আবারও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। দীর্ঘ তদন্তের পর এই অভিযোগ করেছে খোদ প্রিমিয়ার লিগ। এখন স্বাধীন কমিশনের অধিকতর তদন্ত এবং পর্যালোচনার পর সিটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, আর্থিক নীতি লঙ্ঘনের শাস্তিস্বরূপ খোয়াতে হতে পারে ২০০৯-১০ মৌসুমের পর থেকে জেতা সিটির সব লিগ শিরোপা। মূলত যেসব মৌসুমে সিটির অনিয়ম প্রমাণিত হবে, সে মৌসুমগুলোতে সিটির পয়েন্ট কেটে নেয়া হবে, ফলে শিরোপা হারাতে হতে পারে তাদের।
যদিও এখনো এই হিসাব-নিকাশ অনেক দূরের পথ, তবু যদি এমনটা হয় তাহলে ‘লালে লাল’ হবে প্রিমিয়ার লিগের দুই ‘লাল’ ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের ভাগ্য। লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডেরও লিগ না জেতার আক্ষেপের পরিসমাপ্তি ঘটবে তাতে। ২০১৩-১৪ মৌসুমে তার 'কুখ্যাত' স্লিপের কারণে সিটির কাছে শিরোপা বঞ্চিত হয় অলরেডরা। আর্থিক অনিয়মে সিটি সে মৌসুমের শিরোপা হারালে তা যাবে লিভারপুলের ঘরে।
যদি সিটির লিগ শিরোপা কেড়ে নেয়া হয় তাহলে যাদের হাতে উঠবে প্রিমিয়ার লিগ ট্রফি:
২০১১-১২ ম্যানচেস্টার ইউনাইটেড
২০১৩-১৪ লিভারপুল
২০১৭-১৮ ম্যানচেস্টার ইউনাইটেড
২০১৮-১৯ লিভারপুল
২০২০-২১ ম্যানচেস্টার ইউনাইটেড
২০২১-২২ লিভারপুল
কাল আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে ইংল্যান্ডের। ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে ইউরো বাছাইয়ের প্রথম পর্ব শতভাগ সাফল্য নিয়ে শেষ করল গতবারের রানার্সআপ দল। টানা দুই ম্যাচে গোল করা হ্যারি কেইন রাত ফুরোনোর আগেই জানলেন ক্লাবে কোচ বদলে যাওয়ার খবর!
অবশ্য আন্তোনিও কন্তে যে ছাঁটাই হচ্ছেন, সেটা আন্তর্জাতিক বিরতির আগেই জানা ছিল। এবারও টটেনহাম কোনো শিরোপা জিতছে না, সেটা কদিন আগেই নিশ্চিত হয়েছে এফএ কাপ থেকে বাদ পড়ায়।
লিগের ২০তম দলের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থাকার পরও ড্র করার পর রাগ আর ধরে রাখতে পারেননি কন্তে। ক্লাব, ক্লাবের খেলোয়াড় ও মালিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, টটেনহামের কোনো কিছু জেতার আগ্রহ নেই, জেতার জন্য কষ্ট করার ইচ্ছাও নেই। পুরো ক্লাবই নাকি আগেই হেরে বসার মানসিকতা নিয়ে সন্তুষ্ঠ।
এমন কিছু বলার পর কারও চাকরি থাকা অসম্ভব। ১৫ বছর ধরে শিরোপার স্বাদ না পাওয়া টটেনহাম তাই কাল রাতে ছাঁটাই করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুই ক্লাবের হয়ে সিরি ‘আ’ জেতা কন্তেকে। তার সহকারী ক্রিস্টিয়ান স্টেলিনিকে আপাতত ভারপ্রাপ্ত কোচ করা হয়েছে।
১৬ মাসেই কন্তের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রসঙ্গে ক্লাব চেয়ারম্যান ডেনিয়েল লেভি এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ১০টি লিগ ম্যাচ বাকি আছে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে লড়াই করতে হবে আমাদের। আমাদের এক হতে হবে। আমাদের ক্লাব ও অসাধারণ বিশ্বস্ত সমর্থকদের সম্ভাব্য সেরা সমাপ্তি উপহার দিতে সবাইকে গা ঝাড়া দিয়ে উঠতে হবে।’
ইএসপিএন বলছে, টটেনহামে অনেক রদবদল চাইছিলেন কন্তে। ক্লাবকে শিরোপা এনে দিতে ক্কোয়াডে বড় পরিবর্তন চাইছিলেন তিনি, কিন্তু ইতালিয়ান কোচের পরামর্শ গায়ে মাখেনি ক্লাব।
ইউরো বাছাইয়ে গত ম্যাচেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন মাঠে নেমেই, আর মাঠ ছেড়েছেন প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে।
গতকাল রাতে অবশ্য কোনো রেকর্ড গড়েননি, পুরো সময় মাঠেও থাকেননি। কিন্তু ৬৫ মিনিটের মধ্যেই দুই গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে নেমে দুই ম্যাচেই দুটি করে গোল! ৩৮ বছর বয়সী রোনালদোর দেখানো পথে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
৯ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো, ৩১ মিনিটে আবার। এর মাঝেই ১৫ ও ১৮ মিনিটে গোল করেছেন জোয়াও ফেলিক্স ও বের্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে বদলি নামা ওতাভিও এবং রাফায়েল লিয়াও লুক্সেমবার্গের গোলের বোঝা বাড়িয়েছেন।
নতুন কোচ রবের্তো মার্তিনেস ম্যাচ শেষে রোনালদোর গুরুত্বের কথা আবার জানিয়েছেন সংবাদমাধ্যমকে, ‘ক্রিস্টিয়ানো বিশ্বেই অনন্য এক খেলোয়াড়, সবচেয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ড্রেসিংরুমে যে অভিজ্ঞতা জোগান, সেটা খুব গুরুত্বপূর্ণ।’
রোনালদোর ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ, ১২২ গোল– দুটোই বিশ্বরেকর্ড। পর্তুগালের উদীয়মান তারকাদের বেড়ে ওঠার জন্যই ড্রেসিংরুমে রোনালদোর উপস্থিতি কাম্য মার্তিনেসের, ‘সব খেলোয়াড়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তরুণরা খেলার জন্য ব্যগ্র, ওদিকে রোনালদো, রুই পাত্রিসিও এবং বের্নার্দো সিলভা অভিজ্ঞতা জোগাচ্ছে। একটি পরিপূর্ণ ড্রেসিংরুম থাকা দরকার।’
এই তো দিন দশেকও হয়নি, প্রায় এক বছর পর সুইডেনের জাতীয় দলে যখন ডাক পেলেন ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচ, তখন থেকেই সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল ব্যাপারটা। ইউরো বাছাইয়ে মাঠে নামলেই টুর্নামেন্টের নতুন রেকর্ড গড়বেন ইব্রা।
সবচেয়ে বেশি বয়সে ইউরো খেলার রেকর্ডটি এত দিন ছিল ইতালির দিনো জফের। ৪১ বছর ৯০ দিন বয়সে ১৯৮৩ সালে ইউরো বাছাইয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন জফ। সেই ম্যাচের পর পেরিয়ে গেছে ৪০ বছর। এতদিন পর জফকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন ইব্রা-সুইডিশ সমর্থকরা তাদের বুড়ো স্ট্রাইকারকে নিয়ে একটু রোমাঞ্চিতই ছিলেন।
কিন্তু সে রোমাঞ্চে জল ঢেলে দিলেন লি কাসিয়ারো! বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ৪১ বছর ১৭২ দিন বয়সী ইব্রা সমর্থকদের করতালি কুড়ালেও জিব্রাল্টারের কাসিয়ারোর কারণে রেকর্ডটা গড়া হয়নি তার। তার চেয়েও বেশি বয়সে যে এদিন মাঠে নেমেছিলেন কাসিয়ারো!
ইব্রার জন্ম ১৯৮১ সালের ৩ অক্টোবর। আর স্ট্রাইকার লি ক্যাসিয়ারোর এই ধরাতলে আগমন ১৯৮১ সালের ২৯ সেপ্টেম্বর। অর্থাৎ ইব্রার চেয়ে চার দিনের বড় কাসিয়াস। তাই ইব্রার নয়, সবচেয়ে বেশি বয়সে ইউরো বাছাইপর্বে খেলার রেকর্ডটা হয়ে গেছে কাসিয়ারোর। রেকর্ডের দিন তার বয়স? ৪১ বছর ১৭৬ দিন!
২০২১ সালে ঘরের মাঠে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। গতবছর ব্যস্ত সূচিতেও মাত্র এক ম্যাচ দেশে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মঙ্গোলিয়ার বিপক্ষে সে ম্যাচেও জয় পায়নি জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে বাংলাদেশকে সর্বশেষ জয়ের আনন্দে ভাসতে দেখা গেছে ২০২০ সালের ১৩ নভেম্বর। আজ সিলেটে সিশেলসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে সে আক্ষেপ দূর হলো।
জাতীয় দলের হয়ে ৪২ মিনিটে নিজের প্রথম গোল করেছেন তারিক কাজী। সে গোলই দুই দলের মধ্যে পার্থক্য করে দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। গোছানো আক্রমণ করে র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে থাকা সিশেলসকে ভয় পাইয়ে দিচ্ছিল স্বাগতিক দল। কিন্তু দক্ষ একজন স্ট্রাইকারের অভাবে গোল পাওয়া হচ্ছিল না বাংলাদেশের। মূলত ডানদিক থেকেই আক্রমণে উঠছিল বাংলাদেশ। কিন্তু সাদের ক্রসগুলো কাজে লাগানোর মতো ছিলেন না বক্সে।
প্রথমার্ধের শেষ দিকে অবশ্য সে আক্ষেপ দূর করেছেন তারিক কাজী। ডি-বক্সের বেশ বাইরে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ক্রস ফিরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের ব্র্যান্ডন। কিন্তু ব্র্যান্ডনের হেড গিয়ে পড়ে তারিক কাজীর সামনে। জোরালো হেডে জালে বল পাঠান এই ডিফেন্ডার। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের দাপট ছিল। আক্রমণে শক্তি বাড়াতে নামানো হয় অভিষিক্ত এলিটা কিংসলেকে। বাংলাদেশের পক্ষে এই প্রথম কোনো ভিনদেশির জাতীয় দলে অভিষেক। বেশ কয়েকবার শট নিলেও গোল পাননি কিংসলে।
সিলেটে দুই ম্যাচের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সিশেলসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল।
জামাল ভূঁইয়াদের ম্যাচটি সরাসরি দেখুন এখানে...
‘খেলার মান পড়ে যাওয়ায়’ কোচ ইউলিয়ান নাগেলসমানকে বরখাস্ত করেছে বায়ার্ন মিউনিখ। তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে পিএসজি এবং চেলসির সাবেক কোচ থমাস তুখেলকে। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, নাগেলসমানকে বরখাস্ত করায় কঠিন আর্থিক মূল্য চুকাতে হবে জার্মান ক্লাবটিকে।
বায়ার্ন মিউনিখে বছরে প্রায় ১০ মিলিয়ন ইউরোর মতো বেতন পেতেন নাগেলসমান। তার সঙ্গে বায়ার্নের চুক্তি আছে ২০২৬ পর্যন্ত। চুক্তির শর্ত অনুযায়ী বরখাস্ত হওয়ার পরও চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগ পর্যন্ত বেতন-ভাতা পেতে থাকবেন নাগেলসমান। যার ফলে এই সময়ের মধ্যে নাগেলসমানের পেছনে বায়ার্নকে খরচ করতে হবে প্রায় ৩০ মিলিয়ন ইউরো বা ৩৪০ কোটি টাকা।
২০২১ সালের এপ্রিলে বুন্দেসলিগা ক্লাব আরবি লাইপজিগ থেকে পাঁচ বছরের চুক্তিতে নাগেলসমানকে কোচ বানিয়েছিল বায়ার্ন মিউনিখ। সে সময় লাইপজিগকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ মিলিয়ন ইউরো বা ২৮৩ কোটি টাকা দিতে হয় তাদের।
ফ্রান্সের ফুটবলে পর্দা উঠল নতুন যুগের। উগো লহিসের অবসরের পর অধিনায়কের বাহুবন্ধনি এখন কিলিয়ান এমবাপ্পের হাতে। আর অধিনায়কত্বের এই পালাবদলের পর প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইউরো বাছাইয়ে চোটাঘাতে খর্বশক্তির নেদারল্যান্ডসকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের জার্সিতে গোলের হিসাবে করিম বেনজেমাকে ছাড়িয়ে গেছেন ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে।
এমবাপ্পের অধিনায়কত্ব পাওয়া নিয়ে ফ্রান্স দলের অন্যতম সিনিয়র সদস্য আঁতোয়ান গ্রিজমানের অসন্তোষের কথা ফলাও করে প্রচার হয়েছিল ফরাসি সংবাদমাধ্যমে। তবে মাঠে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অধিনায়ক এমবাপ্পের অ্যাসিস্টে প্রথম গোল নতুন সহ-অধিনায়ক গ্রিজমানের। এর মিনিট ছয়েক পর গ্রিজমানের ফ্রি-কিক থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ডিফেন্ডার দায়ত উপামেকানো।
২১ মিনিটে অঁহেলিয়া চুয়ামেনির থ্রু বল ধরে দুর্দান্ত ফিনিশে ফ্রান্সকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান এমবাপ্পে। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে আরো এক গোল যোগ করেন ফ্রান্সের নতুন অধিনায়ক, যার মাধ্যমে দলের বড় জয় নিশ্চিতের পাশপাশি বেনজেমাকে ছাড়িয়ে উঠে আসেন ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার পঞ্চম স্থানে।
ফ্রান্সের সেরা ৫ গোলদাতা
অলিভিয়ে জিরু - ৫৩ গোল
থিয়েরি অঁরি - ৫১
আঁতোয়ান গ্রিজমান - ৪২
মিশেল প্লাতিনি - ৪১
কিলিয়ান এমবাপ্পে - ৩৮
ফুটবল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
বাংলাদেশ-সিশেলস
বিকেল ৩টা ৪৫ মি., টি স্পোর্টস
জার্মানি-পেরু
রাত ১টা ৪৫ মি., সনি স্পোর্টস টেন ৫
ইউরো বাছাই
ক্রোয়েশিয়া-ওয়েলস
রাত ১টা ৪৫ মি., সনি স্পোর্টস টেন ২
স্পেন-নরওয়ে
রাত ১টা ৪৫ মি., সনি স্পোর্টস টেন ১
ক্রিকেট
দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
১ম টি-টোয়েন্টি
সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
রাশিয়ার সঙ্গে বাংলাদেশ পেরে ওঠার কথা ছিল না। পেরে ওঠা তো দূরের কথা, সেভাবে লড়তেই পারেনি বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৭ সাফে দিন তিনেক আগে রুশ মেয়েদের কাছে তিন গোল খেয়ে বাংলাদেশ বুঝেছিল, ইউরোপ অনেক এগিয়ে, তাদের মানে যেতে কাঠখড় পোড়াতে হবে অনেক।
তবে কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আবার চেনা প্রতিপক্ষ যখন এল সামনে, বাংলাদেশ আবার ফিরল জয়ে। প্রতিপক্ষ সাফের অন্যতম শক্তিশালী ভারত, তাদের বিপক্ষে জয়টাও একেবারে সহজে আসেনি। দ্বিতীয়ার্ধে ভারতের এক ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।
ভাগ্যপ্রসূত ঠিকই, তবে গোলাম রব্বানী ছোটনের দলের জন্য জয়টা প্রয়োজন ছিল। রাশিয়ার কাছে হারের পর চ্যাম্পিয়ন হওয়া হয়তো আর সম্ভব হবে না – যদি রাশিয়া নিজেদের বাকি দুই ম্যাচে জেতে। তবে অন্তত রানার্সআপ হওয়া নিয়ে কোনো সংশয় রাখতে না চাইলেও ভারত ও নেপালের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। প্রথম কাজটা করে রাখল বাংলাদেশ।
৭৪ মিনিটে ভারত বক্সের ডান পাশে থ্রো থেকে বক্সে ক্রস করেছিলেন নাদিয়া আক্তার যুথী। বাংলাদেশের কোনো স্ট্রাইকার সেটি পাবেন– আশা এমনই ছিল নিশ্চয়ই। কিন্তু ভাগ্য যে আরও বেশি কিছু নিয়েই বাংলাদেশের অপেক্ষায় ছিল, তা কে জানত! ভারতের সেন্টারব্যাক আখিলা রাজন বিপদমুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু তার মাথায় লেগে বল উল্টো ঢুকে গেল ভারতেরই জালে। কমলাপুর স্টেডিয়াম মেতে ওঠে উল্লাসে।
জয়ের পথে বড় অবদান আছে বাংলাদেশ গোলকিপার সঙ্গীতারও। ৯০ মিনিটে বাংলাদেশের দুই ডিফেন্ডারের ফাঁক গলে অসাধারণ থ্রু ধরে বক্সে ঢুকে পড়েছিলেন ভারতের শিবানি। তবে সঙ্গীতা পোস্ট ছেড়ে বেরিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন শিবানির শট।
গোল পাওয়ার আগে অবশ্য ম্যাচটা বাংলাদেশের গোল মিসের মহড়া হয়েই ছিল। পঞ্চম মিনিটে পূজার ক্রসে প্রীতি শট নিতে ব্যর্থ হওয়ার পর সুলতানার শট যায় পোস্ট ঘেঁষে। বিরতির কিছুক্ষণ আগে জয়নবের শট ঠেকিয়ে দেন ভারতের গোলকিপার খুশি, এরপর প্রীতির শট যায় বার উঁচিয়ে।
উল্টোদিকে অবশ্য নিজেদের রক্ষণের ভুলে ১৬ মিনিটে গোল প্রায় খেয়েই গিয়েছিল বাংলাদেশ। ডিফেন্ডার রুমা বক্সের বাইরে বিপদমুক্ত করতে চেয়েও পারেননি। কিন্তু সেখান থেকেও ভারতের পূজার শট পোস্টে থাকেনি।
দ্বিতীয়ার্ধেও সুযোগ মিসের একই চিত্র বাংলাদেশের। ৫৪ মিনিটে রিতার পাসে বক্সে ফাঁকায় হেড করার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ সাগরিকা। এতকিছুর পর ৭৪ মিনিটে আসে ভাগ্যের পরশ।
দিনের আগের ম্যাচে আজ রাশিয়া ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে ভূটানকে।
রাশিয়ানদের বিপক্ষে হারের ক্ষত সামলেই অনূর্ধ্ব-১৭ সাফে কঠিন এক লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। আজ বাংলাদেশ সময় ৭ টা ১৫ মিনিটে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। আজ দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৯-১ গোলে হারিয়েছে রাশিয়া। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দলটিই জিতবে শিরোপা। এরই মধ্যে এক ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশকে শিরোপাস্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জিততেই হবে।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি দেখুন এখানে...
রেফারিদের ঘুষ দেয়ার অভিযোগ থেকে সহজে রেহাই মিলছে না বার্সেলোনার। এই ইস্যুতে স্প্যানিশ সংবাদমাধ্যমের আওয়াজ কিছুটা মিইয়ে গেলেও বার্সেলোনাকে কাঠগড়ায় তুলছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রেফারিদের ঘুষ দেয়ার ইস্যুতে বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে তারা।
উয়েফার শৃঙ্খলাবিধির ৩৪ (১) ধারা অনুযায়ী নেগ্রেইরা কেসে বার্সেলোনা উয়েফার কোনো আইনভঙ্গ করেছে কিনা তা খতিয়ে দেখতে এথিকস এবং ডিসিপ্লিনারি ইন্সপেক্টরদের নিয়োগ দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে স্পেনের রেফারি কমিটির তখনকার সহ-সভাপতি হোসে নেগ্রেইরাকে ৭.৩ মিলিয়ন ইউরো ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে বার্সেলোনা। ক্লাবটি আত্মপক্ষ সমর্থন করে গত মাসে দেয়া বিবৃতিতে বলেছে, রেফারিদের মধ্য থেকে একজন পরামর্শকের কাছ থেকে পেশাদার রেফারিং সম্পর্কে টেকনিক্যাল রিপোর্ট পেতে ওই অর্থ প্রদান করেছে তারা।
চলতি মাসের শুরুতে লা লিগা জানিয়েছিল, স্প্যানিশ ক্রীড়া আইন অনুযায়ী কোনো অপরাধ সংঘটনের তিন বছর পেরিয়ে গেলে তাদের পক্ষে আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব নয়। তবে বার্সেলোনার বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা উয়েফাকে অবহিত করা হয়েছে বলে জানায় লিগ কর্তৃপক্ষ।
এই টুর্নামেন্টে যে মেয়েদের বয়সভিত্তিক অন্য যেকোনো সাফের মতো শিরোপার আশা বাংলাদেশ করছে না, তা টুর্নামেন্টের আগে বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন। আশা করলে সেটা বাস্তব আশা হতোও না! ভারত-নেপাল না হয় প্রায় কাছকাছি মানের প্রতিদ্বন্দ্বী, এই টুর্নামেন্টে তো অতিথি হয়ে রাশিয়াও আছে!
অতিথিরা যে মোটেও আদর-আপ্যায়নে খুশি হয়ে থাকতে আসেনি, সেটা গত পরশু নিজেদের দ্বিতীয় ম্যাচেই টের পেয়েছে বাংলাদেশ। ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ, তাতেই ভাগ্য ভালো মানতে হয়!
ইউরোপিয়ানদের সামনে পড়ে বাংলাদেশ বুঝেছে মানের পার্থক্য কতটা। এই উপলব্ধি নিয়ে আজ আবার কঠিন এক লড়াইয়ে নামতে হচ্ছে ছোটনের দলকে– কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
টুর্নামেন্টে শিরোপার আশা এমনিতেও জোরালো ছিল না, আজ না জিতলে হয়ত দ্বিতীয় হওয়ার আশাও শেষ হয়ে যাবে।
রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত পাঁচ দলের এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সব ম্যাচ শেষে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। রাশিয়া আর ভারতের পয়েন্টের এই মুহূর্তে ১ ম্যাচে ২, গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ভারত। বাংলাদেশ আর নেপালের পয়েন্ট ২ ম্যাচে ৩– গোল ব্যবধানে এগিয়ে তিনে বাংলাদেশ।
দিনের দ্বিতীয় ম্যাচে আজ রাশিয়া মুখোমুখি ভুটানের। সে ম্যাচে সম্ভবত অনিশ্চয়তা একটাই– রুশ মেয়েরা কত গোলে ভাসাবে ভুটানকে।
রেকর্ডময় এক রাত দেখল ফুটবল বিশ্ব। শুক্রবার ভোরে পেশাদার ক্যারিয়ারের ৮০০তম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার আগে বৃহস্পতিবার রাতেই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৯৭ ম্যাচ খেলার কীর্তি গড়া হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তাদের সঙ্গে রেকর্ড অভিযানে যোগ দিয়েছিলেন আরো একজন, নাম তার হ্যারি কেইন। ইতালির বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার মুকুট মাথায় পরেছেন ইংলিশ অধিনায়ক।
ওয়েইন রুনিকে (৫৩ গোল) ছাড়িয়ে ৫৪ গোল করা কেইন এখন এককভাবে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। নেপলসের স্তাদিও দিয়েগো আরমান্দো মারাদোনায় প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটে ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার ডেকলান রাইস গোল করেন, ৪৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে রেকর্ড গড়ার পাশাপাশি দলের লিড বাড়িয়ে নেন কেইন।
যদিও আর্জেন্টিনায় জন্ম নেয়া ২৩ বছরের ইতালিয়ান ফরোয়ার্ড মাতেও রেতেগি অভিষেকেই দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ইতালির সে গোল সান্ত্বনার হয়েই থেকেছে। ইংল্যান্ডের জয়ের মধ্যেও কিছুটা বিষাদ ছড়িয়েছে ৮০ মিনিটে ডিফেন্ডার লুক শ’র দুই হলুদ কার্ডের ফলে দেখা লাল কার্ড।
এই জয়ে গত ইউরোর ফাইনালে ঘরের মাঠে ইতালির কাছে শিরোপা হারানোর ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারবে ইংল্যান্ড। কারণ ইতালির মাঠে গিয়ে স্বাগতিকদের হারিয়ে দেয়া তো আর ইংল্যান্ডের রোজকার কম্ম নয়। ইতিহাস বলছে, ১৯৬১ সালের পর এই প্রথম ইতালির মাঠ থেকে জয় নিয়ে ফিরল ইংলিশরা। আর ইংলিশদের আপাত ‘ঐতিহাসিক’ এই জয়ের মাহাত্ম্য বেড়েছে আরো একটি কারণে, ইংল্যান্ডের ডাগআউটে যে এটি কোচ গ্যারেথ সাউথগেটের ৫০তম জয়।