শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

সিইউবিতে ‘মার্কেটিং সুপারস্টার’ সৈয়দ আলমগীর

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪৪

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্যা মার্কেটিং সুপারস্টার।’ এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মার্কেটিং জগতের ‘সুপারস্টার’ ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আলমগীর।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিইউবির উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মুহাম্মদ রিদওয়ানুল হক ও সিইউবির ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম আরিফুজ্জামান।

সৈয়দ আলমগীর তার নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, উপস্থাপনা ও কারিগরি নৈপুণ্যসহ বিভিন্ন সফট স্কিল বা বিষয়গত পূর্ণাঙ্গ জ্ঞান কোনোটাই শুধু কাঠামোগত পাঠ্যসূচির মধ্য দিয়ে অর্জন করা সম্ভব নয়। এগুলো শিখতে হয় সারাজীবনজুড়ে এবং প্রতিনিয়ত ও প্রাত্যহিক জীবনযাপনের ভেতর দিয়ে। তিনি তার নাতিদীর্ঘ বক্তৃতা ও নানা ধরনের প্রশ্নের বুদ্ধিদীপ্ত ও তার স্বভাবসূলভ রসাত্মক জবাবের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন প্রায় দেড় ঘণ্টা।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যাবসায় শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বেনজীর রহমান এবং অনুষ্ঠানে সিইউবির বিভিন্ন অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সিইউবির শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

সিইউবিতে ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে— ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১ ও ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন— https://www.cub.edu.bd/apply.php


ঢাবিতে রোবট অলিম্পিয়াড শুরু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানবজীবন যেন হুমকির সম্মুখীন না হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি ড. লাফিফা জামাল এবং ঢাবির রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সেঁজুতি রহমান বক্তব্য রাখেন।


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেলে বর্ণাঢ্য আয়োজন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর অতিথিদের জন্য আয়োজন করেছে ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট-২০২৩’! হোটেলের সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওসে এ উৎসব শুরু হয় গতকাল বুধবার, যা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ এফ আই এইচ , বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা ও সহযোগীদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে ২৬ সেপ্টেম্বর বিকেলে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

এ উৎসবের অন্যতম আকর্ষণ হলো হোটেলের জনপ্রিয় বিভিন্ন দেশীয় খাবারের সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক খাবার। এ ছাড়া থাকছে স্পেশাল অফার ‘ডাইন থ্রি অ্যাট প্রাইস অব ওয়ান’ অর্থাৎ একটি বুফের মূল্যে তিনটি বুফে ডিনার উপভোগ করার সুযোগ মাত্র ৬ হাজার ৬৬৬ টাকায়, চলবে টানা ৪ দিন। সঙ্গে উৎসবের এ চার দিন বিভিন্ন আউটলেটে থাকছে নানা আকর্ষণীয় অফার। রয়েছে পরিবারসহ বুফে ব্রেকফাস্ট ও বুফে ডিনার উপভোগ করার ‘ডাইন অ্যান্ড স্টে’ অফার মাত্র ১২ হাজার ৫৫৫ টাকায় এবং ‘হ্যাপি স্টে’ অফার; রুম সাথে ব্যুফে ব্রেকফাস্ট শুধু ৮ হাজার ৭৮৭ টাকা।

টুরিজম ফেস্ট উপলক্ষে শহরের সব থেকে সুন্দর রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ অতিথিদের জন্য থাকছে ১৫% ডিসকাউন্ট, বাবল ফ্লেভর লাউঞ্জে বার্গারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি , চটপটি ও ফুচকা কর্নারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং স্পাতে ২০% ডিস্কাউন্ট অফার উপভোগ করার সুযোগ। এ ছাড়া জিম মেম্বারশিপে ৫০% ডিস্কাউন্ট। বিজ্ঞপ্তি


অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স মিডিয়া দলের আইএসপিআর পরিদর্শন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) মিডিয়া প্রতিনিধিদল গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন । চার সদস্যবিশিষ্ট মিডিয়া টিমের নেতৃত্ব দেন লিউট জিওফ্রে লং ।

পরিদর্শনকালে প্রতিনিধিদল আইএসপিআর-এর কর্মকর্তা এবং ডিফেন্স জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন (ডিজ্যাব) প্রতিনিধিদের সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিফেন্স মিডিয়া সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন । এ সময় পরিচালক আইএসপিআর লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামান আইএসপিআর-এর কার্যক্রম, সশস্ত্র বাহিনীর সঙ্গে মিডিয়া সমন্বয় এবং অন্যান্য বিষয়ে বাস্তবতার নিরিখে তাঁর বক্তব্য তুলে ধরেন। বিজ্ঞপ্তি


নারী স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ ফাইন্যান্সের অঙ্গীকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে পরামর্শ সভা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ফাইন্যান্স। সিএসআরের অংশ হিসেবে সুস্থ আগামীর নিশ্চিতে বাংলাদেশ ফাইন্যান্স এ উদ্যোগ নেয়। রাজধানীর রায়েরবাজারে জাগো ফাউন্ডেশন স্কুলে গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ ফাইন্যান্সের সঙ্গে যৌথভাবে এ অনুষ্ঠানে অংশ নেয় রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি আর সার্বিক সহযোগিতা করে বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশন।

অনুষ্ঠানের শুরুতে সমাজের পিছিয়ে পড়া জাগো ফাউন্ডেশনে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনা এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন আমন্ত্রিত অতিথিরা। পরে এক অনুষ্ঠানে একজন বিশেষজ্ঞ ডাক্তার; অংশ নেয়া কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের পিরিয়ড এবং নারী স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করেন।

এ সময় বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, ‘আগামীর সুস্থ বাংলাদেশ নিশ্চিতে সুস্থ ও স্বাস্থ্যবান নারী নিশ্চয়ন অত্যন্ত জরুরি; বাংলাদেশ ফাইন্যান্স সিএসআর খাতের আওতায় সেই লক্ষ্যে কাজ করছে, যার ব্যাপ্তি ভবিষ্যতে আরও বাড়বে।’

এ বিষয়ে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ বলেন, ‘বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পেয়ে তিনি আনন্দিত এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের উন্নয়নে একসঙ্গে কাজ করতে উৎসাহী। বিজ্ঞপ্তি


ইস্পাহানি নিবেদিত বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের উদ্বোধন  

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রাজধানীর গুলশান ক্লাবে ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টানা তৃতীয়বারের মতো আয়োজিত ‘বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এ স্কোয়াশ টুর্নামেন্টে এবারও আগের দুইবারের মতোই মূল টুর্নামেন্টের অন্তর্ভুক্ত থাকছে দেশ-বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও নবীন খেলোয়াড়দের অংশগ্রহণে মোট তিনটি টুর্নামেন্ট।

ইস্পাহানির সৌজন্যে ২০২১ সাল থেকে এ টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। ২৬ থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারও থাকছে একটি পিএসএ ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। পিএসএ বা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা। ইস্পাহানি নিবেদিত ‘বঙ্গবন্ধু তৃতীয় আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট’-এর পিএসএ ‘চ্যালেঞ্জ ট্যুর-৫’-এ বাংলাদেশের সেরা ছয়জন পুরুষ খেলোয়াড় খেলবেন নেদারল্যান্ডস, মিসর, ইরান, কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে।

পাশাপাশি মেয়েদের জন্য আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ১৪ জন নারী খেলোয়াড় খেলবেন মালয়েশিয়া ও শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড়দের সঙ্গে। এ ছাড়াও নবীন খেলোয়াড়দের জন্য আয়োজিত ‘তৃতীয় বাংলাদেশ যুব স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৩’-এ অনূর্ধ্ব ১৭ ক্যাটাগরির অর্ধশতাধিক পুরুষ ও নারী খেলোয়াড় অংশগ্রহণ করবে। এ টুর্নামেন্টের চ্যালেঞ্জ ট্যুরের খেলাগুলো অনুষ্ঠিত হবে গুলশান ক্লাবে এবং স্যাটেলাইট ট্যুর ও যুব স্কোয়াশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে।

এ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো টিভিতেও দেখা যাবে। পিএসএ ‘চ্যালেঞ্জ ট্যুর-৫’-এর প্রথম সেমিফাইনাল আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল সম্প্রচারিত হবে। এ ছাড়াও ৩০ তারিখ বিকেল ২টা ৪০ মিনিটে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে।

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটশ ফেডারেশনের সহসভাপতি রাশেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটশ ফেডারেশনের সহসভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, ফেডারেশনের সহসভাপতি ইরশাদ হোসেন এবং গুলশান ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলামসহ ফেডারেশন ও গুলশান ক্লাবের নির্বাহী পর্ষদের সদস্য, ইস্পাহানি গ্রুপের কর্মকর্তা ও দেশি-বিদেশি স্কোয়াশ খেলোয়াড়রা। বিজ্ঞপ্তি


ইউসিবিতে নতুন ডিএমডি হলেন এস এম মইনুল কবির

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশিষ্ট ব্যাংকার এস এম মইনুল কবির সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৮ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য পেশাজীবনে এস এম মইনুল কবির বিভিন্ন ব্যাংকে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ব্রাঞ্চ ব্যাংকিং, জেনারেল ব্যাংকিং, ট্রেড ফাইন্যান্স ও ল্যান্ডিং অপারেশন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন ব্যাংকে ঊর্ধ্বতন ব্যবস্থাপক পর্যায়ে কৌশলগত ভূমিকা পালন করেন। পেশাগত জীবনে তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি যমুনা ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক) লিমিটেডে বিভিন্ন পদে দায়িত্ব পালনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

বিষয়:

পর্যটন স্পটে টাইম শেয়ারিং কার্ড সেবা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশে সম্ভাবনাময় পর্যটনশিল্পকে বিকশিত ও সমৃদ্ধ করতে সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের ‘ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্ট’ যাত্রা শুরু করেছে। কক্সবাজার, বান্দরবান, সাজেক, শ্রীমঙ্গল, কুয়াকাটা, চট্টগ্রাম ও ঢাকায় ‘ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্ট’ চালু করা হয়। রাঙামাটি ও সেন্ট মার্টিনেও দ্রুতই এটি চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া পর্যটকদের আবাসন সেবা প্রদানের সুবিধার্থে টাইম শেয়ারিং কার্ড সেবা চালু করা হয়েছে। টাইম শেয়ারিং কার্ডধারী পর্যটকরা নির্দিষ্ট সময় ‘ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্টে’ অবস্থান করে সেবাগ্রহণের সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর এক হোটেলে নায়ক ফেরদৌস আনুষ্ঠানিকভাবে কার্ডটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন জিকে লালার সভাপতিত্বে কার্ডের সুবিধা তুলে ধরেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুল কৈম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক (মার্কেটিং) মহিউদ্দিন খান খোকন, কোম্পানির জেনারেল ম্যানেজার অরবিন্দু চৌধুরী। এ ছাড়া অংশগ্রহণ করেন চিত্রনায়ক জায়েদ খানসহ বিভিন্ন অতিথিরা। বিজ্ঞপ্তি


ইসলামী ব্যাংকের সঙ্গে মেডিক্সের চুক্তি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মেডিক্সের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী ও ইউনাইটেড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান এ-সংক্রান্ত চুক্তি হস্তান্তর করেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মানজুরুল হক ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান, ইউনাইটেড হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বি খান, মেডিক্সের হেড অব সেন্টার অপারেশন ও করপোরেট মার্কেটিং তারেক সামি রহমান এবং করপোরেট অ্যাকাউন্টস ম্যানেজার শরীফুল ইসলাম খান ইউসুফজাইসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বিভিন্ন টেস্টের ওপর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ড গ্রাহকরা মেডিক্সে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি

বিষয়:

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সনি-স্মার্টের ক্যাম্পেইন  

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমকে জয়ের জন্য উৎসাহিত করা এবং টেলিভিশন ক্রেতাদের আনন্দ দ্বিগুণ করতে দেশব্যাপী এক অভিনব ক্যাম্পেইন শুরুর ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। বাংলাদেশে জাপানের সনির ইলেকট্রনিকস ও অন্যান্য পরিষেবা বাজারজাত করতে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানটি গত রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়। এ সময় জানানো হয়, দর্শক-চাহিদার সঙ্গে মানানসই ভরপুর ফিচারের “সনি ব্রাভিয়া ‘জে’, ‘কে’ এবং ‘এল’ সিরিজ”-এর টেলিভিশন মিলছে সনি-স্মার্টের শোরুমে। এ ছাড়া রয়েছে স্মার্ট ব্র্যান্ডের গুগল অ্যানড্রয়েড টেলিভিশন। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এসব টেলিভিশন বিক্রিতে স্পেশাল প্রাইস, স্পেশাল বেনেফিটস আর ডাবল গিফটের নিশ্চয়তা দিচ্ছে সনি-স্মার্ট।

সংবাদ সম্মেলনে ‘আমরা করব জয়’ ক্যাম্পেইন শুরুর ঘোষণা দিয়ে সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন বলেন, “গত ২৬ জুলাই থেকে ছোট কিংবা বড়, সনি-স্মার্টের শোরুম থেকে সনির যেকোনো টেলিভিশন কিনলেই পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় থাকা-খাওয়া-বিনোদনসহ পণ্যভেদে নানা ধরনের বিশেষ সুবিধা পাচ্ছেন ক্রেতারা। একই সঙ্গে এ অফারের আওতায় গ্রাহকদের কাছে থাকা যেকোনো ব্র্যান্ডের পুরোনো কিন্তু সচল ল্যাপটপ, সিআরটি টিভি, এলসিডি কিংবা এলইডি টিভি সনি-স্মার্টের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে জমা দিয়ে ব্রাভিয়া সনির নতুন টেলিভিশন কেনার ক্ষেত্রে ১৯ হাজার থেকে শুরু করে ২ লাখ ৩১ হাজার টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালুও দিচ্ছি আমরা। সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ২০২৩ সালের সনি ব্রাভিয়া ‘এল’ সিরিজের ১০টি নতুন মডেলের টেলিভিশন যুক্ত হয়েছে আমাদের শোরুমে।”

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়া প্রেসিডেন্ট জেরেমি হেং চুন গুয়ান বলেন, ‘আপনারা জানেন, হোম ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্টের জন্য সবার সেরা সনি। সনি টিভির উন্নত বৈশিষ্ট্যযুক্ত প্রযুক্তি আপনার মধ্যে অন্যরকম অনুভূতি নিয়ে আসবে। আমাদের সর্বশেষ ব্রাভিয়া এক্সআর প্রযুক্তিতে রয়েছে এমন কিছু ফিচার, যা আপনাদের দেবে নতুন অভিজ্ঞতা, প্রতিটি ছবি হবে ঝকঝকে ও জীবন্ত। আমি আশা করব, আপনারা এবারের বিশ্বকাপ ক্রিকেট উপভোগ করবেন সনি ব্রাভিয়ার নতুন মডেলের টেলিভিশন দিয়ে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘সনি এবং স্মার্ট একসঙ্গে প্রায় দুই বছর ধরে দেশের ইলেকট্রনিকস পণ্যের গ্রাহকদের জন্য ব্যতিক্রমী এবং নতুনত্বে ভরপুর পণ্য ও সেবা সরবরাহ করে যাচ্ছে। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষেও এর ব্যতিক্রম নয়। আসুন প্রযুক্তিকে আলিঙ্গন করি, খেলার প্রতি আবেগে লিপ্ত হই। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের আনন্দে মাতি সনি-স্মার্টের সাথে।’ বিজ্ঞপ্তি


এনআরবিসি ব্যাংকের ‘পিসিআই ডিএসএস’ সার্টিফিকেট অর্জন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এনআরবিসি ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকদের সব ধরনের তথ্য সুরক্ষা নিশ্চিত করায় আন্তর্জাতিকভাবে সম্মানজনক স্বীকৃতি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) ভার্সন ৩.২.১ সার্টিফিকেট অর্জন করেছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের গুলশান সভাকক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার হাতে সার্টিফিকেট তুলে দেন এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টসের (ইআইসি) সিইও মশিউল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক এ এম সাইদুর রহমান, লকিয়ত উল্লাহ, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, আইটি বিভাগের প্রধান দিদারুল হক মিয়া, এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টসের সিওও মো. জাহাঙ্গীর আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পিসিআই ডিএসএস সার্টিফিকেট ডিজিটাল ব্যবস্থায় আর্থিক সেবা প্রদানকারী যেকোনো প্রতিষ্ঠানের জন্য খুবই সম্মানজনক।

এই সার্টিফিকেট গ্রাহকদের কার্ডের তথ্য আরও নিরাপদ ও সুরক্ষিত করবে। আন্তর্জাতিক সংস্থা পিসিআই কাউন্সিলের অধীনে এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্টস সার্টিফিকেশন প্রক্রিয়ায় স্থানীয় সহযোগী, সমন্বয়কারী এবং সার্টিফিকেট প্রদানকারী স্বীকৃত প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি


বিকাশের সেবা ব্যবহার করবে ই-কুরিয়ার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিকাশের বি২বি (বিজনেস টু বিজনেস) কালেকশন সল্যুশন সেবা ব্যবহার করবে দেশের অন্যতম অনলাইন কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ই-কুরিয়ার। দেশজুড়ে ছড়িয়ে থাকা তাদের ১০০টি হাবে এ সেবা ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা যেমন সহজ হবে, তেমনি পণ্য সরবরাহের কাজেও গতিশীলতা আসবে। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে বিকাশ এবং ই-কুরিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও ই-কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে ই-কুরিয়ারের দেশজুড়ে ছড়িয়ে থাকা ১০০টি হাব থেকে প্রতিদিন ই-মানি প্রদান করে ক্যাশ কালেকশন করবে বিকাশ।

বি২বি এ সেবায় প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের সরবরাহ চেইনে আর্থিক ব্যবস্থাপনা ক্যাশবিহীন, সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে। সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্যসহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বিকাশের এ বি২বি কালেকশন সল্যুশন ব্যবহার করছে। এসব খাতে সরবরাহ চেইনের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো এবং দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো সুদৃঢ় করতে ভূমিকা রাখছে বিকাশের এ বিজনেস টু বিজনেস কালেকশন সেবা। বিজ্ঞপ্তি


বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করল পদ্মা ব্যাংক

আপডেটেড ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২০
করপোরেট ডেস্ক

দেশের কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে ২৫ হাজার কোটি টাকার রিফিন্যান্স (পুনর্অর্থায়ন) এবং প্রি-ফিন্যান্স (প্রাক-অর্থায়ন) স্কিমের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক। গত সোমবার মিতিঝিল বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ কবির আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, পদ্মা ব্যাংকের এসইভিপি সাব্বির মোহাম্মদ সায়েম, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মো. রিয়াজুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ব্যাংক এশিয়ার ‘এজেন্ট বিজনেস মিট-২০২৩’ অনুষ্ঠিত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

‘সময়ের সাথে, উন্নয়নের পথে’ প্রতিপাদ্য নিয়ে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় ব্যাংক এশিয়ার ‘এজেন্ট বিজনেস মিট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম এ বাকী খলীলী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান জিয়াউল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার এজেন্টবৃন্দ, ব্যাংকের মাঠপর্যায়ের কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় এজেন্ট ব্যবসায় অসাধারণ সাফল্যের জন্য ২৬ জন এজেন্ট ও ৭ জন অফিসারকে পুরস্কৃত করা হয়। সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে ব্যাংক পরিচালিত ‘ব্যাংক এশিয়ায় ব্যাংকিং, বিশ্বস্ততা সীমাহীন’ শীর্ষক আর্থিক স্বাক্ষরতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিষয়:

banner close