বুধবার, ২৯ মার্চ ২০২৩

যবিপ্রবির জিইবিটি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
১৬ মার্চ, ২০২৩ ২৩:৫৫
প্রতিনিধি, যশোর
প্রকাশিত
প্রতিনিধি, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেয়াসহ নানা আয়োজনে মেতে ছিলেন জিইবিটি বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে জিইবিটি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব 'বায়োটেক সোসাইটি'র ব্যবস্থাপনায় এ নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমান পৃথিবীতে জ্ঞান-বিজ্ঞান চর্চার বিকল্প নেই। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে হলে প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার মতো ফসলের জাত উদ্ভাবনে জিইবিটি বিভাগের গ্রাজুয়েটরা ভূমিকা রাখতে পারে, বৈচিত্র্য আনতে পারে।’

জিইবিটি বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হাসান সভাপতির বক্তব্যে বলেন, ‘গবেষণাধর্মী বিষয় হচ্ছে বায়োটেকনোলজি। শুধু দেশেই নয়, বিদেশেও এ বিষয়ের গ্রাজুয়েটদের অনেক চাহিদা রয়েছে। অন্য বিভাগের সঙ্গে জিইবিটির শিক্ষার্থীদের পার্থক্য হলো, অন্যরা যখন বিসিএসের গাইড নিয়ে বসে থাকে, সেখানে বায়োটেকনোলজির শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষ থেকেই গবেষণার জন্য ল্যাবে প্রবেশ করে এবং চতুর্থ বর্ষ শেষ করতে না করতেই অনেকে আন্তর্জাতিক সাময়িকীতে তাদের গবেষণাপত্র প্রকাশ করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিইবিটি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল আমিন, সহকারী অধ্যাপক এস এম খালেদুর রহমান, প্রভাষক তাসমিয়া ইসলাম, বিদায়ী ব্যাচের শিক্ষার্থী খলিলুর রহমান শিমুল, নবীন ব্যাচের সাকিবুল হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম স্বরাজ, ড. শাহেদুর রহমান, ড. আব্দুর রউফ সরকার, ড. মশিউর রহমান, সহকারী অধ্যাপক মো. সিফাত রাহী প্রমুখ।


ঢাকা কলেজের ফেসবুক পেজ হ্যাক

হ্যাক হয়েছে ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজ। ছবি: সংগৃহীত
আপডেটেড ২৮ মার্চ, ২০২৩ ২০:৫২
প্রতিবেদক, দৈনিক বাংলা

ঢাকা কলেজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে পেজটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন হলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।

ভিয়েতনামের কোনো হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেয়ার পর এরইমধ্যে প্রোফাইলের ছবি, কাভার ছবি, ইমেইল ও কলেজের ঠিকানা বদলে দেয়া হয়েছে।

কলেজের ফেসবুক পেজ ও অনলাইন কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘কলেজের পেজ হ্যাক হয়েছে। আমরা পেজের নিয়ন্ত্রণ হারিয়েছি। এটি উদ্ধারে কাজ চলছে। ফেসবুক আপডেটের সুযোগ নিয়ে হ্যাকাররা এটি করেছে।’

তবে বিষয়টি অস্বীকার করেছেন কলেজের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. ইয়াসিন তানভীর। তিনি বলেন, ‘পেজ হ্যাক হয়নি। ফেসবুক সিস্টেম আপডেট করেছে। এজন্য সাইটে একটু ঝামেলা হচ্ছে। আমরা রিপোর্ট করেছি। ফেসবুক একটা সময় নিয়েছে, দ্রুত আমাদের জানাবে।’

বিষয়:

‘প্রলয় গ্যাং’ সদস্যদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ফাইল ছবি
আপডেটেড ২৮ মার্চ, ২০২৩ ২০:১৩
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

‘প্রলয় গ্যাংয়ে’র সদস্যদের চিহ্নিত করতে আন্তঃহল তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য-সচিব করা হয়েছে সহকারী প্রক্টর ড. এম এল পলাশকে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় আন্তঃহল তদন্ত কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার এ এফ রহমান হল, কবি জসীম উদ্দীন হল, জগন্নাথ হল, হাজী মুহম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল, জিয়া হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও সূর্যসেন হলের প্রাধ্যক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ‘প্রলয় গ্যাং’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উত্থানের কথা জানা যায়। কথিত এই গ্যাংয়ের সদস্যদের আচরণে বখাটেপনা ও উচ্ছৃঙ্খলতার বহিঃপ্রকাশ ঘটেছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থী এই গ্যাং কার্যক্রম কোনোক্রমেই কাম্য হতে পারে না।

এমতাবস্থায়, যেসব শিক্ষার্থী এই গ্যাং অপকর্মে জড়িত তাদের চিহ্নিত করার জন্য এই আন্তঃহল তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্‌দীন হলের সামনে ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে তারই একদল সহপাঠী। তারা বিশ্ববিদ্যিলয়ে ‘প্রলয়’ নামের একটি ‘গ্যাং’ পরিচালনা করে বলে জানা গেছে। এ ঘটনায় রোববার ভুক্তভোগী শিক্ষার্থীর মা রাজধানীর শাহবাগ থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।


স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের ৮ দফা দাবি

দাবিগুলো তুলে ধরেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু
আপডেটেড ২৮ মার্চ, ২০২৩ ১৯:৩১
প্রতিবেদক, দৈনিক বাংলা

শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দসহ ৮ দফা দাবি তুলে সংবাদ সম্মেলন করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। লিখিত বক্তব্যে তিনি ওই ৮ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো:
১. অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেয়া।

২. আসন্ন ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা দেয়া।

৩. অ্যাফিলিয়েশনপ্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির আওতায় আনা।

৪. সরকারের সদিচ্ছা বাস্তবায়নের জন্য শিক্ষা প্রশাসন,বিভিন্ন শিক্ষা বোর্ড, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মাউশিসহ বিভিন্ন অধিদপ্তর, শিক্ষায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অবিলম্বে প্রত্যাহার করা।

৫. সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ডিভাইস, খাতা কলমসহ অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান ও মাধ্যমিক পর্যায়ে (স্কুল, মাদরাসা ও কারিগরি) শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে দুপুরের টিফিনের ব্যবস্থা করা।

৬. শূন্য পদের বিপরীতে ইনডেক্সধারী শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা।

৭. অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের দুর্দশা লাঘবে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া।

৮. ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভূক্ত এবং স্কুল পর্যায়ে নুন্যতম ডিগ্রী পাস ও কলেজ পর্যায়ে নূন্যতম মাষ্টার্স পাস স্বচ্ছ ইমেজ সম্পন্ন ব্যক্তিদের মনোনয়ন দেয়া।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘অবিলম্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ উল্লেখিত দাবিগুলো পূরণ করা না হলে শিক্ষক সমাজ ঘরে বসে থাকবে না।’ তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং বাজেটে জাতীয় আয়ের ২০ শতাংশ বরাদ্দ দিতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর মো. সাজিদুল ইসলাম, সাইদুর রহমান পান্না, মেহেরুন্নেছা, অধ্যক্ষ আব্দুল আওয়াল অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ নজরুল ইসলাম, তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, একেএম ওবায়দুল্লাহ, অধ্যক্ষ গোলাম মোস্তফা খোসনেবিশ, হারুন অর রশিদ, এম. আরজু ও শাহজাহান খান।


গ্রেপ্তার ‘প্রলয় গ্যাং’র দুই সদস্য ঢাবি থেকে বহিষ্কার

বহিষ্কৃত নাইমুর রহমান দুর্জয়। ফাইল ছবি
আপডেটেড ২৮ মার্চ, ২০২৩ ১৮:১৩
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আলোচিত ‘প্রলয় গ্যাং’র দুই সদস্যকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে পেটানোর ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় তারা গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী হলেন, কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাইমুর রহমান দুর্জয় এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মো. সাকিব ফেরদৌস। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন দেন। সাময়িকভাবে বহিষ্কৃত এই ২ শিক্ষার্থীকে 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারে এই দুই আসামি অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীও উপস্থিত ছিলেন। পরে তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এরপর তাদের ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।


স্থানীয়দের হামলায় ৫ জবি শিক্ষার্থী আহত

স্থানীয়দের হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৮ মার্চ, ২০২৩ ১১:২১
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় স্থানীয় যুবকদের দুই দফায় হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে গেন্ডারিয়ার মুরগিটোলা মোড়ে প্রথম দফায় ও ১১টার দিকে বানিয়ানগর এলাকায় দ্বিতীয় দফায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক শিক্ষার্থীর ফোন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ সময় এক শিক্ষার্থী ও স্থানীয় দুইজনকে সূত্রাপুর থানা পুলিশ আটক করে। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এরপর রাত ১১টার দিকে আবু সুফিয়ান ও শিহাব নামের দুই শিক্ষার্থী মুরগিটোলা মোড়ে চা খেতে গেলে হঠাৎ ৫০-৬০ জন যুবক তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে ওই দুই শিক্ষার্থীর ওপর হামলা করে তারা। এ সময় শিক্ষার্থীদের চিৎকারে আশপাশে অবস্থান করা অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ করে স্থানীয় যুবকরা। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, ‘চা খাওয়ার জন্য বন্ধুর সঙ্গে বের হয়েছিলাম। হঠাৎ স্থানীয় কয়েকজন এসে আমাদের আটকিয়ে কোথায় থাকি জিজ্ঞাসা করে। বানিয়ানগর থাকি বলতেই আমাদের ওপর অনেকগুলো ছেলে আক্রমণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরা দেখে বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে গালিগালাজ এবং মারধর করতে থাকে। আমরা আগের ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না।’

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি তারা। উল্টো এক শিক্ষার্থীকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, স্থানীয়রা তাদের ওপর অতর্কিত হামলা চালালেও পাশে অবস্থান করা পুলিশ এগিয়ে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়। প্রায় ৫০ থেকে ৬০ জন মিলে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে ১০ জনের বেশি পুলিশ সদস্য অবস্থান করলেও তারা কার্যত কোনো ভূমিকা পালন করেনি।

হামলার শিকার শিহাব নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মারধর করার পর পুলিশ এসে থামায়। এ সময় বলতে থাকে তোরা জগন্নাথের স্টুডেন্ট এখানে আসছিস কেন? এই কথা বলেই পুলিশ আমাকে মারতে থাকে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘বিষয়‌টি জানার পর আহত‌দের চি‌কিৎসার ব‌্যবস্থা ক‌রে দি‌য়ে‌ছি। সূত্রাপুর ও গেন্ডা‌রিয়া থানার ওসির সঙ্গেই কথা বলে‌ছি। অভিযোগ দি‌লে জড়িতদের বি‌রুদ্ধে ব‌্যবস্থা নেবে। আর পু‌লিশ‌ যে শিক্ষার্থী‌দের ওপর হাত তু‌লে‌ছে, সেই ভি‌ডিওটি ওসিকে দি‌য়ে‌ছি।’

জানতে চাইলে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন বলেন, ‘ঘটনার সময় সেখানে আমাদের পুলিশ সদস্যরা ছিলেন। তারা মারামারি থামিয়ে দিয়েছে। পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। তবে এ ঘটনায় আমাদের এখানে কেউ কোনো অভিযোগ দেয়নি।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম বলেন, ‘এখনো আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। কোথা থেকে ঘটনার সূত্রপাত হয়েছে, তা ভিকটিম এলে জানতে পারব। আর যেই দুজনকে আটক করা হয়েছিল, তারা এ ঘটনার সঙ্গে জড়িত না। তাই তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’


জাবি ছাত্র অধিকারের সভাপতি ফয়সাল, সম্পাদক জিসান

সভাপতি জহির ফয়সাল ও সাধারণ সম্পাদক জিসান মাহমুদ
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা হয়েছে। গত সোমবার রাত সাড়ে আটটায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী জিসান মাহমুদ।

৪৬ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন রাসেল আহমেদ, নিরব হোসাইন, ফয়সাল আহমেদ, ইমতিয়াজ জোবায়ের, অলি হাসান বাপ্পি, তুহিন প্রামাণিক ও আবু জাফর।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন এম এ নিশাত, খালিদ মাহমুদ তন্ময়, মো. আদিব হাসান এবং রাশেদ শাহ সজীব।

সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন ইকবাল হোসাইন। সহ-সাংগঠনিক সম্পাদক পদে আছেন আবু বকর, গাজী জহির, আশিকুজ্জামান আশিক এবং রোহান উদ্দিন।

এ ছাড়া দপ্তর সম্পাদক সিফাত মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক ইমু হোসাইন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক দীন মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মো. রহমান, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা কার্যক্রম সম্পাদক মোহাম্মদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক আহমেদ সাজিদ, সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমেদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন জামান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তুরান হোসাইন, সাহিত্য সম্পাদক রকি মোহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজালাল ফারাবী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফ হোসাইন, মিডিয়া সম্পাদক ফরহাদ রেজা, পরিবেশ বিষয়ক সম্পাদক সানজিদ হোসাইন, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ মামুন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক বাপ্পি হোসাইন, বিজ্ঞান সম্পাদক রাজন হোসাইন, বিতর্ক সম্পাদক গাজী আনাম, সংস্কৃতি সম্পাদক রাশেদ আহমেদ, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, কার্যকরী সদস্য শাজাহান আলী, মাহাদী আব্দুল্লাহ ও মুহিব্বুল্লাহ।


প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে গত রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রুহুল আমিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ ছিল নানা আয়োজন। বিজ্ঞপ্তি


শেকৃবিতে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

নানা আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এরপর প্রশাসনিক ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, কেন্দ্রে পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রাধ্যক্ষসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


মাইলস্টোন কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। দিনটিতে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ছিল কলেজটির উদ্যোগে।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। শেষাংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি


স্বাধীনতা দিবসে ঢাবি উপাচার্যের নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি


ঢাবি শিক্ষার্থীকে মারধর: জড়িতদের বহিষ্কার দাবি

প্রলয় গ্যাংয়ের সদস্যদের বহিষ্কার ও বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ূনকে মারধরের ঘটনায় জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান। এ সময় এ ঘটনায় অভিযুক্ত ‘প্রলয় গ্যাং’য়ের সদস্যদের বহিষ্কার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী জোবায়েরের সহপাঠী জামিল শামস বলেন, আমাদের এই ক্যাম্পাসে কোনো অপরাধী চক্র, কোনো গ্যাং তৈরি হোক আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন ন্যায় বিচার পায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে সেটাই আমাদের প্রত্যাশা। জোবায়েরের ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা অমানবিক। আমরা এ ঘটনার বিচার চাই।

তানভীর আহমেদ সিয়াম বলেন, কোনো গ্যাং কালচার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে থাকতে পারে না। এই গ্যাং কালচারের সঙ্গে যারা জড়িত, সাধারণ শিক্ষার্থীরা তাদের শাস্তি চায়। এ ধরনের যত গ্যাং আছে, সবকিছুর নির্মূল চাই। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। জোবায়েরের ওপরে এ হামলা প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা‌। আমরা এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।

আব্দুল কাদির নামের এক শিক্ষার্থী বলেন, আমরা সবাই প্রলয় গ্যাংয়ের বিচারের দাবিতে সোচ্চার। একইসঙ্গে এই গ্যাং তৈরির পেছনের পরিবেশ ও কারিগরদের দিকেও আঙুল তুলতে হবে। যাদের ছত্রছায়ায় বছর-বছর এসব গ্যাং তৈরি হয়, তাদের লাগাম টেনে ধরতে হবে। তা না করতে পারলে এক প্রলয় যাওয়ার পর আরেক প্রলয় আসবে, প্রলয়ে ক্যাম্পাস সয়লাব হবে।

এর আগে গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্‌দীন হলের সামনে ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ূন নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে তারই একদল সহপাঠী। তারা বিশ্ববিদ্যিলয়ে ‘প্রলয়’ নামের একটি গ্যাং পরিচালনা করে বলে জানা যায়। এ ঘটনায় রোববার ভুক্তভোগী শিক্ষার্থীর মা রাজধানীর শাহবাগ থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।


নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক পরিমার্জনে কর্মশালা

পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ২১:৫৭
প্রতিবেদক, দৈনিক বাংলা

চলতি বছর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনের কর্মশালা শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এ কর্মশালায় ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরিমার্জনের কাজ করা হবে।

সোমবার আশুলিয়ার ব্র্যাক সিডিএম সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ ছাড়াও অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল, সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক স্বরোচিষ সরকার, অধ্যাপক নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা পেছনে ফিরে যাব না। সামনে যাব। দুইশো বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত ছিলাম। যার কারণে মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্তবিদ্যা মনে থাকে না। শিক্ষাকে আনন্দময় করে তুলতে নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীদের ভাবতে ও বিশ্লেষণ করতে শেখানো হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নতুন শিক্ষাব্যবস্থায় ভীষণ খুশি। শিক্ষকদের একটা বড় অংশ খুশি। তবে কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে। নতুন শিক্ষাক্রম নিয়ে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায়ী, নোট ও গাইড বই ব্যবসায়ী এবং কোচিং ব্যবসায় জড়িত শিক্ষকরা নিজেদের স্বার্থহানির আশঙ্কা করে বিরোধিতা করছেন।


চবিতে ভর্তির আবেদন শুরু ৩০ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ২০:০৪
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৩০ মার্চ দুপুর ১২টা থেকে। চলবে আগামী ১২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারে মোট আবেদন ফি ৯৫০ টাকা।

চবিতে এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা। মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে (https://admission.cu.ac.bd) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকাশ কিংবা রকেটের মাধ্যমে আবেদন শুরুর দিন থেকে আগামী ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি ইউনিট ও ২টি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতা চবির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে৷ এমসিকিউ ১০০ নম্বর ও জিপিএ ২০ নম্বরের সমন্বয়ে মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।


banner close