ছিল না – মাত্র ১ গোলই তো দরকার ছিল।
মেসি গোল করলেন তিনটি, আর্জেন্টিনা কুরাকাওকে উড়িয়ে দিল ৭-০ গোলের বিশাল ব্যবধানে। মেসির আর্জেন্টিনা ক্যারিয়ারে দলের হয়ে যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি। এর আগে বলিভিয়া (২০১৫) ও হংকংয়ের (২০১৪) বিপক্ষেও আর্জেন্টিনাকে ৭-০ ব্যবধানে জিতিয়েছেন মেসি।
আজ প্রথম ২০ মিনিট তবু আর্জেন্টিনাকে আটকে রেখেছিল কুরাকাও। কিন্তু ২১তম মিনিটে মেসির গোলে সেই যে বাধ ভাঙল, ১৭ মিনিটের মধ্যে হলো আরও ৫ গোল। মেসির হ্যাটট্রিক হয়ে গেল ততক্ষণেই, তার ফাঁকে দুই গোল করলেন নিকোলাস গনসালেস ও এনসো ফের্নান্দেস। দ্বিতীয়ার্ধেও প্রথম ৩০ মিনিট গোলহীন, শেষ ১৫ মিনিটে আর্জেন্টিনার দুই গোল আনহেল দি মারিয়া ও গনসালো মন্তিয়েলের।
তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা, কিন্তু মেসির দারুণ পাসে একেবারে ফাঁকা পোস্টেও শট নিতে ব্যর্থ লওতারো মার্তিনেস। পানামার পর কুরাকাওয়ের বিপক্ষে এই ম্যাচ দুটি তো আসলে ম্যাচ ছাপিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপের উদ্যাপন, সেখানে কাতার বিশ্বকাপের অনেক স্মৃতি মনে করিয়ে দেয়ারই যেন ইচ্ছে হলো মার্তিনেসের!
এরপর মেসির ডান পায়ের একটা শট ফিরিয়ে দেন কুরাকাও গোলকিপার। কিন্তু ওই পর্যন্তই। ২১ মিনিটে মাঝমাঠ থেকে জিওভানি লো সেলসোর পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ গোল মেসির। যেন বাঁধ ভাঙল তাতে!
দুই মিনিট পর বক্সে জটলার মধ্যে হেডে গোল নিকোলাস গনসালেসের। তারপর আবার মেসি-শো। ৩৩ মিনিটে গনসালেসের পাস ধরে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শটে গোল মেসির। দুই মিনিট পর মেসির আলতো বাড়িয়ে দেয়া পাস থেকেই বক্সের বাইরে থেকে দারুণ শটে আর্জেন্টিনার চতুর্থ গোলটি করেন এনসো ফের্নান্দেস।
কিন্তু মেসির হ্যাটট্রিকের তো তখনো বাকি! ৩৭ মিনিটে তা-ও হয়ে গেল! নিজেদের অর্ধ থেকে লো সেলসোর দারুণ লব, দৌড়ে গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ছিটকে বেরিয়ে গেলেন মেসি। এরপর কাজটা তো সহজই – বুদ্ধিদীপ্ত শটে গোলকিপারকে বোকা বানানো।
বিশ্বকাপ নিয়ে উদ্যাপন হলো, মেসির ১০০ গোল হলো, সে পথে হ্যাটট্রিকও হলো, দলের হয়ে গেল ৫ গোল – এই ম্যাচ থেকে যা পাওয়ার ছিল, তা প্রথমার্ধেই তো পেয়ে গেছে আর্জেন্টিনা! দ্বিতীয়ার্ধে একটু ঢিমেতালেই চলল প্রথম ৩০ মিনিট। কিন্তু শেষদিকে আবার গোলের পথ খুঁজে পেল আর্জেন্টিনা।
৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল দি মারিয়ার, শেষদিকে দিবালার পাস থেকে বক্সের মধ্য থেকে শটে বল জালে জড়ালেন মন্তিয়েল।
মেসির হ্যাটট্রিক, ১০০তম গোল উদ্যাপনে মেসিকে ‘১০০’ খচিত আর্জেন্টিনার জার্সি ও স্মারক উপহার আর সবশেষে বিশ্বকাপ নিয়ে উদ্যাপনে সঙ্গী পুরো স্টেডিয়াম... স্বপ্নের মতো কয়েকটা দিনের শেষটাও সুন্দর হলো আর্জেন্টিনার।
ওই মুহূর্তে সাদউদ্দিন ওখানে কী করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ৬০ মিনিটে প্রতিআক্রমণে উঠেছিল সিশেলস। বক্সের ওপর বল বাতাসে, তা দেখে ড্যারিল লুইস হেড করতে গিয়েছিলেন। আশপাশে শুধু ডিফেন্ডার বলতে তারিক কাজী, আর ফরোয়ার্ড সাদ। বিপজ্জনকভাবে বল ক্লিয়ার করতে গেলেন সাদ। তার বুট গিয়ে লাগল লুইসের মাথায়। পেনাল্টি!
৬২ মিনিটে পেনাল্টি থেকে জিকোকে বোকা বানিয়ে মাইকেল ম্যানচিয়েনে গোল করলেন। ম্যাচের বাকি সময়ে সে গোল আর ফেরত দিতে পারেনি বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে থাকা সিশেলসের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন বছর পর হারলেন জামাল ভূঁইয়ারা।
মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপার সুক্ষ্ম সম্ভাবনা টিকিয়ে রাখতে নেপালকে হারাতেই হতো বাংলাদেশের। গোল ব্যবধানের জটিল হিসাব-নিকাশের কারণে হয়ত বড় জয়ের প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশকে ১-১ গোলে আটকে সেসব হিসাব-নিকাশের অবকাশই দেয়নি নেপাল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম বাঁশি থেকে বাংলাদেশের উপর চড়াও হয়ে খেলে নেপাল। যার ফল পেতে দেরি হয়নি তাদের। ম্যাচের অষ্টম মিনিটে নিজেদের অর্ধে বল পেয়ে বাংলাদেশের রক্ষণভাগকে ঘোল খাইয়ে একক নৈপুণ্যে ডান প্রান্ত দিয়ে বক্সে প্রবেশ করেন নেপালের সেনু পারিয়ার। এরপর সুযোগ বুঝে বাংলাদেশ গোলকিপার সঙ্গীতা রানি দাসের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন এই নেপালি ফরোয়ার্ড।
ম্যাচের শুরুর দিকে হজম করা সে গোল শোধ দিতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। নেপালের গোলমুখে দুর্ভেদ্য দেয়ালে পরিণত হওয়া দলটির অধিনায়ক এবং গোলকিপার সুজাতা তামাংকে সে যাত্রায় পরাস্ত করেন এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা সাগরিকা। বক্সের ডান প্রান্ত থেকে তৃষ্ণার ক্রস পেয়ে প্রথম প্রচেষ্টায় ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পূর্ণ তিন পয়েন্ট নিজেদের করে নেয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালের গোলকিপার সুজাতা বক্সের ভেতর ফ্রি-কিক থেকে উড়ে আসা বল ঠিকঠাক ফিস্ট করতে না পারায় তা গিয়ে পড়ে গোলের বাঁ দিকে থাকা কানম আক্তারের মাথায়। দ্রুত প্রতিক্রিয়ায় হেডও করেছিলেন তিনি, তবে অল্পের জন্য ক্রসবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয় সে প্রচেষ্টা।
টুর্নামেন্টে নিজেদের চার ম্যাচের সবকটি খেলা বাংলাদেশের পয়েন্ট এখন ৭। এই মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। আজ সন্ধ্যার ম্যাচে রাশিয়ার সঙ্গে ভারত ড্র করলে বা হেরে গেলে দ্বিতীয় সেরা হিসেবেই টুর্নামেন্ট শেষ করবে বাংলাদেশ। তবে ভারত বড় অঘটনের জন্ম দিয়ে রাশিয়াকে হারিয়ে দিলে সেক্ষেত্রে তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করবে স্বাগতিকরা।
সিশেলসের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুরুর একাদশে নেই বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি না থাকায় অধিনায়কের আর্মব্যান্ড পরবেন তপু বর্মণ। প্রথম ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন জামাল।
নিয়মিত অধিনায়কের জায়গায় একাদশে ঢুকেছেন মিডফিল্ডার রবিউল হাসান। লম্বা একটা সময় পর জাতীয় দলে ফিরেই প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন আমিনুর রহমান সজীব। তার পরিবর্তে আজকের ম্যাচে একাদশভুক্ত হয়েছেন সুমন রেজা।
সিশেলসের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলে জিতে দুই ম্যাচের ফুটবল সিরিজে এগিয়ে বাংলাদেশ।
বাংলাদেশের খেলা দেখুন এখানে...
তিন মাসেরও বেশি হয়ে গেল বিশ্বকাপ জিতেছেন। এর মধ্যে ক্লাব পিএসজির হয়ে আরেকবার চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতায় পুড়েছেন। বিশ্বকাপ জয়ের পরপরই সেটির উদ্যাপন তো হয়ে গেছে, বুয়েনস এইরেসের রাস্তায় নেমেছিল লাখো আর্জেন্টাইনের ঢল।
তবে গতকাল দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের প্রধান কার্যালয়ে যে সম্মানে-উদ্যাপনে ভেসেছেন মেসি, সেটি অনন্য। কোপা আমেরিকা, লা ফিনালিসিমা ও বিশ্বকাপ – মহাদেশীয়, আন্তঃমহাদেশীয় ও বিশ্বশিরোপা জেতায় পুরো আর্জেন্টিনা দলকে সংবর্ধনা দিয়েছে কনমেবল। কোপা আমেরিকার স্মারক ট্রফি তো দেয়া হয়েছেই, ফিনালিসিমা ও বিশ্বকাপের স্মারক ট্রফিও কাল তুলে দেয়া হয় মেসিদের হাতে।
আর মেসি পেয়েছেন বিশেষ সম্মাননা। তার উচ্চতার সমান ভাস্কর্য উন্মোচিত হয়েছে, আর্জেন্টিনা দল ও তাকে নিয়ে গান গেয়েছেন আর্জেন্টাইন গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তি। এমন সম্মানে ভেসে গিয়ে মেসির অনুভূতি, বিশ্বকাপ জিতে তিনি পূর্ণ। তবে বিশ্বকাপ জেতার আনন্দটা কতটা, সেটা সম্ভবত এখনো বুঝতে পারছে না সবাই।
সম্মাননা অনুষ্ঠানে মেসি বলেছেন, ‘আলেহান্দ্রোকে (কনমেবল সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেস) অনেক ধন্যবাদ এই দুটি ট্রফির জন্য, (বিশ্বকাপ ট্রফিতে হাত বুলিয়ে) বিশেষ করে এটির জন্য। এই কাপটা আমি কনমেবলের জাদুঘরে রাখতে চাই।’
এরপর আর্জেন্টাইন গায়িকা সোলেদাদকে ধন্যবাদ জানানোর বিশেষ কারণও বললেন মেসি, ‘সোল আমাকে যে উপহার দিয়েছে, সেটি হৃদয় ছুঁয়ে গেছে। ড্রেসিংরুমে আমাদের সবার জন্য গানটা খুব তাৎপর্যপূর্ণ। বিশেষ এই গানটা আমরা সব সময় শুনি। সোল যে আজ এখানে এসে গানটা গাইল, সেটা আমাদের মনে করিয়ে দিয়েছে – যেটা সোল নিজেও বলল – যে দিয়েগোর (মারাদোনা) জন্যও সে এই গানটা গেয়েছিল। সেই একই গান এখন আমার জন্যও সে গেয়েছে, আমাদের সবার জন্য গেয়েছে, এটা আমাদের সবার জন্যই বিশেষ পাওয়া। তোমাকে অনেক ধন্যবাদ।’
বিশ্বকাপ জয়ের মুহূর্ত নিয়েও এখনো আবেগ যে একই আছে, সেটি মেসির কণ্ঠে সব সময়ই ফুটে ওঠে। গত কদিনে আর্জেন্টিনায় এবং গতকাল কনমেবলে যে আবেগঘন সম্মাননা পেলেন, সেটি যে তাকে কতটা ছুঁয়ে গেছে, তা-ও ফুটে উঠেছে মেসির কথায়, ‘এর আগে যেটা বলেছি, আমরা অনেক বিশেষ একটা সময় কাটাচ্ছি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনায় যে এভাবে খেলতে পারলাম, এমন ভালোবাসায় সিক্ত হলাম, সে জন্য আমরা নিজেদের সৌভাগ্যবান ভাবি। দক্ষিণ আমেরিকার একটা দলের বিশ্বকাপ জেতাটা জরুরি হয়ে পড়েছিল।’
শেষে এসে মেসির কথা, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে যে ভালোবাসায় ভেসে যাচ্ছি আমরা, সেটির পরও বলি, আমরা হয়তো এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছি না আমরা কী পেয়েছি। আমরা সব সময় এর পর কী হবে তা নিয়ে চিন্তা করছি, কী করেছি সেটা নিয়ে ভাবার সময়ই যেন নেই। জীবনই হয়তো এমন। এখানে অনেক বিশ্বচ্যাম্পিয়নই আমাদের বলেছেন যে এমনটা তাদের সঙ্গেও হয়েছে। (বিশ্বকাপে আরেকবার হাত বুলিয়ে) এই ট্রফিটা নিয়ে আমি সম্পূর্ণ। এটাই বাকি ছিল।’
একের পর এক বিশেষ সম্মানে ভেসেই চলেছেন লিওনেল মেসি। দুদিন আগে আর্জেন্টাইন ফেডারেশন তাদের অনুশীলন গ্রাউন্ডে খেলোয়াড়দের বাসভবনের নাম দিয়েছে মেসির নামে। কাল মেসি আরও অনন্য এক সম্মান পেলেন দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কাছ থেকে।
মেসির সমান উচ্চতার এক ভাস্কর্য গড়েছে কনমেবল, ‘বিশ্বের সেরা’ মেসিকে সম্মান জানাতেই এই উদ্যোগ। গতকাল সেটির উন্মোচনের ক্ষণে পুরো আর্জেন্টিনা দল এবং আর্জেন্টাইন ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ছিলেন অনুষ্ঠানে। ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন মেসি নিজে। এই ভাস্কর্যের জায়গা হচ্ছে কনমেবলের জাদুঘরে দুই কিংবদন্তি পেলে ও মারাদোনার ভাস্কর্যের পাশে!
অনুষ্ঠানে পুরো আর্জেন্টিনা দলকেই বিশেষ সম্মান জানিয়েছে কনমেবল। বিশ্বকাপের সময় ভাইরাল হয়ে পড়া ১২ বছর বয়সী আর্জেন্টিনা ভক্ত হোসে আনদ্রাদার কথায় চোখ ভিজেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, মিডফিল্ডার এনসো ফের্নান্দেসসহ অনেকের। মারাদোনাকে নিয়ে এক সময়ে বিশেষ গান গাওয়া আর্জেন্টাইন গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তি বিশেষ গান গেয়েছেন মেসিকে নিয়ে, আর্জেন্টিনা দলকে নিয়ে।
বিশ্বকাপ জেতার পর এই প্রথম আর্জেন্টিনার তিন তারকা খচিত জার্সিটা পরে খেলতে গেছেন মেসি-দি মারিয়া-মার্তিনেসরা। কিন্তু এ যে শুধুই খেলার উদ্দেশ্যে আর্জেন্টিনায় যাওয়া নয়, তা আগে থেকেই অনুমিত ছিল। পানামা আর কুরাকাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো আসলে ম্যাচ ছাপিয়ে ছিল আর্জেন্টিনার বিশ্বজয়ের উদ্যাপন।
তা উদ্যাপন হচ্ছে বটে! পানামার বিপক্ষে ম্যাচে নিজেদের বিশ্বজয়ীদের সামনে পেয়ে রিভারপ্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারি ভেসেছে উচ্ছ্বাসে। এরপর আর্জেন্টিনার অনুশীলন গ্রাউন্ডের বাসভবনের নামকরণের পর গতকাল কনমেবলের এমন অনন্য সম্মাননা – স্বপ্নের মতো সময়ই কাটছে মেসিদের।
গতকাল ভাস্কর্য উন্মোচনের পর মেসিও তা-ই বললেন, ‘এটা আসলেই অনেক বিশেষ কিছু। কখনো স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। আমার স্বপ্ন তো ছিল শুধুই আশৈশব যেটা পছন্দ করতাম, সেটা করতে পারা – পেশাদার ফুটবলার হওয়া, ফুটবল খেলে যাওয়া।’
আর্জেন্টিনার জার্সিতে এই সোনালি দিনগুলো পেয়েও এর আগের ব্যর্থতায় ধূসর অতীতের কথা মেসি কখনো ভোলেননি। যে কারণে যে কোনো সাফল্যেই তার আগের সতীর্থদেরও ভাগিদার করে নেন। কাল বিশেষ এমন সম্মাননার দিনেও অতীতের কথা থাকল মেসির মুখে, ‘অনেক হতাশা সয়েছি, অনেক হার দেখেছি। কিন্তু সব সময় সামনে তাকিয়েছি। সব সময় এই একটা জয়ের খোঁজে থেকেছি। এটাই গুরুত্বপূর্ণ। নিজের স্বপ্নের পেছনে ছোটা, এটা মনে গেঁথে নেয়া যে জীবনে যেকোনো কিছুই সম্ভব। আর ফুটবলটাকে উপভোগ করে যাওয়া, যেটা আমার জন্য, আমাদের সবার জন্য সবচেয়ে সুন্দর বস্তু।’
একটি নয়, বাংলাদেশের ফুটবলে আজ দুটি ম্যাচ। কমলাপুরে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব-১৭ দল নামবে নেপালের মেয়েদের বিপক্ষে, এর কিছুক্ষণ পরই সিলেটে বাংলাদেশের ছেলেদের জাতীয় দল নামবে সিশেলসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে। এর মধ্যে মেয়েদের ম্যাচটি দেখা যাবে ইউটিউবে, ছেলেদের ম্যাচটি টি-স্পোর্টসের টিভির পাশাপাশি ইউটিউবেও।
এর বাইরে ইউরো বাছাইপর্বের ম্যাচ তো আছেই, ক্রিকেটে আছে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টি। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই দলের অমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর সিরিজটা নিয়েও যে বাড়তি আকর্ষণ থাকবে, তা আর বলতে!
সব মিলিয়ে আজ টিভিতে কিংবা ইউটিউবে কোন চ্যানেলে কোন খেলা, তা একবার চোখ বুলিয়ে নিন...
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট
আবাহনী-রূপগঞ্জ টাইগার্স
ব্রাদার্স-অগ্রণী ব্যাংক
সিটি ক্লাব-ঢাকা লেপার্ডস
সকাল ৯টা, ইউটিউব/bcbtigercricket
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
তৃতীয় টি-টোয়েন্টি
রাত ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ-১৭ মেয়েদের সাফ
বাংলাদেশ-নেপাল
বেলা ৩টা ১৫মি, ইউটিউব/Sportzworkz
রাশিয়া-ভারত
সন্ধ্যা ৭টা ১৫ মি., ইউটিউব/Sportzworkz
প্রীতি ম্যাচ
বাংলাদেশ-সিশেলস
বেলা ৩টা ৪৫মি., টি স্পোর্টস, ইউটিউব/@bff.football
ইউরো ২০২৪ বাছাই
জর্জিয়া-নরওয়ে
রাত ১০টা, সনি স্পোর্টস টেন ২
স্কটল্যান্ড-স্পেন
রাত ১২টা ৪৫ মি., সনি স্পোর্টস টেন ২
তুরস্ক-ক্রোয়েশিয়া
রাত ১২টা ৪৫ মি., সনি স্পোর্টস টেন ১
সুইজারল্যান্ড-ইসরায়েল
রাত ১২টা ৪৫ মি., সনি স্পোর্টস টেন ৫
প্রীতি ম্যাচ
জার্মানি-বেলজিয়াম
রাত ১২টা ৪৫ মি., সনি স্পোর্টস টেন ৩
কাল আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে ইংল্যান্ডের। ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে ইউরো বাছাইয়ের প্রথম পর্ব শতভাগ সাফল্য নিয়ে শেষ করল গতবারের রানার্সআপ দল। টানা দুই ম্যাচে গোল করা হ্যারি কেইন রাত ফুরোনোর আগেই জানলেন ক্লাবে কোচ বদলে যাওয়ার খবর!
অবশ্য আন্তোনিও কন্তে যে ছাঁটাই হচ্ছেন, সেটা আন্তর্জাতিক বিরতির আগেই জানা ছিল। এবারও টটেনহাম কোনো শিরোপা জিতছে না, সেটা কদিন আগেই নিশ্চিত হয়েছে এফএ কাপ থেকে বাদ পড়ায়।
লিগের ২০তম দলের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থাকার পরও ড্র করার পর রাগ আর ধরে রাখতে পারেননি কন্তে। ক্লাব, ক্লাবের খেলোয়াড় ও মালিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, টটেনহামের কোনো কিছু জেতার আগ্রহ নেই, জেতার জন্য কষ্ট করার ইচ্ছাও নেই। পুরো ক্লাবই নাকি আগেই হেরে বসার মানসিকতা নিয়ে সন্তুষ্ঠ।
এমন কিছু বলার পর কারও চাকরি থাকা অসম্ভব। ১৫ বছর ধরে শিরোপার স্বাদ না পাওয়া টটেনহাম তাই কাল রাতে ছাঁটাই করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুই ক্লাবের হয়ে সিরি ‘আ’ জেতা কন্তেকে। তার সহকারী ক্রিস্টিয়ান স্টেলিনিকে আপাতত ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে।
১৬ মাসেই কন্তের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রসঙ্গে ক্লাব চেয়ারম্যান ডেনিয়েল লেভি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ১০টি লিগ ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে লড়াই করতে হবে আমাদের। আমাদের এক হতে হবে। আমাদের ক্লাব ও অসাধারণ বিশ্বস্ত সমর্থকদের সম্ভাব্য সেরা সমাপ্তি উপহার দিতে সবাইকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে।’
ইএসপিএন বলছে, টটেনহামে অনেক রদবদল চাইছিলেন কন্তে। ক্লাবকে শিরোপা এনে দিতে ক্কোয়াডে বড় পরিবর্তন চাইছিলেন তিনি, কিন্তু ইতালিয়ান কোচের পরামর্শ গায়ে মাখেনি ক্লাব।
ইউরো বাছাইয়ে গত ম্যাচেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মাঠে নেমেই, আর মাঠ ছেড়েছেন প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে।
গতকাল রাতে অবশ্য কোনো রেকর্ড গড়েননি, পুরো সময় মাঠেও থাকেননি। কিন্তু ৬৫ মিনিটের মধ্যেই দুই গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে নেমে দুই ম্যাচেই দুটি করে গোল! ৩৮ বছর বয়সী রোনালদোর দেখানো পথে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
৯ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো, ৩১ মিনিটে আবার। এর মাঝেই ১৫ ও ১৮ মিনিটে গোল করেছেন জোয়াও ফেলিক্স ও বের্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে বদলি নামা ওতাভিও এবং রাফায়েল লিয়াও লুক্সেমবার্গের গোলের বোঝা বাড়িয়েছেন।
নতুন কোচ রবের্তো মার্তিনেস ম্যাচ শেষে রোনালদোর গুরুত্বের কথা আবার জানিয়েছেন সংবাদমাধ্যমকে, ‘ক্রিস্টিয়ানো বিশ্বেই অনন্য এক খেলোয়াড়, সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ড্রেসিংরুমে যে অভিজ্ঞতা জোগান, সেটা খুব গুরুত্বপূর্ণ।’
রোনালদোর ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ, ১২২ গোল– দুটোই বিশ্বরেকর্ড। পর্তুগালের উদীয়মান তারকাদের বেড়ে ওঠার জন্যই ড্রেসিংরুমে রোনালদোর উপস্থিতি কাম্য মার্তিনেসের, ‘সব খেলোয়াড়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তরুণরা খেলার জন্য ব্যগ্র, ওদিকে রোনালদো, রুই পাত্রিসিও এবং বের্নার্দো সিলভা অভিজ্ঞতা জোগাচ্ছে। একটি পরিপূর্ণ ড্রেসিংরুম থাকা দরকার।’