হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় অবিন্তা কবির মারা যান। অবিন্তা কবিরসহ দেশি-বিদেশি ২২ নাগরিক এই হত্যাযজ্ঞের শিকার হন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হয়ে থাকে। অবিন্তা কবির তার বাবা-মায়ের একমাত্র সন্তান। অবিন্তার স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিন্তা কবির ফাউন্ডেশন চালু করা হয়েছে।
অবিন্তা সম্পর্কিত যাবতীয় খবর জানতে চোখ রাখুন দৈনিক বাংলার অবিন্তা পাতায়।