ছয় সন্তান নিয়ে জঙ্গলে বসবাস
তিন ছেলে ও তিন মেয়ে নিয়ে জঙ্গলে বসবাস করছেন দেবিদ্বারের ভিটেহীন মামুন মিয়া। উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকাড়ার পরিত্যক্ত ঝোপে কোনো রকম জীবন পার করছে পরিবারটি। সরেজমিনে দেখা যায়, চারপাশে বাঁশঝাড় ও গাছে ঘেরা ঝোপে নড়বড়ে একটি টিনের ঘর। মশা-মাছি, পোকামাকড়ে আবৃত্ত স্থানটি। নোংরা পরিবেশে…