গোলকিপারকে মারতে এসে উল্টো ধরাশায়ী সমর্থক (ভিডিও)
ম্যাচে ১-০ গোলে এগিয়ে আছে দল, তবে পরের পর্বে যাওয়ার জন্য তা যথেষ্ট নয়। ইউরোপা লিগের নকআউট প্লে-অফের দ্বিতীয় লেগে পিএসভি-সেভিয়া ম্যাচের এই যখন অবস্থা, তখন সেভিয়া গোলকিপার মার্কো দিমিত্রোভিচের উপর চড়াও হয়েছেন এক পিএসভি সমর্থক। ম্যাচের শেষ বাঁশির কিছু সময় আগে আচমকা ফিলিপস স্টাডিওনের…