বুকার পুরস্কারজয়ী ব্রিটিশ লেখক হিলারি ম্যান্টেল (৭০) শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তার প্রকাশক এ কথা জানিয়েছেন। খবর বিবিসির। উল্ফ হল নামের ত্রয়ী উপন্যাস লিখে হিলারি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন। ২০০৯ সালে তিনি টমাস ক্রমওয়েল সিরিজের প্রথম বই উল্ফ হল-এর জন্য বুকার পুরস্কার অর্জন করেন।…