রূপগঞ্জে ২ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজির আবাদ
মৃদু শীতের শুভ্র কুয়াশার চাদর উপেক্ষা করে সবজি চাষে ব্যস্ত কৃষক। ক্রমেই বাড়ছে শীতের আমেজ। লতা-পাতা আর ঘাসে চকচক করছে ভোরের শিশির। মাঠে মাঠে সবুজ সবজির বাহারি খেলা। টমেটো, আলু, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, করলা, ও ধনেপাতার খেত চারদিকে। সবুজের সমারোহে একাকার মাঠের পর মাঠ। মাঠে…