বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

ট্রাক থামিয়ে ছিনতাই: ৩ ঢাবি শিক্ষার্থী গ্রেপ্তার

গ্রেপ্তার তিন ঢাবি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

বুয়েট মসজিদের সামনের রাস্তায় ট্রাক থামিয়ে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হয়েছে আজ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই তিন শিক্ষার্থীর প্রত্যেকের পকেট থেকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দেয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার তাদের আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার তিন শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল, ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ। তারা তিনজনই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে ফজলে নাবিদ ও সাদিক আহমেদ ছাত্রলীগ কর্মী। তারা দুজন ঢাবির বিজয় একাত্তর হলের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী বলে নিজেদের পরিচয় দিয়ে থাকেন। অন্যদিকে রাহাত রহমান চকবাজারের একটি ভাড়া বাসায় থাকেন, তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগীর এজাহার থেকে জানা যায়, ট্রাকচালক আবু তাহের জুয়েল তার ছোট ভাইকে নিয়ে লালবাগ থেকে টঙ্গী যাওয়ার পথে বুয়েট মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে আসামিরা দুটি মোটরসাইকেলে করে তাদের গতিরোধ করে নামতে বলেন। এরপর তাদের ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাদের পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। জুয়েল ও তার ছোট ভাইয়ের চিৎকারে আসামিরা পালিয়ে যাওয়ার সময় সেখানে টহলে থাকা শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ছানী নাঈম তাদের আটক করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ছানী নাঈম বলেন, শনিবার দিবাগত রাতে বুয়েট এলাকায় টহল ডিউটি করার সময় তাদের হাতেনাতে আটক করি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে গ্রেপ্তার দেখিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।


গ্র্যাজুয়েট হলেই চাকরি আইপিডিসি ফাইন্যান্সে

আপডেটেড ৩০ মার্চ, ২০২৩ ১৫:৪৪
প্রতিবেদক, দৈনিক বাংলা

ব্র্যাঞ্চ অপারেশনস বিভাগে নির্বাহী পদে আবেদনপত্র আহ্বান করেছে আইপিডিসি ফাইন্যান্স। যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের অভিজ্ঞতা হলে ভালো, না হলেও সমস্যা নেই। তবে ব্যাংকিং, লিজিং বিষয়ে জ্ঞান-অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরণ : পূর্ণকালীন

বয়স : অন্তত ২২ বছর

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে -


নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ, বেতন বছরে সাড়ে সাত লাখেরও বেশি

আপডেটেড ৩০ মার্চ, ২০২৩ ১৫:৪৬
প্রতিবেদক, দৈনিক বাংলা

গবেষণাগার প্রশিক্ষক (ল্যাব ইনসট্রাক্টর) পদে নিয়োগ দেবে নর্থ-সাউথ ইউনিভার্সিটি।

যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্স করা থাকতে হবে, সিজিপিএ-৪-এর স্কেলে অন্তত ৩.৫ থাকতে হবে

অভিজ্ঞতা : অন্তত ৫ বছর

বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর

বেতন : মাসে ২৫,৩৮৩ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,৪৫৬ টাকা (বছরে সাড়ে সাত লাখেরও বেশি)

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে -


প্রকৌশলীদের চাকরির সুযোগ এসিআইতে

আপডেটেড ৩০ মার্চ, ২০২৩ ১৫:২৯
প্রতিবেদক, দৈনিক বাংলা

টেরিটরি ম্যানেজার (জেনারেটর) পদে নিয়োগ দিচ্ছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের চাওয়া হচ্ছে এসব পদে।

কাজের ধরন : পূর্ণকালীন

অভিজ্ঞতা : ২-৩ বছর

শুধু ছেলেরা আবেদন করতে পারবেন

বয়সসীমা : ২৬-৩৫ বছর

কর্মস্থল : ঢাকা

বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে -


শেকৃবির হলের ছাদ থেকে লাফ দেয়া সেই মারিয়া মারা গেছেন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আপডেটেড ৩০ মার্চ, ২০২৩ ১৫:৩২
প্রতিবেদক, দৈনিক বাংলা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষকরত্ন শেখ হাসিনা হলের ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা মারিয়া আক্তার (২৬) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারিয়া আক্তারের বোনজামাই আশরাফ আলী জানান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন মারিয়া। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলের সপ্তম তলার ৭০৩নং রুমে থাকতেন। গত ২৩ মার্চ সকাল ৯টার দিকে ওই হলের দশম তলার ছাদের ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সহপাঠী ও হল কর্তৃপক্ষ প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

মারিয়ার মায়ের বরাতে আশরাফ বলেন, ‘মারিয়া পরীক্ষা দিতে না পারায় সে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার পরও ব্যর্থ হওয়ায় সে এই আত্মহত্যার পথ বেছে নেয়।’

নিহত মারিয়ার গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার উত্তর নারী বাড়ি গ্রামে। ওই এলাকার ফয়েজ উদ্দিনের মেয়ে তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা থানাকে জানানো হয়েছে।’


অর্ধেক ভাড়া না নেয়ায় গাড়ি ভাঙলেন জাবি কর্মকর্তা

ঢিলের আঘাতে ক্ষতিগ্রস্ত বাস। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৯ মার্চ, ২০২৩ ২৩:০৩
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ঠিকানা পরিবহনের একটি বাস ভাঙচুর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযুক্ত কর্মকর্তার নাম এস এম সাদাত হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক পদে দায়িত্বরত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের সিটি সেন্টার থেকে বাসে উঠলেও ৫ টাকা ভাড়া দিতে চান অভিযুক্ত সাদাত হোসেন। তখন বাসের হেলপার সর্বনিম্ন ভাড়া ১০ টাকা দাবি করলে হেলপারের উপর ক্ষিপ্ত হয়ে বাস থেকে নেমে যান তিনি। পরে অন্য বাসে করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে অবস্থান নেন। ঠিকানা পরিবহনের বাসটি ক্যাম্পাসের প্রধান ফটকে পৌছালে ইট ছুড়ে সামনের কাচ ভেঙে দেন তিনি। এ ঘটনায় বাসের ড্রাইভার ভয়ে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে বাসের হেলপার ক্ষমা চাইলে বাসটি ছেড়ে দেয়া হয়।

এস এম সাদাত হোসেন বলেন, ‘আমি কিলোমিটার প্রতি সরকার নির্ধারিত ২ টাকা ৪৫ পয়সা হারে বাস ভাড়া দিতে চেয়েছি। সে হিসেবে ৫ টাকার বেশি ভাড়া হয় না। তারপরও বাসের হেলপার জোর করে বেশি ভাড়া নেয় এবং আমার সাথে দুর্ব্যবহার করে। এরই পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের গেটে এসে বাসের সামনে দাঁড়াই। তখন তারা চলে যেতে চাইলে ইট ছুড়েছি। যদিও ইট ছোড়ার জন্য আমি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নিবে, সেটা সমর্থন করি না। তার সাথে অন্যায় হলে সে প্রশাসনকে অবগত করতে পারতেন। তখন আমরা বাস মালিকদের সাথে কথা বলতে পারতাম। কিন্তু তিনি যা করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। আমি এ বিষয়ে ব্যবস্থা নিবো।’

এদিকে ২০২১ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে পাঁচ শর্তে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করে। প্রজ্ঞাপনের কোথাও কর্মকর্তা বা অন্য কারও জন্য হাফ ভাড়ার কথা বলা হয়নি।


রাবি হল ছাত্রলীগের সাধারণ সম্পাদককে পেটালেন সহ সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
আপডেটেড ২৯ মার্চ, ২০২৩ ২২:৪০
প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের গেটে এ ঘটনা ঘটে।

মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান রাথিক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীদের মধ্যে এ হাতাহাতি ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হলের আবাসিক শিক্ষার্থীর জানান, সকাল সাড়ে ১০টার দিকে হল গেটে রাখা শফিউর রহমান রাথিকের মোটরসাইকেলে হাত রাখে একই হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী ইজাজুল ইসলাম মুন্না। এসময় রাথিক মুন্নাকে বলে ‘ক্যাম্পাসে এতো সাইকেল-বাইক চুরির ঘটনা ঘটছে, তুই কি আমার বাইক চুরি করার চিন্তা করছিস নাকি?’। এতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।

পরবর্তীতে বেলা সাড়ে তিনটার দিকে ৭-৮জন ছাত্রলীগ কর্মীসহ হল গেটে দাঁড়িয়ে ছিল মুন্না। তখন রাথিক সেখানে আসলে মুন্না সকালের আচরণের কারণ জানতে চায়। তখন উত্তেজনার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সেখানে থাকা রাথিকের বাইক পড়ে যায়। তখন রাথিক মুন্নাকে মারতে তেড়ে আসলে মুন্নার সঙ্গে থাকা আরও ৭-৮ জন কর্মী মিলে রাথিককে মারধর করে।

বিষয়টি তাৎক্ষণিক রাথিক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে ফোন করে বলেন। এরপর সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমসহ ১০-১২জন নেতাকর্মী। তারা আসাদুল্লা-হিল-গালিবের রুমের সামনে মুন্নাকে আটক করে মারধর করেন।

মারধরের বিষয়ে মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইজাজুল ইসলাম মুন্নাকে ফোন করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘বিষয়টি সমাধান হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না।’

এ বিষয়ে মাদার বখশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান রাথিক বলেন, ‘সামান্য একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটু কথা-কাটাকাটি হয়েছে। মারামারির কোনো ঘটনা সেখানে ঘটেনি। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুনু ভাই বিষয়টি সমাধান করেছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘আমার কয়েকজন ছেলের সঙ্গে রাথিকের একটু ভুল বোঝাবুঝি হয়। পরে রুনু ভাই বলেন বিষয়টি মিমাংসা করা দরকার। পরে সবাইকে নিয়ে বিষয়টি মিমাংসা করা হয়।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমাদেরই কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে একটু কথা-কাটাকাটি হয়েছে। এতে উত্তেজনাবশত একটু হাতাহাতিও হতে পারে। পরে দুপক্ষকে ডেকে বিষয়টি মিমাংসা করে দিয়েছি।

এ বিষয়ে জানতে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ শামীম হোসেন বলেন, ‘আমি ওইসময় হলেই ছিলাম। আমি উপস্থিত হলে দুইপক্ষ সড়ে যায়। তবে এঘটনায় আমাকে কেউ কোনো অভিযোগ করেনি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনা জানতে পেরে আমাদের কয়েকজন সহকারী প্রক্টর সেখানে যায়। কিন্তু যাওয়ার পর তারা জানতে পারে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।’


ঢাবিতে বর্ষবরণ অনুষ্ঠানে থাকবে কড়াকড়ি

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভার আয়োজন করা হয়। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপন করতে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ধরনের মুখোশ পরা ও ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের বানানো মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। একইসঙ্গে এদিন ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই আহবান জানিয়েছেন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, সিনেট-সিন্ডিকেট সদস্য, প্রক্টর বিভিন্ন অনুষদের ডীন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এ বছর ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’ প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ মোড় ঘুরে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

নববর্ষ উদযাপনের নির্দেশনা সম্পর্কে সভায় বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও মেট্রোরেলের চলমান উন্নয়ন কাজের জন্য চলাচলে সতর্কতা রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষ উদযাপন করতে আহবান জানানো হয়েছে। একইসঙ্গে নববর্ষের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫টার পর কোনভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নববর্ষের আগের দিন সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে নববর্ষের দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোন যানবাহন চালানো যাবে না। মোটরসাইকেল চালানোও সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসকারীরা নিজস্ব গাড়ি নিয়ে শুধুমাত্র নীলক্ষেত ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

আরও বলা হয়েছে, নববর্ষের দিন টিএসসির সংলগ্ন রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেইট বন্ধ থাকবে। ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে চারুকলা অনুষদের সামনে ছবির হাটের গেইট, বাংলা একাডেমির সামনের গেইট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট, রমনা কালী মন্দির সংলগ্ন গেইট ও বাংলা একাডেমির সামনের সোহরাওয়ার্দী উদ্যানের গেইট ব্যবহার করতে বলা হয়েছে।

এ ছাড়াও হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশে-পাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে। নিরাপত্তার স্বার্থে ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বছর বাংলা নববর্ষ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালেয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে আহবায়ক করে ২৪ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনকে এই কমিটির সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়াও শৃঙ্খলা ও মঙ্গল শোভাযাত্রা বিষয়ক দুটি উপ-কমিটি করা হয়েছে।

প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীকে ১২ সদস্যের শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক লিটন কুমার সাহাকে সদস্য সচিব করা হয়েছে। একইসঙ্গে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনকে ৩২ সদস্যের মঙ্গল শোভাযাত্রা উপ-কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর মো. নাজির হোসেন খানকে সদস্য সচিব করা হয়েছে।


যতই ষড়যন্ত্র হোক নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

যতই ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা আসুক না কেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নতুন শিক্ষাক্রমে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং নতুন কারিকুলাম নিয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যত বাধাই আসুক না কেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হবে। এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের নাগরিক ও সুনাগরিক হবে। তারা মানবিক হবে ও প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হবে। তারা সৃজনশীল হবে। তবে যেকোনো নতুন কিছু করতে গেলে ছোটখাট ভুল হতেই পারে। তাই সব বাধা পেরিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।

দীপু মনি বলেন, যারা শ্রেণিকক্ষে পাঠদান না করে শিক্ষার্থীকে কোচিংয়ে যেতে বলেন ও শিক্ষার্থীদের কোচিং করান তাদের এখন মহাভয়। এটি একবারে অমূলক নয়। আসলেই নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কোচিংয়ের দরকার হবে না। আরেকটি পক্ষ আছে নোট ও গাইড বই নিয়ে যারা ব্যবসা করেন। সেখানে তো অনেক টাকা। তাদেরও খুব ভয় যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়িত হলে নোট বই ও গাইড বইয়ের দরকার হবে না। তাদের ভয়ও একবারে অমূলক নয়। তাছাড়া সমাজে আরেক ধরনের মানুষ আছে যারা পরিবর্তন চান না। আগে যা আছে সেটা নিয়ে থাকতে চান তারা।

দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হলে কোচিং বা নোট-গাইডের আর দরকার হবে না। ফলে এ ব্যবসাও আর চলবে না, তাই এটির বিরোধিতা করা হচ্ছে। তবে কোচিংয়ে সবকিছু খারাপ তা নয়। কোচিংয়ের মধ্যে যেটাকে আমরা কোচিং বাণিজ্য বলি, সেখানে ‘কোচিং’ কথাটিও খারাপ নয় বরং ‘বাণিজ্য’ কথাটিও খারাপ নয়। কিন্তু যারা শ্রেণিকক্ষে পাঠদান না করে শিক্ষার্থীকে বাধ্য করান কোচিংয়ে যেতে ও সেখান থেকে তারা অতিরিক্ত রোজগার করেন। সেখানেই সমস্যা।

সারাদেশের ২৫ হাজার ৫০০ জন প্রধান শিক্ষককে নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ পাঁচদিন ব্যাপী ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণে নতুন শিক্ষাক্রম সম্পর্কে ধারণা দেয়া হবে।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেরর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলামসহ আরও অনেকে।


গুচ্ছ পদ্ধতি থেকে বের হতে জবি শিক্ষকদের আলটিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৯ মার্চ, ২০২৩ ২১:৪৬
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছ পদ্ধতি থেকে বের হতে চার দিনের আলটিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পরীক্ষা পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি চান শিক্ষকরা। দাবি না মানলে আলটিমেটামের পরদিন মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চার দিনের আলটিমেটাম দিয়ে নিজস্ব পদ্ধতির ভর্তির পরীক্ষায় আসার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন। এ দিন বিশ্ববিদ্যালয়ের ৩৫০-এর অধিক শিক্ষক গুচ্ছ পদ্ধতির বিপক্ষে স্বাক্ষর করেন এবং কোনো শিক্ষকই সভায় গুচ্ছের পক্ষে মতামত দেননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম লুৎফর রহমান বলেন, দাবি উপাচার্যের কাছে তুলে ধরা হয়েছে। আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি না দিলে ৩ এপ্রিল মানববন্ধন এবং পরে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, শিক্ষকদের বিষয়টি লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পরে তারা লিখিতও দিয়েছেন। এখন সর্বসম্মতিক্রমে বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ১৫ মার্চ বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছে না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতারা নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার জন্য দ্রুত কার্যক্রম শুরুর জন্য উপাচার্যের কাছে চিঠি দিয়েছিলেন।


শাবিপ্রবিতে প্রভাষক পদে চাকরির সুযোগ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদের জন্য আগ্রহীদের কাছে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদ : ১

বেতন স্কেল : ২২,০০০-৫৩০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : ৪.০০ স্কেলে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে

আবেদনের শেষ তারিখ : ২০ এপ্রিল, ২০২৩

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে -


ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে চাকরির সুযোগ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগে তত্ত্বীয় পাঠদানের জন্য আগ্রহীদের কাছে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদ : ১

বেতন স্কেল : ২২,০০০-৫৩০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : ৪.০০ স্কেলে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে

আবেদনের শেষ তারিখ : ১৭ এপ্রিল, ২০২৩

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে -


একাধিক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বৈজ্ঞানিক কর্মকর্তা, খামার তত্ত্বাবধায়ক, সহকারী প্রকৌশলী, ব্যক্তিগত সহকারী, অফিস সহায়ক, স্টোরকিপার ইত্যাদি পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।

আবেদনের শেষ তারিখ : ২০ এপ্রিল, ২০২৩

বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে -


অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে র‍্যাংকন গ্রুপ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা যে কারওর জন্য সুসংবাদ। অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে র‍্যাংকন গ্রুপ।

পদ : ম্যানেজমেন্ট ট্রেইনি

পদ সংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : ৪.০০ স্কেলে সিজিপিএ অন্তত ৩.০০ থাকতে হবে

বয়স : ২৫-৩০

চাকরির ধরণ : পূর্ণকালীন

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে -


banner close