কাজে দিয়ে ১০ বছর দেখা পাচ্ছেন না মেয়ের
অভাবের তাড়নায় ২০১২ সালে ১৫ বছর বয়সী মেয়ে পারভীন আক্তার সুমিকে কাজের জন্য ননদের মেয়ে ফাতেমা বেগমের কাছে পাঠিয়েছিলেন মা খোদেজা বেগম। তারপর পেরিয়ে গেছে ১০ বছর। দীর্ঘ সময়ে মেয়ে সুমির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি খোদেজা। তার অভিযোগ, মেয়ের খোঁজ নিতে ফাতেমার বাড়িতে গেলে গালাগাল করে…