শুক্রবার, ২ জুন ২০২৩

বাংলাদেশের ম্যাচ আজ কখন, কোন চ্যানেলে দেখবেন

প্রথম টি-টোয়েন্টিতে ঝড় তুলেছিলেন তাসকিন। ছবি: বিসিবি
আপডেটেড
২৯ মার্চ, ২০২৩ ১৪:০২
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত
ক্রীড়া ডেস্ক

বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে বৃষ্টি নামার আগে রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটের ঝড় আর বৃষ্টির পর তাসকিন আহমেদের বলের আগুনে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামেই আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামছে সাকিব আল হাসানের দল, জিতলেই তিন টি-টোয়েন্টির সিরিজে জয় নিশ্চিত।

দুপুর ২টায় হতে যাওয়া ম্যাচটা কোথায় দেখবেন, টিভিতে বা ইউটিউবে কোন কোন চ্যানেল দেখাবে? বাংলাদেশের খেলার বাইরে আর কী আছে ছোট পর্দায় দেখার মতো?

কী কখন কোথায়...

ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড । দ্বিতীয় টি-টোয়েন্টি । বেলা ২টা । গাজী টিভি, টি স্পোর্টস, র‍্যাবিটহোল

ফুটবল

মেয়েদের চ্যাম্পিয়নস লিগ

বার্সেলোনা - রোমা । রাত ১০টা ৪৫ মি.। ইউটিউব/DAZN (https://www.youtube.com/watch?v=3ecxJB63PAA)

আর্সেনাল - বায়ার্ন মিউনিখ । রাত ১টা। ইউটিউব/DAZN (https://www.youtube.com/watch?v=O31p8mH_ItM)


বাংলাদেশের সাত ব্যাংককে নেতিবাচক রেটিং দিল মুডি’স

আপডেটেড ৩১ মে, ২০২৩ ২১:১২
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের সাতটি বেসরকারি ব্যাংকের রেটিং নেতিবাচক করেছে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডি’স।

ব্যাংক ছয়টির ‘দীর্ঘমেয়াদী ডিপোজিট’ ও ‘ইস্যুয়ার রেটিং’ অবনমন করেছে এবং আরেকটি ব্যাংকের প্রথম রেটিং করা হয়েছে, যা নেতিবাচক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার এক প্রতিবেদনে মুডি’স বাংলাদেশের ব্যাংকগুলোর রেটিং বা ঋণমান কমানোর কথা জানায়।

রেটিং কমানো ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক লিমিটেড, দ্য সিটি ব্যাংক লিমিটেড, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের রেটিং নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

গত মঙ্গলবার প্রতিষ্ঠানটি বাংলাদেশের ঋণমান কমানোর ঘোষণা দেয়। তবে বাংলাদেশের জন্য তাদের পূর্বাভাস স্থিতিশীল রাখে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণমান প্রদানকারী এই সংস্থাটি ।

গত বছরের ডিসেম্বরে মুডি’স এসব ব্যাংকের রেটিং পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছিল। পর্যালোচনার পর বুধবার নতুন রেটিংয়ের ঘোষণা এল।

গত ১২ ডিসেম্বর মুডি’স জানিয়েছিল, দীর্ঘমেয়াদে বাংলাদেশের সর্বভৌম রেটিং ‘বিএ৩’ থেকে পুনর্মূল্যায়ন করতে এসব ব্যাংকের রেটিং পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছিল, বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ে ব্যাংক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ব্যাংকের ঋণ দেয়ার সক্ষমতা সরকারের সক্ষমতাতেও প্রভাব ফেলে।

সংস্থাটি বলেছিল, পুনর্মূল্যায়নের সময় বেশ কিছু বিষয় তারা বিবেচনায় নেবে। বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভও এর মধ্যে রয়েছে, পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপগুলোও এক্ষেত্রে বিবেচনায় নেয়া হবে।

ব্যাংকগুলো মুডি’স এর সাথে চুক্তি করেছিল বলেই শুধু বাংলাদেশের এ সাত ব্যাংকের রেটিং করেছে প্রতিষ্ঠানটি। সার্বিক আর্থিক অবস্থার ওপর রেটিংস নিতে ব্যাংকগুলো আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ওই রেটিং বা ঋণমান প্রতিষ্ঠানের সক্ষমতা প্রকাশ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ধারণে সহায়ক হয়।

এই সাত ব্যাংক মুডি’স এর সঙ্গে চুক্তিতে একটি নির্দিষ্ট ফি দিয়ে রেটিং নিয়ে থাকে। সেই চুক্তির আলোকেই ব্যাংকগুলোর রেটিংস নিয়মিত পর্যালোচনা করছে মুডি’স।

বিবৃতিতে মুডি’স জানিয়েছে, সাত ব্যাংকের মধ্যে চারটির ‘বেজলাইন ক্রেডিট অ্যাসেসমেন্ট’ করা হয়েছে। আর এনসিসি ও প্রিমিয়ার ব্যাংকের রেটিং বি৩ থেকে বি২ এবং মার্কেন্টাইল ব্যাংকের দীর্ঘমেয়াদী আমানত ও ইস্যুয়ার রেটিং বি২ করা হয়েছে।

অপরদিকে এবারের রেটিং মূল্যায়নের প্রভাব সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (সিএএ১ নেগেটিভ, সিএএ২) রেটিংয়ে পড়েনি বলে বিবৃতিতে বলা হয়।

বিষয়:

নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল ইউসিবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দিনাজপুরে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের জন্য এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে। দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ নতুন এসএমইর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিষয়:

ইসলামী ব্যাংকের সেবার ওপর কর্মশালা 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ব্যাংক ও এজেন্ট আউটলেটের কর্মকর্তাদের নিয়ে রেমিট্যান্স প্রদান, বিআরইবি অটোমেশন, এমক্যাশ এজেন্ট অ্যাপ এবং পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট নামে চালুকৃত নতুন প্রোডাক্টের পরিচালনবিষয়ক এক কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

বিষয়:

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০০তম সভা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫০০তম সভা মঙ্গলবার এনসিসি ব্যাংক ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভাটি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিষয়:

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি সাইফুল ইসলাম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ব্যাংকার এম এম সাইফুল ইসলাম ২৯ মে ২০২৩ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে যোগদানের আগে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট বিনিয়োগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়:

ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নমিনেটেড ডিরেক্টর মেহেরিয়ার এম হাসান ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ছয় বছর ইন্ডিপেনডেন্ট ডিরেক্টরের দায়িত্ব পালনের পর ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ইন্ডিপেনডেন্ট ডিরেক্টরের পদ থেকে অবসর নিয়েছেন।

বিষয়:

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ দুটি পুরস্কার অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। নয়টি ক্যাটাগরির মধ্যে ব্র্যাক ব্যাংক ‘নারীর ক্ষমতায়ন’ এবং ‘সমতা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’ এই দুই ক্যাটাগরিতে জয়ী হয়।

গত ২৬ মে ঢাকায় একটি হোটেলে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআইএস মো. শাহীন ইকবাল, হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর এবং হেড অব উইমেন ব্যাংকিং ‘তারা’ মেহরুবা রেজা।

বিষয়:

প্রাইম ব্যাংকের ১৭.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রাইম ব্যাংক ২০২২ সালের বার্ষিক হিসাবের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত রোববার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তানজিল চৌধুরী। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন ও নাজমা হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইমরান খান, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী, রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশীদ উপস্থিত ছিলেন।

বিষয়:

মার্কেন্টাইল ব্যাংকের ‘ওয়ারী’ ও ‘যাত্রাবাড়ী’ উপশাখার উদ্বোধন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংক ঢাকায় গতকাল সোমবার ‘ওয়ারী’ ও ‘যাত্রাবাড়ী’ উপশাখার উদ্বোধন করেছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী।

যাত্রাবাড়ী উপশাখায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ ও ওয়ারী উপশাখায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম এ খান বেলাল।

বিষয়:

স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক চালু করল ইবিএল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে গতকাল রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল) প্রধান কার্যালয়ে স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক চালু করেছে।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী চীনা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং ব্যক্তিগত পর্যায়ের গ্রাহকরা এই ডেস্ক থেকে বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত ওয়ান স্টপ ব্যাংকিং সল্যুশন পাবেন।

ডেস্কটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দীন, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সাধারণ সম্পাদক আল মামুন মৃধা, সিয়াব প্রেসিডেন্ট কি চিং লিং, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং ইবিএল ফাইন্যান্স হংকং-এর সিইও সোহেল মোর্শেদ।

বিষয়:

ঢাকা ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৩ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, বর্তমান ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ সরকার, পরিচালক মোহাম্মদ হানিফ, আবদুল্লাহ্ আল-আহসান, মির্জা ইয়াসির আব্বাস, রাখি দাশগুপ্তা, সাবেক পরিচালক খন্দকার মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র পরিচালক আহবাব আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, এ এম এম মঈন উদ্দিন, মোস্তাক আহমেদ, আখলাকুর রহমান প্রমুখ।

বিষয়:

হইচই টেকনোলজিসের সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ব্যবহারকারীদের বিনা মূল্যে ওটিটি সাবস্ক্রিপশন প্রদানের জন্য হইচই টেকনোলজিস বাংলাদেশ-এর সঙ্গে পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক।

গত ২২ মে ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলাম এবং হইচইয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টস তানজিনা আনিস এবং ডিজিটাল বিজনেস অ্যান্ড পেমেন্টসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সরকার।

বিষয়:

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৪তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আইবিটিআরএর প্রিন্সিপাল নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন।

বিষয়:

banner close