মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
১৯ মার্চ, ২০২৩ ২০:২৩
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা

আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা হবে।

রোববার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে একযোগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষার আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এই বিসিএসের মাধ্যমে দুই হাজার ৩০৯ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে এবং এক হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে তিন লাখ ৪৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।

বিষয়:

ঢাবি শিক্ষার্থীকে মারধর: জড়িতদের বহিষ্কার দাবি

প্রলয় গ্যাংয়ের সদস্যদের বহিষ্কার ও বিচারের দাবিতে মানববন্ধন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ূনকে মারধরের ঘটনায় জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানান। এ সময় এ ঘটনায় অভিযুক্ত ‘প্রলয় গ্যাং’য়ের সদস্যদের বহিষ্কার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী জোবায়েরের সহপাঠী জামিল শামস বলেন, আমাদের এই ক্যাম্পাসে কোনো অপরাধী চক্র, কোনো গ্যাং তৈরি হোক আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন ন্যায় বিচার পায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে সেটাই আমাদের প্রত্যাশা। জোবায়েরের ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা অমানবিক। আমরা এ ঘটনার বিচার চাই।

তানভীর আহমেদ সিয়াম বলেন, কোনো গ্যাং কালচার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে থাকতে পারে না। এই গ্যাং কালচারের সঙ্গে যারা জড়িত, সাধারণ শিক্ষার্থীরা তাদের শাস্তি চায়। এ ধরনের যত গ্যাং আছে, সবকিছুর নির্মূল চাই। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। জোবায়েরের ওপরে এ হামলা প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা‌। আমরা এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি।

আব্দুল কাদির নামের এক শিক্ষার্থী বলেন, আমরা সবাই প্রলয় গ্যাংয়ের বিচারের দাবিতে সোচ্চার। একইসঙ্গে এই গ্যাং তৈরির পেছনের পরিবেশ ও কারিগরদের দিকেও আঙুল তুলতে হবে। যাদের ছত্রছায়ায় বছর-বছর এসব গ্যাং তৈরি হয়, তাদের লাগাম টেনে ধরতে হবে। তা না করতে পারলে এক প্রলয় যাওয়ার পর আরেক প্রলয় আসবে, প্রলয়ে ক্যাম্পাস সয়লাব হবে।

এর আগে গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্‌দীন হলের সামনে ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ূন নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে তারই একদল সহপাঠী। তারা বিশ্ববিদ্যিলয়ে ‘প্রলয়’ নামের একটি গ্যাং পরিচালনা করে বলে জানা যায়। এ ঘটনায় রোববার ভুক্তভোগী শিক্ষার্থীর মা রাজধানীর শাহবাগ থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।


নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক পরিমার্জনে কর্মশালা

পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ২১:৫৭
প্রতিবেদক, দৈনিক বাংলা

চলতি বছর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে পাঁচ দিনের কর্মশালা শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এ কর্মশালায় ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরিমার্জনের কাজ করা হবে।

সোমবার আশুলিয়ার ব্র্যাক সিডিএম সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ ছাড়াও অনুষ্ঠানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল, সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক স্বরোচিষ সরকার, অধ্যাপক নারায়ণ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আমরা পেছনে ফিরে যাব না। সামনে যাব। দুইশো বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত ছিলাম। যার কারণে মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্তবিদ্যা মনে থাকে না। শিক্ষাকে আনন্দময় করে তুলতে নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীদের ভাবতে ও বিশ্লেষণ করতে শেখানো হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা নতুন শিক্ষাব্যবস্থায় ভীষণ খুশি। শিক্ষকদের একটা বড় অংশ খুশি। তবে কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে। নতুন শিক্ষাক্রম নিয়ে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায়ী, নোট ও গাইড বই ব্যবসায়ী এবং কোচিং ব্যবসায় জড়িত শিক্ষকরা নিজেদের স্বার্থহানির আশঙ্কা করে বিরোধিতা করছেন।


চবিতে ভর্তির আবেদন শুরু ৩০ মার্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ২০:০৪
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ৩০ মার্চ দুপুর ১২টা থেকে। চলবে আগামী ১২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারে মোট আবেদন ফি ৯৫০ টাকা।

চবিতে এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা। মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে (https://admission.cu.ac.bd) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিকাশ কিংবা রকেটের মাধ্যমে আবেদন শুরুর দিন থেকে আগামী ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪টি ইউনিট ও ২টি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতা চবির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে৷ এমসিকিউ ১০০ নম্বর ও জিপিএ ২০ নম্বরের সমন্বয়ে মোট ১২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।


র‍্যাডিসনে চাকরি, লাগবে মার্কেটিংয়ে এমবিএ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে সহকারী ম্যানেজার পদে চাকরির আবেদনপত্র চাওয়া হয়েছে। মার্কেটংয়ে বিবিএ-এমবিএ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরণ : ফুলটাইম

অভিজ্ঞতা : ৩ থেকে ৫ বছর

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে -


ইউএস বাংলা এয়ারলাইনসে চাকরি, বেতন বছরে সাড়ে তিন লাখেরও বেশি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

মানবসম্পদ ও প্রোটোকল বিভাগের জন্য নির্বাহী খুঁজছে ইউএস বাংলা এয়ারলাইনস। সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকলে ভালো, অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই।

বেতন : মাসে ৩০ হাজার টাকা, বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা

বয়সসীমা : ২৪ থেকে ৩০ বছর (শুধু ছেলেদের জন্য প্রযোজ্য)

কর্মস্থল : ঢাকা

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে -


নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরি

আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ১৬:৩৮
প্রতিবেদক, দৈনিক বাংলা

নৌবাহিনীতে ২০২৪ অফিসার ক্যাডেট ব্যাচে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্র্যাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শুধু অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ : ২৫ এপ্রিল, ২০২৩

বিস্তারিত জানতে ক্লিক করুন -


ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, বছরে বেতন প্রায় সাড়ে তিন লাখ

আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ১৪:২০
প্রতিবেদক, দৈনিক বাংলা

ট্রেইনি অফিসার (কার্ড রিকুজিশান) ও ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক।

পদের সংখ্যা : নির্দিষ্ট নয়

কর্মস্থল : বাংলাদেশের যেকোনো জায়গায়

কাজের ধরণ : পূর্ণকালীন

বেতন : মাসিক ২৮ হাজার টাকা হিসেবে বছরে ৩ লাখ ৩৬ হাজার টাকা

বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানেএখানে।


মাইলস্টোন কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ১৪:২১
প্রতিবেদক, দৈনিক বাংলা

জাতির বীর সন্তানদের স্মরণ আর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পৃথিবীর বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা আন্দোলনে চূড়ান্ত লড়াইয়ের সূচনা দিনটি পালন উপলক্ষে মাইলস্টোন কলেজ আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বিশেষ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেট্রোরেল স্টেশন-১ সংলগ্ন উত্তরার ডিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আয়োজনমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম।
স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি কর্নেল নুরন্ নবী (অব.) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ আমরা পরম শ্রদ্ধাভরে সেসব বীর বাঙালিদের স্মরণ করব যারা পরাধীনতার শিকল ছিঁড়তে ঝাঁপিয়ে পড়েছিল রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে। তোমরা মনেপ্রাণে স্বাধীনতার চেতনাকে ধারণ করবে এবং গড়ে তুলবে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মাইলস্টোন কলেজ আয়োজিত অনুষ্ঠানমালার শেষাংশে ছিল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।

বিষয়:

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ

আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ১৪:২২
দৈনিক বাংলা ডেস্ক

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর/বিভাগ ও ইনস্টিটিউটে কর্মকর্তা ও কর্মচারীর স্থায়ী শূন্য পদসমূহে নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ : ১৪ মে, ২০২৩

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে-


বেপরোয়া গাড়ি চালাতে নিষেধ করায় ঢাবিছাত্রকে বেদম পিটুনি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ১৫:০৪
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে একদল শিক্ষার্থী। গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলের সামনে এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে সেই শিক্ষার্থী হলে অবস্থান করছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জুবায়ের ইবনে হুমায়ুন। তিনি অপরাধ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি স্যার এ.এফ রহমান হলে থাকেন।

জুবায়ের ইবনে হুমায়ুন জানান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তবারকের নেতৃত্বে তাকে পেটানো হয়েছে।

পেটানোতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের হেদায়েতুন নুর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বিপ্লব হাসান জয়, মোহাম্মদ শোভন, সাকিব, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজেমেন্টের সিফরাত সাহিল, মাস্টারদা সূর্যসেন হলের লাবিব, কবি জসীমউদদীন হল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদ ও রহমান জিয়া এবং হাজী মুহম্মদ মুহসীন হল ও মনোবিজ্ঞান বিভাগের অর্ণব খান জড়িত ছিলেন। তারা সবাই ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরাসহ আরও কয়েকজন শিক্ষার্থী মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা গ্যাং পরিচালনা করে। তাদের এই গ্যাংয়ের নাম প্রলয়। তাদের অনেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জুবায়ের বলেন, ‘আজকে আমি সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আমার অপরাধ বিজ্ঞান বিভাগের বন্ধুদের সঙ্গে ইফতার করছিলাম। ইফতার শেষে যখন আমরা কেন্দ্রীয় মসজিদের সামনে বসার জন্য যাচ্ছিলাম, এ সময় একটি প্রাইভেট কার খুব বেপরোয়া গতিতে চালিয়ে আমাদের অতিক্রম করছিল। বৃষ্টি পড়ায় রাস্তা পিচ্ছিল হয়েছে। সে জন্য রাস্তার সব কাঁদা রাস্তার পাশে থাকা সবার ওপর ছিটকে পড়ছে। আমাদের গায়েও পড়েছে। এরপর তাদের থামিয়ে আমরা জিজ্ঞাসা করি আপনারা এ রকম উগ্র আচরণ করছেন কেন? পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তারা সবাই আমাদের ব্যাচমেট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরপর আমরা তাদের এভাবে গাড়ি না চালাতে বলে ছেড়ে দিছি।’

জুবায়ের বলেন, ‘আমি যখন তাদের সঙ্গে কথা বলছি, তাদের মুখ থেকে একটা স্মেল আসছিল। যেটাতে আমরা প্রায় নিশ্চিত হয়েছি তারা ড্রাংক ছিল। গাড়িতে থাকাদের পরে আমরা চিহ্নিত করতে পেরেছি। তারা হলেন জিয়া হলের সাকিব, জসীমউদদীন হলের দুর্জয় আর রহমান জিয়া, জগন্নাথ হলের প্রত্যয় আর জহুরুল হলের আব্দুল হাই।’

জুবায়ের বলেন, ‘তাদের সঙ্গে কথা শেষ করে আমরা জসীমউদদীন হলে এসে ফ্রেশ হচ্ছিলাম। এরপর আমার মোবাইলে একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসে। পরে আমরা জানতে পারি এই নম্বরটা জিয়া হলের সাহিলের নম্বর। ফোনে আমরা কই আছি সেটা জানতে চাওয়া হয়। আমি আমার লোকেশন বলি। এ সময় আমরা তিনজন ছিলাম। হঠাৎ দেখি, বিশ-ত্রিশ জন ছেলে স্টাম্প, বাঁশ ও রড হাতে নিয়ে আমাদের দিকে তেড়ে আসছে। তার পরও আমরা দাঁড়িয়ে ছিলাম। তারা এসে ‘ক্যাম্পাসে আমরা যেমন ইচ্ছা তেমন করব। তোরা কে ঠেকাবার’ এই কথা বলে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। পাঁচ থেকে সাত মিনিট ধরে আমাকে হাত-পা ও মাথাসহ শরীরের সব জায়গায় পেটানো হয়। পরে কয়েকজন বড় ভাই আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তবে প্রধান অভিযুক্ত তবারক হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি বরং তাদের পেটানোর হাত থেকে রক্ষা করেছি। ভিন্নভাবে ঘটনার বর্ণনা দেন।’

তবারক বলেন, ‘জুবায়েরের সঙ্গে প্রাইভেট কারে থাকা আমাদের যেসব বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে, সেটা আমাদের কানে আসে। যেহেতু এটা আমাদের ব্যাচের ঘটনা তাই জুবায়ের আমাদের বন্ধুদের গাড়ি কেন থামিয়েছে, সেটা জিজ্ঞেস করতে আমাদের একজন সাহিলের ফোন থেকে জুবায়েরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, তারা কই আছে। এরপর আমরা তাদের বলা লোকেশন জসীমউদদীন হলের সামনে যাই। এ সময় তাদের সঙ্গে আমাদের কথা বলার একপর্যায়ে জুবায়ের আমাদের বন্ধু হেদায়েত নুরকে থাপ্পড় দেয়। পরে সঙ্গে থাকা বাকি বন্ধুরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। আমিসহ আরও কয়েকজন তাদের থামিয়ে হাসপাতালে পাঠাই।’

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমার হলের যেসব শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের কাছ থেকে বক্তব্য নিয়েছি। শুনে বুঝেছি, এটার সঙ্গে অনেক হলের শিক্ষার্থী জড়িত এবং আরও ডিটেইলসে এ সম্পর্কে জানা দরকার। তাই আমি তিন সদস্যের একটা কমিটি গঠন করেছি। তারা আমাকে এ ঘটনার বিস্তারিত রিপোর্ট দেবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’


প্রভোস্টের পদত্যাগ চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে বাকৃবি শিক্ষার্থীরা

রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রভোস্টের কুশপুতুল দাহ করা হয়। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ১৫:০৪
প্রতিনিধি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফকির আজমল হুদার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় প্রভোস্টের কুশপুতুল দাহ করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, হল প্রভোস্টকে নিয়মিত পাওয়া যায় না। এছাড়া শিক্ষার্থীদের কোনো স্বাক্ষরের জন্য বিভাগীয় চেম্বারেও তাকে পাওয়া যায় না। হলে কৃত্রিম সিট সংকট, হল নির্মাণ ও সংস্কার কাজে অসংগতি ও ধীরগতি এবং হলের দুই ভবনে নিম্নমানের পানি সরবরাহ করা হলেও প্রভোস্ট কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এসব বিষয়ে অভিযোগ করলে শিক্ষার্থীদের আটক করার হুমকিও দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় ঈশা খাঁ হল ইউনিট ছাত্রলীগের সাবেক সভাপতি মসিউর রহমান বলেন, ‘স্বাধীনতা দিবসে হলের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে হল প্রভোস্টকে আসার জন্য ফোন দিলে তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অ্যারেস্ট করার হুমকি দেন।’

হলের আরেক শিক্ষার্থী রেজওয়ান বলেন, ‘বিদেশি (নেপাল) শিক্ষার্থীদের তিনটি কক্ষের দুইটিতে ৬ জন শিক্ষার্থী থাকে। অন্য কক্ষটি তারা খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে। আমাদের হলের সিট না পাওয়া শিক্ষার্থীদের ওই কক্ষে দেয়ার কথা বললে প্রভোস্ট আমাদেরকে বাধা দেন।’

এ ব্যপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. ফকির আজমল হুদা বলেন, ‘আমার দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত হলে যাই। হলে সারাদিন কাজ থাকে না আমার। প্রয়োজন অনুযায়ী হলে যাওয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদেরকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা ব্যতীত আর কেউ থাকতে পারবে না।’

হল সংস্কার ধীরগতির বিষয়ে তিনি বলেন, ‘হল নির্মাণ ও সংস্কার কাজ চলাকালে শিক্ষার্থীরা বাধা দেয়। ছয় মাস আগে তারা হল সংস্কারের সময় ভাংচুর করে। পানির পাম্প নতুন সংযোগ করা হয়েছে এবং নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। অছাত্র হয়ে কেউ আমার কাজে বাধা দিলে অ্যারেস্ট করা হবে।’

আজমল হুদা আরও বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগকারী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না।’

বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানকে জানিয়েছি। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের বাইরে আছেন। তিনি ফিরে আসলে আলোচনা সাপেক্ষে বিষয়টির সমাধান করবেন।’


চবিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন শিক্ষক ও কর্মকর্তা সমিতির

ফাইল ছবি
আপডেটেড ২৬ মার্চ, ২০২৩ ২০:১৫
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও কর্মকর্তাদের দুটি সংগঠন।

রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রক্টরকে স্বাগত বক্তা হিসেবে রাখা, প্রশাসনিক পদে নেই এমন একজনকে অনুষ্ঠানের সভাপতি করা এবং মুক্তিযোদ্ধা হিসেবে কাদের সম্মাননা দেয়া হচ্ছে এই বিষয়ে কারও সঙ্গে আলোচনা না করায় অনুষ্ঠান বর্জন করে চবি শিক্ষক সমিতি। অন্যদিকে অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে রেজিস্ট্রারকে না রাখায় চবি অফিসার সমিতি অনুষ্ঠান বর্জন করে।

আলোচনা সভা বয়কটের বিষয়ে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘আলোচনা অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিকে (প্রক্টর) স্বাগত বক্তা হিসেবে রাখা হয়েছে, যার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড ও জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হবে— এরকম একটি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন একজন স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা লোক। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।’

ড. মুস্তাফিজুর আরও বলেন, ‘অনুষ্ঠানের সভাপতি হিসেবে আইকিউএসির পরিচালকে রাখা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো পদে নেই। এছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে কাদের সম্মাননা দেয়া হচ্ছে, সে বিষয়েও কারো সঙ্গে আলোচনা করা হয়নি। এ বিষয়ে আমরা কিছু জানি না, অনেক ডিনও জানেন না বলে জানিয়েছেন। তবে আমরা সংগঠন থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্বাধীনতা স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছি।’

অন্যদিকে চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলো পরিচালনা বা সভাপতিত্ব করে থাকেন রেজিস্ট্রার। কিন্তু স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিচালনা বা সভাপতিত্ব কোনটিতেই রেজিস্ট্রারকে রাখা হয়নি। রেজিস্ট্রার আমাদের অভিভাবক। ওনাকে অসম্মান করা মানে আমাদেরও অসম্মান করা। এছাড়া অন্যান্যবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অফিসার সমিতিসহ অন্যান্য কর্মচারী সমিতির সভাপতিদের জন্য মঞ্চে আসন রাখা হয়। এবার এটাও করা হয়নি। সব মিলিয়ে আমরা মনে করেছি যে অনুষ্ঠানে আমাদের মূল্যায়ন নেই, সেখানে না যাওয়াই ভালো।’


সরকারি মেডিকেলে ভর্তি শুরু সোমবার

আপডেটেড ২৭ মার্চ, ২০২৩ ১৭:০১
প্রতিবেদক, দৈনিক বাংলা

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে আগামী সোমবার থেকে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সরকারি মেডিকেল কলেজগুলোয় নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এবারে পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

সরকারি ও বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ১১ হাজার ১২২টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি আর ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৭৭২টি।

সরকারি মেডিকেল কলেজগুলোতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ৯৫৭ জন ছেলে আর দুই হাজার ৩৯৩ জন মেয়ে শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভর্তি কার্যক্রমে দরকার হবে, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট; এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদ/প্রশংসাপত্র; সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জেলা কোটার দাবির ক্ষেত্রে স্থানীয় সিটি করপোরেশনের মেয়র, পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদ; পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ।

অন্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদ এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত পরিপত্র এবং সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান অনুযায়ী প্রমাণক এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক যাচিত অন্যান্য প্রমাণপত্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত সব মূল সনদ যাচাই করবে এবং মেডিকেল বোর্ড ভর্তির আগে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে, যার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে ভর্তি করা হবে।

সেইসঙ্গে অনলাইন আবেদনপত্রে ওপরে উল্লেখিত তথ্যাদির সপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথা অসত্য বলে প্রতীয়মান হলে যেকোনো সময় তার ভর্তি বাতিল করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজ থেকে জানা যাবে।


banner close