বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৬ আশ্বিন ১৪৩২

নিষিদ্ধ হলেন এমিলিয়ানো মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪ ১২:৩৬

উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় ২-১ গোলে জিতেছিল অ্যাস্টন ভিলা। দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলে হারলে ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। লিলের বিপক্ষে টাইব্রেকারে দুটি পেনাল্টি ঠেকিয়ে অ্যাস্টন ভিলাকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু দারুণ পারফরম্যান্সের পর দুঃসংবাদও শুনতে হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে। দলকে সেমিফাইনালে তুললেও সেখানে খেলা হচ্ছে না তার।

উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে তিনটি হলুদ কার্ড দেখায় মার্টিনেজকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। নিষেধাজ্ঞার কারণে অ্যাস্টন ভিলার হয়ে সেমিফাইনালে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে খেলতে পারবেন না এ আর্জেন্টাইন গোলরক্ষক। তবে দ্বিতীয় লেগে তাকে পাওয়া যাবে।

মার্টিনেজ লিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখেন; একবার ম্যাচের মধ্যে, আরেকবার ট্রাইব্রেকার হওয়ার সময়। উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের বাইলজ অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ড টাইব্রেকারের সময় দেখায় সেটি লাল কার্ডে পরিণত হয়নি।

তবে কার্ডের হিসেবে ঠিকই যোগ হয়েছে। সব মিলিয়ে ৩টি হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মার্টিনেজ।


আলমাতির মাঠে রিয়ালের দাপট, এমবাপ্পের হ্যাটট্রিক

আপডেটেড ১ অক্টোবর, ২০২৫ ২০:১৯
ক্রীড়া ডেস্ক

সাড়ে ৬ কিলোমিটার ভ্রমণ শেষে কাজাখস্তানের আলমাতিতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে দীর্ঘ এই ভ্রমণের ছাপ পড়েনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির খেলায়। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে গত মঙ্গলবার কাজাখস্তানের নবীন দল কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা।

ম্যাচের শুরুতে অবশ্য চমকে দিয়েছিল স্বাগতিকরা। খেলা শুরুর মাত্র ১৩ সেকেন্ডেই রিয়ালের রক্ষণ কাঁপিয়ে দেয় নবাগত আলমাতির দাস্তান সাতপায়েভ। গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়টায় অবশ্য সে যাত্রায় রক্ষা পায় লস ব্লাঙ্কোরা। এর এক মিনিট পরই জর্জিনিওর শটও সামলাতে হয় তাকে।

তবে শুরুর ধাক্কা সামলে ২৫ মিনিটে মোড় ঘোরে ম্যাচের।

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে বক্সে আলমাতির শেরখান কালমুরজা ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পটকিক থেকে কিলিয়ান এমবাপ্পে সহজেই দলকে এগিয়ে দেন।

প্রথমার্ধে আরো সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ফরাসি তারকা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ছন্দে ফেরেন তিনি।

৫২ মিনিটে কোর্তোয়ার দীর্ঘ ক্লিয়ারেন্সে আলমাতির ডিফেন্স ভেঙে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেও ৭৩ মিনিটে আর্দা গুলেরের সহায়তায় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

শেষ দিকে বদলি নেমে গোলের উৎসবে নাম লেখান তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। যোগকরা সময়ে ব্রাহিমের গোলে নিশ্চিত হয় রিয়ালের ৫-০ গোলের বড় জয়। গ্রুপের অন্য ম্যাচে ইতালির আতালান্তা ২-১ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে।


হার্দিককে পেছনে ফেলে শীর্ষে সাইম আইয়ুব

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

আইসিসির সাপ্তাহিক টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে বড় চমক দেখা গেছে। ভারতের হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।

সাইম চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে আসেন। অন্যদিকে, ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে থাকলেন হার্দিক।

এশিয়া কাপ ২০২৫-এ ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্স করলেও (৭ ইনিংসে মাত্র ৩৭ রান, চারটি শূন্য) বোলিংয়ে সাইম ছিলেন অসাধারণ। সাত ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছেন, গড় ১৬ এবং ইকোনমি মাত্র ৬.৪০।

অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইনআপে হার্দিকের খুব বেশি প্রয়োজন হয়নি। বল হাতে ছয় ম্যাচে তিনি মাত্র চার উইকেট নিয়েছেন এবং চোটের কারণে ফাইনালেও খেলতে পারেননি।


বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন। পরিচালক পদের প্রার্থিতা বাতিলের শেষ দিনে হঠাৎ বিসিবিতে উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় খোলা হয় বিসিবির নির্বাচনী কার্যালয়। আর তামিম সেখানে উপস্থিত হন সকাল ১০টা ২০ মিনিটে।

নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে তামিম কিছু জানাননি তিনি। তবে আসন্ন নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন তিনি।

আজ দুপুর ১২টায় পরিচালক পদের প্রার্থীতা বাতিলের শেষ সময়। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে দুপুর ২টায়।

এই সময়ের মধ্যে তামিম ছাড়াও আরো বেশ কয়েকজন প্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে মূলত তিনটি ক্যাটাগরিতে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে, জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।


মাঠে আঘাত পেয়ে গোলরক্ষকের মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

স্পেনে একটি ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন গোলরক্ষক রাউল রামিরেস। তার বয়স হয়েছিল ১৯ বছর।

কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) তার মৃত্যুর খবর জানিয়েছে। পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে রেভিলার বিপক্ষে খেলার সময় রামিরেস মাথায় আঘাত পান। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়। আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রামিরেসের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে ১ মিনিট নীরবতা পালন করা হবে।


বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

সব নারী আম্পায়ার ও ম্যাচ রেফারি, আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল, রেকর্ড পরিমাণ প্রাইজমানি এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ অনেক দিক থেকেই অন্য রকম।

আইসিসি বলছে, এই বিশ্বকাপ দিয়ে নারী ক্রিকেটে বড় পরিবর্তনের শুরু হবে, যা খেলাটিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। কেউ কেউ অনুমান করছেন, এই বিশ্বকাপ দিয়ে অস্ট্রেলিয়ার একচেটিয়া আধিপত্যেরও অবসান ঘটতে পারে।

যদি তা না হয়, তাহলে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল মেয়েদের ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের চেয়েও বেশি টাকা পাবে!

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মঙ্গলবার শুরু হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। স্বাগতিক দুই দেশ, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

কলম্বোয় আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্রথম পর্বে নিগার সুলতানার দল খেলবে আরও ছয় ম্যাচ। ২০২২ সালে সর্বশেষ আসর নিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার তারা একমাত্র জয়টা পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে। দেশ ছাড়ার আগে এবার আরও বেশি ম্যাচ জয়ের প্রত্যাশার কথা জানিয়ে গেছেন অধিনায়ক নিগার। বাংলাদেশ দল এবার প্রথম পর্বে একটি ম্যাচ জিতলেই পাবে ৪১ লাখ ৫৬ হাজার টাকা। এমনকি তারা যদি কোনো ম্যাচ নাও জিতে; তবুও অংশগ্রহণকারী দল হিসেবে পাবে ৩ কোটি ২ লাখ টাকা। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ।

আগামী ২ নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন দলের চেয়ে ২ কোটি ২৯ লাখ টাকা বেশি। সর্বশেষ ২০২৩ সালে ফিফা নারী বিশ্বকাপ জিতেছিল স্পেন। প্রাইজমানি হিসেবে আলেক্সিয়া পুতেয়াস, আইতানা বোনমাতি, হেনি হেরমোসোরা পেয়েছিলেন ৫১ কোটি ৯৭ লাখ টাকা।

২০২২ ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ! এই অর্থ ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেই আসরের প্রাইজমানি ছিল ১২১ কোটি ৭৪ লাখ টাকা।


পিসিবির হঠাৎ সিদ্ধান্ত, বিদেশি লিগে খেলতে পারবেন না বাবর, রিজওয়ান, আফ্রিদিরা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার বিষয়ে দেওয়া সব ধরনের অনাপত্তিকরপত্র (এনওসি) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়।

পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমেদ সৈয়দ সোমবার একটি নোটিশের মাধ্যমে খেলোয়াড় এবং তাদের এজেন্টদের এই সিদ্ধান্তের কথা জানান। নোটিশে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনসাপেক্ষে, বিদেশি লিগ ও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সব অনাপত্তিকরপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তার কোনো কারণ পিসিবি জানায়নি। তবে ইএসপিএন-ক্রিকইনফোকে পিসিবির কয়েকটি সূত্র জানিয়েছেন, পিসিবি নাকি পারফরম্যান্সভিত্তিক একটি নতুন নীতিমালা তৈরি করছে, যার ওপর ভিত্তি করে ভবিষ্যতে এনওসি দেওয়া হবে। বোর্ডের উদ্দেশ্য, খেলোয়াড়রা যেন বিদেশি লিগের চেয়ে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার প্রতি বেশি মনোযোগ দেন। কিন্তু এই মূল্যায়নপ্রক্রিয়া কত দিন চলবে বা কবে নাগাদ এনওসি দেওয়া শুরু হবে, সে বিষয়ে কোনো তথ্য নেই।

সিবির এই সিদ্ধান্ত অনেক খেলোয়াড়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে (বিবিএল) বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিসহ মোট সাতজন পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা ছিল। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টির নিলামের জন্যও সংক্ষিপ্ত তালিকায় আছেন ১৮ জন পাকিস্তানি খেলোয়াড়। তাদের মধ্যে আছেন নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানের মতো তারকারা।


সাকিবকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা আসিফ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তান হারের পর এমন একটি সিদ্ধান্ত আসায় তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদিও সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আগেই পাকিস্তান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে।

অক্টোবরে পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফি শুরু হওয়ার কথা। যদিও টুর্নামেন্টটি গত ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, তবে সেটা পিছিয়ে আগামী অক্টোবরে নিয়ে যাওয়া হয়েছে।


ক্যারিয়ারের শায়ান্নে টি-টোয়েন্টিতে রেকর্ড

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর ৩৯ বছর বয়সে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলে চার মেরে শুরু। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে রেকর্ড গড়েন জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে গত রোববার বতসোয়ানার বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৫৪ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন টেইলর। হারারে স্পোর্টস ক্লাব মাঠে তার ইনিংসটি ১৬ চার ও ৫ ছক্কায় সাজানো।

৩৯ বছর ২৩৪ দিন বয়সে ইনিংসটি খেললেন টেইলর। টেস্ট খেলুড়ে দলগুলোর ক্রিকেটারদের মধ্যে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির কীর্তি এখন তার।

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে, অবসর ভেঙে প্রায় চার বছর পর গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা টেইলর ভেঙে দিলেন স্বদেশি সিকান্দার রাজার রেকর্ড।

গত বছর গাম্বিয়ার বিপক্ষে সিকান্দার রাজা অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেছিলেন ৩৮ বছর ১৮২ দিন বয়সে। জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে এই দুজন ছাড়া সেঞ্চুরি নেই আর কারও।

সব দেশ মিলিয়ে এই সংস্করণে টেইলরের চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আছে কেবল একজনের। ২০২১ সালে বুলগেরিয়ার বিপক্ষে ৩৯ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন জিব্রাল্টারের আভিনাশ পাই।

টেইলরের সেঞ্চুরির দিন ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। ২০ ওভারে ২৫৯ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে।

টার্গেট তাড়ায় বতসোয়ানা ৮ উইকেটে ৮৯ রানের বেশি করতে পারেনি। ১৭০ রানের বড় জয় পায় জিম্বাবুয়ে, এই সংস্করণে রানের হিসাবে তাদের দ্বিতীয় বড় জয় এটি।


রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

এদিনের জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার উপরে ওঠে এসেছে বার্সা। সমপরিমাণ ম্যাচে ১ পয়েন্ট কমে দুয়ে রিয়াল। নতুন মৌসুমে কাতালানরা ড্র করেছে এক ম্যাচে, আর অল হোয়াইটদের হার ওই শেষ ম্যাচেই। ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে ফ্লিকের ছেলেরাই। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখা বার্সা গোলের দিকে ২২টি শটের মধ্যে লক্ষ্যেই রাখে ১২টি। আর সোসিয়েদাদের ৭টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ২টি শটই। প্রথম থেকেই দাপুটে পারফরম্যান্সে সফরকারীদের চেপে ধরে বার্সা। তবে ৩১তম মিনিটে এক আচমকা গোলে লিড নেয় সোসিয়েদাদ।

ডি বক্সের বাঁ প্রান্ত থেকে সতীর্থের ক্রস পেয়ে দারুণ এক ট্যাপইনে বল জালে জড়ান রিয়ালেরই সাবেক আলভারো ওদ্রিওজোলা। কিছুক্ষণ পর আত্মঘাতী গোল করতে যাচ্ছিল সোসিয়েদাদ। সে যাত্রায় দলকে বাঁচান গোলকিপার অ্যালেক্স রোমিরো। ফিরতি বলে সুযোগ পায় বার্সা, তবে পেদ্রির নেওয়া শটটি রক্ষণে প্রতিহত হয়ে ফিরে যায়। বিরতির বাঁশি বাজার মিনিট দুয়েক আগে সমতা টানে স্বাগতিকরা। মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন জুল কুন্দে।

বিরতির পর মাঠে ফিরে ৫৮তম মিনিটে রুনি বার্দগিকে তুলে ইয়ামালকে নামান ফ্লিক। মাঠে আসার স্রেফ এক মিনিটের মধ্যে প্রতিদানও দেন ১৮ বছর বয়সি এ স্প্যানিশ তারকা। বক্সের ডান প্রান্ত থেকে ইয়ামালের বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রবার্ট লেভানদোভস্কি। ৭৪তম মিনিটে নিজেও একবার গোল করেন ইয়ামাল। তবে সামান্য ব্যবধানের অফসাইডের কারণে বাতিল হয় সে গোল। ম্যাচের শেষ দিকে দুটি ভালো সুযোগ খোয়ায় দুদলই। প্রথম আক্রমণে সোসিয়েদাদের হয়ে তাকেফুসো কুবোর শট ফিরে আসে গোলপোস্টে লেগে। আবার প্রতি-আক্রমণে লেভার শটও বাধা পায় পোস্টে। শেষপর্যন্ত জয় নিয়েই ম্যাচ শেষ করে বার্সা।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারেননি ইয়ামাল। মাঠে ফিরে এসে রাখলেন জয়সূচক গোলে অবদান। প্রিয় শিষ্যকে ফিরে পেয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘তার ফিরে আসা সত্যিই আনন্দের। লামিন কতটা প্রতিভাবান, তা সকলেই দেখতে পেরেছেন।’ পুরো দলের প্রশংসা করে বার্সা বস আরও বলেন, ‘দলের সবাই অসাধারণ কাজ করেছে। শেষ ম্যাচ থেকে মাত্র ৬৮ ঘণ্টা বিশ্রাম পেয়েছি, তবুও সবাই সর্বোচ্চটা দিয়ে খেলেছে। এটি সত্যিই অভাবনীয়।’


নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান, বিশ্বকাপ বাছাইয়ের হাতছানি বাংলাদেশের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের অংশ হিসেবে তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী নভেম্বরে ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় হকি দল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে সুফিয়ান খান-ফয়সাল কাদিরদের। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান, ‘পাকিস্তান দলের সফর চূড়ান্ত হয়ে গেছে। আমরা এরই মধ্যে তাদের প্রস্তাবনা পাঠিয়ে দিয়েছি। সেখানে প্রথম ম্যাচ ১২ নভেম্বর হবে, সেটাও উল্লেখ করে দিয়েছি। আশা করছি, এর দু-এক দিন আগেই ঢাকায় আসবেন তারা।’

গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরের বিহারে হয় এশিয়া কাপ হকির ১২তম আসর। যেখানে ষষ্ঠ হয়েও সরাসরি বিশ্বকাপ বাছাই খেলা হচ্ছে না বাংলাদেশ হকি দলের।

বাংলাদেশ হকি দলের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়নি, কারণ পাকিস্তানের জন্য ‘বিশেষ ব্যবস্থা’

এবার পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম চালু করেছে। নিয়মানুযায়ী, টুর্নামেন্টের শীর্ষ পাঁচে থাকলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে প্লে-অফ।

বাংলাদেশ ষষ্ঠ হয়ে তাই ঘরের মাঠে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলবে। এই সিরিজ জিতলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ১৬ দলের ওই আসরে। আর শীর্ষ পাঁচে থাকা বাকি পাঁচ দলের পাশাপাশি পাকিস্তান-বাংলাদেশ প্লে-অফ জয়ী দলও আগামী ফেব্রুয়ারিতে খেলবে হকির বিশ্বকাপ বাছাই।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন রাজ্জাক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

খুলনা বিভাগের পরিচালক পদের জন্য আব্দুর রাজ্জাকের ফরম কেনা ছিল চমক দেওয়া খবর। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ফরম সংগ্রহের ছবি ফেসবুকে পোস্ট হওয়ার পরও মনে করা হচ্ছিল ডামিপ্রার্থী করা হচ্ছে। খোঁজ নিতেই জানা গেল রাজ্জাকের পরিচালক হওয়া নিশ্চিত। নির্বাচক পদও ছেড়ে দিয়েছেন ততক্ষণে। রাজ্জাকের খুলনা থেকে পরিচালক হবেন দুজন। মোহাম্মদ জুলফিকার আলি খান হতে পারেন দ্বিতীয়জন। যদিও খুলনা থেকে তিনজন ফরম কিনেছেন। রাজ্জাক বলতে পারছেন না কে সেই তৃতীয় ব্যক্তি।

খোঁজ নিয়ে জানা গেছে, সেই রহস্যমানবের ফরম নির্বাচন কমিশনে জমা পড়েনি। কারণ তিনি সমর্থক বা প্রস্তাবক জোগাড় করতে পারেননি। সেদিক থেকে বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন রাজ্জাক। ক্যাটাগরি-১ তথা সাতটি বিভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। সরকার মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার উদ্যোগ নেওয়া হতে পারে।

১৫ দিন আগে রাজ্জাককে প্রস্তাব দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার চূড়ান্ত প্রস্তাব পান তিনি। গত শনিবার সিলেট থেকে ফিরে নমিনেশন পেপার জমা দেন বিসিবির সদ্য সাবেক এ নির্বাচক। তিনি বলেন, ‘আমাকে বিভাগ থেকেই চেয়েছে। সে কারণে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। আমি মানসিকভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে ফেলেছি।’ নির্বাচকের পদ ছাড়া নিয়ে তিনি বলেন, ‘আসন্ন সিরিজের জন্য কাজ হয়ে গেছে। পরবর্তী সিরিজে লিপু ভাই ও শান্ত ভাই কাজ করবেন।’

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই তিন বিভাগের মধ্যে বেশি ফরম বিক্রি হয়েছে চট্টগ্রামে ৫টি। ঢাকা ও খুলনায় ৩টি করে। ঢাকা থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে রেদওয়ান ফুয়াদ ফরম নিয়েছেন। সমঝোতা হলে বুলবুলের সঙ্গে ফাহিম জয়ী হতে পারেন। চট্টগ্রাম বিভাগ থেকে মীর হেলালের পরিচালক হওয়া নিশ্চিত। আরেকজন হতে পারেন আহসান ইকবাল।

বিসিবি সভাপতির পর্যটনবিষয়ক উপদেষ্টা ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বরিশাল থেকে তিনিই একমাত্র পরিচালক প্রার্থী। সিলেট থেকে রাহাত শামস হতে পারেন পরিচালক। যদিও সিলেট থেকে তিনজন ফরম কিনেছেন। সবেচেয়ে বেশি ফরম কিনেছেন রংপুর বিভাগের কাউন্সিলররা। একটি পদের বিপরীতে ছয়টি ফরম বিক্রি হয়েছে। অথচ এই বিভাগে কাউন্সিলর আছেন ৯ জন। এছাড়া রাজশাহী বিভাগে চারজন ফরম কিনেছেন। ক্যাটাগরি-৩ থেকে ফরম কিনেছেন খালেদ মাসুদ পাইলট, দেবব্রত পাল ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আসল লড়াইটা হবে ক্যাটাগরি-২ তথা ক্লাবের প্রার্থীদের মধ্যে। এই বিভাগ থেকে মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা করার চেষ্টা হয়েছে। তিনটি পরিচালক পদ ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই তিন পরিচালক ফারুক আহমেদ এবং তার দুই বন্ধু আমজাদ হোসেন, ইমরাজ আহমেদ। ক্লাব ক্যাটাগরিতে তামিমের প্যানেলে প্রকৃত ক্রিকেট সংগঠকদের বাদ দিয়ে রাজনৈতিক নেতার ছেলেদের জায়গা করে দেওয়া হয়েছে। ঢাকার মেয়র প্রার্থী ইশরাক হোসেন শেষ পর্যন্ত প্রার্থী হচ্ছেন না। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিরোধ থাকায় তাকে বাদ দিতে বলা হয়েছে বলে সূত্র জানায়। তামিমের প্যানেলে জায়গা না পেয়ে ইফতেখার রহমান মিঠু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ক্লাব ক্যাটাগরি থেকে ৩২ জন নমিনেশন পেপার কিনেছেন।


হামজাকে নিয়ে ২৮ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল ঘোষণা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। রোববার এ দল প্রকাশ করা হয়। আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি আগামী ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে। স্কোয়াডের খেলোয়াড়দের অনুশীলন আজ সোমবার থেকে শুরু হবে।

হামজা ৬ অক্টোবর, শমিত ক্যাম্পে যোগ দেবেন ৭ অক্টোবর। দুই ম্যাচের পর বাংলাদেশ ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসাইন, মো. মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মো. শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মো. আবদুল্লাহ, ওমর সজীব।

মিডফিল্ডার: মো. রিদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হামজা চৌধুরী, শমিত শোম।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম, মো. ইব্রাহিম আল আমিন, মো. শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা।


আফগানিস্তান সিরিজের আগে লিটনকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ক্রীড়া ডেস্ক

পাঁজরের চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচে মাঠে নামা হয়নি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।

বিসিবির একটি সূত্র শনিবার গণমাধ্যমকে জানিয়েছে, পাঁজরের চোট থেকে সেরে উঠতে লিটনের দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে বিসিবির মেডিকেল বিভাগ থেকে নির্বাচক প্যানেলকে জানানো হয়েছে। তাই ওয়ানডে সিরিজেও খেলবেন কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। টি-টোয়েন্টি সিরিজ শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত ২২ সেপ্টেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় চোট পান লিটন। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন। এই চোটের জেরেই পরে এশিয়া কাপের সুপার ফোরে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন তিনি।

আগামী ২ অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের। এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজায়। আর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে আবুধাবিতে।


banner close