জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বনানীর স্টার টাওয়ারে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উপদেষ্টা কমোডর (অব.) জোবায়ের আহমেদ।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুন্নবী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শুভময় দত্ত। বিজ্ঞপ্তি
বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পটি নারায়ণগঞ্জের হোসিয়ারি ব্যবসায়ীদের নিয়ে পরিচালনা করছে।
প্রকল্পের আওতায় হোসিয়ারি ব্যবসায়ীদের অর্থনৈতিক সুবিধা দেয়ার পাশাপাশি তাদের ব্যবসার পরিবেশ উন্নয়নমূলক ট্রেইনিংয়ের ব্যবস্থা, কারখানার নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইসার, ফার্স্ট এইড বক্স, পোস্টার, সাইন, সিম্বলসহ ইত্যাদি দেয়া হয়। এর ধারাবাহিকতায় ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্সের (ডিঅ্যান্ডডি) মাধ্যমে হোসিয়ারি পণ্যের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ও অনলাইন মার্কেটিংয়ের ওপর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসে প্রশিক্ষণ দেয়া হয়। এভাবে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া মানুষকে নিয়ে কাজ করে যাচ্ছে।
মেঘনা ব্যাংক এবং আকিজ ভেঞ্চার গ্রুপ সম্প্রতি একটি লোন সিন্ডিকেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রকল্প সম্প্রসারণ এবং বিভিন্ন পরিবেশবান্ধব কাঠামোগত উন্নয়নের উদ্দেশ্যে এ ঋণ ব্যবহৃত হবে।
এ ক্ষেত্রে মেঘনা ব্যাংক লিড অ্যারেঞ্জার এবং এজেন্ট হিসেবে কাজ করবে। মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন এবং আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন।
অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে ‘অনুভব’-এর উদ্বোধন হয়েছে গত বুধবার। ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন ইন্ডিয়ান অ্যাসিসট্যান্ট হাইকমিশনার (চট্টগ্রাম) ডা. রাজীব রঞ্জন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের ফাউন্ডার চেয়ারম্যান ডা. রবিউল হোসেন। আরও বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনানথ এন রাও প্রমুখ।
বর্তমানে ‘অনুভবের’ আওতায় যে সেবাগুলো পাওয়া যাচ্ছে অবস্ অ্যান্ড গাইনি সার্জারি, ইএনটি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক ও ট্রমা, গ্যাস্ট্রো প্রসিডিউর ইত্যাদি।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) একটি অস্থায়ী গুদাম পুরান ঢাকার শ্যামপুরে আগামী ৪ জুন উদ্বোধন করা হবে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গুদামটি উদ্বোধন করবেন।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, প্রকল্পের ঠিকাদার নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. আব্দুল্লাহ আল মাকসুস ও বিসিআইসি চেয়ারম্যান মো. সাইদুর রহমান উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি
নানা আয়োজনে ২০২৩ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানে ১৪ শরও বেশি শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন ও বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদের ডিন। বিজ্ঞপ্তি
রাশিয়ার বিখ্যাত কবি ও লেখক আলেকজান্ডার পুশকিনের ২২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থিত পুশকিনের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ সময় ঢাকায় রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ও রাশিয়ান হাউসের ডিরেক্টর ম্যাক্সিম ডবরোখোতভ উপস্থিত ছিলেন।
পরে ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে পুশকিনের জন্মবার্ষিকী ও রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে এক সেমিনারও প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য ড. আখতারুজ্জামান। বিজ্ঞপ্তি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ২০২৩ সালের জন্য ব্যাংকের নিজস্ব খরচে স্টাফ পর্যায়ের ১০ জন কর্মচারীর পবিত্র হজ করার ব্যবস্থা করেছে।
নির্বাচিত প্রার্থীদের দৈব চয়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ইউসিবি গত ৩ বছর ধরে ব্যাংকের নিজস্ব খরচে স্টাফ পর্যায়ের কর্মচারীদের হজে প্রেরণ করছে।
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংকের ২৪ ঘণ্টা বাণিজ্যসেবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।
সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, সব শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জরা।
বিসিবিএল অনুমোদিত এডি শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন পরিচালনা করছে। বৈদেশিক বাণিজ্যিক-সম্পর্কিত গ্রাহকরা সরাসরি এডি শাখার মাধ্যমে ট্রেড সেবা ও সুবিধা উপভোগ করছে এবং সারা দেশে বিসিবিএলের নন এডি শাখার গ্রাহকরা সিটিপিইউ (সেন্ট্রালাইজড ট্রেড প্রসেসিং ইউনিট)-এর মাধ্যমে তাদের বাণিজ্যসেবা উপভোগ করছে।
আসন্ন ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে বেঙ্গল মিট এ বছরও চালু করল অনলাইন কোরবানি হাট, যার মাধ্যমে গ্রাহকের অর্ডার করা গরু, ছাগল এবং ভেড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে এবং কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনলাইন কোরবানির নবম বছরের আয়োজন তুলে ধরেন বেঙ্গল মিটের কর্মকর্তারা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম গত ৩০ মে বেঙ্গল মিটের অনলাইন কোরবানির ওয়েবসাইট www.qurbani.bengalmeat.com-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল মিটের হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ, কোরবানি প্রকল্পের প্রধান ফয়সাল আহমেদ, মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার নূর মোহাম্মদ প্রমুখ।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় ৫ দিনব্যাপী হস্তশিল্প মেলা শুরু হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মাহবুবর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান।
ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আজ শুক্রবার প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইট www.singerbd.com থেকে কোনো কাস্টমার যেকোনো পণ্য অর্ডার করলে পণ্যটি ফ্রি হোম ডেলিভারির সঙ্গে একটি ঔষধি গাছ ফ্রি পাবেন।
প্রতি শুক্রবার দিনব্যাপী সিঙ্গার বাংলাদেশের ই-কমার্স সাইট www.singerbd.com-এ এক্সক্লুসিভ অফার নিয়ে উরাধুরা ফ্রাইডে ক্যাম্পেইন আয়োজন করা হয়।
সিঙ্গার বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ বলেন, পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে। উরাধুরা গ্রিন ফ্রাইডে-তে বিনা মূল্যে ঔষধি গাছের চারা বিতরণ করে আমরা পরিবেশ রক্ষায় আমাদের গ্রাহকদের উৎসাহিত করতে চাই।
ঢাকার কেরানীগঞ্জে ইউনিয়ন ব্যাংকের আগানগর উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, দক্ষিণ কেরানীগঞ্জের ব্যবসায়ী মাহমুদ আলম এবং আগানগর ইউনিয়নের ব্যবসায়ী আসাদ হোসাইন টিটু।
ইসলামী ব্যাংক বাংলাদেশ ‘স্মার্ট ব্যাংকিং টুওয়ার্ডস এক্সিলেন্স ইন অ্যাসেট কোয়ালিটি’ শীর্ষক মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ ও আলতাফ হুসাইন, সহকারী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শাব্বির ও কাজী মো. রেজাউল করিম।