স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র জমা দিয়ে ২০১৮ সালের ১ নভেম্বর আত্মসমর্পণ করেছিলেন তইবুর রহমান। এর আগে তিনি সুন্দরবনের বনদস্যু ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরে এলেও মামলার জটে পড়ে তাকে বারবার যেতে হচ্ছে কারাগারে। তাতে স্থানীয়দের মাঝে ছড়িয়েছে তইবুর হয়তো আবার দস্যুতায় জড়িয়েছেন।…