পরচুলা বানিয়ে সচ্ছল তিন শতাধিক নারী
রাব্বিউল হাসান, জয়পুরহাট জয়পুরহাটের বিভিন্ন স্থানে পরচুলা (হেয়ার ক্যাপ) তৈরি করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন তিন শতাধিক নারী। জেলার ৩টি নির্ধারিত কেন্দ্র ছাড়াও বাড়িতে এসব নারী পরচুলা তৈরি করে উপার্জন করছেন। জয়পুরহাট সদরের কাশিয়াবাড়ি কবিরাজ পাড়া, পাঁচবিবি উপজেলার উচাই ও বেলখুর গ্রামে…