একসময় তুমুল প্রেমের গল্প লিখতেন হিমু আকরাম। সেসব ছাপা হতো বিভিন্ন পত্রিকায়। নাটক বানাতে এসে কমেডিকে বেছে নিয়েছেন। তার পরিচালনায় ‘শান্তি মলম ১০ টাকা’ নামে একটি সিরিয়ালও চলছে আরটিভিতে। হাস্যরসাত্নক এই সিরিয়ালে দর্শকের সাড়াও পেয়েছেন প্রচুর। তবে প্রেমের গল্পে মুগ্ধ করেননি— এমন নয়। যেমন—…