জীবিকা চালাতে দুলাল হোসেন ঝালমুড়ি বিক্রি করেন। মনের টানে দেখভাল করেন মুক্ত পাখিদের। প্রতিদিন সকাল-বিকেল নিয়ম করে পাখিদের খাবার দেন। তাই তার ডাকে ছুটে আসে গাছ-গাছালিতে থাকা পাখিরা। দুলালের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার জোড়মল্লিকা গ্রামে। প্রায় ৫ বছর ধরে পাখিদের খাবার দিয়ে চলেছেন তিনি।…