বারামখানায় ভবের হাট
জাহিদুজ্জামান, কুষ্টিয়া ‘যদি ত্বরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ’। আখড়াবাড়িতে লালন মাজারের কাছাকাছি এগোতেই ভেসে এল এ গান। শুরু হয়েছে সাধুর সঙ্গ। মনের বাসনা পূরণ ও লালন প্রেমের টানে এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে সাঁইজির বারামখানা। বাউলসম্রাট ফকির লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে…