৭ মিনিটে এত নাটকও হয়!
বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থাকা জুভেন্টাস নিজেদের মাঠে শেষ পর্যন্ত দুই ডিফেন্ডার ব্রেমার ও লিওনার্দো বোনুচ্চির সৌজন্যে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে। এর মধ্যে বোনুচ্চির গোলটা যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। দারুণ প্রত্যাবর্তনের গল্পই তো, তাই না? কিন্তু প্রতিপক্ষ দলটার নাম সালেরনিতানা বলেই হয়তো…