ফিলিপাইনের জেলে বসে জাপানে জালিয়াতি
ফিলিপাইনে কারাবন্দি অবস্থায় জালিয়াতি ও ডাকাতি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জাপানের পুলিশ। কর্তৃপক্ষ জানায়, ওই চারজন ফিলিপাইনে জেলে বন্দি থাকা অবস্থায় সহযোগী জুটিয়ে জাপানে ডাকাতি করেন। শুধু ডাকাতিই নয়, বয়স্কদের টার্গেট জালিয়াতির মধ্যে তাদের কোটি কোটি ইয়েনও হাতিয়ে নেয়। তাদের…