রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ঢাবিতে পুশকিনের ভাস্কর্যে উপাচার্যের শ্রদ্ধা

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২ জুন, ২০২৩ ০৯:১৬

রাশিয়ার বিখ্যাত কবি ও লেখক আলেকজান্ডার পুশকিনের ২২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থিত পুশকিনের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় ঢাকায় রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর ও রাশিয়ান হাউসের ডিরেক্টর ম্যাক্সিম ডবরোখোতভ উপস্থিত ছিলেন।

পরে ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে পুশকিনের জন্মবার্ষিকী ও রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে এক সেমিনারও প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপাচার্য ড. আখতারুজ্জামান। বিজ্ঞপ্তি


ফারুক মঈনউদ্দীনের ‘সেরা দশ গল্প’ নিয়ে আলোচনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা লেখক ফারুক মঈনউদ্দীনের ছোটগল্পের সংকলন ‘সেরা দশ গল্প’ নিয়ে আলোচনা করেছেন।

লেখক ফারুক মঈনউদ্দীন নিজেও এই জ্ঞানগর্ভ সাহিত্য সভায় উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন। অংশগ্রহণকারীরা মঈনউদ্দীনের অনন্য লেখার শৈলী, স্বতন্ত্র শব্দচয়ন, গল্পের গঠন, প্রেক্ষাপট, আকর্ষণীয় চরিত্রায়ন এবং তাঁর গল্পগুলোতে প্রচলিত গভীর বিষয়গুলো নিয়ে উৎসাহের সঙ্গে আলোচনা করেন। তাঁর লেখার বিশ্লেষণ তাঁর সাহিত্যিক অবদানের গভীরতা সম্পর্কে একটি বহুমুখী অন্তর্দৃষ্টি প্রদান করে। ২১ সেপ্টেম্বর ২০২৩ সাহিত্য আলোচনাটি অনুষ্ঠিত হয়। লেখক ফারুক মঈনউদ্দীনও তাঁর লেখক হয়ে ওঠার গল্প শুনিয়েছেন। তিনি বছরের পর বছর ধরে তাঁর লেখার বিবর্তন, তিনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন এবং উপলব্ধির মুহূর্তগুলো যা তাঁর লেখায় প্রভাব ফেলেছে, সে সব সম্পর্কে আলোকপাত করেন।

রিডিং ক্যাফের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারুক মঈনউদ্দীন বলেন, ‘ব্যাংকিং পেশাজীবীরা তাদের ব্যস্ত সময়সূচির মধ্যেও এ ধরনের প্রাণবন্ত ও উদ্যমী সাহিত্য আলোচনা করছেন, তা জেনে আমি সত্যিই অনুপ্রাণিত। এটি সাহিত্যের প্রতি তাদের আবেগ এবং আধ্যাত্মিক শক্তির প্রমাণ দেয়।’ অধিবেশনটি একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয়, সেখানে সদস্যরা লেখকের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। তারা প্রতিটি ছোটগল্পের নেপথ্যের গল্প ও সৃজনশীল প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান। সাহিত্যে মনোনিবেশ এবং তা উদযাপন করার নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিবিএল রিডিং ক্যাফে সিদ্ধান্ত নিয়েছে, তাদের পরবর্তী পাঠ্য হবে ‘জীবনানন্দ দাসের ১০০টি কবিতা’র বইটি। বিজ্ঞপ্তি


ওয়ালটনের নতুন চমক সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের ফ্রিজ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

স্থানীয় বাজারে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের নতুন চমক হচ্ছে এক দরজাবিশিষ্ট সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের রেফ্রিজারেটর। ছোট পরিবার থেকে শুরু করে ব্যাচেলর, ফার্মেসি, হাসপাতাল, হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, দোকানে ব্যবহার উপযোগী ওয়ালটনের এই মডেলের রেফ্রিজারেটর। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে অত্যাধুনিক রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি করা হচ্ছে ৫০ থেকে ২২৫ লিটার পর্যন্ত বিভিন্ন ধারণক্ষমতার সিঙ্গেল ডোর ফ্রিজ। ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ জানান, মাল্টিপারপাস ইউজারের কথা বিবেচনা করে এই ফ্রিজের মডেল উদ্ভাবন করেছে ওয়ালটন। এক থেকে চারজনের একটি ছোট পরিবার সাশ্রয়ী খরচে ব্যবহার করতে পারবেন এই মডেলের ফ্রিজ।

এসব ফ্রিজের দাম পড়বে ১৪ হাজার ৯৯০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে। এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ এই ফ্রিজের কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি সুবিধা পাচ্ছেন ক্রেতারা। বিজ্ঞপ্তি


ইস্পাহানি টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘ইস্পাহানি ৩৫তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ইআরসি মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাবেক সভাপতি ফারুক সোবহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। এ ছাড়া বাংলাদেশ ব্রিজ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইস্পাহানি ৩৫তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ইআরসি মিলনায়তনে গত ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ চ্যাম্পিয়নশিপের ৩৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম লিবার্টি’ আর রানারআপ হয়েছে ‘রয়্যাল ফ্ল্যাশ’ । বিজ্ঞপ্তি


এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এক্সিম ব্যাংকর চট্টগ্রাম অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক, নির্বাহী এবং কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসীম উদ্দীন ভূঞা, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বর্তমান সময়ে ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন। একই সঙ্গে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে বার্ষিক লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন। বিজ্ঞপ্তি


জিইএন গ্লোবাল ও জিইএন বাংলাদেশের সমঝোতা স্মারক সই

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

GEN গ্লোবাল এবং GEN বাংলাদেশ একটি উন্নয়নে ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তিটি বাংলাদেশে বিশ্বের মযাদাপূর্ণ গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক (GEW) ২০২৩ আয়োজনের মঞ্চ তৈরি করবে।

সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠানে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের (GEN) প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জোনাথন অর্টম্যানস, জিইএন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সবুর খান এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক বাংলাদেশের জাতীয় হোস্ট কে এম হাসান রিপনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা অধ্যাপকের সাক্ষাৎ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

চীনের সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক লিউ জংগুই গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ল্যাং এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অফিস অব দ্য ইন্টারন্যাশনাল আফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইনিজ স্টাডিজ সেন্টারের উদ্বোধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞপ্তি


বুয়েটে নবীন অ্যালামনাই সংবর্ধনা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বুয়েট অ্যালামনাই গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদ্য পাস করা অ্যালামনাইকে (ব্যাচ স্থাপত্য-২০১৬, নগর ও অঞ্চল পরিকল্পনা-২০১৭, প্রকৌশল-২০১৭) সংবর্ধনা প্রদান ও ওয়েবসাইট (alumni.buet.ac.bd) উন্মোচন করেছে। বুয়েট জিমনেসিয়ামে সংবর্ধিত ব্যাচের অ্যালামনাইকে সম্মানীয় ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েট অ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার, নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল আহসান খালেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল আউয়াল, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক।

স্বাগত বক্তব্য দেন বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিজ্ঞপ্তি


সামাজিক বাধাসমূহ দূর করতে হবে: ঢাবি উপাচার্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য স্মার্টফোন, ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ এবং মানসিক চিকিৎসার ক্ষেত্রে সামাজিক বাধাসমূহ দূর করতে হবে। গতকাল শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্য: বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার ব্যবধান কমিয়ে আনার চাবিকাঠি’ শীর্ষক ৪ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি যৌথভাবে এই সম্মেলন আয়োজন করেছে।

বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার সম্মেলনে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি


সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দুজন সফরসঙ্গীসহ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপের আমন্ত্রণে ওই প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহল প্ল্যান্ট পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ওই প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। বিজ্ঞপ্তি


বিইউপিতে আন্তর্জাতিক সম্মেলন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার শুরু হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন। ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার পাহাং ইউনিভার্সিটির উপউপাচার্য প্রফেসর ড. কামাল জুহাইরি বিন জামলি, বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কামাল কাদির, গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশনের (আরএপিআইডি) পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিইউপি সামরিক ও বেসামরিক উচ্চপদের কর্মকর্তা, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থীসহ দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিইউপির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে ইতোমধ্যে ১৫টি দেশ থেকে স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, কৃষি, শিল্প এবং আধুনিক নগরায়ণ বিষয়ে ২৮৭টি গবেষণা প্রবন্ধ জমা হয়েছে, যার মধ্যে ১০০টি সম্মেলনে উপস্থাপন করা হবে। বিজ্ঞপ্তি


বিএসএমএমইউতে ভিএসএ পদ্ধতি জেনারেটর চালু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়ু থেকে নাইট্রোজেন অপসারণ করে অক্সিজেন উৎপাদনকারী ভ্যাকুয়াম সুইং অ্যাডসর্পশন (ভিএসএ) পদ্ধতি জেনারেটরের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ব্লকের সামনে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ জেনারেটরের উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সর্বাধুনিক প্রযুক্তিগুলো সংযোজন করতে তৎপর রয়েছে।’ এ সময় নার্সিং অনুষদের ডিন অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এমএসএইচ-নেটওয়ার্ক। তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবি, চাবি, জাবি, রাবি সাধারণ গুচ্ছ ও সমন্বিত কৃষি ও মেডিকেলে ২ হাজার ৫০০ শিক্ষার্থী চান্সপ্রাপ্তির রেকর্ড নিয়ে গত ১৫ সেপ্টেম্বর কেআইবি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্ক গ্র্যান্ড সেলিব্রেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী মোখলেসুর রহমান মুকিত, ঢাকা বিভাগের এডিসি বদরুল হাসান রিয়াদ, অধিকার টিভির প্রধান নির্বাহী নাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন এমএসএইচ-নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মো. হোসেন আলী। বিজ্ঞপ্তি


ইসলামী ব্যাংকের উদ্যোগে শরিয়াহ পরিপালন শীর্ষক সভা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা সম্প্রতি বগুড়ার বড়গোলা শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. রুহুল আমিন রব্বানী প্রধান অতিথি ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ সাব্বির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের বগুড়া জোনপ্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বগুড়া শাখাপ্রধান মো. আফজাল হোসেন। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরিয়াহ সেক্রেটারিয়েটের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। কর্মশালায় জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি


banner close