একদিকে দুর্গ, একদিকে তাজ
আগ্রা ফোর্টের একেবারে সামনে এসে বাস থামল। এক এক করে বাস থেকে নেমে পড়লাম। দুর্গ ঘুরে দেখতে আমাদের ৪০ মিনিট দেয়া হলো। রাস্তা থেকে দুর্গের বিশাল লাল মুখটা স্পষ্ট দেখা যায়। আমি দৃঢ়ভাবে বলতে পারি, যিনি একবার আগ্রা ফোর্টের এ দৃশ্য দেখেছেন তিনি কোনো দিন স্মৃতি থেকে সেই দৃশ্য মুছে ফেলতে…