মঙ্গলবার, ৬ জুন ২০২৩

প্রথম আলো সম্পাদকের কুশপুতুল পোড়াল জাবি ছাত্রলীগ

নেতাকর্মীরা প্রথম আলো সম্পাদকের পুতুলে আগুন দেন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
৩১ মার্চ, ২০২৩ ১৯:০৯
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুতুল পুড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ ও ‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগে তার কুশপুতুল দাহ করেন তারা।

শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কুশপুতুল দাহ করা হয়। এ সময় শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, সাংবাদিকরা দেশের বিবেক। দেশের ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে তাদের ওপর। কিন্তু সাংবাদিকতার আড়ালে যারা বাস্তব অবস্থা তুলে না ধরে ভিন্ন অবস্থা তুলে ধরেন তাদের বিরুদ্ধেই আজকের এই কর্মসূচি।

‘আমরা আশা রাখি, আপনারা (সাংবাদিকরা) জাতিকে বিভ্রান্তিকর পথে নেবেন না। মুক্তিযুদ্ধের সপক্ষে দেশরত্ন শেখ হাসিনা যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছেন, সে পথে যৌক্তিক দাবিটা তুলে ধরবেন। কোনো ভুল বা অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।’ যোগ করেন আকতারুজ্জামান সোহেল।


গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। দৈনিক বাংলা ফাইল ছবি
আপডেটেড ৬ জুন, ২০২৩ ২২:৪৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সর্বমোট পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার রাতে ফলাফল প্রকাশের পর গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং জিএসটি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২২-২৩-এর টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার দৈনিক বাংলাকে এসব তথ্য জানিয়েছেন। এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

অধ্যাপক ইমদাদুল হক জানান, ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন। পরীক্ষায় পাস নম্বর ৩০ ও এর বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৪৩ দশমিক ৩৫ শতাংশ। অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৬ দশমিক ৬০ শতাংশ।

তিনি আরও জানান, ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৮৬ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন শাহরিয়ার আলম পাটোয়ারী। তিনি সিলেটের স্কলারহোমের শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষায় ৮৮ জনের খাতা বাতিল হয়েছ। যা মোট পরীক্ষার্থীর ০ দশমিক ০৫ শতাংশ। এদের মধ্যে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার, ভুল রোল নম্বর লেখায় ২৯ জনের খাতা বাতিল, ডুপ্লিকেট রোল লেখায় ১১ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লেখায় ৪৩ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।’

অধ্যাপক নাছিম আখতার জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৫ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ১ জন। ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ৪০ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৫৬১ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ১৪৭৭, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৩ হাজার ৭২৯, ৫৫ নম্বরের উপরে ৭ হাজার ৯১০ এবং ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এবার সর্বনিম্ন নম্বর মাইনাস ১৩ দশমিক ২৫।

এর আগে গত শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ইউনিটে ৯ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে সারাদেশে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।


৪৫তম বিসিএস প্রিলিতে পাস ১২ হাজার ৭৮৯

ফাইল ছবি
আপডেটেড ৬ জুন, ২০২৩ ১৮:৫৪
প্রতিবেদক, দৈনিক বাংলা

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১২ হাজার ৭৮৯ চাকরিপ্রত্যাশী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিএসসির ওয়েবসাইটেও এ ফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল দেখতে ক্লিক করুন

পিএসসির একটি সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইট বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

৪৫তম বিসিএসে তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নেন।

এই বিসিএস থেকে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা খাতে। সহকারী ও ডেন্টাল সার্জন হিসেবে মোট ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।

বিষয়:

ডায়াসে গিয়ে ভিডিও, সাংবাদিকদের ওপর চটে গেলেন ঢাবি ছাত্রলীগের সা. সম্পাদক

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে ছয় দফা দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, ঢাবি

ডায়াসের সামনে গিয়ে শ্রোতাদের ফুটেজ নেয়ার সময় সাংবাদিকদের ওপর চটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এমনকি কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান বয়কট করেন সংবাদকর্মীরা। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সংবাদকর্মীদের কাছে ক্ষমা চান। তবে এরপরও সংবাদকর্মীরা অনুষ্ঠানস্থলে যোগ দেননি।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে এক আলোচনা সভা চলাকালে এই ঘটনা ঘটে। ছয় দফা দিবস স্মরণে কেন্দ্রীয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তানভীর হাসান সৈকত বক্তব্য দেয়ার সময় কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাপারসন মঞ্চে ডায়াসের সামনে এসে শ্রোতাদের ভিডিও নিচ্ছিলেন। তখন সৈকত বলেন, ‘আমাদের সাংবাদিকদের বিবেক দিন দিন কমে যাচ্ছে। আমি বক্তব্য দিচ্ছি, তারা আমার সামনে দাঁড়াচ্ছেন। এটা জাতিগতভাবে আমাদের অবক্ষয়। এতটুকু মানবিক দৃষ্টিকোণ ও দূরদর্শিতা থাকা প্রয়োজন একজন সাংবাদিকের।’

এক সাংবাদিকের উদ্দেশে সৈকত আরও বলেন, ‘আপনি যেটা করছেন সেটা ব্লগিং না, ব্লক। জার্নালিজম সম্পর্কে জানলে আপনাকে ব্লক এবং ব্লগিং কী সেটা জানতে হবে। আপনাকে নীতিমালা বুঝতে হবে। একজন বক্তব্য দিলে তার সামনে ব্লক করে দাঁড়াতে পারেন না আপনি।’ এ সময় সৈকতের সঙ্গে তাল মিলিয়ে তার অনুসারীরাও সমস্বরে ‘ঠিক ঠিক’ বলে সমর্থন জানান।

এতে ক্ষুব্ধ হয়ে সব সংবাদকর্মী আলোচনা সভা বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বাইরে গিয়ে সংবাদকর্মীদের অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করেন।

এরপর মঞ্চে ফিরে ডায়াসে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের গণমাধ্যমের বন্ধুরা আমাদের সব কর্মকাণ্ড জাতির সামনে উপস্থাপন করার ক্ষেত্রে নিরলস ভূমিকা পালন করেন। তবে কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সব সময় তাদের উপযুক্ত পরিবেশ দিতে পারি না। আজকে এই কর্মসূচিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের নিকট আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ছাত্র আন্দোলনের ছোট ভাই হিসেবে আমাদের ভুল-ত্রুটি উপেক্ষা করে প্রোগ্রাম কভার করার অনুরোধ জানাচ্ছি।’

এই বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, ‘পুরো স্টেজে যথেষ্ট ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও আমাকে ব্লক করে দাঁড়িয়ে ছিলেন এই ক্যামেরাপারসনরা। শ্রোতা এবং আমি কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখন তাদের সরে দাঁড়াতে বলি আমি। এটা কি অন্যায় হয়েছে আমার? ভিডিও এবং ছবিতে স্পষ্ট প্রমাণ আছে, আমি কোন পরিপ্রেক্ষিতে তাদের সরে দাঁড়াতে বলেছি।’

সৈকত আরও বলেন, ‘যেই ভিডিও ক্লিপটি প্রচার করা হচ্ছে সেটি খণ্ডিত অংশ। আমি আমার সামনে দাঁড়ানো ক্যামেরাম্যানদের উদ্দেশে এই কথা বলেছি। সব সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলিনি। আমিও তো মানুষ। আমি বক্তব্য দেয়ার সময় কেউ যখন আমাকে পেছনে রেখে আমার ঠিক সামনে ব্লক করে দাঁড়িয়ে ভিডিও করে তখন তো এটা দৃষ্টিকটূ। আমি এই কথা বলেছি।’

এই ঘটনার পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।


দিনব্যাপী ‘এডুকেশন এক্সপো -২০২৩’ এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

আপডেটেড ৬ জুন, ২০২৩ ১৬:৫২
প্রতিবেদক, দৈনিক বাংলা

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত দিনব্যাপী দেশের সবচেয়ে বড় শিক্ষামেলা ‘এডুকেশন এক্সপো -২০২৩’ অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। এতে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) সফলভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সিইউবিসহ প্রায় ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে হাজির হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই এক্সপো সকলের জন্য উন্মুক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এক্সপোতে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিইউবি’র উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
মেলায় আগতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিইউবি'র মার্কেটিং ডিপার্টমেন্ট কতৃক উদ্ভাবিত "গুডউইল অ্যাম্বাসেডর কার্ড।" এই কার্ডের মাধ্যমে যেকোন শিক্ষার্থী বিশেষ সুবিধা নিয়ে ভর্তি হতে পারবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে। সিইউবি এর শিক্ষার্থীদের চাকরি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুনঃ https://www.cub.edu.bd/apply.php

বিষয়:

এক মাসের ছুটিতে যাচ্ছেন রাবি উপাচার্য

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, রাবি

দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ৯ জুন উপাচার্য তার ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করতে আমেরিকা যাচ্ছেন। সেখানে তিনি ৭ জুলাই পর্যন্ত অবস্থান করবেন। পরে সেপ্টেম্বরের ২-৩ তারিখ পর্যন্ত তিনি ১৩তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে যোগদান করবেন।

আদেশপত্রে আরও বলা হয়, এ ছুটির ব্যক্তিগত ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয় তার ছেলে বহন করবে এবং সম্মেলনের ব্যয় বহন করবে সংগঠন। এতে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক কোনো সংশ্লিষ্টতা থাকবে না। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।


সম্মিলিত ডিগ্রি চালুর দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সমন্বিত ডিগ্রির দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নন-ক্যাডার নিয়োগ বিধিমালায় কিছু পদে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি থেকে আবেদনের সুযোগ দেয়া হয়নি। এতে ক্ষোভ জানিয়ে প্রকাশিত গেজেট সংশোধন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টার দিকে ‘এক দেশ, এক ডিগ্রি’ চালুর দাবিতে বাকৃবি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের আমতলা ও উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল থেকে তারা প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল করে ওই পদগুলোতে ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দিয়ে নতুন প্রজ্ঞাপনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন।

বাকৃবি শিক্ষার্থীরা জানান, গত ৩০ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত গেজেটে জ্যু অফিসার, সহকারী ব্যবস্থাপক, সম্প্রসারণ কর্মকর্তা, পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার, অ্যানিমেল প্রোডাকশন অফিসার, পশুপালন কর্মকর্তা পদগুলোতে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেয়া হয়। কিন্তু ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি ওই গেজেটে।

বাকৃবি ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সহসভাপতি মো. শাহরিয়ার খন্দকার বলেন, ভেটেরিনারিয়ানদের অস্তিত্ব সংকটের প্রশ্নে একচুল পরিমাণ ছাড় দেয়া হবে না। আমাদের যৌক্তিক দাবি ‘এক দেশ, এক ডিগ্রি’ মানতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দেলন চালিয়ে যাব এবং অনুষদের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

বাকৃবির ভেটেরিনারি অনুষদ থেকে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ও পশুপালন অনুষদ থেকে বিএসসি ইন এনিম্যাল হাজব্যান্ড্রি নামে দুটি পৃথক ডিগ্রি দেয়া হয়। বর্তমানে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ডিগ্রি ও তিনটি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিগ্রি দেয়া হয়। ফলে সমন্বিত ডিগ্রিধারী একজন শিক্ষার্থী চাকরি ক্ষেত্রে দুই ডিগ্রির সুবিধা পাচ্ছেন।

বিষয়:

ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ জাবি শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অনুষদভুক্ত বিভাগগুলোর মধ্যে স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য ২০১৫-১৬ সেশনের পাঁচ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড- ২০১৯ দেয়া হবে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মোজাম্মেল বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ডিনস অ্যাওয়ার্ড চালু করেছি। গত আট মাস ধরে আমরা এ বিষয়ে কাজ করেছি। স্নাতকে সর্বোচ্চ ফলাফল বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের পাঁচ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছি। ডিনস অ্যাওয়ার্ডের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সিজিপিএ ৩.৭৫। এর ওপরে যাদের সিজিপিএ আছে, তাদের মধ্যে সর্বোচ্চ ফলধারীদের মনোনীত করেছি।

ডিনস অ্যাওয়ার্ডের জন্য যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে কলা ও মানবিকী অনুষদের চারুকলা বিভাগের রুবাইয়াত ইবনে নবী পেয়েছেন সিজিপিএ ৩.৯৮। সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের ফারাহ নাসরিন পেয়েছেন সিজিপিএ ৩.৯৮। জীববিজ্ঞান অনুষদের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুজ ভৌমিক পিয়াস পেয়েছেন সিজিপিএ ৩.৯৮।

এ ছাড়া বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) মো. আতা-ই-রাব্বি পেয়েছেন সিজিপিএ ৩.৯৫ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরিসংখ্যান বিভাগের মোছা. নিলুফার ইয়াসমিন পেয়েছেন সিজিপিএ ৩.৯৪।


রাবি ‘সি’ ইউনিটে পাসের হার ৪১.৩৫%

রাবিতে ভর্তি পরীক্ষা। ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পাসের হার ৪১ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার রাবি জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গ্রুপ-১-এ পাস করেছে ২২ দশমিক ৪২ শতাংশ পরীক্ষার্থী, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-২-এ পাস করেছে ৩৮ দশমিক ৩১ শতাংশ পরীক্ষার্থী, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৭৫। গ্রুপ-৩-এ পাসের হার ৩২ দশমিক ৯৫ শতাংশ, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪-এ পাসের হার ২৪ দশমিক ৭৬ শতাংশ, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭। আর গ্রুপ-৫-এ (অবিজ্ঞান) পাসের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) দেখা যাবে।

গত ২৯ মে রাবি ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ইউনিটে মোট চার শিফট এবং অবিজ্ঞান ইউনিটে এক শিফট মিলিয়ে মোট পাঁচ শিফটে পরীক্ষা নেয়া হয় হয়।


বিশ্ব পরিবেশ দিবসে জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৫ জুন, ২০২৩ ২১:৩১
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ‘গ্রিন উইক’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

সোমবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও বৃক্ষরোপণ কমিটির আহবায়ক ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চ ও সামাজিক বিজ্ঞান ভবনের পাশে, শহীদ মিনারের সামনে ও সায়েন্স ফ্যাকাল্টিতে বৃক্ষরোপণ করেন।

বৃক্ষরোপণের সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্য ‘ সল্যুশন টু প্লাস্টিক পলুশন’ বিবেচনায় রেখে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে স্মাট-ক্লিন-হেলদি হিসেবে গড়তে তুলতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় যে রূপরেখা প্রণয়ন করেছেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করেছেন তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ।’


মাধ্যমিকের প্রাথমিক শাখার শ্রেণি কার্যক্রমও বন্ধ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

সরকারি প্রাথমিক স্কুলের পর এবার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক শাখা রয়েছে সেই স্কুলগুলোর প্রথম থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র গরমের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তবে ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষা থাকায় মাধ্যমিক স্তর বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে মাউশি।

সোমবার মাউশির এক অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তা অনুসারে, আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর আলোকে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ছয়টি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সেগুলো হলো-

# যেসব স্কুলে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির কার্যক্রম আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

# পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে।

# শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

# শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে।

# শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

# শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

মাধ্যমিক বিদ্যালয়গুলোর নিম্ন মাধ্যমিক স্তর বন্ধ ঘোষণা করা হলেও অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষার কারণে মাধ্যমিক স্তর বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি জানান, মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। কারণ, ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষা রয়েছে। এ ক্ষেত্রে মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গরমের কারণে গতকাল রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


দ্বিতীয় মেয়াদে ইউজিসির সদস্য হলেন সাজ্জাদ ও আলমগীর

ইউজিসি সদস্য সাজ্জাদ হোসেন ও মুহাম্মদ আলমগীর। ফাইল ছবি
আপডেটেড ৫ জুন, ২০২৩ ২০:১৯
প্রতিবেদক, দৈনিক বাংলা

দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হলেন অধ্যাপক সাজ্জাদ হোসেন ও অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী চার বছরের জন্য তারা সদস্য পদে নিয়োগ পেয়েছেন। তারা প্রথম মেয়াদের অনুরূপ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

সদস্য হিসেবে অধ্যাপক মুহাম্মদ আলমগীর এর মেয়াদ শেষ হবে চলতি মাসের ১৫ মে এবং অধ্যাপক সাজ্জাদ হোসেনের মেয়াদ শেষ হবে ১১ মে। মেয়াদ শেষ হওয়ার আগেই পুর্ননিয়োগ পেলেন তারা।

নিয়োগের শর্তে বলা হয়, এ নিয়োগের মেয়াদ হবে চার বছরের জন্য। তবে সরকার মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে বর্তমানে তিনি যে বেতন-ভাতা পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদে নিয়োগেও একইভাবে বেতন-ভাতা পাবেন। কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। এ নিয়োগ যোগাদানের দিন থেকে কার্যকর হবে।

এর আগে অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক মুহাম্মদ আলমগীরবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি এবং জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়াও শিক্ষকতার পাশাপাশি তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট এবং শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।


বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির অনুমতির বিষয়টি ভেবে দেখা দরকার

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৫ জুন, ২০২৩ ১৮:০৯
প্রতিবেদক, দৈনিক বাংলা

শিক্ষা ও গবেষণায় যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে তাদের পিএইচডি ডিগ্রি করার অনুমতি দেয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভেবে দেখতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘তাদের অনুমতি না দিলে আমরা গবেষণাকে উৎসাহিত করতে পারবো না। কাজেই এটি করা খুব দরকার।’

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ইরাব) এই এক্সপোর আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সবগুলো নিয়ে বলছি না। অনেক বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কথা আছে। মানের দিক থেকে অনেক ভালো করছে এরকম বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদের সক্ষমতা হয়েছে আমি বিশ্বাস করি, তাদের পিএইচডি ডিগ্রি করার অনুমতির দেয়ার বিষয়টি এখন ইউজিসির ভেবে দেখার সঠিক সময়।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানসহ অন্যরা।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে গবেষণাসহ সব খাতে জোর দিতে হবে। এখানে শিক্ষার উন্নয়নের জন্য শুধু অবকাঠামো বা বিল্ডিং বানালেই হবে না, আমাদের একাডেমিক কার্যক্রমের গতি বাড়াতে হবে। একাডেমিক মাস্টারপ্ল্যান করতে হবে। একাডেমিক মাস্টারপ্ল্যান ঠিক করে দেবে আমাদের শিক্ষার মান কেমন হবে। একই সঙ্গে আমাদের বাড়াতে হবে গবেষণার সংস্কৃতি।

দীপু মনি বলেন, দেশের শিক্ষাখাতে প্রতিবছরই বরাদ্দ বাড়াচ্ছে সরকার। জিডিপির হিসেবে এ হার কম হলেও সামগ্রিক হিসেবে এটি বাড়ছে। এখন আমাদের গবেষণায়ও বরাদ্দ বেড়েছে।

মেলায় দেশের ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে হাজির হয়। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।


তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি ঢাবি সাদা দলের

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৫ জুন, ২০২৩ ১৮:০১
প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়

‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের’ অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছে সংগঠনটি। মানববন্ধনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, হামলা এবং মামলার মাধ্যমে বিরোধী রাজনৈতিক মতানুসারীদের দমন-নিপীড়নের প্রতিবাদও জানানো হয়।

মানববন্ধনে শিক্ষকরা দাবি করেন, আমেরিকার ভিসানীতির মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে অপমানের ষোলকলা পূর্ণ হয়েছে। তারা মনে করেন, এই নীতির মাধ্যমে বাংলাদেশকে উগান্ডা-নাইজেরিয়ার সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে কারা দায়ী, সরকার কেন তাদের ধরছে না। কারণ তারা সরকারের চেয়ে আরও শক্তিশালী। তারাই সরকারকে টিকিয়ে রেখেছে।

তিনি বলেন, ইতোমধ্যে বারবার প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেজন্য নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা দেশের মানুষ আন্দোলনে ফুঁসে উঠেছে। আমরা তাদের সঙ্গে একাত্মতা জানাই।

অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা নজীরবিহীন। লোডশেডিংয়ের কারণে বাংলাদেশের জনজীবন এখন বিপর্যস্ত হয়ে গেছে। এই মুহূর্তেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বিদ্যুৎ নেই, অথচ সকল বিভাগে ক্লাস চলছে। বিদ্যুৎ খাতে উন্নয়নের নামে লুটপাটের একটা নজির আমরা দেখতে পাচ্ছি।

তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন একেবারে যখন নাভিশ্বাস উঠেছে, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর প্রতিবাদও করতে পারবো না। আমাদের উপর নানাভাবে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, আমরা সবসময় চাই, এদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। ভোটারবিহীন নির্বাচন যেন আর না হয়। বর্তমান সরকারকে বলতে চাই, রাতের আঁধারে ভোটের মাধ্যমে আপনারা যেভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন সেই দিন শেষ হয়ে গেছে, আর নয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন খান, অধ্যাপক আব্দুস সালাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আহমেদ এবং সহযোগী অধ্যাপক এম এ কাউসারসহ অন্যরা।


banner close