পদ্মা সেতুর সড়কপথ যানবাহন চলাচলের জন্য চলতি বছরের জুনে খুলে দেয়া হলেও সেতুর দুই পাড় রক্ষায় নদীশাসনের কাজ এখনো শেষ হয়নি। নদীতে পানি বেশি থাকার কারণে নদীশাসনের কাজ হচ্ছে না। ফলে গতি কমেছে কাজের। নদীর পানি কিছুটা কমে এলে নভেম্বর থেকে নদীশাসনের কাজ পুরোদমে শুরু হবে। আগামী বছরের জুনে…