কত উন্নতির সুযোগ বাংলাদেশের!
‘দেখা যাক...।’ ‘আশা করছি...।’ ‘... আরও উন্নতি করতে হবে।’ ‘ভালো যদি করি, তাহলে গল্পটা ভিন্ন হবে...।’ যদি, কিন্তু আর অপেক্ষা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বর্তমান কাটছে নুরুল হাসান সোহানের এই কথাগুলোর মতো। হারের ব্যাখ্যা দিতে দিতে শব্দও যেন ফুরিয়ে গেছে। ভিন্ন গল্প কবে লেখা হবে? সেদিন হয়তো…