বুধবার, ৭ জুন ২০২৩

চবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় পাস ৪৫%

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ফাইল ছবি
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। ভর্তি পরীক্ষায় পাসের জন্য ন্যূনতম নম্বর ছিল ৪০।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ’ ইউনিটে পরীক্ষা দিয়েছিল ৫৯ হাজার ৫০২ জন। এর মধ্যে পাস করেছে ২৬ হাজার ৯০৮ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী। ফলাফল প্রস্তুত হয়ে গেলেও ওয়েবসাইটে প্রকাশ হতে আরও সময় লাগবে।

‘এ’ ইউনিট ভর্তি কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা শুক্রবার রাতে দৈনিক বাংলাকে বলেন, আমরা ফলাফল প্রস্তুত করেছি। ফলাফল আইসিটি সেলে পাঠানোর পর তারা আরেকবার চেক করবেন। এরপর ফলাফল প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে আরও একদিন সময় লাগতে পারে।

ড. রাশেদ মোস্তফা আরও বলেন, ‘এ’ ইউনিটে পাশের হার ৪৫ দশমিক ২২ শতাংশ। আমরা ৫৯ হাজার ৫০২টি ওএমআর শিট পেয়েছি। মোট পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন পরিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকেও জানানো হয়েছে, ইউনিট থেকে ফলাফল পাঠানোর পর তারা সেটি আরেকবার নিরীক্ষা করে দেখবেন। এরপর সেটি বিশ্ববিদ্যালয়ের পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

চবির ‘এ’ ইউনিটে বাংলা ও ইংরেজি ছিল বাধ্যতামূলক। এর সঙ্গে গণিত, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও জীববিজ্ঞানের মধ্যে যেকোনো তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। নৈর্ব্যক্তিক পরীক্ষা ছিল মোট ১০০ নম্বরের। জিপিএ’র ওপর ছিল আরও ২০ নম্বর। সব মিলিয়ে ফল প্রস্তুত করা হয়েছে ১২০ নম্বরের ওপর।

এদিকে ভর্তি পরীক্ষার প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় শূন্য দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।


জবি শিক্ষককে মারধর: সেই চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ
আপডেটেড ৭ জুন, ২০২৩ ২০:৪১
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামকে আটকে মারধর ও জোর করে স্বাক্ষর রাখায় খুলনার সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি হলেন, কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল‌য়ের স্থানীয় সরকার বিভা‌গের জ্যেষ্ঠ সহকারী স‌চিব জেসমিন প্রধান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তি‌নি ব‌লেন, ‘খুলনা জেলা প্রশাস‌কের সুপা‌রিশ আম‌লে নি‌য়ে ওই চেয়ারম‌্যান‌কে সাম‌য়িক বরখাস্ত ক‌রা হ‌য়েছে। গত ৫ জুন এ বিষ‌য়ে একটি প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।’

প্রজ্ঞাপন থেকে জানা যায়, খুলনার কয়রা উত্তরচক আমিনিয়া বহুমুখী কা‌মিল মাদ্রাসায় অধ‌্যক্ষ নি‌য়োগ প‌রীক্ষায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ড. নজরুল ইসলামকে ম‌নো‌নীত করা হয়। নিয়োগ পরীক্ষায় মাদ্রাসার সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ এক পরীক্ষার্থীকে বেশি নম্বর ও নিয়োগ দিতে চাপ দেন। ওই নিয়োগ পরীক্ষায় মতপার্থক্যজনিত কারণে চেয়ারম্যানের নেতৃত্বে ড. নজরুল ইসলাম‌কে মারধর করা হয় এবং মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনিয়ে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়।

এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪) (খ) ঘ) ধারা অনুযায়ী খুলনার জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। এমন অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হাতে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ৫ মে উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসায় ঘটা ওই ঘটনায় অধ্যাপক ড. নজরুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদসহ ৮ জনের নাম উল্লেখ করে কয়রা থানায় মামলা করেন। ১৬ মে উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত আসামিদের দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

পরে ১ জুন কয়রা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আব্দুল্লাহ আল মাহমুদ। জামিন নামঞ্জুর করে তাকে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন বিচারক মো. আজহারুল ইসলাম।


জবিতে আরও এক বছর রেজিস্ট্রার থাকছেন ওহিদুজ্জামান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৭ জুন, ২০২৩ ১৯:২২
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৪ জুন থেকে তার নতুন নিয়োগ কার্যকর হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে জবি রেজিস্ট্রারের নতুন এই নিয়োগের কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ২০১৬ সালের ২৬ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী তার মাসিক বেতন নির্ধারিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে অন্যান্য ভাতা ও সুবিধা প্রাপ্য হবেন।

২০০৯ সালের ১৫ অক্টোবর প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগ দেন। আগামী ১৩ জুন তার অবসরে যাওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তার অবসর নেয়ার সময় আরও এক বছর পেছাল।


দাবদাহের কারণে এবার মাধ্যমিকের ক্লাস বন্ধ

ফাইল ছবি
আপডেটেড ৭ জুন, ২০২৩ ১৬:৪৯
প্রতিবেদক, দৈনিক বাংলা

তীব্র দাবদাহে প্রাথমিকের পর এবার মাধ্যমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে,সারাদেশে চলমান তাপপ্রবাহের সতর্কতার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম আগামী ৮ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে আগামী শুক্র ও শনিবার মিলে মাধ্যমিকের শিক্ষার্থীরা তিন দিন ছুটি পাচ্ছে।

এর আগে, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরাও ৮ জুন পর্যন্ত ছুটির আওতায় রয়েছে।


গরমে অসুস্থ ভিকারুননিসার ৭ ছাত্রী, হাসপাতালে চিকিৎসা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
আপডেটেড ৭ জুন, ২০২৩ ১৬:৪০
প্রতিবেদক, দৈনিক বাংলা

তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেয়া হয়েছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাত শিক্ষার্থীকে। তবে ওই ছাত্রীদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় ফিরে গেছে বলে অভিভাবকরা জানিয়েছেন।

বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সাত ছাত্রী অসুস্থ হয়ে পার্শ্ববর্তী মনোয়ারা হাসপাতালে ভর্তি হয়।

কলেজ সূত্রে জানা গেছে, অসহনীয় দাবদাহ, লোডশেডিংয়ের কারণে ক্লাস চলাকালে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে অভিভাবকরা এসে তাদের মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই ছাত্রীরা বাসায় ফিরে গেছে।

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘আমাদের শিক্ষকরা অসুস্থ ছাত্রীদের খোঁজ রাখছেন। কোনো ছাত্রীই হাসপাতালে ভর্তি হয়নি। অসুস্থদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। এখন এক/দুইজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে।’

গরমে প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘এটা তো আমরা করতে পারবো না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নির্দেশনা আসতে হবে। তবে, এই গরমে প্রতিষ্ঠান কিছুদিন বন্ধ রাখলেই ভালো হতো।’


ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে ফলাফল প্রকাশ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ১৫ হাজার ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ১৬৯ জন। পাসের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ২ হাজার ৯৩৪ জন এবার এই ইউনিটের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। গত ৬ মে এই ইউনিটের পরীক্ষা হয়েছিল।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ‘বিজ্ঞান’ বিভাগ থেকে প্রথম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সৌম্যদিপ্ত মন্ডল। তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৮৩। আর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্টসহ মোট নম্বর পেয়েছেন ১০৩ নম্বর।

এই ইউনিটে ‘মানবিক’ থেকে প্রথম হয়েছেন বরিশালের অম্রিতালাল দে কলেজের শিক্ষার্থী অয়ন চক্রবর্তী। তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় তিনি পেয়েছেন ৮৪। আর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্টসহ মোট নম্বর পেয়েছেন ১০৪।

বাণিজ্য শাখা থেকে প্রথম হয়েছেন ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী আশিকুজ্জামান। তিনি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পেয়েছেন ৬৮ নম্বর। আর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের রেজাল্টসহ মোট নম্বর পেয়েছেন ৮৮ নম্বর।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ১৮ জুন বিকেল ৩টা থেকে ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

কোটায় আবেদনকারীদের ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করে, তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে।

এ ছাড়া কারও ফলাফল নিয়ে সন্দেহ থাকলে, তা নিরীক্ষার জন্য নির্ধারিত ফি দেয়া সাপেক্ষে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে আবেদন করা যাবে।


ঢাবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে র‌্যালি, বৃক্ষরোপণ, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

গতকাল বুধবার কার্জন হল এলাকায় একটি চালতাগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারেও প্রধান অতিথি ছিলেন তিনি। বিজ্ঞপ্তি


করোনা মহামারির প্রভাব নিয়ে কর্মশালা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

‘ইমপ্যাক্ট অব দ্য কোভিড-১৯ প্যানডেমিক অন এয়ার কোয়ালিটি অব দ্য মনসুন এশিয়া রিজিয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (কারস) সেমিনার কক্ষে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুস সালাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি


জাবিতে অনশনরত শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

অনশনরত শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় রাতেই উপাচার্য ভবনের সামনে বিক্ষোভ করেন প্রগতিশীল শিক্ষার্থীরা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণরুম বিলুপ্তিসহ ৩ দাবিতে অনশনকারী শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়সহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বন্ধ ছিল। রাত সাড়ে ১০টায় মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী হল থেকে বের হয়ে আসেন। পরে তারা অনশনরত শিক্ষার্থীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করেন। এক পর্যায়ে তার বিছানা-বালিশে আগুন লাগানোর চেষ্টা করেন এবং জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেন।

এরপর গৌতম কুমার দাস (৪৫ ব্যাচ) বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে আনেন। অনশনরত শিক্ষার্থীকে জোরপূর্বক অ্যাম্বুলেন্সে উঠিয়ে মেডিকেলে পাঠিয়ে দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, মাশিয়াত সৃষ্টি, মনিকা নকরেক এবং শারমিন সুর মারধরের শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির আলম এবং আবাসিক শিক্ষক মুজিবুর রহমানসহ হল প্রশাসন সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক অছাত্রদের তালিকা করতে যান। এরই জেরে ছাত্রলীগের নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর রাত ১০টায় পূর্বনির্ধারিত লোডশেডিং শুরু হলে ছাত্রলীগের নেতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে মীর মোশাররফ হোসেন হলের শতাধিক নেতা-কর্মী হামলায় অংশ নেন। এ সময় ৪৫ ব্যাচের গৌতম কুমার দাস রাব্বি ও সজীব, ৪৫ ব্যাচের মুরসালিন, মুরাদ, সোহেল, তানভীর, রায়হান, সৌমিক, তারেক মীর, নাফিস এবং ৪৩ ব্যাচের নোবেলসহ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মারধরের শিকার সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘বিদ্যুৎ না থাকার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। এ সময় আমাদের সঙ্গে থাকা মেয়েদের শ্লীলতাহানি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।’

এদিকে অনশনরত শিক্ষার্থী সামিউলের ওপর হামলার ঘটনা অস্বীকার করছেন মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা। তাদের দাবি, সামিউলের ওপর ছাত্রলীগ হামলা করেনি বরং সাধারণ শিক্ষার্থীরা হামলা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান বলেন, ‘প্রত্যয় নামের একটা ছেলেকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে আসা হয়। এ সময় সে বলতেছিল, ‘‘আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। আমি আসতে চাইনি। আমাকে মারধর করে জোর করে নিয়ে আসা হয়েছে।’’ পরে তাকে আমরা চিকিৎসা দিতে চাইলে সে নেয়নি।’

ঘটনার ১ ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি বলেন, ‘ঘটনা শুনে আমরা এসেছি। এখানে যেসব শিক্ষার্থী হামলা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করতে পারেনি। তারা ছাত্রলীগ করে কি না, এটাও জানি না। কারা হামলা করেছে আমরা তদন্ত করে বের করে ব্যবস্থা নেব।’

সামিউলের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক নুরুল আলমের বাসভবনের সামনে ৫ দফা দাবিতে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, ‘কাল (বুধবার) ১২টায় আমাদের মিটিং রয়েছে। আমরা সেখানে দাবিগুলোর বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’

প্রত্যয় গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খেলার মাঠে অনশনে বসেন। সে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের (৪৯তম ব্যাচের) শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।


গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। দৈনিক বাংলা ফাইল ছবি
আপডেটেড ৬ জুন, ২০২৩ ২২:৪৪
প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সর্বমোট পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার রাতে ফলাফল প্রকাশের পর গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং জিএসটি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২২-২৩-এর টেকনিক্যাল সাব কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার দৈনিক বাংলাকে এসব তথ্য জানিয়েছেন। এরই মধ্যে সংশ্লিষ্ট ওয়েবাসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

অধ্যাপক ইমদাদুল হক জানান, ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন। পরীক্ষায় পাস নম্বর ৩০ ও এর বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ৩২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৪৩ দশমিক ৩৫ শতাংশ। অনুত্তীর্ণ হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৫৬ দশমিক ৬০ শতাংশ।

তিনি আরও জানান, ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৮৬ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন শাহরিয়ার আলম পাটোয়ারী। তিনি সিলেটের স্কলারহোমের শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষায় ৮৮ জনের খাতা বাতিল হয়েছ। যা মোট পরীক্ষার্থীর ০ দশমিক ০৫ শতাংশ। এদের মধ্যে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার, ভুল রোল নম্বর লেখায় ২৯ জনের খাতা বাতিল, ডুপ্লিকেট রোল লেখায় ১১ জনের খাতা বাতিল ও সেট নম্বর ভুল লেখায় ৪৩ জনের খাতা মূল্যায়ন করা হয়নি।’

অধ্যাপক নাছিম আখতার জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৫ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ১ জন। ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৫ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ৪০ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৫৬১ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ১৪৭৭, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৩ হাজার ৭২৯, ৫৫ নম্বরের উপরে ৭ হাজার ৯১০ এবং ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এবার সর্বনিম্ন নম্বর মাইনাস ১৩ দশমিক ২৫।

এর আগে গত শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ইউনিটে ৯ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে সারাদেশে মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।


৪৫তম বিসিএস প্রিলিতে পাস ১২ হাজার ৭৮৯

ফাইল ছবি
আপডেটেড ৬ জুন, ২০২৩ ১৮:৫৪
প্রতিবেদক, দৈনিক বাংলা

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১২ হাজার ৭৮৯ চাকরিপ্রত্যাশী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পিএসসির ওয়েবসাইটেও এ ফল প্রকাশ করা হয়েছে।

ফলাফল দেখতে ক্লিক করুন

পিএসসির একটি সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইট বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

৪৫তম বিসিএসে তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নেন।

এই বিসিএস থেকে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। এরমধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা খাতে। সহকারী ও ডেন্টাল সার্জন হিসেবে মোট ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।

বিষয়:

ডায়াসে গিয়ে ভিডিও, সাংবাদিকদের ওপর চটে গেলেন ঢাবি ছাত্রলীগের সা. সম্পাদক

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে ছয় দফা দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, ঢাবি

ডায়াসের সামনে গিয়ে শ্রোতাদের ফুটেজ নেয়ার সময় সাংবাদিকদের ওপর চটে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এমনকি কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান বয়কট করেন সংবাদকর্মীরা। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সংবাদকর্মীদের কাছে ক্ষমা চান। তবে এরপরও সংবাদকর্মীরা অনুষ্ঠানস্থলে যোগ দেননি।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে এক আলোচনা সভা চলাকালে এই ঘটনা ঘটে। ছয় দফা দিবস স্মরণে কেন্দ্রীয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তানভীর হাসান সৈকত বক্তব্য দেয়ার সময় কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাপারসন মঞ্চে ডায়াসের সামনে এসে শ্রোতাদের ভিডিও নিচ্ছিলেন। তখন সৈকত বলেন, ‘আমাদের সাংবাদিকদের বিবেক দিন দিন কমে যাচ্ছে। আমি বক্তব্য দিচ্ছি, তারা আমার সামনে দাঁড়াচ্ছেন। এটা জাতিগতভাবে আমাদের অবক্ষয়। এতটুকু মানবিক দৃষ্টিকোণ ও দূরদর্শিতা থাকা প্রয়োজন একজন সাংবাদিকের।’

এক সাংবাদিকের উদ্দেশে সৈকত আরও বলেন, ‘আপনি যেটা করছেন সেটা ব্লগিং না, ব্লক। জার্নালিজম সম্পর্কে জানলে আপনাকে ব্লক এবং ব্লগিং কী সেটা জানতে হবে। আপনাকে নীতিমালা বুঝতে হবে। একজন বক্তব্য দিলে তার সামনে ব্লক করে দাঁড়াতে পারেন না আপনি।’ এ সময় সৈকতের সঙ্গে তাল মিলিয়ে তার অনুসারীরাও সমস্বরে ‘ঠিক ঠিক’ বলে সমর্থন জানান।

এতে ক্ষুব্ধ হয়ে সব সংবাদকর্মী আলোচনা সভা বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বাইরে গিয়ে সংবাদকর্মীদের অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করেন।

এরপর মঞ্চে ফিরে ডায়াসে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের গণমাধ্যমের বন্ধুরা আমাদের সব কর্মকাণ্ড জাতির সামনে উপস্থাপন করার ক্ষেত্রে নিরলস ভূমিকা পালন করেন। তবে কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সব সময় তাদের উপযুক্ত পরিবেশ দিতে পারি না। আজকে এই কর্মসূচিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যার জন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের নিকট আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ছাত্র আন্দোলনের ছোট ভাই হিসেবে আমাদের ভুল-ত্রুটি উপেক্ষা করে প্রোগ্রাম কভার করার অনুরোধ জানাচ্ছি।’

এই বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, ‘পুরো স্টেজে যথেষ্ট ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও আমাকে ব্লক করে দাঁড়িয়ে ছিলেন এই ক্যামেরাপারসনরা। শ্রোতা এবং আমি কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখন তাদের সরে দাঁড়াতে বলি আমি। এটা কি অন্যায় হয়েছে আমার? ভিডিও এবং ছবিতে স্পষ্ট প্রমাণ আছে, আমি কোন পরিপ্রেক্ষিতে তাদের সরে দাঁড়াতে বলেছি।’

সৈকত আরও বলেন, ‘যেই ভিডিও ক্লিপটি প্রচার করা হচ্ছে সেটি খণ্ডিত অংশ। আমি আমার সামনে দাঁড়ানো ক্যামেরাম্যানদের উদ্দেশে এই কথা বলেছি। সব সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলিনি। আমিও তো মানুষ। আমি বক্তব্য দেয়ার সময় কেউ যখন আমাকে পেছনে রেখে আমার ঠিক সামনে ব্লক করে দাঁড়িয়ে ভিডিও করে তখন তো এটা দৃষ্টিকটূ। আমি এই কথা বলেছি।’

এই ঘটনার পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।


দিনব্যাপী ‘এডুকেশন এক্সপো -২০২৩’ এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

আপডেটেড ৬ জুন, ২০২৩ ১৬:৫২
প্রতিবেদক, দৈনিক বাংলা

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত দিনব্যাপী দেশের সবচেয়ে বড় শিক্ষামেলা ‘এডুকেশন এক্সপো -২০২৩’ অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। এতে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) সফলভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সিইউবিসহ প্রায় ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে হাজির হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই এক্সপো সকলের জন্য উন্মুক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এক্সপোতে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিইউবি’র উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
মেলায় আগতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সিইউবি'র মার্কেটিং ডিপার্টমেন্ট কতৃক উদ্ভাবিত "গুডউইল অ্যাম্বাসেডর কার্ড।" এই কার্ডের মাধ্যমে যেকোন শিক্ষার্থী বিশেষ সুবিধা নিয়ে ভর্তি হতে পারবে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে। সিইউবি এর শিক্ষার্থীদের চাকরি প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুনঃ https://www.cub.edu.bd/apply.php

বিষয়:

এক মাসের ছুটিতে যাচ্ছেন রাবি উপাচার্য

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিনিধি, রাবি

দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ৯ জুন উপাচার্য তার ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করতে আমেরিকা যাচ্ছেন। সেখানে তিনি ৭ জুলাই পর্যন্ত অবস্থান করবেন। পরে সেপ্টেম্বরের ২-৩ তারিখ পর্যন্ত তিনি ১৩তম উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে যোগদান করবেন।

আদেশপত্রে আরও বলা হয়, এ ছুটির ব্যক্তিগত ভ্রমণ সংক্রান্ত সকল ব্যয় তার ছেলে বহন করবে এবং সম্মেলনের ব্যয় বহন করবে সংগঠন। এতে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক কোনো সংশ্লিষ্টতা থাকবে না। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।


banner close