শুক্রবার, ২ জুন ২০২৩

জবি কর্মচারী সমিতির উপনির্বাচনে সভাপতি শরিফুল ইসলাম

সভাপতি নির্বাচিত শরিফুল ইসলাম। ফাইল ছবি
আপডেটেড
২২ মার্চ, ২০২৩ ০০:৪৭
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মচারী সমিতির (জবিকস) সভাপতি পদে উপনির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ ভোটের ব্যবধানে জয়লাভ করে সভাপতি নির্বাচিত হয়েছেন রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র অফিস সহকারী শরিফুল ইসলাম।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ১১৭ নম্বর কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেয়া হয়।

নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৯৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ৯০ জন। এর মধ্যে ছয়টি ভোট বাতিল হয় এবং তিন জন ভোটার অনুপস্থিত ছিলেন।

নির্বাচনে ৫৭ ভোট পেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সিনিয়র কর্মচারী শরিফুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামাল হোসাইন পান ২৭ ভোট।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মনিরুল ইসলাম সরকার ও মোহা. আব্দুল মালেক। এ ছাড়া প্রিসাইডিং অফিসার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন এবং পোলিং অফিসার হিসেবে সেকশন অফিসার বিশ্বজিৎ মল্লিক দায়িত্ব পালন করেন।


ফের ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চবি, র‍্যাব মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে পুলিশ অবস্থায় নিয়ে উভয় পক্ষের সংঘর্ষ থামায়। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জুন, ২০২৩ ১৬:৫৮
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই উপগ্রুপ।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি-নাইন ও সিএফসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এদের মধ্যে সিক্সটি নাইন সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন ও সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বিকেল পৌনে ৪টায় এই রিপোর্ট লেখার সময়ে, সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়েছে। এরআগে দুই ঘণ্টা ধরে চলে ধাওয়া পালটা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।

ছাত্রলীগ নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের সামনের একটি হোটেলে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে সেটি দুই গ্রুপের কর্মীদের সংঘর্ষে রূপ নেয়। বৃহস্পতিবার সেই ঘটনার জেরে দুপুরে ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।


ইস্ট ডেল্টায় পুষ্টিহীনতা নিয়ে সেমিনার

আপডেটেড ১ জুন, ২০২৩ ১২:৫৪
দৈনিক বাংলা ডেস্ক

চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘দ্য ইকোনমিক্স অব চাইল্ড আন্ডার-নিউট্রিশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের পৃষ্ঠপোষকতায় ‘ইডিউ ইকোন এক্যুমেন সোসাইটি’ আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার অধ্যাপক ড. এম মাহমুদ খান। প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক শামস-উদ দোহা, রেজিস্ট্রার, মানবসম্পদ বিভাগের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি


নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন

আপডেটেড ১ জুন, ২০২৩ ১২:৫৪
দৈনিক বাংলা ডেস্ক

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোড ক্যাম্পাসে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন নজরুল বিশেষজ্ঞ ও বাঁশরির সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

উপ-উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার, বিশেষ অতিথি ছিলেন সাবেক ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের অধ্যাপক মো. আল-আমিন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক তাসলিমা বেগম। বিজ্ঞপ্তি


১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

আপডেটেড ১ জুন, ২০২৩ ১২:৫৪
দৈনিক বাংলা ডেস্ক

আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’। অনুষ্ঠানে মূল বক্তা থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

গত সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি


ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ে চার শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় করায় ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, এসওএস হারম্যান মেইনারসহ চার শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এ শোকজ দেয়া হয়। আগামী সাত কার্যদিবসের মধ্য এসব প্রতিষ্ঠানকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২-এ নির্ধারিত ফির অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, শহীদ পুলিশ স্মৃতি, এসওএস হারম্যান মেইনার ও বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের বিরুদ্ধে এ অভিযোগ এসেছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না, তা পত্র পাওয়ার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে শোকজের জবাব দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। বিগত সময়েও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টিউশন ফি, ভর্তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে বলে শোকজে উল্লেখ করা হয়েছে।


রাবিতে প্রক্সি দিতে এসে গ্রেপ্তার সরকারি কর্মকর্তা

পুলিশের জালে শেখ মো. আবু হানিফ। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৩১ মে, ২০২৩ ১৭:৫৩
প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অন্যের প্রক্সি দেয়ার অভিযোগে মঙ্গলবার সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে ছয়জন তাদের নাম-পরিচয় প্রকাশ করে দোষ স্বীকার করলেও একজন পরিচয় প্রকাশ করেননি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম-পরিচয় বেরিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আটক ওই ব্যক্তির নাম শেখ মো. আবু হানিফ। তিনি বর্তমানে ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে বর্তমানে বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার বিজয় কুমার বসাক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সাতজন সোপর্দের পাশাপাশি পুলিশ রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক ও নাটোর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তসহ দুজনকে গ্রেপ্তার করে। শান্তকে মঙ্গলবার রাতে নগরীর কাটাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ব্রিফিংয়ে বিজয় কুমার বসাক বলেন, ‘আমরা এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করতে পেরেছি। এর মধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্বীকার করলেও অনুসন্ধানে এসব তথ্য ওঠে এসেছে।’‘

এদিকে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা শান্তসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নগরীর মতিহার ও চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলাগুলো দায়ের করেন রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।


এপিইউবির চেয়ারম্যান শেখ কবির, সেক্রেটারি জেনারেল কাজী আনিস

শেখ কবির হোসেন ও ড. কাজী আনিস আহমেদ
আপডেটেড ৩১ মে, ২০২৩ ১৬:৩৫
দৈনিক বাংলা ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) ২০২৩-২৫ সালের জন্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ।

মঙ্গলবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সংঘস্মারক মোতাবেক এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এপিইউবির জনসংযোগ বিভাগের পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক। এ ছাড়া জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইশতিয়াক আবেদিন, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মঈদ উদ্দিন চিশতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যরা হলেন পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ কে এম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটির নজরুল ইসলাম বাবু, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজী রফিকুল আলম, ব্র্যাক ইউনিভার্সিটির সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শফিকুল ইসলাম মহিউদ্দিন, কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের চৌধুরী নাফিজ সরাফাত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সবুর খান, এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির এ কে এম নুরুল ফজল বুলবুল, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আব্দুল হাই সরকার, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়াদ আহমেদ তুষার, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ূম রেজা চৌধুরী।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) কার্যনিবাহী পরিষদের নির্বাচন পরিচালনা করে।


সোনারগাঁও ইউনিভার্সিটিতে নজরুল জন্মবার্ষিকী উদযাপন

আপডেটেড ৩১ মে, ২০২৩ ১৬:৩১
প্রতিবেদক, দৈনিক বাংলা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন করল সোনারগাঁও ইউনিভার্সিটি। গতকাল মঙ্গলবার (৩০ মে) সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোড ক্যাম্পাসে নেচে গেয়ে দিনভর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবনী নিয়ে বক্তব্য তুলে ধরেন মুখ্য আলোচক নজরুল বিশেষজ্ঞ ও বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল বাশার, সভাপতি উপ-উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান, বিশেষ অতিথি সাবেক ট্রেজারার ও ব্যবসায় প্রশাসনের প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এম এ মাবুদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক তাসলিমা বেগম।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘জাতীয় জীবনে বিদ্রোহী কবি নজরুলের কবিতার প্রভাব’ শীর্ষক রচনা প্রতিযোগীতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জনকে সেরা প্রতিযোগী হিসেবে সিলেক্ট করে সার্টিফিকেট এবং প্রথম তিনজনকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। ক্রেস্টপ্রাপ্তরা হলেন প্রথম ইয়ানুর ঝুমকি, দ্বিতীয় নুসরাত জাহান বৃষ্টি এবং তৃতীয় তানজিদা খানম মিল্কি।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নজরুলের রচিত কবিতা আবৃতি ও গান পরিবেশনা ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ইস্টার্ন ইউনিভার্সিটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেটেড ৩১ মে, ২০২৩ ১৬:২০
প্রতিবেদক, দৈনিক বাংলা

স্থায়ী সনদ লাভ ও প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)।

এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় সাভারের বিরুলিয়ায় ইউনিভার্সিটির সেমিনার কক্ষে ‘মিট দ্য চেয়ারম্যান’ শিরোনামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির দীর্ঘ পথচলার চড়াই-উতরাই ও সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

এর আগে তাকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। পরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী ও আবুল খায়ের চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।

বিষয়:

গণবিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহর স্মরণসভা

আপডেটেড ৩১ মে, ২০২৩ ১৬:৪২
দৈনিক বাংলা ডেস্ক

গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার গণবিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

অনুষ্ঠানে গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ট্রাস্টি সদস্য অধ্যাপক ড. আসিফ নজরুল, ট্রাস্টি ফরিদা আখতার, ওয়ালিউল ইসলামসহ ডা. জাফরুল্লাহর সহধর্মিণী ও গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি শিরীন হক এবং ছেলে বারিশ চৌধুরীসহ গণবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


উন্নয়ন ধরে রাখতে এ সরকারকে আবারও সুযোগ দিতে হবে: জবি উপাচার্য

মঙ্গলবার বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জবির কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৩০ মে, ২০২৩ ১৭:২৯
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারকে আরও একবার সুযোগ দিতে হবে।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কতটা শান্তিপ্রিয় ছিলেন তা তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্জাতিক অনৈতিক চাপ সম্পর্কে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারকে আরও একবার সুযোগ দিতে হবে।

বিএনপি-জামায়াত জোট বাইডেন প্রশাসনে লবিস্ট নিয়োগ দিয়েছে

সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট বাইডেন প্রশাসন ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) লবিস্ট নিয়োগ দিয়েছে ‘

মঙ্গলবার জবির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

তিনি বলেন, ‘নোবেল শান্তি পুরস্কারকে অশান্তির কাজে লাগাতে যুদ্ধবাজ আমেরিকার রাজনীতিবিদ হিলারি ক্লিনটনের সঙ্গে গাঁট বেঁধেছেন ড. ইউনূস। তিনি এদের তদবিরকে ভিত্তি দিচ্ছেন এবং তাদের পথ দেখাচ্ছেন।’

উপমন্ত্রী আরও বলেন, ‘জীবনের শেষে এসেও প্রতিশোধ নেবেন বলে ড. ইউনূস অনেক জায়গায় বলেছেন। এই প্রেক্ষিতেই বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অতি উৎসাহী হয়ে উঠেছে।’

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং প্রবন্ধের ওপর আলোকপাত করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

সহকারী অধ্যাপক মো. মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জবি উপাচার্য ড. ইমদাদুল হকের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামালউদ্দীন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন শহীদ মিনার চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবটি উদযাপন করা হয়।


বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু, তদন্ত প্রতিবেদন ২৬ জুন

তারিকুজ্জামান সানি। ছবি: সংগৃহীত
আপডেটেড ৩০ মে, ২০২৩ ১৬:৫৫
প্রতিবেদক, দৈনিক বাংলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানিকে পদ্মা নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আগামী ২৬ জুন ঠিক করেছেন আদালত।

ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুন্নাহারের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল মঙ্গলবার। তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রতিবেদন জমা দিতে না পারায় বিচারক নতুন তারিখ ঠিক করেন।

এ মামলার আসামিরা হলেন শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, শরীফুল হোসেন, মো. রুবেল, মো. নুরুজ্জামান, মো. সজীব, মো. নাসির, মো. মারুফ, আশরাফুল আলম, মো. নোমান, মো. জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক, মো. জাহাঙ্গীর হোসেন লিটন ও রোকনুজ্জামান ওরফে জিতু।

পুলিশ জানায়, গত বছরের ১৪ জুলাই সানিসহ ১৫-১৬ তরুণ পদ্মা নদীর মৈনট ঘাটে ঘুরতে যান। তাদের মধ্যে সানি নিখোঁজ থাকায় রাতে স্থানীয়রা দোহার থানায় খবর দেন। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে সানিকে উদ্ধারে ব্যর্থ হয়।

পরদিন সকালে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই দিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান দোহার থানায় হত্যা মামলা করেন, যাতে আসামি করা হয় বুয়েট শিক্ষার্থীর সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বিষয়:

দ্বন্দ্ব ও জ্ঞান-বিজ্ঞানের অভাব মুসলিম উম্মাহর পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। ছবি: ফোকাস বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বিকাশের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে তাদের সন্তানদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানদের পড়াশোনার জন্য আরও বেশি পরিমাণে বিনিয়োগ করতে হবে।’

মুসলমানদের যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়নে যথাযথভাবে এই সম্পদ ব্যবহার করতে হবে। আমি বিশ্বাস করি- আমরা এটা করতে পারব। যখনই আমি ওআইসি সদস্য দেশে যাই তাদের আমি এই অনুরোধই করি।’

সরকারপ্রধান বলেন, ‘ইসলামের স্বর্ণযুগে বিশ্ব সভ্যতা, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, দর্শন, রসায়ন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ও ভূগোলসহ জ্ঞানের আরও অনেক শাখায় মুসলিম স্কলারদের ব্যাপক অবদান রয়েছে, যা আমাদের মুসলিমদের ঐতিহ্যের গৌরবময় ইতিহাস গড়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার আইইউটির সমাবর্তন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে ক্রেস্ট উপহার দেন আচার্য ও ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা। ছবি: ফোকাস বাংলা

তিনি বলেন, ‘সে যুগের মুসলিম স্কলাররা সংস্কৃতি, জ্ঞান অর্জন, বৈজ্ঞানিক আবিষ্কার এবং সমসাময়িক সাহিত্যে বিশ্বে আধিপত্য বিস্তার করেছিলেন। সেই অবস্থান থেকে বর্তমানে মুসলিম উম্মাহর এই পিছিয়ে থাকার কারণগুলো আমাদের বিশ্লেষণ করা দরকার।’

শেখ হাসিনা বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির অভাব, জ্ঞান-বিজ্ঞানের অভাব এবং অন্যান্য অনেক বিষয় মুসলিম উম্মাহর পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি- এ হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য আমাদের মুসলিম উম্মাহকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে বিশেষ করে তাদের নিজস্ব শিক্ষার্থীদের শিক্ষা ও বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির বিকাশে আরও বেশি বিনিয়োগ করতে হবে।’

আধুনিক যুগে মুসলিমরা মাত্র তিনটি নোবেল পুরস্কার পেয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, এটাই এই আধুনিক যুগে গবেষণা, প্রযুক্তি ও উন্নয়নের ক্ষেত্রে মুসলিম উম্মাহর অবদানের প্রকৃত উদাহরণ। মুসলিম জাতির এই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে জোরালো প্রচেষ্টা প্রয়োজন- যাতে তারা এক্ষেত্রে আরও অবদান রাখতে পারেন।’

শেখ হাসিনা বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম সম্প্রদায়ের পিছিয়ে পড়া উচিত নয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস, কোয়ান্টাম কম্পিউটিং ও অন্যান্য খাতে।’

ওআইসির মহাসচিব ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) চ্যান্সেলর হিসেন ব্রাহিম তাহার সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সমাবর্তন অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে সনদ ও স্বর্ণপদক তুলে দেন। ছবি: ফোকাস বাংলা

সমাবর্তনে ২০২১ এবং ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক, মাস্টার্স, পিএইচডি এবং ডিপ্লোমা ডিগ্রি দেয়া হয়।

শিক্ষার্থীদের অসামান্য ফলাফলের জন্য দুই ধরনের স্বর্ণপদক—আইইউটি স্বর্ণপদক এবং ওআইসি স্বর্ণপদক দেয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে আইইউটির উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী তার অর্থায়নে আইইউটির নবনির্মিত ছাত্রী হলেরও উদ্বোধন করেন।

আইইউটি বাংলাদেশের একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, যা ওআইসির অর্থায়নে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হলো ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে-বিশেষ করে প্রকৌশল, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে অবদান রাখা।

আইইউটি ওআইসিভুক্ত সদস্য দেশগুলো থেকে সরাসরি অনুদান পায় এবং ছাত্রদের বিনামূল্যে শিক্ষাদান, বোর্ডিং, বাসস্থান ও চিকিৎসা দেয়।


banner close