ডান হাত, বাম হাত... অজুহাত?
আ স ম ফেরদৌস রহমান নাজমুল হোসেন শান্ত নিশ্চিত ছিলেন না। গত রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘হয়তো ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের একটা চেষ্টা ছিল।’ প্রশ্নটা ছিল– সাকিব-আল হাসান কেন সাত নম্বরে নেমেছেন? শান্তকে প্রশ্ন না করলেও অবশ্য চলত। কারণ, ম্যাচ শেষে…