বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছিল বার্সেলোনা। তবে টানা দুই হারে এখন তাদের চোখ রাঙানি দিচ্ছে ইউরোপা লিগ। ন্যু ক্যাম্পে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্তোরিয়া পলজেনকে ৫-১ গোলে উড়িয়ে আসর শুরু করে জাভির দল। তবে দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে উড়ন্ত বার্সাকে মাটিতে নামায় ‘পুরনো শত্রু’ বায়ার্ন…