জন্মবার্ষিকী: কতটুকু জানি সালমান শাহকে
ক্ষণজন্মা বললে ভুল হয় না। ক্যারিয়ারও ক্ষণিকেরই। মাত্র চার বছরের। কিন্তু অভিনয় আর স্টারডমে সেই যে ভক্তদের মনে জায়গা করে নিলেন, আর মুছে যাননি। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সালমান শাহর ৫১তম জন্মবার্ষিকী আজ। এখনো ভক্ত আর দর্শকের আবেগ-উচ্ছ্বাসে বেঁচে থাকেন এই নায়ক। ব্যক্তি কিংবা অভিনয়জীবন-…