ভারতের তামিলনাডুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের খেলা। বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে হকি ফেডারেশন।
ঘোষিত ২০ সদস্যের এই দলে নেই ওমানে বাছাই পর্বে খেলা ৬ খেলোয়াড়। বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। মালয়েশিয়ায় চারটি ম্যাচেই চূড়ান্ত হয়ে যায় ২০ সদস্যের দল।
এবারের আসরে ২৪টি দেশ ছয়টি গ্রুপে খেলবে। এফ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। ২৯ নভেম্বর অস্ট্রেলিয়া, ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে বাংলাদেশের খেলা।
বাংলাদেশ দল: মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহি হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আবদুল্লাহ ও সাহিদুর রহমান।
এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন বাবর আজম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রানের কীর্তি। রোহিত শর্মা-বিরাট কোহলির নামের পাশে এমন মাইলফলক নেই। মাইলফলকটা যে গড়বেন বাবর তা নিশ্চিতই ছিল।
শুধু সময়ের অপেক্ষা ছিল। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩০০০ রান স্পর্শ করার জন্য পাকিস্তানের ব্যাটারের মাত্র ২ রান প্রয়োজন ছিল। লাহোর টেস্টের নিজের মুখোমুখি প্রথম ৬ বলে ১ রান নেওয়ার পর সপ্তম বলে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামিকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান। লাহোর টেস্ট পর্যন্ত ২৩ রানে অপরাজিত আছেন বাবর।
এতে তার মোট রান দাঁড়িয়েছে ৩০২১। ম্যাচ খেলেছেন ৩৭টি। টেস্ট থেকে অবসর নেওয়ায় এই মাইলফলক স্পর্শ করার সুযোগ নেই রোহিত (২৭১৬)-কোহলির (২৬১৭)। এখনো খেলছেন এমন এশিয়ান ব্যাটারদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরের পরে আছেন শুবমান গিল (২৮২৬) ও ঋষভ পন্ত (২৭৩১)।
এশিয়ার প্রথম হলেও বাবরের আগে এই মাইলফলক স্পর্শ করেছেন ৭ জন। তার মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে ৬ হাজার রান করেছেন জো রুট। ইংল্যান্ডের ব্যাটারের রান ৬০৮০। তার পরে থাকা ৪ হাজার রান করা দুই অস্টেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ (৪২৭৮) ও মারনাস লাবুশানে (৪২২৫)। এরপরে যথাক্রমে আছেন বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮) ও জ্যাক ক্রলি (৩০৪১)।
২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের একদম দ্বারপ্রান্তে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গত শুক্রবার রাতে প্যারিসে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপীয় বাছাইপর্বে আরেকটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে দিদিয়ের দেশমের দল। তবে এই জয়ের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে ফ্রান্স। কারণ ম্যাচে চোট পেয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। যার কারণে তিনি ফিরে গেছেন মাদ্রিদে। এই রিয়াল ফরোয়ার্ডের খেলা হচ্ছে না আইল্যান্ডের বিপক্ষে ম্যাচ।
ডান পায়ের গোড়ালিতে ইনজুরি নিয়ে ফরাসি শিবিরে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচ খেলার মতো ফিট ছিলেন তিনি। খেলেছেন আজারবাইজানের বিপক্ষে ম্যাচে, করেছেন গোলও। তবে ম্যাচে চোট পান এমবাপ্পে। যার কারণে ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছেড়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
তাতে লম্বা হলো ফ্রান্সের ইনজুরির তালিকা। উসমান ডেম্বেলে, ডিজায়ার ডু, মার্কাস থুরাম ও ব্র্যাডলি বারকোলার পর এই তালিকায় যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন এমবাপ্পেকে নিয়ে বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ইনজুরির কারণে আজ সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলবেন না এমবাপ্পে। তিনি ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন এবং তার বিকল্প হিসেবে কাউকে দলে নেওয়া হবে না।
এছাড়া এমবাপ্পের চোট নিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘তার গোড়ালিতে ব্যথা আছে এবং সেটি আগের চোটের জায়গাতেই। ব্যথা উল্লেখযোগ্য, তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না।’ এর আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। এমবাপ্পে না খেললেও আজ সোমবার বিশ্বকাপ টিকিট সম্ভাবনা আছে জয় পেলে ২০২৬ নিশ্চিত হওয়ার ফরাসিদের।
কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে ধুঁকছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং কোথাও তিনি কিছু করতে পারছেন না। দল মন্ট্রিল রয়্যাল টাইগার্সও এই ভালো তো এই খারাপ। রানের খাতা খুলতে পারেননি এখন পর্যন্ত। ১০ ওভারের এই টুর্নামেন্টে সাকিবের দল মন্ট্রিল রয়্যাল টাইগার্স টানা তিন দিন খেলেছে। অধিনায়ক সাকিব নিয়মিত খেললেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। টুর্নামেন্টে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। যার মধ্যে টানা দুই ম্যাচে মেরেছেন গোল্ডেন ডাক। সাফল্যে পেয়েছেন ১ উইকেট। রান বিলিয়ে দিচ্ছেন মুক্ত হস্তে। ভ্যাস্কুভারের বিসি প্লেসে মন্ট্রিল রয়্যাল টাইগার্স খেলেছে ভ্যাস্কুভার কিংসের বিপক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মন্ট্রিল অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাটিং পেয়ে ১০ ওভারে ৪ উইকেটে করে ২০৬ রান। সাকিব এক ওভার বোলিং করে দিয়েছেন ২৭ রান। দুটি করে চার ও ছক্কা হজম করেছেন। পাননি কোনো উইকেট। তবে ব্যাটিংয়ে তিনি নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হয়েছেন। সাকিবের উইকেট নিয়েছেন ভ্যাস্কুভার কিংসের পেসার বালতেজ সিং। জয়ের লক্ষ্যে নেমে ১০ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করে মন্ট্রিল রয়্যাল টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন জশ ব্রাউন। ১০ বলের ইনিংসে ১ চার ও ৫ ছক্কা মেরেছেন। ৮০ রানে জয়ী ভ্যাস্কুভার কিংসের বালতেজ সিং, তাজিনদর সিং ও ডোয়াইন প্রিটোরিয়াস নিয়েছেন তিনটি করে উইকেট। মন্ট্রিল রয়্যাল টাইগার্স খেলেছে টরন্টো সিক্সার্সের বিপক্ষে। ভ্যাস্কুভারের বিসি প্লেসে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ১০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে টরন্টো। সাকিব এক ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। জয়ের লক্ষ্যে নেমে ৮.২ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে মন্ট্রিল টাইগার্স। সাকিব এই ম্যাচেও গোল্ডেন ডাক মেরেছেন। ১০ বল হাতে রেখে পাওয়া মন্ট্রিলের ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন দিলপ্রিত বাজওয়া। সাকিবের এই সতীর্থ ২২ বলে ২ চার ও ৯ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন। এবারের টুর্নামেন্টে সাকিবের মন্ট্রিল টাইগার্স এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জিতেছে। অপর জয় এসেছে ৯ অক্টোবর মিসিসাউগা মাস্টার্সের বিপক্ষে। সেই ম্যাচে মন্ট্রিল জিতেছিল ৭ উইকেটে। সেই ম্যাচে সাকিবের ব্যাটিংয়েরই সুযোগ হয়নি। ১ ওভার বোলিং করে ৯ রান দিলেও পাননি কোনো উইকেট।
শেষ দুই বছর ধরে ওয়ানডে ফরম্যাটে খেলা যেন ভুলেই গেছে বাংলাদেশ। জয় আসছে কালেভদ্রে। এমন পারফরম্যান্স মনে করিয়ে দিচ্ছে চলতি শতাব্দীর শুরুর দিকের কথাও। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলাটাও পড়ে গেছে চ্যালেঞ্জের মুখে। আইসিসির নিয়ম অনুযায়ী ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলবে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সামনে সময় র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ওঠে আসার। সেটা না করতে পারলে বাছাইপর্বে খেলতে হবে দলকে। ২০২৭ বিশ্বকাপে খেলবে ১৪টি দল। ৮ দল খেলবে সরাসরি, বাকি ৬ দল আসবে বাছাইপর্ব থেকে। মাত্র ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বর স্থানে অবস্থান করার ফলে সরাসরি খেলা নিয়ে সংশয় জেগেছে। আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আসতে পারে ভারতও। সেসব সিরিজে জিততে, পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান বা পাকিস্তানের মতো দলকেও বাজে পারফর্ম করতে হবে। তাহলেই আগামী বিশ্বকাপের আগে বাছাইপর্বের ঝক্কি এড়াতে পারবে বাংলাদেশ।
ক্যারিয়ারের শুরু থেকে আর্লিং হালান্ড গোল করেই যাচ্ছেন। মাঝে একটা মৌসুম বাদ দিলে প্রতি মৌসুমেই তিনি সমান ত্রাস ছড়িয়েছেন প্রতিপক্ষ রক্ষণে। এবার তিনি গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। সবচেয়ে কম ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোলের কীর্তি গড়ে ফেলেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বে এবার নরওয়ে খেলছে দারুণ ফুটবল। দলকে বিশ্বকাপের খুব কাছে নিয়ে গেছেন তিনি। ইসরায়েলের বিপক্ষে নরওয়ের ৫-০ গোলে জয়ের দিনে তিনি করেছেন হ্যাটট্রিক। আর তাতেই ৫০ গোলের মাইলফলকটা ছোঁয়া হয়ে যায় তার। বর্তমানে তার গোলসংখ্যা ৫১। হালান্ড এই মাইলফলক ছুঁয়েছেন মোটে ৪৬ ম্যাচে। আর তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে ৫০ গোল করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল হ্যারি কেইনের দখলে। তিনি ৫০ গোল করেছিলেন ৭১ ম্যাচে।
১৯৯৮ সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল নরওয়ে। এবার হালান্ডের দারুণ ছন্দে ভর করে ২৪ বছর পর বিশ্বকাপে পা রাখার স্বপ্ন দেখছে তার দেশ।
আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল কে কত ম্যাচে ছুঁয়েছেন- আর্লিং হালান্ড (নরওয়ে)- ৪৬ ম্যাচ
হ্যারি কেইন (ইংল্যান্ড)- ৭১ ম্যাচ
নেইমার (ব্রাজিল)- ৭৪ ম্যাচ
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)- ৯০ ম্যাচ
রবার্ট লেভান্ডভস্কি (পোল্যান্ড)- ৯০ ম্যাচ
লিওনেল মেসি (আর্জেন্টিনা)- ১০৭ ম্যাচ
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)- ১১৪ ম্যাচ।
রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশের পক্ষে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের জারিফ আবরার। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের বালক এককের ফাইনালে এই প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
গত শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে জারিফ সরাসরি ২-০ সেটে পরাজিত করে থাইল্যান্ডের টপ-সিট নাপাত পাটানালের থাপানকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ফাইনালের শেষ সেটে জারিফ আবরার পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্ট করার পরও শেষ পর্যন্ত সেটটি জিতে শিরোপা নিশ্চিত করেন।
এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড়ই আইটিএফের কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। জারিফ আবরারের এই জয় দেশের টেনিসের ইতিহাসে এক মাইলফলক স্থাপন করল।
বালিকা এককের ফাইনাল: বালিকা এককের ফাইনালটিও ছিল চরম উত্তেজনাপূর্ণ। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই দীর্ঘ ম্যাচে চীনের জিজি ইয়ান চ্যাম্পিয়ন হন। প্রথম সেট তিনি ৭-৫ গেমে জিতলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপ-সিট আরা আসাল আজিম, যিনি ৬-৩ গেমে সেটটি জিতে নেন। তবে শেষ সেটে জিজি ইয়ান ৬-৩ গেমে আসাল আজিমকে কোনো প্রতিরোধ গড়তে না দিয়ে শিরোপা জয় করেন।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে জাতীয় দলের প্রীতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত শুক্রবার হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জিতে আর্জেন্টিনা, তবে এই ম্যাচে মেসিকে একাদশে না দেখে সমর্থকরা বিস্মিত হয়েছিলেন। অবশেষে জানা গেল এর মূল কারণ- মিয়ামির হয়ে গুরুত্বপূর্ণ এমএলএস ম্যাচে অংশ নেওয়ার সুযোগ দিতেই কোচ লিওনেল স্কালোনি তাকে এই সুবিধা দিয়েছেন।
ভেনেজুয়েলার বিপক্ষে মেসি মাঠে না নামায়, এখন জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর তিনি আবার আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের আগে দলে যোগ দিতে পারেন, যা পুয়ের্তো রিকোর বিপক্ষে মিয়ামিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আগেই জানিয়েছিলেন, মেসির খেলা নির্ভর করছে ভেনেজুয়েলার বিপক্ষে সে খেলছে কি না তার ওপর। ভেনেজুয়েলার ম্যাচের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা ছিল।
মাসচেরানো বলেন, তবে সত্যি কথা হলো, সে এই সপ্তাহে দলের সঙ্গে ছিল না। তিনি আরও যোগ করেন, জাতীয় দলের খেলোয়াড়দের ব্যাপারে ক্লাব কোনো হস্তক্ষেপ করে না।
আসন্ন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা নয়, বরং হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। কারণ, এই আসরকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যেখানে টিকিটের দাম গত ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় কোনো কোনো ক্ষেত্রে প্রায় ১০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফিফার এই পদক্ষেপের কারণে সাধারণ ফুটবলপ্রেমীরা এখন স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নজিরবিহীন মূল্যবৃদ্ধি: বিশেষত সাধারণ দর্শকের জন্য নির্ধারিত ‘ক্যাটাগরি ৪’-এর টিকিটে মূল্যবৃদ্ধির হার সবচেয়ে বেশি। এই বিশাল ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে নিচের তুলনাগুলোতে-
এই মূল্যবৃদ্ধির ফলে, কাতার বিশ্বকাপে যে টাকায় সবচেয়ে দামি টিকিট কিনে খেলা দেখা যেত, এবার সবচেয়ে সস্তা আসনে বসতে হলেও তার চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে। উদাহরণস্বরূপ, ফাইনালের সর্বনিম্ন দাম ২,০৩০ ডলার, যা আগের আসরের সবচেয়ে দামি টিকিটের চেয়েও বেশি। ফাইনাল ম্যাচের সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ৬,৩৭০ ডলার পর্যন্ত রাখা হয়েছে।
‘ডাইনামিক প্রাইসিং’ ও ভক্তদের ক্ষোভ: টিকিটের এই আকাশছোঁয়া দামে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, ‘এমন দামে বিশ্বকাপ এখন কেবল ধনীদের বিনোদন।’
মূল্যবৃদ্ধির পিছনে ফিফার নতুন ‘ডাইনামিক প্রাইসিং’ নীতিকে দায়ী করা হচ্ছে। এই নীতি অনুসারে, ম্যাচের চাহিদা বাড়লে পরবর্তী বিক্রির ধাপে টিকিটের দাম আরও বাড়ানো হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থা মূলত বিদেশি দর্শকদের বিপদে ফেলবে, কারণ তারা শেষ মুহূর্তে চড়া দামে টিকিট কিনতে বাধ্য হবেন।
তা ছাড়া ফিফা টিকিট পুনর্বিক্রির ক্ষেত্রেও ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে অতিরিক্ত ১৫ শতাংশ ফি নেবে। এতে বৈধ পথে টিকিট বেচাকেনার খরচ আরও বাড়বে। আতিথেয়তা (হসপিটালিটি) প্যাকেজের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে চলেছে, তা এই তথ্যগুলো থেকে স্পষ্ট।
ভারতীয় উপমহাদেশে স্কোয়াশ একটা ঐতিহ্যবাহী খেলা। সময়ের বিবর্তনে হারিয়ে যেতে চলেছিল সেই ঐতিহ্য। ঐতিহ্যকে ফেরাতেই এগিয়ে এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা।
দেশে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পরিমন্ডলে ভূমিকা রাখতে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগে স্কোয়াশ খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংগ্রহণের সুযোগ পাবে। তারা বসুন্ধরা স্পোর্টস সিটির সব সুবিধা পাবে।
সেই লক্ষ্যেই বসুন্ধরা স্পোর্টস সিটির সহায়তায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’।
উর্মি গ্রুপ ও তুরাগ একটিভ-এর পৃষ্ঠপোষকতায় এবারের আসরের রাউন্ড রবিনলীগ ভিত্তিতে চূড়ান্ত পর্বের খেলা আয়োজন করা হবে।
বসুন্ধরা স্পোর্টস সিটির পাশাপাশি ইনডিপেনডেন্স বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেসে প্রতিযোগিতা করবে খেলোয়াড়রা।
শনিবার বিকালে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের মধ্যে পাঁচ বছরের চূক্তি স্বাক্ষরিত হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেঃ জেঃ জি এম কামরুল ইসলাম এ চূক্তি স্বাক্ষর করেন।
এসময় স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেঃ জেঃ জি এম কামরুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা স্পোর্টস সিটি সহ পৃষ্ঠপোষক উর্মি গ্রুপ ও তুরাগ একটিভকে ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সহায়তায় আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সুনাম বয়ে আনব। দেশের তরুণদের মেধা ও প্রতিভাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে আমরা ইতোমধ্যে চারশর বেশি খেলোয়াড় তৈরি করেছি। আসন্ন এসএ গেমসেও আমাদের প্রতিযোগিরা অংশগ্রহণ করবে। আমাদের রিসোর্স কম। এবার আমরা বসুন্ধরা গ্রুপকে সাথে নিয়ে দেশে স্কোয়াশের একটা বিপ্লব করতে চাই।’
বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম বলেন, ‘এটি বাংলাদেশের খেলা জগতের বড় একটি আয়োজন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগেই মূলত এ আয়োজন। দেশের ফুটবলের মতো স্কোয়াশকেও আমরা এগিয়ে নিতে চাই। সেই লক্ষ্যেই চূক্তিটি হয়েছে।’ উল্লেখ্য, ১ অক্টোবর থেকে শুরু হওয়া দেশব্যাপি আঞ্চলিক পর্বে ২৫টি প্রতিষ্টানের ১৮০জনের অধিক প্রতিযোগী এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে বিজয়ী ও নির্বাচিত ৮০ জন প্রতিযোগী নিয়ে ৯টি গ্রুপে শিরোপার চূড়ান্ত লড়াই শুরু হবে সোমবার থেকে। চূড়ান্ত পর্বের গ্রুপগুলো হলো- উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার এবং ১১ বছরের কম, ১২-১৩ বছর, ১৪-১৫ বছরের ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপ।
এক মিনিটের ঝড়ে যে স্বপ্নটা হাত ফসকে গিয়েছিল, সেই ৪-৩ গোলের হারের দুঃস্বপ্ন পেছনে ফেলে এখন সামনে তাকানোর পালা। আর মাত্র ৩ দিন পরই যে বাংলাদেশের সামনে আবারও সেই হংকং! এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লড়াইয়ে সেই হারের বদলা নিতে গতকাল দুপুরে দেশ ছেড়েছে হামজা চৌধুরীরা।
গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইউসিবি লাউঞ্জে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেখা গেল ভিন্ন মেজাজে। গন্তব্য হংকং, চায়না, যেখানে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের এই গুরুত্বপূর্ণ ফিরতি লেগ।
একদিন আগেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চে ভরা এক ম্যাচে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। নানা চড়াই-উতরাইয়ে ভরা সেই ম্যাচে আশার আলো জ্বলে উঠেও শেষ পর্যন্ত কষ্টের হার মেনে নিতে হয় দলকে। অবিশ্বাস্য একটা পয়েন্ট প্রায় ধরা দিতে দিতেও শেষ মুহূর্তে তা ছিনতাই হয়ে যায়।
তবে বিমানবন্দরে অবশ্য সেই আবেগের ছাপ দেখা গেল না। খেলোয়াড়দের চোখে-মুখে ছিল শান্ত ভাব। কেউ হেডফোন কানে নিজের জগতে মগ্ন, কেউবা চুপচাপ ফোনে স্ক্রল করছেন, আবার কেউ কেউ কফির কাপ হাতে হালকা গল্পে মশগুল।
গত বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতেই গোল করে দলকে উজ্জীবিত করেছিলেন হামজা চৌধুরী। লাউঞ্জে বসে তাকেও দেখা গেল হালকা হাসিতে। আরেক পাশে ছিলেন শমিত সোম ও অধিনায়ক জামাল ভূঁইয়া। সবার চোখ মুখ শান্ত হলেও, আগের দিনের হারের স্মৃতি যে ভেতরে ভেতরে ঘুরপাক খাচ্ছে, তা বলাই বাহুল্য।
আগামী মঙ্গলবার কাওলুনের কাই তাক স্পোর্টস পার্কে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। জাতীয় স্টেডিয়ামের সেই রোমাঞ্চকর হারটাকে হামজা-শমিত-জামালরা সেদিন নিশ্চয়ই এক জয়ে রূপ দিতে চাইবেন!
বিশ্বকাপে মিসরের হয়ে আবারও খেলতে দেখা যাবে মোহামেদ সালাহকে। আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি।
গত বুধবার জিবুতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুই গোল করেন লিভারপুল তারকা সালাহ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে মিসর।
২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিল সালাহর মিসর। তবে সে সময় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইনজুরির কারণে পুরোপুরি ফিট ছিলেন না তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ফাইনালে কাঁধের চোটে পড়েছিলেন সালাহ। ওই বিশ্বকাপে মিসর তিনটি ম্যাচই হেরেছিল। প্রতিপক্ষ ছিল স্বাগতিক রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরব।
এইবার আফ্রিকা অঞ্চল থেকে সরাসরি নয়টি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।
গ্রুপ ‘এ’-তে মিসরের পর দ্বিতীয় স্থানে আছে বুরকিনা ফাসো, যারা সিয়েরা লিওনকে ১-০ গোলে হারিয়েছে। ইথিওপিয়া ১-০ গোলে জিতেছে গিনি-বিসাউয়ের বিপক্ষে।
গ্রুপ ‘ডি’-তে দারুণ নাটকীয় ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ সমতায় ফিরে এসেছে কেপ ভার্দে। এই ড্রয়ের ফলে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে আরও একধাপ এগিয়েছে দলটি। দুই পয়েন্ট পিছিয়ে আছে ক্যামেরুন, যারা মরিশাসকে ২-০ গোলে হারিয়েছে। একই গ্রুপে অ্যাঙ্গোলা ২-২ গোলে ড্র করেছে এসওয়াতিনির (সাবেক সোয়াজিল্যান্ড) সঙ্গে।
গ্রুপ ‘আই’-তে ঘানা ৫-০ ব্যবধানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে চলে এসেছে। শেষ ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের জায়গা। দ্বিতীয় স্থানে আছে মাদাগাস্কার, যারা কোমোরোসকে ২-১ গোলে হারিয়েছে। এছাড়া মালি ২-০ গোলে চাদকে হারিয়েছে। নাইজার ৩-১ গোলে হারিয়েছে কঙ্গোকে, আর জাম্বিয়া ১-০ গোলে জিতেছে তানজানিয়ার বিপক্ষে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে রিটার্নিং কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ভুল ধরা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য বা কর্মকর্তা বিসিবির পরিচালক পদে প্রার্থী হতে পারেন না। কিন্তু এবারের বিসিবি নির্বাচনে সেই শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ফয়জুর রহমান ভূঁইয়া বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অথচ তিনি বিসিবির পরিচালক হয়েছেন। আরেক পরিচালক ইশতিয়াক সাদেক বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। তিনিও এবার বিসিবির ২৫ পরিচালকের একজন। যা বিসিবির গঠনতন্ত্রের পরিপন্থি।
বিসিবির গঠনতন্ত্রের ১২ (গ) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘সাধারণ পরিষদের কোনো সদস্য যদি একাধিক জাতীয় ক্রীড়া ফেডারেশনের নির্বাহী পরিষদ বা পরিচালনা পরিষদের কর্মকর্তা বা সদস্য হন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে পারবেন না।’
সেই নিয়ম অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন এ দুই প্রার্থী। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ফয়জুর রহমান ভূঁইয়া বর্তমান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য। অন্যদিকে, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেক বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটিতে রয়েছেন।
প্রশ্ন উঠেছে, রিটার্নিং কমিশন কীভাবে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এমন তথ্য উপেক্ষা করল? নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও গঠনতন্ত্রের প্রয়োগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেটাঙ্গনে।