অবসরে গেইলের ‘৩৩৩’ ও ডি ভিলিয়ার্সের ‘১৭’ নম্বর জার্সি
ক্রিস গেইল এবং এবি ডি ভিলিয়ার্সকে ‘হল অব ফেম’-এ যুক্ত করার খবর গত বছরই জানিয়েছিল আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তাদের আইকনিক জার্সি নম্বরগুলোকেও সম্মানসূচক অবসর দিচ্ছে তারা। এ খবর জানিয়ে শুক্রবার রাতে দলটির অফিসিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, ‘যখন…