গত শনিবার হয়ে গেছে ডুফা ইনডোর অলিম্পিকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বনানীর ডুফা ক্লাবে হয়ে যাওয়া সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য, ক্রীড়া জগতের সংগঠক ও সাংবাদিকরা।
অলিম্পিকের ঢংয়ে হওয়া এ আয়োজনে পরিচিত সব খেলাই ছিল– ইন্টারন্যাশনাল ব্রিজ, কল ব্রিজ, দাবা, লুডু, ডার্ট, ক্যারম ও টেবিল টেনিস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আয়োজনের স্পনসর অ্যাকফিনটেকের প্রতিষ্ঠাতা ও সিইও আহমেদ হুমায়ুন মুরশেদ, প্রতিষ্ঠাতা ও সিওও মেজারুল মুশরেফিসহ অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স – সংক্ষেপে ডুফা। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজনও করে তারা। প্রতিবছর মাঠে গড়ায় ডুফা প্রিমিয়ার লিগ। আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান অ্যাকফিনটেকের পৃষ্ঠপোষকতায় ডুফা ইনডোর অলিম্পিক শুরু হয়েছে এ বছর থেকে।
ডুফা অলিম্পিক-২০২৩ এ কোন বিভাগে কে কী জিতলেন
ইন্টারন্যাশনাল ব্রিজ:
সোনা জিতেছে প্যারিস ও সুবীর জুটি, রূপা টিটু-তালেব জুটি।
স্পেডস
সোনা জিতেছেন জাকারিয়া মামুন। রূপা জিতেছেন ইদ্রিস, ব্রোঞ্জ পেয়েছেন আরজু ও ফরিদ।
দাবা
সোনা জিতেছেন মিরাজ। রূপা রাজু। ব্রোঞ্জ এনাম।
লুডু
সিঙ্গেলস: সোনা জিতেছেন সুবীর, রূপা পেয়েছেন টিটু, ব্রোঞ্জ সুজান।
ডাবলস: সোনা জিতেছে রাজু-বাঁধন জুটি। রূপা পেয়েছে আরজু-শফিক জুটি। ব্রোঞ্জ পেয়েছে রোমেল-রুমানা এবং টিটু-সোমা জুটি।
ডার্ট (নারী)
সিঙ্গেলস: সোনা জিতেছেন ইসরান শাহানা, রূপা রুমানা, ব্রোঞ্জ ইভা।
ডার্ট (পুরুষ)
সিঙ্গেলস: সোনা জিতেছে রোমেল, রূপা জাকারিয়া মামুন, ব্রোঞ্জ পারভেজ।
ডার্ট (দলগত)
সোনা – ডুফা ওয়েস্ট (শোয়েব, মিরাজ, টুটুল, সজল, আরজু ও রাজু)। রূপা – ডুফা ইস্ট (সুমন, ফরিদ, মুনির, আরমান, এবাদত ও আশিক)। ব্রোঞ্জ – ডুফা সাউথ (শাহজাহান, মিরাজ, মিঠু, বিপু, হিমন, মনির এবং আমু)।
ক্যারম (নারী)
সিঙ্গেলস: সোনা জিতেছেন ইভা। রূপা পেয়েছেন শোমা। আর ব্রোঞ্জ জিতেছেন রুমানা ও রুমা।
ডাবলস: সোনা জিতেছে শোমা-রুমা জুটি। রূপা জিতেছে ইভা-রোমানা জুটি। ব্রোঞ্জ লুনা-দীপা জুটি।
ক্যারম (পুরুষ)
সিঙ্গেলস: সোনা জিতেছেন আরমান, রূপা জিতেছেন মিরাজুল, ব্রোঞ্জ জাকারিয়া মামুন।
ডাবলস: সোনা জিতেছে আরমান-ফরিদ জুটি। রূপা জিতেছে পারভেজ- জাকারিয়া মামুন জুটি। ব্রোঞ্জ জিতেছে শফিক-শোয়েব এবং জে. সুমন-মল্লিক জুটি।
ক্যারম (মিক্সড ডাবলস)
সোনা জিতেছে দীপা-ফরিদ জুটি। রূপা লুনা-আরমান জুটি। ব্রোঞ্জ টুটুল-শোমা এবং শফিক-ইভা জুটি।
সব মিলিয়ে ডুফা ওয়েস্ট জিতেছে সর্বোচ্চ ২৭টি পদক। তারা সোনা জিতেছে ৮টি, রূপা জিতেছে ৮ এবং ব্রোঞ্জ জিতেছে ১১টি।
ডুফা নর্থ জিতেছে ৯টি পদক (সোনা ৩টি, রূপা ৪টি এবং ব্রোঞ্জ ২টি)। ডুফা ইস্ট জিতেছে ১০টি পদক, এর মধ্যে সোনা ৩টি, রূপা ২টি এবং ব্রোঞ্জ ৫টি। ডুফা সাউথের ৩টি পদকের মধ্যে সোনা, রূপা, ব্রোঞ্জ একটি করে।
প্রাইম ব্যাংক সম্প্রতি প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (পিবিএসএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির ফলে অত্যাধুনিক অমনি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপের মাধ্যমে তহবিল স্থানান্তর/লেনদেনে আরও সহজ, সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীন এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ স্টেট-অব-দ্য আর্ট সল্যুশনের মাধ্যমে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর গ্রাহকদের উইথড্রয়াল রিকুয়েস্ট, প্রাইম ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার, বাল্ক ডিসবার্সমেন্ট, রিয়েল টাইম ইমেইল নোটিফিকেশন সহ আরো অনেক সুবিধা গ্রহণ করতে পারবে।
প্রাইম ব্যাংক এপিআই কানেক্টিভিটির মাধ্যমে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের অ্যাকাউন্টে যেকোন অর্থ জমার তথ্য জমাদানকারীর পরিচয়সহ তৎক্ষণাত যোগান দেবে, যা কালেকশনের রিকনসিলিয়েশন সহজ করে দেবে।
এই অমনি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রাইমপের মাধ্যমে যেকোন ব্রোকারেজ ফার্ম সঠিক সময়ে এবং সঠিকভাবে অধিকতর দক্ষতার সাথে তাদের ট্রেডিং কার্যক্রম পরিচালনা করতে পারবে। বিজ্ঞপ্তি
স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের উদ্যোগে গত ৯ সেপ্টেম্বর ‘বৈদেশিক বিনিময় কার্যক্রম পরিপালন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান।
দিনব্যাপী ওই কর্মশালায় আমদানি-রপ্তানি কার্যক্রমের যথাযথ রিপোর্টিং, বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়মাচার ও সার্বিক পরিপালনবিষয়ক গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন অর্ঘ প্রতিম কুণ্ড ও মো. সুজাত আলী প্রধান, যুগ্ম পরিচালক (এফইওডি), বাংলাদেশ ব্যাংক। কর্মশালায় ব্যাংকের সব এডি শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধানরা ও রিপোর্টিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা, সিআইপিএ; ইন্টারন্যাশনাল ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান মো. হাসিবুল হাসান এবং এসবিএল লার্নিং সেন্টারের প্রধান সৈয়দ মসনুন আলী। বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে, ফেনী ও কুমিল্লা অঞ্চলের এজেন্টদের নিয়ে মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক এজেন্ট সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে এজেন্ট আউটলেটের নিয়মতান্ত্রিক পরিচালনাবিষয়ক বক্তব্য রাখেন ইভিপি ও হেড অব অডিট ইউনিট মো. এনায়েত উল্লাহ, মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এসভিপি ও ডিক্যামেলকো মো. মোসাদ্দেক হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসভিপি ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
এজেন্ট আউটলেটের ব্যবসায়িক প্রসার ও সমৃদ্ধির ওপর আলোকপাত করেন এজেন্ট ও মোবাইল ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দর্পণ কান্তি রায়। সম্মেলন শেষে অংশগ্রহণকারী এজেন্ট মালিকদের সার্টিফিকেট ও উপহার দেয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তা এবং ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের এজেন্টরা। বিজ্ঞপ্তি
সাউথইস্ট ব্যাংক লিমিটেড ‘কমিউনিকেশন স্কিলস, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইমোশনাল ইনটেলিজেন্স’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণের আয়োজন করে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন বর্তমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এসব দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেয়ার মাধ্যমে সম্প্রতি ভার্চুয়াল প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ১০০ জন কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক। বিজ্ঞপ্তি
সিটি ব্যাংক সম্প্রতি করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বগুড়ার প্রান্তিক কৃষকদের মধ্যে শস্যবীজ বিতরণ করেছে। ব্যাংকটির নিজস্ব উদ্যোগে আঞ্চলিক এনজিও টিএমএসএসের সহযোগিতায় বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএসের মুক্ত মঞ্চে ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের ফসলের বীজ বিতরণ করা হয়।
টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বাংলাদেশ সরকারের সাবেক উপসচিব ও টিএমএসএসের পরামর্শক তপন কুমার নাথ এবং সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার। প্রধান অতিথির বক্তৃতায় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘কৃষির উন্নয়নে গবেষণার জন্য সিটি ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুদান দিয়েছে। আগামীতেও আমাদের ব্যাংক কৃষকদের জন্য সহায়তার হাত উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে। এ সময় টিএমএসএসের উপনির্বাহী পরিচালক ড. মো. মতিউর রহমান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কম্পিউটার ও টেক রিটেইলার প্রতিষ্ঠান স্টার টেক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশে ইএমআই সুবিধা পাবেন। এ ছাড়া নতুন ক্রেডিট কার্ড গ্রাহকরা স্টার টেক লিমিটেড থেকে অনলাইন কেনাকাটায় ১ হাজার টাকা পর্যন্ত ১৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী এবং স্টার টেক লিমিটেডের এজিএম (ফিন্যান্স ও অ্যাকাউন্টস) শেখ সোহেল আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের কার্ডস ও এডিসির প্রধান মাসুদুল হক ভূঁইয়া, স্টার টেক লিমিটেডের এইচআর ম্যানেজার আমিনুল করিম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হবে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’। গত মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর নতুন এ নামটি কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পক্ষ থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনাটি পাঠানো হয়েছে। এ ছাড়া গত রোববার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসেরের সই করা এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশোধিত কোম্পানি আইন, ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ-সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এ জন্য ইস্টার্ন ব্যাংকের নাম পরিবর্তন করে ইস্টার্ন ব্যাংক পিএলসি করা হয়েছে।
বাংলাদেশের সম্ভাবনাময় ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের উদ্যোগ, প্রকল্পের অনুকূলে ব্যাংক বিনিয়োগ সহজলভ্যকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পৃষ্ঠপোষকতা প্রদান এবং আত্ম-কর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তিনজন নতুন ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের অনুকূলে ৪ শতাংশ মুনাফা হারে মোট ১ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ প্রদান করে।
উদ্যোক্তাদের নতুন ও সৃজনশীল উদ্যোগ, কারিগরি প্রশিক্ষণ বা বাস্তব জ্ঞান এবং কীভাবে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করবে এ বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে গতকাল রোববার মতবিনিময় ও উন্মুক্ত চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগের চেক বিতরণ করেন। এগ্রি স্টার্ট-আপ, অ্যাডুকেশন স্টার্ট-আপ এবং ডেনিম স্টার্ট-আপ ব্যবসার জন্য যথাক্রমে মেসার্স আই পেইজ বাংলাদেশ লিমিটেড, মেসার্স মাস্টারমাইন্ড টেকনোলজিস এবং মেসার্স দ্বীন-কে বিনিয়োগের চেক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার গুরুত্বের ওপর জোর দেন এবং উদ্যোক্তাদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে তাদের স্বপ্ন বাস্তবায়নে উৎসাহিত করেন। তিনি ‘স্টার্ট-আপ’ উদ্যোক্তাদের জন্য ব্যাংকের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও এম এম সাইফুল ইসলাম, এসইভিপি ও সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও আইএমডি বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন এবং এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপির হাতে প্রধানমন্ত্রীর স্বাক্ষর দেয়া চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের পোস্টার তুলে দেন।
এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, ভাইস চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক মো. আব্দুল হান্নান, আলহাজ মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল আউয়াল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, কোম্পানি সেক্রেটারি ও মানবসম্পদ বিভাগের প্রধান আবু আসগার জি হারুনী প্রমুখ। বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা ইস্ট, ঢাকা সাউথ ও ঢাকা নর্থ জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যনেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম। ব্যাংকের ঢাকা ইস্ট জোনের প্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।
মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরিয়াহ্ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা নর্থজোনের প্রধান বসির আহাম্মদ। কর্মশালায় তিন জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
মেঘনা ব্যাংক লিমিটেড চাঁদপুরের ষাটনল বাজারে তার সর্বশেষ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের মাধ্যমে একটি উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করেছে। এই প্রচেষ্টা দেশের প্রত্যন্ত কোণে নিরাপদ ও সহজলভ্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য মেঘনা ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।
আর্থিক অন্তর্ভুক্তিকরণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার সঙ্গে এক হয়ে মেঘনা ব্যাংক ২০২১ সালের আগস্টে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে। গত ৩০ আগস্ট অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি ব্যক্তিত্বদের দ্বারা পরিপূর্ণ ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম সরকার। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শরীফুল্লাহ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শরিফুল্লাহ, সিদ্দিকা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল হক পাটোয়ারী, ষাটনল বাজার আউটলেটের এজেন্ট মো. নুরুল আমিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় ব্যবসায়ীরা।
মেঘনা ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী ফারহানা জাবিন এবং ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এস এম রাশেদুজ্জামান। কাজী ফারহানা বলেন, ‘মেঘনা ব্যাংকের ভিশন হচ্ছে ব্যাংকিং সেবাবঞ্চিত মানুষকে ব্যাংকিং চ্যানেলের আওতায় আনা এবং সবাইকে নিয়ে সর্বত্র এগিয়ে চলা।’
রাশেদুজ্জামান বলেন, এজেন্ট ব্যাংকিং চালুর সঙ্গে সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরা আউটলেটগুলোতে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, ডিপিএস/এফডিআর, অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিট্যান্স, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ, ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম, ডেবিট কার্ড ও চেক বই প্রসেসিং, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইনে কেনাকাটাসহ নানা ব্যাংকিং সেবা পাচ্ছেন। তিনি আরও বলেন, এজেন্ট ব্যাংকিং সেবা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ষাটনল বাজারসহ চাঁদপুরের গ্রামীণ অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। বিজ্ঞপ্তি
পদ্মা ব্যাংক লিমিটেড ও প্লাটিনাম হোটেলের মধ্যে সম্প্রতি একটি গ্রাহক সুবিধা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে, পদ্মা ব্যাংক কার্ডধারী ও পদ্মা ব্যাংকের কর্মকর্তারা রুম, রেস্তোরাঁ, ব্যাংকুয়েট হলের ওপর একটি আকর্ষণীয় ডিসকাউন্ট এবং প্ল্যাটিনাম গ্র্যান্ড ও প্ল্যাটিনাম রেসিডেন্সে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বুফে ব্রেকফাস্ট উপভোগ করতে পারবেন। এ ছাড়া অন্য সব সুবিধায় রয়েছে আকর্ষণীয় ছাড়। বিজ্ঞপ্তি
দেশের প্রথম টোল-ফ্রি কল সেন্টার (শর্ট কোড) চালু করার মাধ্যমে ব্যতিক্রমী গ্রাহকসেবা প্রদানে মেঘনা ব্যাংক আরও এক ধাপ এগিয়ে গেল। ব্যাংকের টোল-ফ্রি কল সেন্টার ১৬৭৩৫ ডায়াল করে সহজেই মিলবে কাঙ্ক্ষিত সেবা।
আর এই সেবা ২৪/৭ অর্থাৎ সপ্তাহের ৭ দিন দিন-রাত ২৪ ঘণ্টা এই সেবা মিলবে। টোল-ফ্রি কল সেন্টার গ্রাহকরা তাদের নানাবিধ প্রশ্নের সমাধান করতে, সহায়তা চাইতে এবং বিস্তৃত ব্যাংকিং সেবা সম্পর্কে তথ্য পেতে একটি ডেডিকেটেড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান ঢাকায় দেশের প্রথম টোল-ফ্রি কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেঘনা ব্যাংকের ডিএমডি কিমিয়া সাদাত ও ডিএমডি মো. ছাদিকুর রহমানসহ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হোসেন বলেন, ‘দেশের প্রথম টোল-ফ্রি কল সেন্টার চালু করে ব্যাংকিং সেবা আমাদের গ্রাহকদের আরও কাছাকাছি নিয়ে আসার প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। আমাদের গ্রাহকরা আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকে এবং আমরা তাদের সর্বোচ্চ সুবিধা এবং সহায়তা প্রদানে বিশ্বাস করি। আমি আশা করছি এই উদ্যোগটি দেশের জনগণের পছন্দের ব্যাংক হিসাবে গড়ে তোলার আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’ বিজ্ঞপ্তি