বুধবার, ২৯ মার্চ ২০২৩

সেন্ট জোসেফ স্কুলের ৬৬তম বিজ্ঞান উৎসব শুরু

আপডেটেড
১৭ মার্চ, ২০২৩ ০০:১৫
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের তিন দিনব্যাপী (১৬-১৮ মার্চ) বার্ষিক বিজ্ঞান উৎসব-২০২৩। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ প্রধান অতিথি হিসেবে ৬৬তম বিজ্ঞান উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের এমবিএ প্রোগ্রামের পরিচালক আসিফ উদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা সিএসি। বিজ্ঞপ্তি


শিল্প মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের সমঝোতা সই

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সাতটি ক্ষেত্রে অংশীদারত্বের ভিত্তিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সমঝোতা স্মারকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষে সচিব জাকিয়া সুলতানা ও আইসিটি বিভাগের পক্ষে সচিব মো. সামসুল আরেফিন সই করেন। বিজ্ঞপ্তি


টি-স্পোর্টস অ্যাপে দেখা যাবে আইপিএল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভারতের টি-টোয়োন্টি ক্রিকেটের জমজমাট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মোবাইল ফোনে দেখার সুযোগ করে দিচ্ছে টি-স্পোর্টস। এই টুর্নামেন্ট দিয়েই বাণিজ্যিকভাবে পথচলা শুরু হচ্ছে টি-স্পোর্টসের ওটিটি প্ল্যাটফর্ম টি-স্পোর্টস অ্যাপের।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), নারীদের আইপিএল ওমেন্স প্রিমিয়ার লিগ সফলভাবে সম্প্রচারিত হয়েছে টি-স্পোর্টসের অ্যাপে। ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৬তম আসরও থাকছে এই অ্যাপে।

এই অ্যাপের দূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জাতীয় দলের ওপেনার লিটন দাস। বিজ্ঞপ্তি


ডিআইইউয়ে ‘স্বাধীনতা বইমেলা-২০২৩’ উদ্বোধন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রাজধানীর বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) গতকাল মঙ্গলবার তিন দিনব্যাপী ‘স্বাধীনতা বইমেলা-২০২৩’ উদ্বোধন করা হয়েছে।

ডিআইইউ লাইব্রেরি ও ডিআইইউ প্রেস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান ড. মো. মিলন খান ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক ও মাতৃভাষা প্রকাশের স্বত্বাধিকারী নেসার উদ্দিন আয়ুব। বিজ্ঞপ্তি


ঢাবিতে ‘সমাজতত্ত্বে তর্ক-বিতর্ক’ বক্তৃতা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নাজমুল করিম স্টাডি সেন্টারের উদ্যোগে অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘সমাজতত্ত্বে তর্ক-বিতর্ক’ বক্তৃতা অনুষ্ঠিত হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সাদেকা হালিম।

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল গনি। বিজ্ঞপ্তি


জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সোনালী ব্যাংক এমডি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আফজাল করিম ২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ লাভ করেছেন।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

বিষয়:

ইসলামী ব্যাংকের ইফতারি বিতরণ কর্মসূচি উদ্বোধন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামী ব্যাংকের উদ্যোগে পবিত্র রমজান মাসে পথচারী রোজাদারের মাঝে ইফতারি বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিষয়:

মার্কেন্টাইল ব্যাংকে হোম লোন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি ‘এমবিএল হোম লোন’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করে। ব্যাংকের বিভিন্ন শাখার ৭০ জন কর্মকর্তা এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম কোর্সটি উদ্বোধন করেন। রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান অসীম কুমার সাহাসহ ওই ডিভিশনের অন্য নির্বাহীরা প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

বিষয়:

স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আলোচনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে রাজধানীর মিরপুর-২-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক জসীম উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন ও উপব্যবস্থাপনা পরিচালক ছ্ইাদুজ্জামান ভূঞা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ।


বঙ্গবন্ধুর সমাধিতে ডিএসইর শ্রদ্ধা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ও পরিচালনা পর্ষদ।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী প্রমুখ।

বিষয়:

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে গত রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রুহুল আমিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ ছিল নানা আয়োজন। বিজ্ঞপ্তি


সিজিডিএফ হিসেবে গোলাম ছরওয়ার ভূঁঞার দায়িত্ব গ্রহণ

মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) হিসেবে গতকাল সোমবার দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।

তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

গোলাম ছরওয়ার ভূঁঞা-এর আগে সিভিল, ডিফেন্স ও রেলওয়ে বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) ছিলেন। বিজ্ঞপ্তি


শেকৃবিতে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

নানা আয়োজনের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এরপর প্রশাসনিক ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, কেন্দ্রে পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হলের প্রাধ্যক্ষসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


মাইলস্টোন কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। দিনটিতে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ছিল কলেজটির উদ্যোগে।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন্ নবী। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। শেষাংশে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি


banner close